papiya Akter

papiya Akter assalamulaikum

23/03/2025

তুমি যাকে অবহেলায় অযত্নে ফেলে দিলে,
তাকেও কেউ না কেউ যত্নে রাখবে..!! 🙂❤️‍🩹❤️‍🩹❤️‍🩹

23/03/2025

রামাদানের শেষ দশ দিনে বিজোড় রাতে শবে কদর তালাশ করুন এবং আমল করুন! কেউ যদি কদরের রাতে আমল করতে চান, এই ১০টি নিয়মে করতে পারেন...

⭕১। রাত দশটার পর থেকে টিভি বা মোবাইল দেখা থেকে বিরত থাকুন।

⭕২। বেশি গরম লাগলে গোসল করুন ও পরিষ্কার পোষাক পরিধান করুণ।

⭕৩। কোরআন পড়তে পারলে ১২ টার আগ পর্যন্ত কোরআন পরুন।

⭕৪। বেশি বেশি নফল আর হাজতের নামাজ পড়ুন।

⭕৫। রাত ১ টা থেকে ২ টা পর্যন্ত জিকির করুন। যেমনঃ-

★সুবহানাল্লহ, আলহামদুলিল্লাহ, আল্লহু আকবার। (১০০ বার করে)
★লা ইলাহা ইল্লাল্লহ (২০০ বার)
★ আস্তাগফিরুল্লহ (কমপক্ষে। ৫০০ বার, যত বেশি সম্ভব হয়)
★ বেশী বেশী দুরুদ পড়া।
★সুবহানাল্লহি ওয়াবিহামদিহি (কমপক্ষে ১০০ বার)
★"লা ইলাহা ইল্লাল্লহু ওয়াহদাহু লা শারিকালাহু লাহুল মুলকু ওয়ালাহুল হামদু ওয়া হুওয়া আ'লা কুল্লি শাইয়্যিন কদির" (কমপক্ষে ১০০ বার)

★ দুয়া ইউনুস - "লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনায যলিমীন"। (যত পারেন)

★"সুবহানাল্লহি ওয়াবিহামদিহি সুবহানাল্লহিল 'আযীম।" (কমপক্ষে ১০০ বার)

★"লা হাওলা ওয়ালা কুওওতা ইল্লা বিল্লাহ" বেশি বেশি পড়তে পারেন।

★সূরা ইখলাস যত বেশি পড়া যায়।

★স্যায়েদুল ইস্তগফার পাঠ করা।

⭕৬। রাত ২ টা থেকে ৩ টা পর্যন্ত তাহাজ্জুদ পরুন ৮ রাকাত। রুকু ও সিজদায় বেশি সময় ব্যয় করুন। পারলে সিজদায় দোয়া করা।

⭕৭। তাহাজ্জুদের পর তিন রাকাআত বিতরের নামাজ পরুন।
⭕৮। সেহরি খাওয়ার পূর্বেই হাত তুলুন মালিকের কাছে।আপনার প্রয়োজনের সব কিছু খুলে বলুন.. একটু চোখের পানি ফেলে বলুন, "মালিক, আমি আপনার ইবাদত করি এবং আপনার কাছেই হাত পেতেছি...খালি হাতে ফিরিয়ে দিবেন না.....ইত্যাদি...

⭕৯। সেহরি খান।

⭕১০। ফজরের নামাজ পড়ুন।

উপরের কথাগুলো মানুষের মাঝে ছড়িয়ে দিন, যারা আপনার কথা শুনে এ আমল করবে, আপনিও তাদের আমলের সমান সাওয়াব পাবেন ইনশাআল্লাহ্।

কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লহু 'আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "ভালো কাজের পথ প্রদর্শনকারী আমলকারীর সমপরিমাণ সাওয়াব পাবে, কিন্তু আমলকারীর সাওয়াবে কোনো ঘাটতি হবে না।..." [মুসলিম ২৬৭৪]

