Zain's Day Out

Zain's Day Out Life with Zain

নতুন বই নিয়ে যেইন এর আনন্দ❤️
26/10/2024

নতুন বই নিয়ে যেইন এর আনন্দ❤️

19/10/2024

আজ যেইন এর প্রচন্ড দুষ্টুমির দিন ছিলো। কিছু কিছু দিন তার খুব শান্ত শিষ্ট, চুপচাপ থাকার মাঝেই কেটে যায়। আর কিছু কিছু দিন প্রচন্ড জিদ, চিল্লাপাল্লা, দৌড় ঝাপ এর মাঝে কাটে। আজ সেরকম ই একটা দিন৷
যেইন এর এখন ২ বছর ৭ মাস (প্রায়)

Hello, Animals! 🐘🐦🐕🐒🦕🦖🐉🦎🐇🐎🐄🐂🐃🦬🐏🐑🐐🦒🦛🦏🦣🐘🦘🦥🦙🦌🐆🐅🦍🦧🐪🐫🐿️🦫🐔🐓
16/10/2024

Hello, Animals! 🐘🐦🐕🐒🦕🦖🐉🦎🐇🐎🐄🐂🐃🦬🐏🐑🐐🦒🦛🦏🦣🐘🦘🦥🦙🦌🐆🐅🦍🦧🐪🐫🐿️🦫🐔🐓

এই হলো ঘরের অবস্থা। ভদ্রলোক এই মুহূর্তে রান্নাঘরে। আলু-পটল, পেঁয়াজ-রসুনও চলে আসবে মনে হচ্ছে।
07/12/2023

এই হলো ঘরের অবস্থা। ভদ্রলোক এই মুহূর্তে রান্নাঘরে। আলু-পটল, পেঁয়াজ-রসুনও চলে আসবে মনে হচ্ছে।

ইউনেসকোর বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় ঢাকার রিকশা ও রিকশাচিত্র
06/12/2023

ইউনেসকোর বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় ঢাকার রিকশা ও রিকশাচিত্র

নানার উপহার দেওয়া নতুন জামা-জুতো পরে যেইন আজ আনন্দে আটখানা! ❤️
09/11/2023

নানার উপহার দেওয়া নতুন জামা-জুতো পরে যেইন আজ আনন্দে আটখানা! ❤️

আজ যেইন এর না খাওয়ার দিন। আজ সকালে যেইন ঘুম থেকে উঠলো সকাল ১০.৩০ টায়। ঘুম থেকে উঠার ৩০ মিনিট পর তাকে ওটস আর ডিম মিশ্রিত ...
08/11/2023

আজ যেইন এর না খাওয়ার দিন।

আজ সকালে যেইন ঘুম থেকে উঠলো সকাল ১০.৩০ টায়। ঘুম থেকে উঠার ৩০ মিনিট পর তাকে ওটস আর ডিম মিশ্রিত খাবার দিলাম। অনেক ভাবে তাকে খাওয়ানোর চেষ্টা করলাম। সর্বোচ্চ তিন চামচ এর বেশি আর খেলো না। বেশি জোড় না করে ওকে ওর মতো থাকতে দিলাম।

দুপুর ৩ টায় তার বাবার সাথে ডাইনিং এ খেতে বসলো। সে যেহেতু এখন নিজ হাতে খেতে পছন্দ করে তাই তাকে একটা ছোট্ট প্লেটে সাদা ভাত দিলাম। সে একটু একটু করে ৩ থেকে ৪ বার ভাতের দলা মুখে নিয়ে খেলো। সাথে ১ পিস মুরগীর রান হাতে দিলে, যেইন বহু সময় নিয়ে সেটার অর্ধেক খেলো।

এর পর কিছুক্ষণ খেলাধুলা করে অল্প সময় ঘুমালো।
ঘুম থেকে উঠার কিছুক্ষণ পর একটা কলা হাতে দিতে গেলাম। সে 'নাহ' 'নাহ' বলে কলাটা হাতেই নিলো না।

এর পর ভাবলাম কি এমন দেয়া যায় যেটা সে খেতে পছন্দ করবে৷ একটা আলু কেটে চিপস এর মতো করে ভেজে দিলাম। ৩০ মিনিট ধরে হাতে ধরে, কাটা চামচ দিয়ে ধরে, বিছানার ছিটিয়ে নিজের মতো করে অর্ধেক এর ও কম খেলো।🙃

এইটুকু বাচ্চা সারাদিন এই টুকু খাবার খেয়ে কিভাবে থাকে ভাবতেই খারাপ লাগে।

কিন্তু বাচ্চাদের প্রতিদিন খাওয়ার মুড এক রকম থাকে না, মাঝে মাঝে না খেয়ে থাকাটাও স্বাভাবিক, এটাই মেনে নিতে হয়।

আলুর চিপস খাওয়ার মুহুর্তের ছবি❤️

22/08/2023

প্রথমবার যখন গ্রামে যাই তখন আমি অনেক ছোট। সারাদিন ঘুমিয়ে কাটাতাম। কোল আর বিছানাই ছিল আমার পৃথিবী। এবার যখন বাড়ি গেলাম সারাপথে তেমন একটা ঘুমাইনি। বড় হয়েছি তো! একটু হাঁটার জন্য বাসেই পা দুটো কেমন চুলকাচ্ছিল। ইচ্ছে করছিল দেই দৌড়! 🏃‍♂️ এ নিয়ে বেশ জ্বালিয়েছি বাবাকে। বেচারা বাসেই আমাকে ধরে ধরে হাঁটিয়েছে।

তারপর যখন সুনামগঞ্জে নামলাম, আমি তো অবাক! চারদিকে পানি আর পানি। বাড়িতে যাওয়ার আগে পথে পড়ল হাওর বিলাস নামের এই জায়গাটা। থৈ থৈ করছে পানি। দীর্ঘ জার্নি করার পর আমার মুড অতোটা ভালো ছিল না যদিও, তবুও তাজা বাতাস খুব উপভোগ্য ছিল। দুই হাত দিয়ে বাতাস ধরার চেষ্টা করেছিলাম। আঙুলের ফাঁকগলে সেগুলো বেরিয়ে গেছে। 😛

তবে জায়গাটা দারুণ, তাই না?

Address

Fulbaria

Website

Alerts

Be the first to know and let us send you an email when Zain's Day Out posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share