Islam Tv24

Islam Tv24 This New Islamic videos Page & YouTube channel. Here you get now new and exclusive Islamic Videos.

18/09/2024

জীবনে যদি দুঃখ পেতে না চান, তবে---
▪️১. কারো প্রতি বেশি নির্ভরশীল হবেন না।
▪️২. কারো প্রতি বেশি মুগ্ধ হবেন না।
▪️৩. কারো কাছ থেকে অতিরিক্ত প্রত্যাশা করবেন না।
একমাত্র আল্লাহ তা'আলাই নিখুঁত, সর্বশক্তিমান, অমুখাপেক্ষী, দানশীল ও পরম দয়ালু। তাঁর প্রতিই সর্বাবস্থায় ভরসা রাখুন।
তাঁরই উপর সবচেয়ে বেশি নির্ভরশীল হোন,মুগ্ধ হতে হলে কেবল তাঁর দয়ার প্রতি মুগ্ধ হোন আর প্রত্যাশা একমাত্র আল্লাহর কাছেই করুন।
আল্লাহ্ সুবহানাহু ওয়া তায়ালা বলেন-
أليس الله بكاف عبده
"আল্লাহ কি তার বান্দার জন্য যথেষ্ট নন?" [সূরা যুমার: ৩৬]
ومن يتوكل على الله فهو حسبه
"যে ব্যক্তি আল্লাহ্র উপর ভরসা করে, তার জন্য তিনিই যথেষ্ট।" [সূরা ত্বলাক্ব: ৩],(আল্লাহই সবচেয়ে জ্ঞানী)

©Collected

কথা সত্য....🥰
29/01/2024

কথা সত্য....🥰

29/01/2024

শরিফার গল্পের বাহিরে আরও ভয়াবহ তথ্য রয়েছে এবছরের পাঠ্যবইয়ে। ব্যাপক প্রচার করে ফি*ত*না মুকাবেলায় অংশ নিন।

#নবম শ্রেণীর ইসলাম শিক্ষা বই থেকে ইসলামের অকাট্য ফরজ বিধান জি*হা*দ পুরাই ডিলিট (বিলুপ্ত) করে দেয়া হয়েছে।

#বিশ্ব মানচিত্রের ছবি থেকে ফি*লি*স্তি*নের নাম ডিলিট। সেই জায়গায় অবৈধ ও স*ন্ত্রা*সী রাষ্ট্র
ই*স*রাইল এর নাম সংযুক্ত করা হয়েছে।
ইতিহাস ও সামাজিক বিজ্ঞান। নবম শ্রেণী।

#ছেলেমেয়েদের বয়:সন্ধিকালীন স্পর্শকাতর বিষয়গুলোকে এমনভাবে তোলে ধরা হয়েছে, যাতে স্বভাবজাত লজ্জ্বা শরম কারো মাঝে থাকে না। দেখুন, স্বাস্থ্য ও সুরক্ষা বই। ষষ্ঠ, সপ্তম শ্রেণী।

#সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই। শ্লোগান টি দৃশ্যত ভালো মনে হলেও, এর উদ্দেশ্য পুরোটাই খারাপ।

এক কথায় এটি একটি কু*ফু*রি শ্লোগান। এর মাধ্যমে ধর্মীয় পরিচয় কে বর্জন করা হয়েছে।
ইতিহাস এ সামাজিক বিজ্ঞান। নবম শ্রেণী পৃষ্ঠা ১০০

#পহেলা বৈশাখ, গায়ে হলুদ, জন্মদিন পালন, মুখেভাত অনুষ্ঠান ইত্যাদিকে আমাদের ঐতিহ্য ও সংষ্কৃতি হিসেবে উপস্থাপন করা হয়েছে।

অথচ এগুলোর ইতিহাস খুবই অল্পদিনের।
দেখুন শিল্প ও সংষ্কৃতি বই। ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণী।

#মানুষের আত্মপরিচয়ের ক্ষেত্রে নাম, লিঙ্গ, বয়স, পছন্দের খাবার, পোশাক, খেলা শখ উল্লেখ থাকলেও ধর্মের পরিচয় সেখানে নেই।

ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, ৭ম শ্রেণী পৃষ্ঠা ১৮

#একটি ছেলে বন্ধু তার মেয়ে বন্ধুকে স্পর্শ করাকে নিরাপদ স্পর্শ বলা হয়েছে।
স্বাস্থ্য ও সুরক্ষা ষষ্ঠ শ্রেণি, পৃষ্ঠা ৯৬।

#একটি পাঠের শিরোনাম, চলো বন্ধু হই।
ছেলে ও মেয়ের ছবি দিয়ে বলা হয়েছে প্রয়োজনে না বলি, কী চাই তা বলি, অনুভূতি প্রকাশ করি।

পুরো পাঠ পড়লে বুঝা যাবে, বিবাহ বহির্ভূত অবৈধ শারীরিক সম্পর্কের দিকেই ইঙ্গি দিচ্ছে।
ষষ্ঠ শ্রেণী স্বাস্থ্য ও সুরক্ষা, পৃষ্ঠা ৮৯

#ভারত উপমহাদেশের স্বাধীনতা আন্দোলনে মুসলমানদের কোন অবদান নেই। শুধুমাত্র হিন্দুদের অবদান। ইতিহাস ও সামাজিক বিজ্ঞান। নবম শ্রেণী পৃষ্ঠা ১১০

#ছেলেমেয়ে বিবাহ বহির্ভূত অবৈধ সম্পর্কে জড়ালে শাসন করা উচিৎ নয়। স্বাস্থ্য ও সুরক্ষা, সপ্তম শ্রেণী।

