অভ্রনীল

অভ্রনীল Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from অভ্রনীল, Digital creator, Fulbaria.
(5)

আমরা কম বেশি সবাই সফল হতে চাই , কিন্তু সফল হওয়ার জন্য কি আমরা আদৌ কিছু করি। বরং কেউ সফল হতে গেলে সব সময় আমরা তাদেরকে বাধা দেই, বাজে কথা শুনাই কিছু করতে চাইলে এত উৎসাহ না দিয়ে বাজে কমেন্ট করি।তাই অন্য দের নিয়ে কথা না বলে নিজেদের ক্যারিয়ার তৈরি করুন।🌸

নেহারি কি সত্যিই ক্যালসিয়ামের উৎস? 🤔 আপনার ভুল ধারণা ভাঙুন!আমাদের সমাজে একটা প্রচলিত ধারণা আছে যে গরু বা ছাগলের পায়া ব...
10/06/2025

নেহারি কি সত্যিই ক্যালসিয়ামের উৎস? 🤔 আপনার ভুল ধারণা ভাঙুন!

আমাদের সমাজে একটা প্রচলিত ধারণা আছে যে গরু বা ছাগলের পায়া বা নেহারি খেলে ক্যালসিয়ামের অভাব পূরণ হয়। কিন্তু পুষ্টিবিজ্ঞানীরা বলছেন এর উল্টো কথা! 😱 আসুন জেনে নিই আসল সত্যটা কী:

১. ক্যালসিয়াম থাকে না বললেই চলে! 🦴অনেকের ধারণা, পায়া খেলে হাড়ের ক্যালসিয়াম পাওয়া যায়। কিন্তু আসলে, হাড়ের শক্ত অংশ যা ক্যালসিয়াম দিয়ে তৈরি, তা আমরা ফেলে দিই বা খুব কম পরিমাণে খাই। আর যে অংশটা নেহারিতে থাকে, তা মূলত চর্বি!

২. নেহারি = প্রচুর চর্বি! 🐷নেহারির প্রধান উপাদান হলো অস্থিসন্ধি, মাংসপেশি, কোলাজেন এবং প্রচুর পরিমাণে চর্বি। এতে ক্যালসিয়ামের ছিঁটেফোঁটাও নেই, থাকলেও খুবই নগণ্য। কিছু ভিটামিন বা অন্য পুষ্টি উপাদান থাকলেও চর্বির তুলনায় সেগুলো খুবই সামান্য।

৩. হৃদরোগের ঝুঁকি বাড়ায়! ❤️‍🩹নেহারিতে থাকা উচ্চমাত্রার স্যাচুরেটেড ফ্যাট এবং কোলেস্টেরল হৃদরোগ, উচ্চ রক্তচাপ এবং ওজন বৃদ্ধির ঝুঁকি বাড়ায়। ক্যালসিয়ামের দোহাই দিয়ে এটি অতিরিক্ত খাওয়া, বিশেষ করে বয়স্কদের জন্য, একদমই উচিত নয়।

৪. ক্যালসিয়ামের জন্য অন্য বিকল্প খুঁজুন! 🥛🥬ক্যালসিয়ামের অভাব পূরণের জন্য নেহারি মোটেও সঠিক সমাধান নয়। বরং দুধ, দই, পনির, সবুজ শাক-সবজি (যেমন পালং শাক, ব্রোকলি), তিল, বাদাম ইত্যাদি খেতে পারেন।

৫. সুস্থ থাকুন, সচেতন হোন! ✅সুস্বাদু হলেও নেহারি পরিমিত পরিমাণে গ্রহণ করুন। ক্যালসিয়ামের জন্য ভুল তথ্যের উপর ভরসা না করে সঠিক খাদ্যাভ্যাস গড়ে তুলুন এবং সুস্থ থাকুন!

নেহারি খেতে ভালো লাগলেও, এর পুষ্টিগুণ সম্পর্কে সচেতন থাকা জরুরি। আপনার পরিচিতদের সাথে এই গুরুত্বপূর্ণ তথ্যটি শেয়ার করুন!

23/05/2025

When his girlfriend got cought 😆

23/05/2025

Le chicken

18/04/2025

কেমন হলো?

