Tahsin's Gallery

Tahsin's Gallery Follow করতে ভুলবেন না��

🤍
06/09/2025

🤍

আর কিছু না পারি ছেলের বউ কে একটা স্বাধীন সংসার উপহার দেওয়ার বড্ড ইচ্ছে আমার।

আমি ব্যক্তিগত ভাবে যৌথ পরিবার অপছন্দ করি। এই লাইনটার পরের লাইন যেটা অনেকের মাথায় আসে সেটা হল, নিজের তো ছেলে। নিজে কী করবা ভবিষ্যতে?

একটা লাইন ফেসবুকে ঘুরঘুর করতে দেখি। অধিকাংশ মেয়ে যৌবনে একক পরিবারের জন্য আন্দোলন করে আর বুড়া বয়সে শাশুড়ির সেবা করার হাদীস শোনায়।

আমি যখন বলি ছেলেকে বিয়ে করেই আলাদা করে দিবো। প্রশ্ন আসে তখন আমাদের বুড়ো বয়সে সেবা করবে কে?

এই ব্যাপারগুলো নিয়ে আমার দারুণ একটা স্বপ্ন আছে। আমি জানি একটা নিজের সংসার, একফালি ব্যালকোনি, একটা কিচেন, কয়টা রঙিন মশলার কৌটা, একটা আলতা পরা অলস দিন, নতুন ট্রাই করা আনাড়ি রেসিপিটা, কয়টা চকচকে বাসন, প্লেট- রূপালি চামচ এসব একটা মেয়ের জন্য কী! এসবের মায়ায় একটা মেয়ে ঘর ছাড়ে।

বড় সংখ্যক ছেলের বউ শাশুড়ির মৃত্যুর অপেক্ষায় থাকে। কারণ এরপর তার নিজের একটা সংসার হয়। অথচ এই সংসারটা বিয়ে করেই তার পাওনা ছিল।

আমরা ছেলেকে বিয়ের সাথে সাথেই আলাদা করে দেবো। পাশেই থাকুক না হয়। পাশের ফ্ল্যাটেই কিংবা বিল্ডিং এর আরেকটা ফ্লোর ওদের হোক। ছাদে ওরা খুনসুটি করে কাপড় মেলুক। পছন্দের রঙে ঘর সাজাক। এই মন না চাইলে চূলায় আগুন জ্বলে না, শরীর ম্যাজম্যাজ করলে আধা দিন বিছানায়ই- আমার এই স্বাধীন জীবনটা আমার ছেলের বউয়ের কেন হবে না? দু’জনার একটা রান্না ঘরে কত যে রূপকথার গল্প জমে রোজ! আমার ছেলে কেন সেই গল্প থেকে বঞ্চিত হবে?

এরপর রইলো বুড়ো বাপ-মার সেবা। আচ্ছা ছেলে যখন বিয়ে করায় তখন কি বাবা মা একদম বুড়ো হয়ে যায়? বিছানায় পরা? কই আশে পাশে তো তেমন দেখি না! ছেলের বাবার ইচ্ছা ছেলেকে দ্রুত বিয়ে করানো। আল্লাহ চান যদি তেমন হলে আমরা তখনই সেবার মুখাপেক্ষী না কিন্তু।

সংসার সুন্দর, বিয়ে সুন্দর। এই ঝগড়াঝাটি, হাজারটা দায়িত্ব, জাজমেন্ট এসব করে একটা মেয়ের সংসারের সৌন্দর্য নষ্ট করার অধিকার প্রচলিত সমাজের ছেলের মায়েদের কে দিল?

বিঃদ্রঃ একান্তই নিজের ছেলেকে নিয়ে নিজের ইচ্ছের কথা লিখলাম। যারা ছেলের বউ নিয়ে সুখে শান্তিতে একত্রে থাকছেন বা থাকতে চান তাদের বিরোধিতা করা হয় নি।

©নুফরাত জেরীন

সোফা রানার স্টক এভেইলেভেল

03/09/2025

আগস্ট যাইতে লাগছে ৭ মাস, আর সেপ্টেম্বর একদিনে ৩ তারিখ আইসা পরলো😕

30/08/2025

🇺🇸: are you guys dating?
🇧🇩: kireeeeeeeeeeeeee😃

ঘরে কাচ্চি  রেখে ছেলেদের পান্তা ভাতে মুখ দিতেই হবে " 🙂
02/06/2025

ঘরে কাচ্চি রেখে ছেলেদের পান্তা ভাতে মুখ দিতেই হবে " 🙂

Death is unexpected 🙂
04/06/2024

Death is unexpected 🙂

আমার ছেলেবেলা 😍
24/05/2024

আমার ছেলেবেলা 😍

- Flowers are another element of peace of mind.💗🍃
21/05/2024

- Flowers are another element of peace of mind.💗🍃

কার্জন হল 🍃
20/05/2024

কার্জন হল 🍃

স্বর্গ তো এখানেই 🫠😋
26/03/2024

স্বর্গ তো এখানেই 🫠😋

বেইলি রোডে আগুন লাগার কিছু মুহূর্ত আগেও কেউ জানতো না কি হবে কিছুক্ষণ পর। ব্যাস্ততম জায়গা। কেউ হয়তো খাচ্ছিলো পছন্দের খাবা...
01/03/2024

বেইলি রোডে আগুন লাগার কিছু মুহূর্ত আগেও কেউ জানতো না কি হবে কিছুক্ষণ পর। ব্যাস্ততম জায়গা। কেউ হয়তো খাচ্ছিলো পছন্দের খাবার, কেউ হয়তো কিনতেছিল শখের জামা, কেউ হয়তো বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিলো, কেউ হয়তো বাসায় ফোন করে বাচ্চাকে বলেছে, বাবা আসতেছি বাসায় তুমি চিন্তা করো না মা। মুহূর্তে তছনছ হয়ে গেলো সব।

আমরা আজ সারাদিন হিসাব কষলাম চার বছর পর আমরা কে কোথায় থাকবো? কী করবো ইত্যাদি৷ অথচ একবারও কী আমরা ভেবেছি যে জীবনের চার সেকেন্ডের ভরসা নাই, সেই জীবন নিয়ে চার বছরের ভবিষ্যত কল্পনা করা নিচক হাস্যকর।

বেইলি রোডে আগুন লাগলো, দাউদাউ করে জ্বললো প্রায় দুই ঘন্টা। জাস্ট কয়েকটা সেকেন্ডের মধ্যে কতো মানুষের জীবন বদলায়ে গেলো, জীবন শেষ হয়ে গেলো। এই পর্যন্ত ৪৪ জনের মৃত্যুর খবর পেলাম। জানিনা সংখ্যাটা আরো বাড়বে কিনা।

সকাল বিকাল আমাদের দিকে ধেঁয়ে আসে যমদূত। আচমকা আমাদের মাথায় বর্ডার ভেঙে পড়ে, ট্রাক উঠে যায় বুকের উপর, আগুন লেগে পুড়ে যায় স্বপ্ন, পুড়ে যাই আমরাও মুহূর্তেই। জীবনের কোনো নিশ্চয়ইতা নাই।

হাসি মুখে বাড়ি থেকে বের হয়ে কে কখন কোথায় লাশ হয়ে বাড়ি ফিরবো কেউ জানিনা আমরা; কেউ না...
🥺


©

কি সুন্দর,না!😍🌕
27/02/2024

কি সুন্দর,না!😍🌕

মাশাআল্লাহ!🥰❤️
24/02/2024

মাশাআল্লাহ!🥰❤️

Address

Fulbaria

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tahsin's Gallery posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share