05/08/2024
ইয়া আল্লাহ, দয়াময়, তুমি আমাদের উপর দয়া করো। তুমিই তো রহমতের মালিক, তুমি আমাদের উপর রহম করো আল্লাহ। আমি জানি, আমরা অনেক গুনাহগার, রন্ধ্রে রন্ধ্রে আমাদের গুনাহ, দুর্নীতি, মুনাফেকি ছড়িয়ে আছে। দুকলম লেখাপড়া শিখেই আমরা তোমাকে অস্বীকার করতে বসেছিলাম। কিন্তু দেখো, দিনশেষে আমরা তোমার কাছেই ফিরে এসেছি। তুমি তো ক্ষমা করতেই ভালোবাসো আল্লাহ। তুমি আমাদের ক্ষমা করো।
আল্লাহ, ওরা পাখির মতো আমাদের মেরেছে আল্লাহ। বাদ যায়নি কথা বলতে না পারা নিষ্পাপ শিশুও। আল্লাহ তুমি এসব কেমন করে সইতে পারো আল্লাহ? আল্লাহ, আজকে লাখো কোটি জনতা একত্রিত হবে। কোটি জনতা অন্তত দু রাকায়াত হলেও নফল নামাজ পড়বে। আল্লাহ, অনেকে তাহাজ্জুদ পড়েছে, অনেকে রোজা রেখেছে। আল্লাহ তুমি তো তাহাজ্জুদের দোয়া, সিজদায় করা দুয়া কবুল করো আল্লাহ। তুমি আজকে অন্তত একটা মানুষের দুয়া কবুল করে নাও আল্লাহ। অনেক ভুগেছি আল্লাহ। আমাদের রাষ্ট্রের টাকায় পকেট ভারী করেছে আল্লাহ। আমরা না খেয়ে থেকেছি। আমার রাষ্ট্রের টাকায় ওরা গুলি কিনে আমারই রাষ্ট্রের মানুষের বুকে সেই গুলি চালিয়েছে মা'বুদ। আল্লাহ, তুমিই তো জীবন এবং মৃত্যুর মালিক। অথচ ওরা জীবন দিতে পারে না কিন্তু নিজেদের মৃত্যুর মালিক ভেবে বসে আছে। ওরা পাখির মতো আমাদের জীবন কেড়ে নিয়েছে। আল্লাহ, কতো মানুষ আর চোখে দেখতে পাবে না, তাদের প্রিয়জনদের আর দেখতে পাবে না। কতো মানুষ আর দৌড়োতে পারবে না, হাঁটতে পারবে না কখনো। আল্লাহ ওরা আমার ভাই বোনদের কচুকাটার মতো কেটেছে আল্লাহ। ওরা নিরীহ পথচারী, দুই বছর, চার বছরের ফুটফুটে বাচ্চাকেও ছাড়েনি আল্লাহ। আল্লাহ, একটা মৃত মানুষকে কতো আলগোছে, কতো যত্ন করে গোসল-দাফন-কাফন করতে বলেছো আল্লাহ। অথচ ওরা আমার মৃত ভাইটাকে গাড়ি থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে আল্লাহ। ওরা আমার অসংখ্য মৃত ভাইয়েদের টেনে হিঁচড়ে নিয়ে গিয়েছে। আল্লাহ অনেক বাবা-মা জানেও না তাদের সন্তান আর পৃথিবীতে নেই। তাদের সন্তান আর কখনো ফিরবে না, আর কখনো তাদের সন্তানের মুখ তারা দেখতে পাবে না। আমাদের গুনাহের লিস্ট অনেক বড়ো আল্লাহ। কিন্তু আমরা কেউ নিজেকে খোদার আসনে বসিয়ে এই কাজগুলো করিনি আল্লাহ। আমরা নিরস্ত্র অথচ ওরা আমাদেরই টাকায় কেনা অস্ত্র আমাদেরই বুকে চালিয়েছে। ওরা নিজেদের খোদার আসনে বসিয়েছে আল্লাহ, আমরা বসাইনি আল্লাহ। আল্লাহ, তুমি আমাদের ক্ষমা করো। আমরা নির্বোধ, ওরা আস্তে আস্তে আমাদের রন্ধ্রে রন্ধ্রে সেক্যুলারিজমের বীজ বপন করে দিয়েছে। আমরা বুঝতেও পারিনি আল্লাহ। সেজন্য হয়ত আমরা অনেকসময় অনেক ভুল করেছি, অনেক গুনাহ করেছি কিন্তু আল্লাহ তুমি তো ক্ষমা করতেই ভালোবাসো। তুমি আমাদের ক্ষমা করো। বান্দা গুনাহ করে তোমার কাছে ফিরে এলে তো তুমি বড্ড খুশি হও আল্লাহ। আজকে দেখ, আমরা কেবল তোমার কাছে ফিরেই আসিনি, হাসি মুখে শাহাদাৎ বরণ করতে চাইছি, করছি। ভয় আর আমাদের কাবু করতে পারছে না। আমরা তো কেবল তোমারই ইবাদাত করি এবং তোমারই সাহায্য প্রার্থনা করি। তুমি আমাদের সাহায্য করো আল্লাহ।
আল্লাহ বদরের যুদ্ধে মুসলিমরা ছিলো গুটিকয়েক, অস্ত্রশস্ত্রহীন। কিন্তু তুমি ফেরেশতা দিয়ে তাদের সাহায্য করেছো। জানি আল্লাহ, সাহাবীদের ঈমান ছিলো অত্যন্ত দৃঢ়। আমরা গুনাহগার। কিন্তু আল্লাহ সাহাবীদের সঙ্গে রাসূল (সঃ) ছিলো। রাসূলকে (সঃ) উনারা সরাসরি পেয়েছেন। অথচ আমাদের চারপাশে কেবলই গুনাহের ছড়াছড়ি। শয়তান চারিদিক থেকে ঘিরে রেখেছে আমাদের। আল্লাহ, রাসূলই (সঃ) তো বলেছেন আমরা উনার ভাই। আল্লাহ তুমি রাসূলের (সঃ) ভাইদের ক্ষমা করো, সাহায্য করো। অনেক ভুগেছি আল্লাহ। স্বাধীনতা পেলেও আসলে কোনোদিনের জন্যই আমরা স্বাধীনতাটা পাইনি। এবারে তুমি আমাদের সত্যিকারের স্বাধীন করো। আমাদের জন্য উত্তম শাসক নিযুক্ত করো। ন্যায়বান, প্রজ্ঞাবান মানুষ নিযুক্ত করো। আমাদেরকে একটি সুখী, সমৃদ্ধশালী জাতিতে পরিণত করো৷ আমাদেরকে সঠিক জ্ঞান দান করো, সঠিক পথ প্রদর্শন করো।
ইয়া আল্লাহ, আজ আর কারো মায়ের বুক খালি না হোক। আজ আর কেউ সন্তানহারা না হোক, পিতৃহারা না হোক, মাতৃহারা না হোক। যারা যারা ইতোমধ্যেই চলে গেছেন, হোক যোদ্ধা বা সাধারণ পথচারী, তুমি তাদের সকলকে শহীদ হিসেবে কবুল করো। তুমি আমাদের ক্ষমা করো আর আজই তুমি আমাদের বিজয় দান করো।
আমিন।
~সালিনা