#তাছাড়া মাদরাসার বই সহ সকল বইয়ের প্রচ্ছদে বাদ্য-বাজনার ছবি, ভেতরে হিজাব বিহীন ছবি, কখনো মহিলাদের অশ্লীল ছবি তো আছেই।

সময় নিয়ে খুঁজলে আরও তথ্য বেরিয়ে আসবে।

আসুন, নিজ নিজ অবস্থান থেকে সোচ্চার হই। প্রতিবাদ করি। সরকারের দ্রুত পদক্ষেপ গ্রহণের আহবান জানাই।

ইনশাআল্লাহ
15/08/2023

ইনশাআল্লাহ

এ শোক কি আজ আর ফুরাবে!পৃথিবী কেঁপে উঠে আপনার বিদায় হলো! إِنَّا لِلَّٰهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ‎আল্লামা দেলাওয়ার হো...
15/08/2023

এ শোক কি আজ আর ফুরাবে!
পৃথিবী কেঁপে উঠে আপনার বিদায় হলো!
إِنَّا لِلَّٰهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ‎
আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী ইন্তেকাল করেছেন।

আপনার বিদায়ে স্তব্ধ হৃদয়,

সত্যিই বিদায়টা বেদনাদায়ক, বিনা মেঘে বজ্রপাতের মতো। নক্ষত্রেরও একদিন মরে যেতে হয়!
রহিমাহুল্লাহ! তিনি একজন মেধাবী দূরদর্শী আলেম ছিলেন, দেশ জাতি ও মুসলিম উম্মাহর এক মূল্যবান সম্পদ ছিলেন। ইতিহাসে থাকবে, বাংলাদেশ একজন সাইদিকে পেয়েছিলো।

আগামীর বিশ্ব নির্মানে ওনার ত্যাগ আল্লাহ কবুল করুন।

14 August 2023

আসাদ নূর নামক এই কুলাঙ্গার আমাদের ইসলামের প্রত্যকেটা বিষয় নিয়ে একের পর এক ব্যাঙ্গাত্যক আলোচনা করে যাচ্ছে অনেক আগ থেকে। ক...
08/08/2023

আসাদ নূর নামক এই কুলাঙ্গার আমাদের ইসলামের প্রত্যকেটা বিষয় নিয়ে একের পর এক ব্যাঙ্গাত্যক আলোচনা করে যাচ্ছে অনেক আগ থেকে। কিন্তু সবাই নিশ্চুপ। শেষমেশ রাসুলকেও ছেড়ে কথা বলতেও কুলাঙ্গারের কুন্ঠা বোধ হয়নি।

আজ গাইতে চায় মন-
"রাসূলের অপমানে যদি না কাঁদে তোর মন
মুসলিম নয় মুনাফিক তুই, রাসূলের দুশমন"

06/08/2023

05/08/2023
দারুন আবিষ্কার, খুবই ভালো লাগলো।শহুরে জীবনে, বাথরুমে অযুর ঝামেলা থেকে মুক্তির  অনন্য উপায় বলা যেতে পারে।"অজু বেসিন"অযু ক...
30/07/2023

দারুন আবিষ্কার, খুবই ভালো লাগলো।
শহুরে জীবনে, বাথরুমে অযুর ঝামেলা থেকে মুক্তির অনন্য উপায় বলা যেতে পারে।

"অজু বেসিন"

অযু করার জন্য দারুন একটি বেসিন এটি 😊দাঁড়িয়ে দাঁড়িয়ে হাত, মুখ ও পা ধোবার জন্য পারফেক্ট। কারণ সাধারণ বেসিনে হাত, মুখ ধোবার সুবিধা কিন্তু পা ধোয়া যায় না, আবার অনেক বাথরুমে পা ধোয়াটা একটা ঝামেলা। এই সব ঝামেলা মাথায় রেখেই এই সুন্দর বেসিন টি তৈরি করা হয়েছে।
বিশেষকরে বৃদ্ধ বয়সে নীচে ঝুকে পা ধোয়া খুব কষ্টকর একটি কাজ। বাড়ীর মুরুব্বীরা অজু করতে সাধারণত এ সমস্যায় বেশি ভুগেন। অনেকে আবার বৃদ্ধ হয়সে বাথরুমে যেয়ে অজু করার সময় পা পিছলে মেঝেতে পরে যান এবং বৃদ্ধ বয়সে হাত পা ভেঙ্গে বিছানায় পরে যান, অনেকে আবার বাথরুমে পরে স্ট্রোকও করেন।

তাই আপনার বৃদ্ধ বাবা মায়ের জন্য এটি হতে পারে একটি আদর্শ উপহার।

যিনি এটি ডিজাইন ও তৈরি করেছেন তাকে আল্লাহ্‌ উত্তম প্রতিদান দিন।
"বগুড়ার সজল সিরামিক তৈরি করেছে এই ডিজাইনের বেসিন। যা খুব প্রয়োজনীয় একটা জিনিস 🖤

Collected.

27/07/2023

সূরা ফাতিহা। বাংলা উচ্চারন সহ

#নামায #সুরা

24/07/2023

মোবাইল ব্যবহার হারাম! এ কি ফতুয়া দিলো হুজুর!😱

08/07/2023

নিশ্চয়ই নামায সকল খারাপ কাজ হইতে ফিরিয়ে রাখে🥰

#নামায # Namaj

Address

Fulbaria

Telephone

+8801990264231

Website

Alerts

Be the first to know and let us send you an email when Islam Tv24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Islam Tv24:

Share

Category