
30/06/2025
কখনো কি পরিবারের বিশ্রী পলিটিক্সের স্বীকার হয়েছেন বা এখনো কি হচ্ছেন?🤔
একবার ভাবুন এমনটা কি আদো হয়,,???🤔
তাহলে মনোযোগ দিয়ে পড়ুন☺️
পৃথিবীতে সবচেয়ে বেশি মাইন্ড গেইম খেলা করেন কারা জানেন,,??জানেন না,,😲তাহলে শুনুন,এই খেলোয়ার হচ্ছে আপনার/আমার শ্রদ্ধেয় প্রাণপ্রিয় ( বাবা-মায়েরা )😮
হ্যা,সত্যি-ই আমাদের বাবা-মায়েরা।।😇
অথচ এই সমাজ সর্বদা সন্তান কে অপরাধী বানায়।🥺
বাবা মায়ের বয়স হয়েছে মানে উনারা যেটা বলবেন বা করবেন সেটাই ১০০% সত্য।তারাও ভুল করেন বা করতে পারেন এটা মানতে চাইনা।সাইলেন্ট ট্রিটমেন্ট , ভার্বাল এ্যাবইউজমেন্ট বাজে ব্যবহার , ইমোশনালি হ্যারেজ হচ্ছেন , মাইন্ড গেইম এসব কিছুর মধ্যে দিন কাটাচ্ছেন। প্রতিবাদ করলেই আপনি খারাপ।😃
বাবা মা খুব ভাল করে জানেন কোন সন্তানের মাথায় কাঁঠাল ভেঙে খাওয়া যায় আর কাকে তোষামোদ করে চলতে হয়।মানুষ ৬০ বছর বয়সে বুঝতে পারে জীবনে সত্যিকারে সম্পর্ক কোনটা ছিল।সৌভাগ্যক্রমে অনেকেই যৌবন পেরুতেই সেই সম্পর্ক বুঝতে পারে।হাজারো সন্তান জীবনের সবটুকু সঞ্চয় বাবা মায়ের হাতে দিয়ে সার্টিফিকেট পায় কিছুই করোনা আবার অনেক সন্তান কিছু না করেও সেরা সন্তানের সার্টিফিকেট অর্জন করে।অনেক সময় এক সন্তান কে সামনে রেখে মানুষের কাছে গল্প বলবে আমার অমোক সন্তান এটা করে ওটা করে। এই সেই বহু সুনাম।আর যে সামনে দাঁড়িয়ে থাকে তাকেও একটু ছোট করতে দ্বিধা করেনা। মানে তাকে অন্যের থেকে একটু হলেও ছোট করে রাখতে হবে।আর সেই মানুষটা নিরবে এগুলো সয্য করতে করতে একদিন দূরত্বের সীমান্ত পেরুতে থাকে।🙃
তাছাড়া সন্তান ২ বা তার বেশি হলে সবাইকে সমান চোখে না দেখে কাউকে কম কাউকে বেশি প্রায়োরিটি দেয় কেয়ার করে।।😃কারো জন্য খাবার শেষ হয়ে যায় আবার কারো জন্য খাবার ফ্রিজের এক কর্নারে বাটিতে লুকানো থাকে।।
কোনো কিছু নিয়ে আসলে ভালো জিনিশ টা প্রিয় ছেলে বা মেয়ের জন্য রেখে দেওয়া অন্য জনকে ধরতে পর্যন্ত না দেওয়া।
দোষ উভয়ের-ই থাকা সত্বেও একজন কে কিছু না বলা আর অন্য জনকে দিয়ে দোষ স্বীকার করানোর ব্যাপার টা।।
আবার ২ ছেলে বঊ ২ জন থাকলে একজন কে মেয়ে অন্য জন কে কাজের বুয়া এর চোখে দেখে।।।😃
অপরদিকে মেয়ে ২ টা হলে ২ মেয়ের জামাইয়ের মধ্যে একজনকে নিজের ছেলের মত মনে করা সব বিশ্বাস আশ্বাস একজনের উপর।।😎
