
22/07/2025
রাস্তায় বাসের এক্সিডেন্ট,
গলিতে ছিনতাইকারীর ছুরি,
ঘরে ডাকাতের কোপ,
বাজারে চাঁদাবাজের গুলি।
বৃষ্টিতে পড়ি ড্রেনে,
মাথায় পড়ে বিল্ডিংয়ের ইট।
এখন আবার আকাশ থেকে নেমে আসছে ভাঙ্গারি প্লেন।
এত এত ক্রিয়েটিভ মৃত্যুর অপশন বাংলাদেশ ছাড়া আর কোনো দেশ আপনাকে দেবে না।
fans Dini - দীনি