Genius - জিনিয়াস

Genius - জিনিয়াস জ্ঞানই শক্তি, জ্ঞানই আলো।

আজ বসুন্ধরা গেটে দেখলাম এক ছিনতাইকারী মোবাইল নিয়ে দৌড় দিচ্ছিল। আমার বিসিএস দেওয়া নাই বলে ছিনতাইকারী ধরতে পারিনি। দাঁড়িয়ে...
30/06/2025

আজ বসুন্ধরা গেটে দেখলাম এক ছিনতাইকারী মোবাইল নিয়ে দৌড় দিচ্ছিল। আমার বিসিএস দেওয়া নাই বলে ছিনতাইকারী ধরতে পারিনি। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম।

যদিও কয়েকজন মানুষ ধরে উত্তম মাধ্যম দিচ্ছিল। তারা নিশ্চই বিসিএস দেওয়া।🐸

– Zubayer MD

🤔
25/06/2025

🤔

তুমি পাশে থাকলে দুনিয়া উড়িয়ে দিতেও রোমান্টিক লাগে!😌🫣Defence Care
20/06/2025

তুমি পাশে থাকলে দুনিয়া উড়িয়ে দিতেও রোমান্টিক লাগে!😌🫣
Defence Care

Feminism can never achieve such kind of love.
14/06/2025

Feminism can never achieve such kind of love.

গাছ লাগান, পরিবেশ বাঁচান।তবে সব গাছ লাগাইতে যাইয়েন না 🤔
29/05/2025

গাছ লাগান, পরিবেশ বাঁচান।
তবে সব গাছ লাগাইতে যাইয়েন না 🤔

গরুর গোশতের মতো সুস্বাদু খাবার, পৃথিবীতে আর কিছুই নেই❤️
25/05/2025

গরুর গোশতের মতো সুস্বাদু খাবার, পৃথিবীতে আর কিছুই নেই❤️

বুদ্ধি পরীক্ষা! দুজনের মধ্যে একজন একা থাকে। বলতে হবে সে কে?
22/05/2025

বুদ্ধি পরীক্ষা! দুজনের মধ্যে একজন একা থাকে।
বলতে হবে সে কে?

ক্ষমতা মানুষকে অন্ধ করে দিতে পারে—ইতিহাসে তার বহু প্রমাণ রয়েছে। ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম, এক সময়ের প্রভাবশালী...
19/05/2025

ক্ষমতা মানুষকে অন্ধ করে দিতে পারে—ইতিহাসে তার বহু প্রমাণ রয়েছে। ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম, এক সময়ের প্রভাবশালী নেতা, সেই মোহে পড়ে বিশ্ববরেণ্য আলেম, মাওলানা সাঈদী (রহ.)-এর জানাজা ঢাকায় অনুষ্ঠিত হতে দেননি। হয়তো তখন তিনি ভেবেছিলেন, ক্ষমতার এই প্রাচীর তাকে চিরকাল রক্ষা করবে।

নিজের পিতার মৃত্যুতে জানাজায় অংশ নিতে তাকে কেউ নিষেধ করেনি—আইন বা প্রশাসনও বাধা দেয়নি। কিন্তু তবুও তিনি নিজেই সামনে এগিয়ে আসেননি; হয়তো বিবেকের যন্ত্রণায়, হয়তো কোনো অনির্বচনীয় ভয়ের কারণে। এটাই বাস্তবতা—যেখানে বাহ্যিক বাধা না থাকলেও, অন্তরাত্মা অনেক সময় সবচেয়ে বড় প্রতিরোধ হয়ে দাঁড়ায়।

এই পৃথিবীতে অন্যায় বেশি দিন টেকে না। মহান আল্লাহ সব কিছু দেখেন, কিন্তু সব সঙ্গে সঙ্গেই বিচার করেন না, সুযোগ দেন, সংশোধনের পথ দেখান।

ক্ষমতা, প্রতিপত্তি কিংবা অবস্থান কোনো কিছুই ন্যায়ের চেয়ে বড় নয়। আর সত্য ও ন্যায়ের পথেই রয়েছে প্রকৃত শান্তি ও সম্মান।

16/05/2025

এইবার ঠিক আছে 🙈🤣

16/05/2025

I got 30 reactions and comments on one of my posts last week! Thanks everyone for your support! 🎉

Address

Fulbaria

Website

Alerts

Be the first to know and let us send you an email when Genius - জিনিয়াস posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share