Mehjabun Nite

Mehjabun Nite Hi everyone,
Mehjabun Nuri Nite Here!
(2)

My page features daily cooking,recipes,food Gardening and vlogs hand-embroidered, baby's, all in one place.Hope you all enjoy!
❤️❤️❤️

20/07/2025

আচ্ছা,মানুষ চেনার উপায় কি?????

ওরা শুধু সকাল কয়টায় উঠলা সেইটা দেখবে। কিন্তু তুমি বাচ্চাকে নিয়ে রাতে কয়টায় ঘুমিয়েছো সেটা দেখতে বা জানতে আসবে না।এরিই নাম...
19/07/2025

ওরা শুধু সকাল কয়টায় উঠলা সেইটা দেখবে। কিন্তু তুমি বাচ্চাকে নিয়ে রাতে কয়টায় ঘুমিয়েছো সেটা দেখতে বা জানতে আসবে না।এরিই নাম শশুড় শাশুড়ী।
মুখে বলা যায় মেয়ের মতো কিন্তু বাস্তবতায় ছেলের বউ ছেলের বউই থাকে।
এটাই চিরন্তন সত্যি।

19/07/2025

শ্রেষ্ঠ স্বামীর আলামত হলো ৫টি।


#

19/07/2025

Hi everyone! 🌟 You can support me by sending Stars - they help me earn money to keep making content you love.

Whenever you see the Stars icon, you can send me Stars!

প্লেটে আছে,,,মাছ,ঢেরস ঝোল,করলা-আলু ভাজা। আলহামদুলিল্লাহ ❤️শুভ দুপুর।
19/07/2025

প্লেটে আছে,,,
মাছ,ঢেরস ঝোল,করলা-আলু ভাজা।
আলহামদুলিল্লাহ ❤️
শুভ দুপুর।

জীবন চিরকাল একরকম থাকে না।সময়,পরিস্থিতি, দায়িত্ব সবই ধীরে ধীরে পাল্টে যায়। আজকে যেটা সহজ মনে হচ্ছে, কাল সেটা হয়তো আর সম্...
19/07/2025

জীবন চিরকাল একরকম থাকে না।সময়,পরিস্থিতি, দায়িত্ব সবই ধীরে ধীরে পাল্টে যায়। আজকে যেটা সহজ মনে হচ্ছে, কাল সেটা হয়তো আর সম্ভব নাও হতে পারে।

আজ যদি তোমার হাতে সময় থাকে, মন চায় ছবি আঁকতে, গান গাইতে, ভ্রমণে যেতে বা প্রিয় কোনো কিছুতে সময় দিতে।তাহলে সেটা আজই করো।কারণ, কালকে হয়তো জীবন ব্যস্ত হয়ে যাবে অন্য দায়িত্বে,কিংবা শরীর -মন সাড়া দিবে না আগের মতো। তখন আফসোস হবে,ইচ্ছা ছিলো,কিন্তু আর করা হলো না।

এই কথাটা আসলে মনে করিয়ে দেয়,,,
সময়,মন,সামর্থ্য এই তিনটার মিল সবসময় পাওয়া যায় না।
তাই যখন এই তিনটা একসাথে পাওয়া যায়, তখনই নিজের শখ,ইচ্ছাগুলো পূরণ করে নিতে হয়।
না হলে হয়তো সেই ইচ্ছাগুলো হারিয়ে যাবে সময়ের ভিড়ে।

শুধু বেঁচে থাকা নয়,জীবনটাকে উপভোগ করাও একটা দায়িত্ব।

ফুচকা শুধু একটা খাবার না,এটা একটা আবেগ, একটা মুহুর্ত। চলবে না কি🥰,,,,,,,
19/07/2025

ফুচকা শুধু একটা খাবার না,
এটা একটা আবেগ, একটা মুহুর্ত।

চলবে না কি🥰,,,,,,,

আজকে আর পোস্ট করবো না।শুভ রাত্রি 🌸
18/07/2025

আজকে আর পোস্ট করবো না।
শুভ রাত্রি 🌸

পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ হলো মানুষ চেনা।
18/07/2025

পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ হলো মানুষ চেনা।

বাইরে থাকে,বাসা-বাড়িতে থাকে।কি আর কাজ করে।কতো যে কাজ জানা আছে।সারাদিন খালি শুয়ে বসে থাকা।হ কোনো কাজ নাই।ভাত রান্দা তো এম...
18/07/2025

বাইরে থাকে,বাসা-বাড়িতে থাকে।কি আর কাজ করে।কতো যে কাজ জানা আছে।সারাদিন খালি শুয়ে বসে থাকা।

হ কোনো কাজ নাই।

ভাত রান্দা তো এমনি এমনি হয়,দুই তিন পদ তরকারি আসমান থেকি পড়ে,দুই বেলা রান্দন আপনি রান্দি দিয়া যান,ঘর ঝাড়া মোছা আপনারা আসি করি দিয়া যান।বাচ্চা আপনি আসি পালি দেন৷ বাচ্চার হাগা মোতার কাপড় আপনারা আসি ধুয়ে দেন।আসবাবপত্র আপনারা আসি মুছেন।

কিছু কিছু তো বলে,আমরা মনে হয় বাচ্চা বড় করি নাই,মানুষ করি নাই।

হয় করছেন তো।বাপের বাড়িত বড় করি আনছেন,কেউ কেউ কাজের মহিলা নিয়ে থাকেন,কেউ কেউ গ্রামে ছিলেন বাচ্চার দাদি,নানি,আশে পাশে নেওয়ার মানুষ ছিলো।

যারা নিজের কাজ নিজে করে,একা হাতে বাচ্চা,কাজ সব করে তাদের হুদায় কিছু বলতে আসবেন না।
ভদ্র জন্য চুপ থাকি।

যেদিন অভদ্র হয়ে উত্তর দিবো সেইদিন মান-সন্মান দিতে পারবো না। সে যেই ই হোন না কেন।
যে যার জায়গা থেকে সব করে।

ওতো তুলনা না করে,যতো কম কথা বলা যায়,চুপ থাকবেন।

সব সময় বেশি কথা বলে মান-সন্মান নিয়ে নাও ঘরে ফিরতে পারেন।অপর জন যে সব সময় চুপ থাকবে এটা ভাববেন তো ভুল ভাববেন।

ডায়েট শুরু করতে হবে ভাবতে ভাবতে,,, আরো ৩/৪ কেজি ওজন বেড়ে গেলো😐ডায়েট আর শুরু হচ্ছে না 🥹
18/07/2025

ডায়েট শুরু করতে হবে ভাবতে ভাবতে,,,
আরো ৩/৪ কেজি ওজন বেড়ে গেলো😐
ডায়েট আর শুরু হচ্ছে না 🥹

তোমাদের মতো গরীবের কাছে এখন রাত ১২ টা হতে পারে,,,কিন্তু আমার মতো বড়লোকের কাছে এখন মাত্র সন্ধ্যা ৭ টা।বুঝেছো,,,,,,,,,,,🫣ম...
17/07/2025

তোমাদের মতো গরীবের কাছে এখন রাত ১২ টা হতে পারে,,,
কিন্তু আমার মতো বড়লোকের কাছে এখন মাত্র সন্ধ্যা ৭ টা।
বুঝেছো,,,,,,,,,,,🫣
মাঝ রাতের Craving 🥰

Just for fun guys,,,,,,

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mehjabun Nite posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mehjabun Nite:

Share

Category