বাংলাদেশের দারিদ্রতার কথা বলতে গিয়ে বিশ্বের বড় নেতাদের সামনে কাঁদলেন ডঃ ইউনূস। ওনার বক্তব্য শোনার পরে ডঃ ইউনুস কে  সবা...
10/04/2025

বাংলাদেশের দারিদ্রতার কথা বলতে গিয়ে বিশ্বের বড় নেতাদের সামনে কাঁদলেন ডঃ ইউনূস। ওনার বক্তব্য শোনার পরে ডঃ ইউনুস কে সবাই দাঁড়িয়ে সম্মান জানালেন

কেউ কাঁ'দে বাপের জন্য,কেউ কাঁ'দে নির্বাচনের জন্য আবার কেউ কাঁ'দে দেশের মানুষের জন্য!
ড. ইউনুস স্যারর দীর্ঘায়ু কামনা করছি।

একজন পিতা তার মেয়েকে আইফোন উপহার দিলো। দ্বিতীয় দিন পিতা কন্যাকে জিজ্ঞাসা করলো আইফোন পাওয়ার পর সর্বপ্রথম তুমি কি করেছো??...
04/04/2025

একজন পিতা তার মেয়েকে আইফোন উপহার দিলো। দ্বিতীয় দিন পিতা কন্যাকে জিজ্ঞাসা করলো আইফোন পাওয়ার পর সর্বপ্রথম তুমি কি করেছো??

মেয়ে : আমি স্ক্রীন গার্ড আর কভার অর্ডার দিয়েছি।

পিতা : এটা করার জন্য তোমাকে কি কেউ বাধ্য করেছে?

মেয়ে : না কেউ করেনি।

পিতা : তোমার এমন লাগে না, যে তুমি আইফোন নির্মাতা কে অপমান করছো?

মেয়ে : না.. আইফোন নির্মাতা থেকে স্বয়ং কভার ও স্ক্রীন গার্ড লাগানোর জন্য উপদেশ দিয়েছে।

পিতা: ও তাহলে আইফোন অনেক খারাপ দেখাবে তবুও তুমি ওর জন্য কভার কিনেছ?

মেয়ে: না বরং খারাপ না হওয়ার জন্য কভার অর্ডার দিয়েছি।

পিতা : কভার লাগানোয় কি ওর সৌন্দর্য কমে যাবে না?

মেয়ে : না.. কভার লাগানোর পর আরো সুন্দর
দেখাবে।

পিতা মেয়ের দিকে স্নেহের নজরে তাকিয়ে বলল, মা আইফোন এর থেকেও দামি তোমার শরীর। এই ঘরের আর আমাদের সম্মান তুমি, তোমার শরীরকে কাপড়ে কভার করলে তোমার সৌন্দর্য আরো বেড়ে যাবে।

মেয়ের কাছে এই প্রশ্নের কোন উত্তর ছিল না, শুধু চোখ থেকে নির্ঝরে অশ্রু বেরিয়ে যাওয়া ছাড়া। নারীদের দেহ আড়াল করলে সৌন্দর্য কমে না, বরং প্রদর্শন করলে কমে।

-লেখা : সংগৃহীত

25/03/2025

পাবনা থেকে পালিয়ে এসেছে

18/11/2024

মোবাইল নিয়ে যাওয়ার অব্বাস কার কার আছে?

31/10/2024

তারা নৌকার গরম দেখিয়েছিল
নৌকা এখন ডুবে গেলো।

27/10/2024

এটা কি কোন মানুষের কাজ হতে পারে?

রাসূল (সঃ) বলেছেন  জুম্মার দিনে তোমরা  আমার উপর বেশি বেশি দরুদ পাঠ করো,কারণ তোমাদের দরুদ আমার কাছে পেশ করা হয়।(আবু দাউদ ...
25/10/2024

রাসূল (সঃ) বলেছেন জুম্মার দিনে তোমরা আমার উপর বেশি বেশি দরুদ পাঠ করো,কারণ তোমাদের দরুদ আমার কাছে পেশ করা হয়।(আবু দাউদ -১০৪৭(সহিহ)।

Address

Fulbaria

Alerts

Be the first to know and let us send you an email when অভ্রনীল posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share