কাব্যকথার ঘর Kabbbokothar Ghor

কাব্যকথার ঘর Kabbbokothar Ghor ঘরে ঘরে বই পৌঁছে দেওয়ার প্রচেষ্টা

বই মানুষের সর্বোত্তম সঙ্গী।
আর সেই সর্বোত্তম সঙ্গীকে আপনার কাছে যত্নের সাথে পৌঁছে দেওয়ার জন্য "কাব্যকথার ঘর" রয়েছে আপনার সাথে।
আপনার পছন্দের যে কোনো বই অর্ডার করতে দয়া করে কাব্যকথার ঘর পেইজে ইনবক্স করুন।
ঢাকার মধ্যে হোম ডেলিভারি ৬০ টাকা এবং ঢাকার বাইরে ১০০ টাকা।

05/08/2024

ইয়া আল্লাহ, দয়াময়, তুমি আমাদের উপর দয়া করো। তুমিই তো রহমতের মালিক, তুমি আমাদের উপর রহম করো আল্লাহ। আমি জানি, আমরা অনেক গুনাহগার, রন্ধ্রে রন্ধ্রে আমাদের গুনাহ, দুর্নীতি, মুনাফেকি ছড়িয়ে আছে। দুকলম লেখাপড়া শিখেই আমরা তোমাকে অস্বীকার করতে বসেছিলাম। কিন্তু দেখো, দিনশেষে আমরা তোমার কাছেই ফিরে এসেছি। তুমি তো ক্ষমা করতেই ভালোবাসো আল্লাহ। তুমি আমাদের ক্ষমা করো।
আল্লাহ, ওরা পাখির মতো আমাদের মেরেছে আল্লাহ। বাদ যায়নি কথা বলতে না পারা নিষ্পাপ শিশুও। আল্লাহ তুমি এসব কেমন করে সইতে পারো আল্লাহ? আল্লাহ, আজকে লাখো কোটি জনতা একত্রিত হবে। কোটি জনতা অন্তত দু রাকায়াত হলেও নফল নামাজ পড়বে। আল্লাহ, অনেকে তাহাজ্জুদ পড়েছে, অনেকে রোজা রেখেছে। আল্লাহ তুমি তো তাহাজ্জুদের দোয়া, সিজদায় করা দুয়া কবুল করো আল্লাহ। তুমি আজকে অন্তত একটা মানুষের দুয়া কবুল করে নাও আল্লাহ। অনেক ভুগেছি আল্লাহ। আমাদের রাষ্ট্রের টাকায় পকেট ভারী করেছে আল্লাহ। আমরা না খেয়ে থেকেছি। আমার রাষ্ট্রের টাকায় ওরা গুলি কিনে আমারই রাষ্ট্রের মানুষের বুকে সেই গুলি চালিয়েছে মা'বুদ। আল্লাহ, তুমিই তো জীবন এবং মৃত্যুর মালিক। অথচ ওরা জীবন দিতে পারে না কিন্তু নিজেদের মৃত্যুর মালিক ভেবে বসে আছে। ওরা পাখির মতো আমাদের জীবন কেড়ে নিয়েছে। আল্লাহ, কতো মানুষ আর চোখে দেখতে পাবে না, তাদের প্রিয়জনদের আর দেখতে পাবে না। কতো মানুষ আর দৌড়োতে পারবে না, হাঁটতে পারবে না কখনো। আল্লাহ ওরা আমার ভাই বোনদের কচুকাটার মতো কেটেছে আল্লাহ। ওরা নিরীহ পথচারী, দুই বছর, চার বছরের ফুটফুটে বাচ্চাকেও ছাড়েনি আল্লাহ। আল্লাহ, একটা মৃত মানুষকে কতো আলগোছে, কতো যত্ন করে গোসল-দাফন-কাফন করতে বলেছো আল্লাহ। অথচ ওরা আমার মৃত ভাইটাকে গাড়ি থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে আল্লাহ। ওরা আমার অসংখ্য মৃত ভাইয়েদের টেনে হিঁচড়ে নিয়ে গিয়েছে। আল্লাহ অনেক বাবা-মা জানেও না তাদের সন্তান আর পৃথিবীতে নেই। তাদের সন্তান আর কখনো ফিরবে না, আর কখনো তাদের সন্তানের মুখ তারা দেখতে পাবে না। আমাদের গুনাহের লিস্ট অনেক বড়ো আল্লাহ। কিন্তু আমরা কেউ নিজেকে খোদার আসনে বসিয়ে এই কাজগুলো করিনি আল্লাহ। আমরা নিরস্ত্র অথচ ওরা আমাদেরই টাকায় কেনা অস্ত্র আমাদেরই বুকে চালিয়েছে। ওরা নিজেদের খোদার আসনে বসিয়েছে আল্লাহ, আমরা বসাইনি আল্লাহ। আল্লাহ, তুমি আমাদের ক্ষমা করো। আমরা নির্বোধ, ওরা আস্তে আস্তে আমাদের রন্ধ্রে রন্ধ্রে সেক্যুলারিজমের বীজ বপন করে দিয়েছে। আমরা বুঝতেও পারিনি আল্লাহ। সেজন্য হয়ত আমরা অনেকসময় অনেক ভুল করেছি, অনেক গুনাহ করেছি কিন্তু আল্লাহ তুমি তো ক্ষমা করতেই ভালোবাসো। তুমি আমাদের ক্ষমা করো। বান্দা গুনাহ করে তোমার কাছে ফিরে এলে তো তুমি বড্ড খুশি হও আল্লাহ। আজকে দেখ, আমরা কেবল তোমার কাছে ফিরেই আসিনি, হাসি মুখে শাহাদাৎ বরণ করতে চাইছি, করছি। ভয় আর আমাদের কাবু করতে পারছে না। আমরা তো কেবল তোমারই ইবাদাত করি এবং তোমারই সাহায্য প্রার্থনা করি। তুমি আমাদের সাহায্য করো আল্লাহ।

