H.M Abdud Daiyan

H.M Abdud Daiyan নিজেকে সেখানে নিয়ে যান, যাতে করে আপনাকে কাদানো মানুষগুলো দেখে বলতে পারে। আরেহ! একে তো কত কাদিয়েছি।

31/07/2024

বাংলাদেশে এখন সকল সোশ্যাল মিডিয়া সরাসরি ইন্টারনেট দিয়েই চলছে ভিপিএন এর কোন প্রয়োজন নেই 😊

08/06/2024

নিজেকে চেনার তুমি তাওফিক দাও খোদা
তোমাকে চেনার তুমি তাওফিক দাও
আলোয় দীপ্ত কর নয়ন আমার ভোরের বিভায় ভর এ মন আমার তবু অচেনার যত পর্দা সরাও

26/04/2024

আল্লাহকে যারা বেসেছে ভাল
দুঃখ কি আর তাদের থাকতে পারে।
যারা লয়েছে মুখে কোরানের বানী
হতাশা কি আর তাদের থাকতে পারে।
সামনে বাড়াল পা যারা আজ
নতুন পৃথিবী গড়তে
জানা তো আছে তাদের সবার
কত যে হবে লড়তে…
জীবনের সব পিছুটান তাই হেরে যায় বারে বারে!
মায়ের আদর বোনের হাসি
সংসার সুখ প্রিয়ারী মুখ
সব ছেড়ে চলে অজানার পথে
শত বেদনার সৃতি বয়ে যায় মুখে যোদ্ধার হাসি।
জীবন বাজী রেখে যে তারা
মরন দিয়েও সুখ
আনবে আনবে ভাঙ্গা মসনদে
রাশেদার সেরা যুগ……
শহীদি মিছিল চলে সম্মুখে রুখবে কে আজ তারে!
দুঃখ কি আর তাদের থাকতে পারে!
হতাশা কি আর তাদের থাকতে পারে।

খুবই এক্টিভলি নিউজ টা করতেছে বয়কটকারিদের তুচ্ছতাচ্ছিল্য করে। পাব্লিক কি বেক্সিমকোকে খেয়ে দিবে নাকি?
18/04/2024

খুবই এক্টিভলি নিউজ টা করতেছে বয়কটকারিদের তুচ্ছতাচ্ছিল্য করে। পাব্লিক কি বেক্সিমকোকে খেয়ে দিবে নাকি?

আলেমে আলেমে বিভেদ এখন, জালেমে জালেমে দোস্তি—পথের ঠিকানা জানা নেই কারো,কে কোথায় পাবে স্বস্তি!!সালাতে দু’হাত কোথায় বাঁধবে,...
12/03/2024

আলেমে আলেমে বিভেদ এখন, জালেমে জালেমে দোস্তি—
পথের ঠিকানা জানা নেই কারো,
কে কোথায় পাবে স্বস্তি!!
সালাতে দু’হাত কোথায় বাঁধবে, নাভির উপরে, বুকে?
আমীন বলবে চুপিসারে,
নাকি সজোরে আওয়াজ ফুঁকে?
ছোট আরো ছোট বিষয় নিয়েও
চলছে ভীষণ দ্বন্দ্ব
সব দল ভাবে, আমরাই ভালো
অন্যরা কালো, মন্দ!
ফরজ নিয়ে তো মারামারি নেই,
নফলে সফল ডুব
টুপির আকার—আকৃতি নিয়ে
গবেষণা হয় খুব!
এই সুযোগেই আবরাহা দেখো হাঁকিয়ে বেড়ায় হস্তি—
জালেমে জালেমে দোস্তি!!
খ্যাতির নেশায় আলেমের মন ব্যস্ত ভীষণ ব্যস্ত—
এই সমাজের সব কাজ তাই
জালেমের হাতে ন্যস্ত!
নিজের হিসাব করে না আলেম
অন্যের কথা ভাবে—
বিরোধকারীরা জান্নাতে নাকি
জাহান্নামেই যাবে!
কাফের! ফাসেক! লক্ষ ফতোয়া
পকেটেই আছে জমা
আল্লাহর কাছে ছাড় আছে তবু
তার কাছে নেই ক্ষমা!
হেরার চেরাগে চিনতে পারেনি
এখনো আপন-পর
জালেমের হাতে চলে গেছে তাই
নিজের সাজানো ঘর!
সালতানাতের মিনার হারিয়ে
আশ্রয় তার বস্তি—
জালেমে জালেমে দোস্তি!!

