
22/07/2025
আমরা বড়রা অনেক কিছু বুঝি, সহ্য করতে পারি।
কিন্তু ছোট্ট একটা শিশু, যার শরীরটা নরম তুলোর মতো, যার মনটা ভয় পেলে কেঁদে ওঠে—
সে যখন আগুনে পুড়ে যায়, তখন সেটা কেবল মৃত্যু না, সেটা একটা নিষ্পাপ স্বপ্নের নির্মম অবসান।
🔥 ওদের চিৎকার, ওদের দম বন্ধ হয়ে আসা, ওদের পুড়ে যাওয়া চোখে চোখে দেখা যায় না—
কিন্তু কল্পনা করলেই গলা আটকে আসে…
🔥 আগুনের মধ্যে ওরা শুধু শরীর না, স্বপ্নও পুড়ে গেছে...
👼 ছোট ছোট হাতগুলো বাঁচার চেষ্টা করেছিল,
কিন্তু ভাগ্য থেমে গিয়েছিল আগুনের তাপে...
আজ প্রশ্ন—
এই কষ্ট কি কেউ বুঝবে?
এই মৃত্যু কি কেউ ঠেকাতে পারতো?
ওদের যন্ত্রণার দায় কে নেবে?
আমরা চাই আর যেন কোনো শিশু আগুনে পুড়ে না মরে, আর যেন কোনো মা কফিনে শিশুকে না দেখে…
#অগ্নিকাণ্ড_ত্রাস