আল্লাহ বদরের যুদ্ধে মুসলিমরা ছিলো গুটিকয়েক, অস্ত্রশস্ত্রহীন। কিন্তু তুমি ফেরেশতা দিয়ে তাদের সাহায্য করেছো। জানি আল্লাহ, সাহাবীদের ঈমান ছিলো অত্যন্ত দৃঢ়। আমরা গুনাহগার। কিন্তু আল্লাহ সাহাবীদের সঙ্গে রাসূল (সঃ) ছিলো। রাসূলকে (সঃ) উনারা সরাসরি পেয়েছেন। অথচ আমাদের চারপাশে কেবলই গুনাহের ছড়াছড়ি। শয়তান চারিদিক থেকে ঘিরে রেখেছে আমাদের। আল্লাহ, রাসূলই (সঃ) তো বলেছেন আমরা উনার ভাই। আল্লাহ তুমি রাসূলের (সঃ) ভাইদের ক্ষমা করো, সাহায্য করো। অনেক ভুগেছি আল্লাহ। স্বাধীনতা পেলেও আসলে কোনোদিনের জন্যই আমরা স্বাধীনতাটা পাইনি। এবারে তুমি আমাদের সত্যিকারের স্বাধীন করো। আমাদের জন্য উত্তম শাসক নিযুক্ত করো। ন্যায়বান, প্রজ্ঞাবান মানুষ নিযুক্ত করো। আমাদেরকে একটি সুখী, সমৃদ্ধশালী জাতিতে পরিণত করো৷ আমাদেরকে সঠিক জ্ঞান দান করো, সঠিক পথ প্রদর্শন করো।

ইয়া আল্লাহ, আজ আর কারো মায়ের বুক খালি না হোক। আজ আর কেউ সন্তানহারা না হোক, পিতৃহারা না হোক, মাতৃহারা না হোক। যারা যারা ইতোমধ্যেই চলে গেছেন, হোক যোদ্ধা বা সাধারণ পথচারী, তুমি তাদের সকলকে শহীদ হিসেবে কবুল করো। তুমি আমাদের ক্ষমা করো আর আজই তুমি আমাদের বিজয় দান করো।
আমিন।

~সালিনা

30/01/2024

হয়ত একটু দেরীতেই লিখলাম৷ হয়ত ইতোমধ্যে সবার কাছে বিষয়টা পরিষ্কারও। তবে চেষ্টা করেছি বিস্তারিত লেখার।

