19/05/2025
ক্ষমতা মানুষকে অন্ধ করে দিতে পারে—ইতিহাসে তার বহু প্রমাণ রয়েছে। ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম, এক সময়ের প্রভাবশালী নেতা, সেই মোহে পড়ে বিশ্ববরেণ্য আলেম, মাওলানা সাঈদী (রহ.)-এর জানাজা ঢাকায় অনুষ্ঠিত হতে দেননি। হয়তো তখন তিনি ভেবেছিলেন, ক্ষমতার এই প্রাচীর তাকে চিরকাল রক্ষা করবে।
নিজের পিতার মৃত্যুতে জানাজায় অংশ নিতে তাকে কেউ নিষেধ করেনি—আইন বা প্রশাসনও বাধা দেয়নি। কিন্তু তবুও তিনি নিজেই সামনে এগিয়ে আসেননি; হয়তো বিবেকের যন্ত্রণায়, হয়তো কোনো অনির্বচনীয় ভয়ের কারণে। এটাই বাস্তবতা—যেখানে বাহ্যিক বাধা না থাকলেও, অন্তরাত্মা অনেক সময় সবচেয়ে বড় প্রতিরোধ হয়ে দাঁড়ায়।
এই পৃথিবীতে অন্যায় বেশি দিন টেকে না। মহান আল্লাহ সব কিছু দেখেন, কিন্তু সব সঙ্গে সঙ্গেই বিচার করেন না, সুযোগ দেন, সংশোধনের পথ দেখান।
ক্ষমতা, প্রতিপত্তি কিংবা অবস্থান কোনো কিছুই ন্যায়ের চেয়ে বড় নয়। আর সত্য ও ন্যায়ের পথেই রয়েছে প্রকৃত শান্তি ও সম্মান।