Milestone College crush and confession’s

Milestone College crush and confession’s OFFICIAL Confession Page For Milestone College . Sent Your Loveale Confession For Your Love �

From: কেউ একজন।To: নাম জানিনা,আসসালামু আলাইকুম।আশা করি ভালো আছেন। আমি জানি এইটা সঠিক সময় না কিন্তু তাও আমি এটা বলতে চাই...
06/08/2025

From: কেউ একজন।
To: নাম জানিনা,
আসসালামু আলাইকুম।
আশা করি ভালো আছেন। আমি জানি এইটা সঠিক সময় না কিন্তু তাও আমি এটা বলতে চাই। আমি আপনাকে পার্সোনালি চিনিও না জানেও না আপনিও আমাকে চিনবেন না।কিন্তু এই কয়দিন আপনার ভিডিও দেখে আমার সত্যি আপনাকে অনেক ভালো লেগেছে। আমার মনে হয় আপনি অনেক ভালো মনের এবং অনেক ইমোশনাল একটা মানুষ। আপনার যদি কোন জিএফ থাকে তাহলে সে অনেক লাকি আপনাকে পেয়ে। আর যদি না থাকে তাহলে আপনি আমাকে খুঁজতে পারেন। বেশি কিছু বলতে চাইনি আমি এই টুকুই বলতে চাই আমরা আপনাকে অনেক, অনেক, অনেক, অনেক, অনেক,অনেক, অনেক ভালো লাগছে। আপনার যদি কোন জিএফ না থাকে। তাহলে প্লিজ আমাকে একটু খোঁজেন।

আমাকে একটু পাত্তা দিলেও তো পারো 🥹🤌🏻বি. দ্রঃ তুমি ex milestonian সেটা আমি জানি। কিন্তু গ্রুপ এ পোস্ট করলে অন্তত তোমার নজর...
09/07/2025

আমাকে একটু পাত্তা দিলেও তো পারো 🥹🤌🏻

বি. দ্রঃ তুমি ex milestonian সেটা আমি জানি। কিন্তু গ্রুপ এ পোস্ট করলে অন্তত তোমার নজরে পরব। এইজন্য পোস্টটা দিলাম। ক্ষমা প্রার্থী ব্যাপারটির জন্য😮‍💨🙏🏻

হে আমার প্রিয়তমা 💖তোমার চোখে প্রথম যেদিন পড়েছিলাম সেই দিনটাকে দেখে বলা যায় না বললে ভুল হবে। বরং মনে হয় সেই দিনটায় আম...
06/07/2025

