20/06/2025
Facebook Content Monetization: আবেদন ও রিপোর্ট করার পূর্ণাঙ্গ গাইডলাইন (২০২৫ আপডেট)।💰
কনটেন্ট মনিটাইজেশন হলো ফেসবুকের একটি নতুন ফিচার, যার মাধ্যমে আপনি রিলস, ছবি, স্টোরি, টেক্সট ইত্যাদি পোস্ট করে আয় করতে পারবেন।
✅ সঠিক অ্যাপ ব্যবহার করুন: Facebook Lite অ্যাপ থেকে Content Monetization ফিচারে আবেদন করা যায় না। এই ফিচারে আবেদন করতে হলে অবশ্যই ফেসবুকের মূল অ্যাপ ব্যবহার করতে হবে।
📲 Facebook অ্যাপ ইনস্টল: আপনার ডিভাইস অনুযায়ী Play Store বা App Store থেকে ‘Meta Platforms Inc.’ কর্তৃক প্রকাশিত অফিসিয়াল Facebook অ্যাপটি ইনস্টল করুন।
💼 Professional Mode চালু করুন (প্রোফাইল ব্যবহার করলে): প্রোফাইলে গিয়ে থ্রি-ডট মেনুতে ক্লিক করুন এবং ‘Turn on Professional Mode’ অপশনটি নির্বাচন করুন।
যদি আপনার প্রোফাইলে “Professional Mode” চালু করার অপশন না থাকে, তাহলে Help & Support-এ নিচের পদ্ধতিতে রিপোর্ট করুন:
১. Facebook-এ লগইন করুন।
২. উপরের ডান পাশে থাকা ডাউন অ্যারোতে ক্লিক করে “Help & Support” নির্বাচন করুন।
৩. “Report a Problem”-এ ক্লিক করে “Something Went Wrong” অপশনটি নির্বাচন করুন।
৪. “Include in Report”-এ ক্লিক করুন এবং পরবর্তী ধাপে স্ক্রিনশট নেওয়ার অনুমতি দিন (Allow)।
৫. “How can we improve?”-এ ক্লিক করে ক্যাটাগরি হিসেবে “Profile” নির্বাচন করুন।
৬. “Details” অংশে সমস্যার বিবরণ দিন। উদাহরণ:
Dear Facebook Support Team,
I am trying to enable Professional Mode on my Facebook profile, but I do not see the option available.
Please enable this feature on my profile. I appreciate your time and assistance.
Best regards,
[Your Full Name]
৭. “Submit”-এ ক্লিক করে রিপোর্টটি জমা দিন।
📝 Content Monetization-এর জন্য আবেদন প্রক্রিয়া:
১. প্রোফাইল বা পেজ থেকে “Professional Dashboard” এ প্রবেশ করুন।
২. Dashboard-এর নিচের দিকে থাকা “Monetization” অপশনটিতে ক্লিক করুন।
৩. Monetization মেনুর “Not Yet Available” সেকশনের মধ্যে Content Monetization অপশনটি দেখতে পাবেন।
৪. Content Monetization অপশনে গিয়ে “I’m Interested” বাটনে ক্লিক করুন। একটি ছোট মেসেজ বক্স আসবে, সেখানে লিখুন। উদাহরণ:
Dear Facebook Monetization Team,
I am interested in using the Content Monetization feature on Facebook. I regularly create and share original reels and photos that engage my audience.
Please review my application and enable content monetization for my account.
Thank you for your time and consideration. I look forward to your response.
Best regards,
[Your Full Name]
৫. মেসেজ লেখার পর “Submit Interest” বাটনে ক্লিক করে আপনার আগ্রহ প্রকাশ করুন।
💡 আবেদন করার পর করণীয়:
- নিয়মিত নতুন, নিজস্ব (Original) এবং উচ্চমানের (High-Quality) রিলস ও ছবি পোস্ট করুন।
- প্রতিটি পোস্টে এনগেজমেন্ট (লাইক, কমেন্ট ও শেয়ার) বাড়ানোর চেষ্টা করুন। কারণ যত বেশি এনগেজমেন্ট পাবেন, ফেসবুক তত দ্রুত আপনার প্রোফাইল বা পেজে Content Monetization ফিচার চালু করবে।
⚠️ Community Standards মেনে চলুন: ফেসবুকের নীতিমালা অনুসারে সহিংসতা, ঘৃণাসূচক ভাষা, স্প্যাম বা ভুয়া তথ্য প্রদান থেকে বিরত থাকুন।
🕒 ধৈর্য ধরুন: নির্ধারিত যোগ্যতা পূরণ হলে, আপনার প্রোফাইল বা পেজে কনটেন্ট মনিটাইজেশন ফিচার চালু হবে। অতএব, আবেদন করার পর কমপক্ষে ১ মাস অপেক্ষা করুন। যদি এই সময়ের মধ্যে Content Monetization ফিচার না পান, তাহলে Help & Support-এ নিচের পদ্ধতিতে রিপোর্ট করুন।
📨 Content Monetization-এর জন্য রিপোর্ট করার প্রক্রিয়া:
১. Facebook-এ লগইন করুন।
২. উপরের ডান পাশে থাকা ডাউন অ্যারোতে ক্লিক করে “Help & Support” নির্বাচন করুন।
৩. “Report a Problem”-এ ক্লিক করে “Something Went Wrong” অপশনটি নির্বাচন করুন।
৪. “Include in Report”-এ ক্লিক করুন এবং পরবর্তী ধাপে স্ক্রিনশট নেওয়ার অনুমতি দিন (Allow)।
৫. “How can we improve?”-এ ক্লিক করে ক্যাটাগরি হিসেবে “Profile”, “Page” অথবা “Professional Dashboard” নির্বাচন করুন।
৬. “Details” অংশে সমস্যার বিবরণ দিন। উদাহরণ:
Dear Facebook Support Team,
I applied for the Content Monetization feature on Facebook one month ago, but I have not received any update regarding my request.
I regularly create and share original reels and photos that engage my audience, and I would appreciate access to this feature.
Please review my application and enable content monetization for my account.
Thank you for your attention and support. I look forward to your response.
Best regards,
[Your Full Name]
৭. “Submit”-এ ক্লিক করে রিপোর্টটি জমা দিন।
📈 শেষ কথা: আপনি Content Monetization ফিচার পাবেন কি না, তা নির্ভর করবে আপনার কনটেন্টের মান এবং নিয়মিত একটিভিটির ওপর। আপনি যদি এই দুটি পদ্ধতি (আবেদন ও রিপোর্ট) ধাপে ধাপে অনুসরণ করেন, তাহলে কনটেন্ট মনিটাইজেশন ফিচারটি পাওয়ার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে।
আমি নিজেই আবেদন করে Content Monetization ফিচারটি পেয়েছি। তাহলে আপনি কেন অপেক্ষা করছেন? এখনই ‘I’m Interested’-এ ক্লিক করে ফেসবুক থেকে আয়ের সুযোগ নিন।💸
📌 আপনার প্রোফাইল বা পেজের “Monetization” মেনুতে Content Monetization অপশনটি না থাকলে, কিছুদিন ধৈর্য ধরে অপেক্ষা করুন।
Send a message to learn more