08/11/2023
আজ যেইন এর না খাওয়ার দিন।
আজ সকালে যেইন ঘুম থেকে উঠলো সকাল ১০.৩০ টায়। ঘুম থেকে উঠার ৩০ মিনিট পর তাকে ওটস আর ডিম মিশ্রিত খাবার দিলাম। অনেক ভাবে তাকে খাওয়ানোর চেষ্টা করলাম। সর্বোচ্চ তিন চামচ এর বেশি আর খেলো না। বেশি জোড় না করে ওকে ওর মতো থাকতে দিলাম।
দুপুর ৩ টায় তার বাবার সাথে ডাইনিং এ খেতে বসলো। সে যেহেতু এখন নিজ হাতে খেতে পছন্দ করে তাই তাকে একটা ছোট্ট প্লেটে সাদা ভাত দিলাম। সে একটু একটু করে ৩ থেকে ৪ বার ভাতের দলা মুখে নিয়ে খেলো। সাথে ১ পিস মুরগীর রান হাতে দিলে, যেইন বহু সময় নিয়ে সেটার অর্ধেক খেলো।
এর পর কিছুক্ষণ খেলাধুলা করে অল্প সময় ঘুমালো।
ঘুম থেকে উঠার কিছুক্ষণ পর একটা কলা হাতে দিতে গেলাম। সে 'নাহ' 'নাহ' বলে কলাটা হাতেই নিলো না।
এর পর ভাবলাম কি এমন দেয়া যায় যেটা সে খেতে পছন্দ করবে৷ একটা আলু কেটে চিপস এর মতো করে ভেজে দিলাম। ৩০ মিনিট ধরে হাতে ধরে, কাটা চামচ দিয়ে ধরে, বিছানার ছিটিয়ে নিজের মতো করে অর্ধেক এর ও কম খেলো।🙃
এইটুকু বাচ্চা সারাদিন এই টুকু খাবার খেয়ে কিভাবে থাকে ভাবতেই খারাপ লাগে।
কিন্তু বাচ্চাদের প্রতিদিন খাওয়ার মুড এক রকম থাকে না, মাঝে মাঝে না খেয়ে থাকাটাও স্বাভাবিক, এটাই মেনে নিতে হয়।
আলুর চিপস খাওয়ার মুহুর্তের ছবি❤️