হে আমার প্রিয়তমা 💖
তোমার চোখে প্রথম যেদিন পড়েছিলাম সেই দিনটাকে দেখে বলা যায় না বললে ভুল হবে। বরং মনে হয় সেই দিনটায় আমি এক নতুন অনুভূতির পাঠে ঢুকেছিলাম 📖✨এমন একটা পাঠ, যার প্রতিটি অক্ষর তুমি তোমার নীরবতা 🤫তোমার চোখের চশমা আর সেই হালকা হেসে রাখা ঠোঁট 😊তুমি হয়তো জানো না চশমার নিচে লুকানো তোমার সেই হালকা হাসি এক চুমুক কফির মতো। যে কফির গন্ধ মনকে ধোঁয়া তুলিয়ে ফেলে আর ফেলে রাখে চুপ করে ভাবনার এক কুয়াশা ভরা জানালার পাশে সেই জানালায় তুমি, আর আমি শুধু মুগ্ধ হয়ে তাকিয়ে থাকি 😍🥰তুমি জ্বলজ্বলে নও ঠিক যেমন আকাশের চাঁদ 🌙 তীব্র আলো দেয় না তবু তাকে দেখে মানুষ হারিয়ে যায়। তোমার মধ্যে এক ধরনের স্নিগ্ধতা আছে, যেটা শোরগোলের ভিড়ে বসন্তের দমকা হাওয়া মতো স্বস্তিদায়ক। তুমি যখন হালকা হাসো 😊তখন মনে হয়...সময়টা একটু ধীরে চলে...যেন শব্দ থেমে যায়... ঘড়ি থেমে যায় ⏲️⏰শুধু তোমার চোখের দিকে তাকিয়ে থাকি আর ভাবি এই মেয়েটার মধ্যে এমন কি আছে, যা একটানা মুগ্ধ করে রাখে? 😌💭তুমি হয়তো জানো না তোমার চশমা আমার কাছে একরকম রহস্যময় দরজা যেটা খুললেই একটা গোটা সাহিত্য বেরিয়ে পড়ে 📚। আমি প্রতিদিন সেই দরজার কাছে এসে বসে থাকি । যদি একদিন সাহস হয় তোমাকে জানাবো তুমি শুধু ভালো লাগা নও ভালোবাসো ও 💘💝 আর তুমি আমার মনের এক চুপচাপ বাসনা যেটা কবিতার মতো ধীরে ধীরে পড়ি, বোঝার চেষ্টা করি কিন্তু শেষ পর্যন্ত পুরোটা কোনোদিনই বুঝতে পারি না।তোমাকে নিয়ে আমি যত ভাবি, ততই বুঝি তুমি একটা কবিতা যা পুরো পড়ে ফেলা যায় না। তুমি একটা গল্প 📖যেটা কখনো পুরনো হয় না। তুমি এমন এক নিরবতা যেখানে শব্দেরা গিয়ে হারিয়ে যেতে চায় আমি জানি, বলা হয়ে ওঠে না অনেক কিছুই। আর বলা গেলেও সব কিছু শেষ হয়ে যায় না সে কারণেই হয়তো আমি আজও বলিনি ।
তোমাকে দেখি চোখে ভালোবাসি নিঃশব্দ❤️
শুভ থেকো 🌸 চুপ থেকো 🤐আর সেই রহস্যময় চোখদুটো আগলে রেখো 👀✨যাতে করে আমি মুগ্ধ হয়ে হারিয়ে যেতে পারি, আরও হাজারবার ..........চশমা কাঁচে ধরা পড়া চোখের ভাষা পড়া যায় না তবুও তোমার চোখ দুটো যেন কবিতার মতোই রহস্যময়... 🌌ভালোবাসি তোমায় তোমার হাতে হাত রেখে কাটিয়ে দিতে চাই আরো দুটি জন্ম💭💝🌹💐
ইতি
এক নিঃশব্দ পাঠক
যার চোখে তুমি কবিতা 📜💖

আপনাকে দেখার পর ভিতরে কিছু একটা ফিল হয়।আপনার দিকে অনেক্ষণ তাকাই ছিলাম।"I have made eye contact with you many times'কিন্ত...
06/07/2025

আপনাকে দেখার পর ভিতরে কিছু একটা ফিল হয়।আপনার দিকে অনেক্ষণ তাকাই ছিলাম।"I have made eye contact with you many times'
কিন্তু সব কিছু থেকে ৭নম্বর এর পার্ক পর্যন্তই।অনেক যাগায় আপনারে খুঁজেছি।এবং গুগল লেন্স এ ও পিক দিয়ে দেখছি পাওয়া যায় কি না ! তাও পাই নাই।

একটা মানুষ ছিল, যাকে ভালোবাসি… নীরবে, নিঃশব্দে।তার স্টোরি দেখি, রিয়্যাক্ট দেই,কথা বলার ছোট ছোট সুযোগ খুঁজি।ভালো লাগার অন...
02/07/2025

একটা মানুষ ছিল, যাকে ভালোবাসি… নীরবে, নিঃশব্দে।

তার স্টোরি দেখি, রিয়্যাক্ট দেই,
কথা বলার ছোট ছোট সুযোগ খুঁজি।
ভালো লাগার অনুভূতিটা মনে জন্মেছিল অনেক আগেই…
কিন্তু কখনো সাহস করে বলতে পারিনি—
ভয় ছিল, যদি বলার পর দূরে সরে যায়।

আজ হঠাৎ দেখি—
সে আর আমার friend list-এ নেই।
Instagram থেকেও আমার নাম মুছে গেছে।

মনে হচ্ছিল বুকটা খালি হয়ে গেছে,
চোখে পানি এসেছিল…
কারণ, আমি এখনো বলিনি—
“মুনতাহা, আমি তোমাকে ভালোবাসি।”

তোমাকে ভালোবেসেছি নিজের মতো করে,
শব্দ ছাড়া, দাবি ছাড়া—
শুধু ইচ্ছে ছিল একদিন তোমার সামনে দাঁড়িয়ে বলবো:

“তোমার সাথে পরিচয়ের আগে আর পরে,
আমার জীবনটা একেবারে বদলে গেছে।
তুমি আমার জীবনের প্রথম অনুভব,
তোমাকে আমি শেষ পর্যন্ত আপন করে পেতে চাই।

তোমার কাছে শুধু একটা অনুরোধ—

যদি কখনো মনে পড়ে,
একবার মেসেজ দিও।
আমি সারজীবন তোমার অপেক্ষায় থাকবো..💔

From: অচেনা কেউTo: Zeba Abedin (SSC 23)প্রিয়,তোমায় কি নামে সম্বোধন করবো বুঝতে পারছি না। মনের সাথে অনেক বাকবিতণ্ডা করে শে...
29/06/2025

From: অচেনা কেউ
To: Zeba Abedin (SSC 23)

প্রিয়,
তোমায় কি নামে সম্বোধন করবো বুঝতে পারছি না। মনের সাথে অনেক বাকবিতণ্ডা করে শেষে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্য নিয়েও তোমার সৌন্দর্যের সাথে মিল রেখে কোন যথাযথ নাম আমি বেছে নিতে পারিনি। প্রত্যেকটা নামেরই কিছুনা কিছু ঘাটতি রয়েই যাচ্ছিলো তাই শুধু “প্রিয়” বলেই সম্বোধন করলাম। দুঃখিত, কেমন?
আমি সৌন্দর্যের বর্ণনায় অনেক কাঁচা। তোমায় সঠিকভাবে বর্ণনা করার সামর্থ আমার নেই। কেবল এটুকুই জানি, তুমি অনন্য। তোমার চোখ, চাহনি, ঠোঁট আর ঠোঁটে লেগে থাকা এক চিলতে হাসি আর তোমার দাঁত!
কাজল চোখে তোমায় অনেক বেশি সুন্দর লাগে জানো সেটা? তোমার বা চোখের নিচে একটা তিল আছে আমি সেটারও প্রেমে পড়ে গেছি। অদ্ভুত? হয়তো। সামান্য অদ্ভুত না হলে প্রেমে পড়াও মানায় না। প্রেম জিনিসটাই তো কেমন অদ্ভুত। হঠাৎ করেই হাজির হলো সেদিন আমার কাছে। তোমায় দেখলাম আর দেখতেই থাকলাম। লাভ এ্যাট ফার্স্ট সাইট, এই বিষয়গুলোই তো অদ্ভুত। বলা নেই কওয়া নেই হুট করেই হয়ে যায়। হয়তো এই কনফেশনটাও তোমার কাছে অদ্ভুত ঠেকবে। তোমার সৌন্দর্যের তারিফ আলাদা করে এভাবে কনফেশন লিখে করার প্রয়োজন হয় না। তুমি যে সুন্দর সে কথা বলার আর মানার মানুষের অভাব নেই। আমি সেই মানুষদের মধ্যে নগন্য একজন। বলতে পারো সৌন্দর্যের পূজারী। শুধুই তোমার সৌন্দর্যের। জানি রূপ, লাবণ্য কোনটাই চিরস্থায়ী নয় তাই অতিরিক্ত হিসেবে তোমার গান বেছে নিয়েছি। যদিও শোনা হয়নি সেরকম তবে আমি জানি আমি সেই গায়িকা তুমিটারও প্রেমে পড়েছি অবচেতন মনে। আমি সম্পূর্ণ তুমিটারই প্রেমে পড়েছি।
হবে কি আমার গান শোনানো পাখি? কোন এক জ্যোৎস্না স্নাত রাতে তোমার কোলে মাথা রেখে চোখ বুজে একটা গান শুনতে চাওয়া কি খুব বড় অপরাধ হবে?