26/01/2024

বইমেলা যতই এগিয়ে আসছে ততই গতবছরের কথা মনে পড়ছে। গতবছর মোটামুটি সিদ্ধান্ত নিয়েই ফেলেছিলাম যে প্রচুর বাচ্চাদের বই আনব। সেই উদ্দেশ্যে মেলায় ঘুরে ঘুরে বাচ্চাদের প্রকাশনীর বইগুলো দেখছিলাম। লিস্ট করছিলাম যে কারা কোন ধরনের বই করে। কাদের কন্টেন্ট ভালো, কাদের পেইজ গ্লসি, কারা কার্ডবুকগুলো করে, কাদের বইয়ের ছবিগুলো সুন্দর, কারা কোন বয়সীদের জন্য বিশেষভাবে কাজ করে এগুলো সব লিস্ট করেছিলাম কিন্তু নানা কারণেই অতো ভাস্টলি কাজ করতে পারিনি। তবে সত্যিই ইচ্ছে ছিলো। মাস দেড়েক আগেই বেশ কিছু বই কিনেও ফেলেছিলাম। এরমধ্যে ফোমবুকও ছিলো। আরো বেশ কিছু বই ছিলো। কিন্তু হুট করেই একটা বিরাট বড়ো সিদ্ধান্ত নিতে হলো আমাদের। চূড়ান্ত সিদ্ধান্ত নয় যদিও তবে মনে হচ্ছে এটাই হবে। তেমনটা হলে আর এই কাব্যকথার ঘর চালিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে না। যদিও চূড়ান্ত নয়, তবে মানসিকভাবে বিজনেসটা একপ্রকার ছেড়েই দিয়েছি। কিন্তু আবার আসিব ফিরে, হয়ত কুড়ি কুড়ি বছরের পর...
হয়ত কোনো পাঠাগার হিসেবে কিংবা কোনো বুক ক্যাফে আকারে কিংবা অন্য যে কোনোভাবে...

এটা কোনো বন্ধের ঘোষণা নয়। কেবল ব্যাপারটা শেয়ার করা। বন্ধের ঘোষণা দেওয়ার হলে সেভাবেই দেবো ইং শা আল্লাহ।

কাব্যকথার ঘর Kabbbokothar Ghorয়ে এসে গেছে ফোম বুউউউক! অনেক কুটি বাচ্চাদেরই আমি ফোম বুক দিতে সাজেস্ট করলেও (যারা সাজেশন চ...
15/01/2024

কাব্যকথার ঘর Kabbbokothar Ghorয়ে এসে গেছে ফোম বুউউউক!
অনেক কুটি বাচ্চাদেরই আমি ফোম বুক দিতে সাজেস্ট করলেও (যারা সাজেশন চাইতেন আরকি) নিজে দিতে পারতাম না।
এবার থেকে পারব ইং শা আল্লাহ।

এই ছবিটার পেছনে একটা ভয়ংকর গল্প আছে। একদম গা শিউরে ওঠার মতো ভয়ংকর। ছবির এই জায়গাটা হচ্ছে আমাদের গ্রামের বাড়ির দরজার একদম...
09/01/2024

এই ছবিটার পেছনে একটা ভয়ংকর গল্প আছে। একদম গা শিউরে ওঠার মতো ভয়ংকর।
ছবির এই জায়গাটা হচ্ছে আমাদের গ্রামের বাড়ির দরজার একদম সামনেটা। সেখানে আমার অনূদিত ছোট্টো এই বইটা রেখে কেবল দুইটা ক্লিক করেছি। আমার চাচা এসে পাশে দাঁড়িয়ে উঁকি দিচ্ছেন বলে খানিক বিরক্ত যে হচ্ছি না তাও নয়। দুইটা ক্লিক করেছি কী করিনি, চাচা বলছেন, মা ওই জোঁক জোঁক! কই কই বলে বই নিয়ে পাশে সরে এসেছি। এরইমধ্যে একজন এসেছেন। বোনকে বললাম লবন নিয়ে আসতে৷ চাচা বললেন, আরো একটা দেখলাম কই যেন। খুঁজতে খুঁজতে তিনিও চলে এলেন। এরপর পেছন পেছন আরো দুইটা। মোট চারটা জোঁক! চার চারটা জোঁক! কে জানে আরো বেরোতো কি না৷ সেদিন যদি ওই বিরাট বিরাট চারটা জোঁক একসঙ্গে আমাকে ধরেই ফেলত কোনোরকমে তবে আজ আর এই পোস্ট আপনাদের দেখতে হতো না৷
এতদিনে মরে পঁচে যেতাম৷

গার্ডিয়ান প্রকাশনীর গল্পে গল্পে আল কুরআন সিরিজ। আলাদা আলাদা তিনটা প্যাকেটে পাঁচটা করে মোট পনেরোটা বই আছে এই সিরিজে। যে ক...
26/12/2023

গার্ডিয়ান প্রকাশনীর গল্পে গল্পে আল কুরআন সিরিজ।
আলাদা আলাদা তিনটা প্যাকেটে পাঁচটা করে মোট পনেরোটা বই আছে এই সিরিজে।
যে কোনো একটা প্যাকেট নিলেই থাকছে বই উপহার!