এক মেয়ের জামাইয়ের সামনে মেপে-ঝেপে কথা বলা আর অন্য জনের সামনে মুখ দিয়ে যা আসে তাই বলা।।
আবার একজনকে কারো সামনে উপস্থাপন না করিয়ে তার সম্মান বারানোর চিন্তা আর,অন্য জনকে প্রয়োজন এর সময় ডেকে নিয়ে আসা আবার প্রয়োজন শেষে তার উপর নানাবিধ মন্তব্য করা যেমনঃ জামাই এর এটা ভালো নাহ ওইটা ভালো নাহ।।।কত কাহিনি কিচ্চা😁😄
শশুর বাড়িতে এক মেয়ে ভালো পজিশন করে ফেলার পর অন্য মেয়ে কেনো কিছু করতে পারলো নাহ তা নিয়ে বাবা মায়ের কথার খোঁটা।।তুই এটা কেন করলি তোর বোন তোহ করতে পারলো নাহ এইটা ওইটা কত কথা।😄
মূলত সব খেলোয়াড় এর বড় খেলোয়াড় হলো বাবা মায়েরা।🫡
আর আমরা সন্তানরা এই খেলা সরঞ্জাম মাত্র।।।🤐
আর দিন শেষে বাবা মায়ের মুখ ছেলে মেয়েদের উদ্দেশে একটাই কথা জামাই/বঊ কেউ আপন নাহ আপন হয় বাবা আর মায়েরা😁আর এত পলিটিক্স এর পর যে তারা এই কথা বলে তখন কি কোনো ছেলে মেয়ে ভাবেতে পারে আদো কি তাদের বাবা মা-ই আপন।।🤔
মূলত যাদের সাথে এইগুলো হয় শুধু তারাই এটার ভুক্তভোগী।প্রতিবাদ করলেই তুমি খারাপ।
আল্লাহাতালার পরেই পৃথিবীতে মা বাবার সার্পোট নিয়ে সন্তান পথচলে।বাবা মা যখন শত্রু হয় তখন পথচলা সহজ হলেও হৃদয় টা ক্ষতবিক্ষত হয়ে যায়। আর ক্ষত-বিক্ষত হৃদয় নিয়ে পুরোপুরি শ্রদ্ধা আসেনা।দুনিয়ার সবার কাছে নির্বিশেষে যে ভালো সে পজেটিভ পারসন নয় , সে হিপোক্রেট।তাছাড়া ফেলে রেখে আশা পুরোনো দিনে তাদের দেওয়া কথা কষ্ট গুলা মনে কিন্তু গাথাই থাকে।।একটা সময় এই বাবা-মায়েরা কষ্ট পেলেও তাদের কষ্টে ছেলে/মেয়েদের মনে বিন্দু মাত্র খারাপ লাগা কাজ করে না।।।🙃
যার একটাই কারন ছেলে বা মেয়ের মনের একটাই প্রশ্ন বিগত দিন গুলাতে বাবা মায়েরা এমন না করলেও পারতো।।🙃কিন্তু এই উত্তর দেওয়ার মত কেউ থাকে নাই আর আসবেও না।
সর্বশেষে জীবন থেকে শিখেছি পৃথিবীতে শ্রেষ্ঠ সম্পর্ক স্বামী স্ত্রী।💞💕 বাকি সব মিথ্যা।💔।
যে একজন সঠিক মানুষ পায় তার কপাল আল্লাহ এর রহমতে ভালো-ই থাকে,,আর যে ভালো মানুষ পায়-না তার কপাল পোড়ার থেকে-ও পোড়া।।🥺
যে সঠিক জীবন সঙ্গী পেয়েছে তার বেঁচে থাকার জন্য পৃথিবীতে আর কারোর প্রয়োজন হয়না🥰কারন একটা ভালো জীবন সঙ্গী হাজার টা বন্ধুর থেকে-ও বেটার।।💕