22/03/2025

ফ্রি থাকলে আল্লাহর নামটি লিখেন

21/03/2025

আল্লাহ তুমি ফিলিস্তিনি বাসীকে রিজিকের ব্যবস্হা করে দেন আমিন 🤲🤲🤲

16/03/2025

রুই মাছ এর তরকারি

14/03/2025

#ইস্তেগফার:
আস্তাগফিরুল্লাহ,আস্তাগফিরুল্লাহ,আস্তাগফিরুল্লাহ।

#জিকির:
সুবহানআল্লাহ ,আলহামদুলিল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার

#তওবা:
আস্তাগফিরুল্লাহ হাল্লাজি লা ইলাহা ইল্লা
হুওয়াল হাইয়্যুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি।

#দোয়া_ইউনুস:
লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী
কুংতু মিনাজ জোয়ালীমিন।

#দুরুদ_শরীফ: সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।

লা হাওলা ওয়ালা কুয়্যাতা ইল্লা বিল্লাহ
লা হাওলা ওয়ালা কুয়্যাতা ইল্লা বিল্লাহ।

জান্নাত লাভ ও জাহান্নাম থেকে মুক্তির দোয়াঃ

আল্লাহুম্মা ইন্নীআস আলুকাল জান্নাতা,
ওয়া আউযুবিকা মিনান্নার।

লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাঃ
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাঃ।

পড়া শেষে আলহামদুলিল্লাহ

13/03/2025

চলুন ঘুমানোর আগে একটু ইস্তেগফার পাঠ করি..🤲🤲

আস্তাগফিরুল্লাহ হাল্লাজি লা ইলাহা ইল্লাহু ওয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলাওয়ালা কুয়াতা ইল্লাহ বিল্লাহিল আলিয়্যিল আযিম

আস্তাগফিরুল্লাহ হাল্লাজি লা ইলাহা ইল্লাহু ওয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা ওয়ালা কুয়াতা ইল্লাহ বিল্লাহিল আলিয়্যিল আযিম

সুবহানাল্লাহ!
সুবহানাল্লাহ!
সুবহানাল্লাহ!
সুবহানাল্লাহ!

সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম!
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম!
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম!
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম!

আস্তাগফিরুল্লাহ ইন্নালাহা গাফুরুর রাহিম!
আস্তাগফিরুল্লাহ ইন্নালাহা গাফুরুর রাহিম!
আস্তাগফিরুল্লাহ ইন্নালাহা গাফুরুর রাহিম!
রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফিরলানা ওয়াতারহামনা লানা কুনান্না মিনাল খাসিরীন

রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফিরলানা ওয়াতারহামনা লানা কুনান্না মিনাল খাসিরীন

সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি আযিম!
সুবহানআল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি আযিম সুবহনাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি আযিম!

ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুমু, বিরাহমাতিকা আস্তাগীস
ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুমু, বিরাহমাতিকা আস্তাগীস
ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুমু, বিরাহমাতিকা আস্তাগীস

হাসবুনাল্লাহু ওয়া নি'আমাল ওয়াকিল!
হাসবুনাল্লাহু ওয়া নি'আমাল ওয়াকিল!
হাসবুনাল্লাহু ওয়া নি'আমাল ওয়াকিল!!

রাব্বানা আতিনা ফিদ্দুনইয়া হাছানা ওয়া ফিল আখিরাতি হাছানা ওয়া কিনা আজাবান্নার

ইয়া আল্লাহ, ইয়া রহমানু, ইয়া রাহিমু, ইয়া জাব্বারু,ইয়া বাসিতু,ইয়া ওয়াদুদু,ইয়া যুল যালালি ওয়াল ইকরাম,ইয়া আরহামার রহিম।

পড়া শেষ হলে বলি আলহামদুলিল্লাহ 🌼🏵️

12/03/2025

মেয়েদের ইফতারের টেবিলে সবকিছুই থাকে শুধু একটা সময় এসে মা- বাবা,
ভাই -বোন থাকে না 💔💔🥲

Address

Fulbaria

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Alerts

Be the first to know and let us send you an email when papiya Akter posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category