যাদের কার্ডবুকগুলো নিতে ইচ্ছে করে কিন্তু বাজেট কম তাদের জন্য আদর্শ। ছয় পিসের এই ছোট্টো বক্সগুলোর দাম একদমই হাতের নাগালে।...
21/12/2023

যাদের কার্ডবুকগুলো নিতে ইচ্ছে করে কিন্তু বাজেট কম তাদের জন্য আদর্শ।
ছয় পিসের এই ছোট্টো বক্সগুলোর দাম একদমই হাতের নাগালে।
ছবিতে দুইটা আলাদা আলাদা বক্সে ছয়টা করে মোট ১২টা বই আছে।
কাব্যকথার ঘর Kabbbokothar Ghor

সুপার কিউট না?🥰🥰🥰একেকটা বক্সে ছয়টা করে বই৷ তাই রিজনেবলও বটে।
17/12/2023

সুপার কিউট না?🥰🥰🥰
একেকটা বক্সে ছয়টা করে বই৷
তাই রিজনেবলও বটে।

কি অদ্ভুত একটা সময় যে মেয়েটার অনুপ্রেরণামূলক বই অতটাও ভাল লাগতো না,আস্তে আস্তে তার ভাল লাগতে শুরু করলো আর একটা সময় সেই ম...
12/12/2023

কি অদ্ভুত একটা সময় যে মেয়েটার অনুপ্রেরণামূলক বই অতটাও ভাল লাগতো না,আস্তে আস্তে তার ভাল লাগতে শুরু করলো আর একটা সময় সেই মেয়েটাই আত্ন উন্নয়নমূলক/ অনুপ্রেরণামূলক বই এর অনুবাদিকা হয়ে গেল,এবং ভাগ্য ক্রমে আমার আত্ন উন্নয়নমূলক বই প্রিয়,বই এর অনুবাদিকাও প্রিয়,এখন সে বই আমি পড়ছি।
আর একটু বেশি মনযোগ দিয়েই পড়ছি।পরিচিত মানুষের লেখা পড়তে গেলে ভালো লাগে যেমন,তেমনি ভুল খোঁজার একটা প্রবণতাও থাকে,যাতে টুকটাক ভুল পেলে শুধরে দিতে পারি। সেই সাথে মাথায় কাজ করে এত দিন তার কথা শুনে ভাল লেগেছে,তার নিজস্ব লেখনী ভাল লেগেছে, এখন তার অনুবাদশৈলী ও দক্ষতা কেমন সেটা দেখা যাক।
সবটা মাথায় রেখেই পড়ছিলাম,কিন্তু তেমন কোন অসংগতি খুজে পাইনি গুছানো অনুবাদ মাশা আল্লাহ। আল্লাহ আরো ভালো ভালো বই নিয়ে কাজ করার তাওফিক দিন আমাদের সালিনাকে।

আমাদের আড্ডাবাজির একটা গ্রুপে Naurin Chemon আপুর মেসেজ🥰🥰🥰

12/12/2023

কী বলব বলেন?
লিটরেলি মাথা নষ্ট করে ফেলে। আর ভাই, আমি এমনিই অগোছালো, তার উপর আবার বেশ কিছু বই এনেছি এরমধ্যে তাই আরো বেশি হিজিবিজি। এমনিতেও অবশ্য হিজিবিজিই থাকে সবসময়😁

বাচ্চাকে যত বেশি আদব এবং আখলাক শেখানো যাবে তত বেশি বাচ্চার একজন শুদ্ধ মানুষ হওয়ার আশা করা যাবে। আর সেই প্রচেষ্টা শুরু কর...
10/12/2023

বাচ্চাকে যত বেশি আদব এবং আখলাক শেখানো যাবে তত বেশি বাচ্চার একজন শুদ্ধ মানুষ হওয়ার আশা করা যাবে। আর সেই প্রচেষ্টা শুরু করতে হবে একদমই ছোট্টো বয়স থেকে। আর ছোট্টো বয়সে তো বই ছেঁড়াটা খুবই পছন্দনীয় কাজ!
সেই কাজটা করতে যেন ওনাদের একটু কষ্ট হয় তাই বইগুলো করা হয়েছে কার্ড পেপারে!
প্রতিটা বইয়ের মূল্য- ৬০ টাকা।
সর্বনিম্ন অর্ডার ৫ পিস।

Address

Fulbaria

Website

Alerts

Be the first to know and let us send you an email when কাব্যকথার ঘর Kabbbokothar Ghor posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to কাব্যকথার ঘর Kabbbokothar Ghor:

Share