
06/08/2025
From: কেউ একজন।
To: নাম জানিনা,
আসসালামু আলাইকুম।
আশা করি ভালো আছেন। আমি জানি এইটা সঠিক সময় না কিন্তু তাও আমি এটা বলতে চাই। আমি আপনাকে পার্সোনালি চিনিও না জানেও না আপনিও আমাকে চিনবেন না।কিন্তু এই কয়দিন আপনার ভিডিও দেখে আমার সত্যি আপনাকে অনেক ভালো লেগেছে। আমার মনে হয় আপনি অনেক ভালো মনের এবং অনেক ইমোশনাল একটা মানুষ। আপনার যদি কোন জিএফ থাকে তাহলে সে অনেক লাকি আপনাকে পেয়ে। আর যদি না থাকে তাহলে আপনি আমাকে খুঁজতে পারেন। বেশি কিছু বলতে চাইনি আমি এই টুকুই বলতে চাই আমরা আপনাকে অনেক, অনেক, অনেক, অনেক, অনেক,অনেক, অনেক ভালো লাগছে। আপনার যদি কোন জিএফ না থাকে। তাহলে প্লিজ আমাকে একটু খোঁজেন।