সনাতনী বার্তা

সনাতনী বার্তা 🙏হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে,
হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে🙏

22/07/2025

আপনাদের ভালোবাসায় আজ “সনাতনী বার্তা” পরিবার ৪০,০০০ ছাড়ালো।
🙏জয় শ্রীকৃষ্ণ🙏

17/07/2025

সন্ধ্যার সময় যদি হরিনাম ব্যতীত টিভি অথবা রিলিজ দেখতে মন চায় তাহলে বুঝবেন আপনার সমস্যা আছে।
ভগবান সবাইকে সঠিক বুঝার জ্ঞান দিক। জয় শ্রী কৃষ্ণ।

16/07/2025

আজ ১৭ জুলাই থেকে শুরু হচ্ছে মহাদেবের অত্যন্ত প্রিয় মাস, শ্রাবণ মাস।
🙏জয় শিব শম্ভু 🙏

27/06/2025

শুভ সকাল
সবাইকে শুভ রথ যাত্রার
মিষ্টি শুভেচ্ছা রইল
জয় জগন্নাথ

25/06/2025

তুলসী গাছে জল দেওয়ার সময়
"ওঁ গোবিন্দবল্লভাং দেবীং ভক্তচৈতন্য কারিণীম্।
স্নাপয়ামি জগদ্ধাত্রীং কৃষ্ণভক্তি প্রদায়িনীম্ ॥"
এই মন্ত্রটি জপ করা হয়। এই মন্ত্রে তুলসী দেবীকে জল নিবেদন করে, তার কাছে ভক্তি ও শুভকামনা জানানো হয়।

゚ ゚ #রাধা #কৃষ্ণা #জগন্নাথ

21/06/2025

"আজ বছরের দীর্ঘতম দিন ১৩ ঘন্টা ৩৭ মিনিটের দিন "

"জয় শ্রীকৃষ্ণ"

পবিত্র যোগিনী একাদশী আগামী ২২ শে জুন, ২০২৫ (রবিবার)পারণের সময় (পরদিন)সকাল: ০৫:১২-০৯:৪৪ এর মধ্যে (বাংলাদেশ সময়)সকাল: ০৪:৫...
18/06/2025

পবিত্র যোগিনী একাদশী
আগামী ২২ শে জুন, ২০২৫ (রবিবার)

পারণের সময় (পরদিন)
সকাল: ০৫:১২-০৯:৪৪ এর মধ্যে (বাংলাদেশ সময়)
সকাল: ০৪:৫১-০৯:২২ এর মধ্যে (পশ্চিমবঙ্গ সময়)

🙏 যোগিনী একাদশী মাহাত্ম্য ও কাহিনী—
যোগিনী একাদশী হল আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশী। এটি বিশেষভাবে পাপ মোচন ও পিতৃ-পূণ্যের জন্য পালনীয়।
গরুড় পুরাণ অনুসারে, এই একাদশী ৮৮ হাজার ব্রাহ্মণের পূণ্যফল সমান বলে ধরা হয়।

প্রাচীন কালে, অলকাপুরী নগরে এক হেমমালি নামে দেবতার সেবক ছিলেন। তিনি শিবের জন্য ফুল সংগ্রহ করতেন, কিন্তু একবার স্ত্রীর প্রতি আসক্ত হয়ে তিনি নিজের কর্তব্য ভুলে যান এবং শিবের পূজায় দেরি করেন। এতে ক্রুদ্ধ হয়ে কুবের তাকে কুষ্ঠরোগী করে মর্ত্যলোকে পাঠিয়ে দেন।

পরে এক সাধুর উপদেশে হেমমালি যোগিনী একাদশী ব্রত পালন করেন। সেই ব্রতের ফলে তার সমস্ত পাপ মোচন হয় ও শরীর সুস্থ হয়। পুনরায় তিনি স্বর্গে ফিরে যান।🙏

🙏মন্ত্র: "ওঁ নমো ভগবতে বাসুদেবায়"🙏

#একাদশী #কৃষ্ণা #রাধা #রাম #হিন্দু
゚ ゚

01/06/2025

"শ্রী কৃষ্ণের প্রণাম মন্ত্র (১)

(সঠিক উচ্চারণ)(সঠিক উচ্চারণ)

হে কৃষ্ণ করুণাসিন্ধু দীনবন্ধু জগৎপতে
গোপেশ গোপীকা কান্ত রাধা কান্ত নমহস্তুতে।

31/05/2025

শ্রীমতি রাধারানীর প্রণাম মন্ত্র

তপ্ত কাঞ্চন গৌরাঙ্গীং রাধে বৃন্দাবনেশ্বরী।
বৃষভানু সূতে দেবী তাং প্রণমামি হরি প্রিয়ে।

31/05/2025

"দেহ শুদ্ধি মন্ত্র" (পাপের ক্ষমা প্রার্থনা মন্ত্র)

"পাপোহং পাপ কর্মাহং পাপাত্মা পাপ সম্ভাবান্ ।
ত্রাহি মাং পুন্ডরীকাক্ষং সর্ব পাপো হরো হরি।।

Address

Fulbaria

Website

Alerts

Be the first to know and let us send you an email when সনাতনী বার্তা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share