
04/07/2025
বাঁ*চতে চায় কিডনী রো/গে আ/ত্রা/ন্ত রনি বাবু...........
একটি মানবিক আবেদন-
জ*টিল কিডনী রো*গে আ*ক্রা*ন্ত পীরগঞ্জ উপজেলার শানেরহাট ইউনিয়নের মেস্টা গ্রামের আবুল হোসেনের ছেলে রনি বাবু (২৮)। তার চিকিৎসায় অনেক টাকার প্রয়োজন। এত টাকা ব্যয় করে চিকিৎসা করা সম্ভব নয় দরিদ্র রনি বাবুর পরিবারের পক্ষে। তাই সমাজের বিত্তবান মানুষকে এগিয়ে আসার অনুরোধ করেছেন রনি বাবুর পরিবার। আসুন সকলে মিলে কিডনী রো/গে আ*ক্রা*ন্ত রনি বাবুর পরিবারের পাশে সাহায্যে সহযোগিতার হাত বাড়িয়ে দেই। আপনার সাহায্যে বাঁচতে পারে সুন্দর টগবগে যুবক রনি বাবু।
এই পোষ্টটি শেয়ার দিয়ে হলেও পরিবারটার পাশে থাকুন।
বিঃদ্রঃ নিম্নোক্ত মোবাইল নম্বরে যোগাযোগ করে বিকাশের মাধ্যমে সহায়তা করতে পারেন।
যোগাযোগঃ-
মোঃ রনি বাবু
গ্রাম-মেস্টা, ডাকঘর- শানেরহাট, উপজেলা- পীরগঞ্জ, রংপুর। মোবাইল- ০১৯২৮ ৫৩১৭৫৮
#মানবিক #সাহায্যে #কিডনীরোগ #আক্রান্ত