26/06/2025
যদি আপনি দশ জনের সামনে কথা বলেন, দুজন আপনার কথায় দ্বিমত পোষণ করতেই পারে। এই নিয়ে আপনার চিন্তিত হওয়ার কিছু নেই।
আপনি ভুল এরকম টাও ভাবার প্রয়োজন নেই। আপনি যত বড় হবেন; যতবেশি মানুষ আপনাকে শুনবে, ততই আপনাকে অপছন্দ করা মানুষের তালিকা বড় হতে থাকবে।
তাই যখনই দেখবেন আপনার বিরোধিতার, বা আপনার ক্ষ'তি করার চেষ্টা করছে কেউ তাও অযথা কারণে কিংবা হিং'সা'য় তখন মনে মনে আনন্দিত হয়ে যাবেন।
কেননা আপনি সফলতার দিকেই এগোচ্ছেন।