তোমার যাকাত থেকে কিছু পরিমাণ ,জিহাদের পথে কর দান ।।খোলাফার সেই যুগ আনতে যমিনে যে কাফেলা আজও চলমান, যে কাফেলা আজও চলমান।ত...
10/03/2024

তোমার যাকাত থেকে কিছু পরিমাণ ,জিহাদের পথে কর দান ।।
খোলাফার সেই যুগ আনতে যমিনে যে কাফেলা আজও চলমান,
যে কাফেলা আজও চলমান।
তোমার যাকাত থেকে কিছু পরিমাণ জিহাদের পথে কর দান।।

চেয়ে দেখ কারাগারে কত মাজলুম শত দিন রাত করে পাড়
দেখেনা ঈদের দিনে মা-বাবার মুখ অশ্রু ঝড়ায় বাড়ে বাড়।।
তাদের আজাদি দিতে তোমার যাকাত রাখতেও পারে অবদান।
তোমার যাকাত থেকে কিছু পরিমাণ জিহাদের পথে কর দান।

কোরআনের কর্মিরা তোমার দোয়ারে যায় যদি যাকাতের জন্য ভেবনা তাদের কভু তুচ্ছ করনা কো অসহায় গণ্য।
দ্বীন কায়েমের কাজে কর যদি দান খুশি হবে সুমহান রব।
হাশরের ময়দানে রাখবে গোপন আমাদের ভুলত্রুটি সব
রহম সুবাস মেখে দেবে উপহার ।।
জান্নাতি ফুলের বাগান
তোমার যাকাত থেকে কিছু পরিমাণ জিহাদের পথে কর দান।।

28/12/2023

শায়খ খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রহ.)
কি অসাধারণ একটি উপলব্ধি দিয়ে গিয়েছেন,
সুবহানাল্লাহ।
"যুবক ছেলে। ছাত্র মানুষ, পড়াশোনা করে। মাথায় পরীক্ষার চিন্তা। ইকামত দেওয়ার সময় কোনোরকমে এসে জামায়াত ধরে। সালাম ফিরিয়েই দৌড়ে মসজিদ থেকে বেরিয়ে যায়।
মাঝবয়সী রিকশাওয়ালা। মসজিদের পাশ দিয়ে রিকশা চালিয়ে যাওয়ার সময় তার কানে আযানের সুর ভেসে আসে। এই সময়টায় দু'টো ভাড়া বেশি মারলে সপ্তাহে একদিন মাংস কিনে খেতে পারবে।
বাড়িতে রেখে আসা বৌয়ের চেহারাটা এসময় চোখের সামনে ভেসে ওঠে। এই সময়টায় ভাড়া মারলে সে বৌয়ের জন্য উপহার কিনে বাড়ি ফিরতে পারবে। কিন্তু সে এসব চিন্তা ঝেড়ে ফেলে রিকশাটা থামায়। ওযু করে চার রাকাআত ফরজ নামাজ পড়ে। সালাম ফেরানো শেষ হওয়া মাত্র মসজিদের ত্রিসীমানায় তাকে আর খুঁজে পাওয়া যায় না।
আর আপনি দাড়ি সফেদ হওয়ার পর, দুনিয়াদারীর পাট চুকিয়ে মসজিদে নিয়মিত হয়েছেন। এখন ফরজ শেষ হওয়া মাত্র মুসল্লিদের পথ আটকে রেখে ঘন্টাব্যাপী সুন্নাত আদায় করা শুরু করেন, আর মনে মনে ভাবেন- ' এদের ফরজ স্বলাতে মন নাই। মন থাকলে সালাম ফিরিয়েই দৌড়ে পালাইতো না '
কিন্তু আল্লাহ্ তো উল্টা কথা বলছেন, ভাই। আল্লাহ্ বলছেন- আপনার এই অখণ্ড অবসরে ভাঙ্গা কোমরের লম্বা লম্বা রূকূ-সেজদার চেয়ে, ওই সুঠাম যুবক যে ব্যস্ততার ভেতর আল্লাহ্কে স্মরণ করে মসজিদে হাজিরা দিয়েছে- এটা উনার বেশি প্রিয় !
আপনি যুবা বয়স কাটিয়েছেন ইবাদাতে অবহেলা করে, আর বার্ধক্যে এসে আপনাকে আচ্ছন্ন করে রেখেছে ইবাদাতের অহমিকা; যে অহমিকার কারণে আপনি এখন অন্য আবেদদেরকে তাচ্ছিল্য করেন।
বিশ্বাস করেন, ভাই.... আপনার মতো কপালপোড়া আল্লাহ্'র দুনিয়ায় আর একটা নাই!"
শরিফ আবু হায়াত অপু

28/11/2023

রিজার্ভ কমে ১৬ বিলিয়নের নীচে।
ঋণ ১০০ বিলিয়ন।
শুভবুদ্ধির বিকাশ হোক 🤔

অবশেষে বুঝা গেল কাচামরিচ ১২০০ টাকা হওয়ার রহস্য
02/07/2023

অবশেষে বুঝা গেল কাচামরিচ ১২০০ টাকা হওয়ার রহস্য

পাঁচদিনের ঈদের ছুটি শেষে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে শুরু হয়েছে আমদানি-রপ্তানি। আর প্রথম চালানেই ভারত থেকে এসে.....

20/06/2023

দেশের সকল বিভাগীয় শহরে সমাবেশের কর্মসূচি বাস্তবায়ন করতে চায় জামায়াতে ইসলামী

19/06/2023

তোমরা যারা সরকারি চাকরিজীবি🤔

13/06/2023

দাত-মুখ ফাটানোর পরে নরম খাবারের সুন্নাহ পালনে এক ধাপ এগিয়ে গেল পীর সাহেব

Address

Fulbaria

Alerts

Be the first to know and let us send you an email when H.M Abdud Daiyan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to H.M Abdud Daiyan:

Share