নিজের যত্ন নিও। উচ্চমাধ্যমিক পরীক্ষার জন্য শুভকামনা রইল।

From:অজানাTo:Tawhid Al Islam  Sifat (HSC 2024)Dear Senior Vaiya,কিভাবে শুরু করি জানি না..অবশ্য এর আগে কখনো লিখি নি!!তাও ...
27/06/2025

From:অজানা
To:Tawhid Al Islam Sifat (HSC 2024)

Dear Senior Vaiya,

কিভাবে শুরু করি জানি না..অবশ্য এর আগে কখনো লিখি নি!!
তাও লিখছি বেশি কিছু বলতে পারছি না।
ভালো লাগে আপনাকে। ভালো লাগার কারণ বলতে গেলে আপনি খুব ভালো মনের মানুষ এবং মানুষের সঙ্গে খুব সহজেই মিশতে পারেন।

এর আগে হয়তো অনেক প্রোপোজাল পেয়েছেন।আমি তার সংখ্যা টা একটু বাড়ালাম আরকি, আপনি তো আবার দেবদাস!! সো চান্স নেই জানি...

Whatever...

ভালো থাইকেন।
ভালো রাইখেন আশে পাশের সবাই কে...
পারলে আমার বিষয়টা একটু দেইখন!!

From: ig followerTo: Akash LinaDear Akashlina,তোমাকে ফলো করা একজন আমি। তোমার সব পোস্ট,  স্টোরি আমি দেখি সব সময়।  জানি তু...
27/06/2025

From: ig follower
To: Akash Lina
Dear Akashlina,
তোমাকে ফলো করা একজন আমি। তোমার সব পোস্ট, স্টোরি আমি দেখি সব সময়। জানি তুমি তোমার bsf কে নিয়ে আছো তাও আমার তোমাকে অনেক ভালো লাগে সেই কলেজ শুরু হওয়া থেকে। তোমাকে আমি প্রথম project 7 এর সামনে দিয়ে যেতে দেখেছিলাম🥹 জানি তুমি আমার হবেনা তাও নিজের অনুভূতি বললাম🫰

27/06/2025

📢 Page Update 📢

We’re thrilled to share that we have a new admin joining at the Page . They will be helping keep our community lively and engaged. So feel free to post and share your story. we will be happy to help you guys . Thanks for your ongoing support! 💙

Send a message to learn more

Name:Shafika ononiInstitute:Hccঅভনী থিওরি দেখার পর তোমার জন্য আমার ভালবাসা আরও গভীর হয়ে উঠেছে।আমিও তোমার সাথে আমার ভালবা...
27/06/2025

Name:Shafika ononi
Institute:Hcc
অভনী থিওরি দেখার পর তোমার জন্য আমার ভালবাসা আরও গভীর হয়ে উঠেছে।আমিও তোমার সাথে আমার ভালবাসার থিওরি লিখতে চাই সারাজীবন।আমার কাছে তুমি এবং তোমার থিওরি আইনস্টাইন এর থিওরি অভ রিলেটিভিটি থেকেও বেশি গুরুত্বপূর্ণ। যদি আমাদের বিয়ে হয় তাহলে আমরা ২জন একসাথে আরও অনেক থিওরি আবিষ্কার করতে পারব।
ইতি,তোমাকে বিয়ের স্বপ্ন দেখা একজন

From : A  stranger  From -DCC ( Ariyan )To      :  Sadia (  I Don't know is this real or fake, I find this from facebook...
25/06/2025

From : A stranger From -DCC ( Ariyan )
To : Sadia ( I Don't know is this real or fake, I find this from facebook)

প্রথমেই বলে নেই তোমাকে নিয়ে আমি কোন রচনা লিখবো না।
কারণ তোমাকে বর্ণনা করে প্রশংসিতো করার মতো শব্দ হয়তো এখনো আবিষ্কার হয় নি।
তুমি কি তুমি কে তা আমি জানি না। হয়তো তোমাকে চাওয়ার আরো অনেক মানুষ আছে,হয়তো আমি তাদের মধ্যে সবচেয়ে নূন্যতম , হইতো
কোনো এক আকাশ তুমি তাই
তোমাকে পেতে চায়।"
আর কিছু লিখবো না, তোমাকে নিয়ে যত লিখবো ততই কম। তাই কমই লিখলাম। If you want my identity Just put a single comment Or Just check your Friend requests. Take care🤍
ইতি,
love from a stranger

‼️ Admin Reaveled ‼️Founder and 1st ADMIN - Fahmid H Himel 🫡Another Founder and ADMIN- Nehal Mahbub
21/06/2025

‼️ Admin Reaveled ‼️

Founder and 1st ADMIN - Fahmid H Himel 🫡

Another Founder and ADMIN- Nehal Mahbub

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Milestone College crush and confession’s posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category