18/05/2023
অনেকেই মনে করেন আমি খুব ভালো মানুষ। সেটা একেবারেই মিথ্যা। অন্যায় মিথ্যা দেখলে আমার মাথা গরম হয়ে যায়। ব্যক্তিগত জীবনে আমি হঠাৎ করে রাগ হয়ে যাওয়ার মানুষ।
আমি হঠাৎ করে খুব রেগে যাই এবং রেগে গেলে সামনে যে থাকুক না কেন তাকে তোয়াক্কা করি না। সে যতই ক্ষমতাধর মানুষ হোক না কেন আমার মনে যা আসে তাই বলে গালাগালি করি।
আরো বেশি ক্ষেপে যাই যখন কেউ নিজ পরিচয় ক্ষমতা শক্তি দেখায়। আমাকে সুন্দর করে বুঝিয়ে বলবেন আবদার করবেন কোন সমস্যা নাই। আমি ভদ্র বাধ্য ছেলের মত কাজ করে যাব।
তবে আমি অমুক তমুক অনেক পাওয়ার ক্ষমতা। আমাকে এমন পরিচয় দিলেন সে যতই ক্ষমতাধর হোক না কেন তাকে অন্তত গালাগালি খেতেই হবে।
আমি একবার যা বুঝতে পারব বা নিজে বুঝবো। পরবর্তীতে শতবার বুঝিও আমাকে দিয়ে কোন কাজ করানো বা কোন কথা বলোনা সম্ভব না। একবার যাহা আমার মাথায় ঢুকে যায় সেটা আর মাথা থেকে বের হয় না। বলতে পারেন আমি এক রোখা মানুষ।
আরও একটা সমস্যা হল ব্যক্তিগত জীবনে আমি মৃত্যুকে ভয় পাই না। কারণ আমার প্রতিটা দিনেই মৃত্যুর সাথে দেখা হয়ে যায়। জীবনের একটাই উদ্দেশ্য মানবিক কাজ করবো সৎ পথে চলবো অন্যায় দেখলে প্রতিবাদ করব তাতে যায় হবার তাই হউক।
পরকালে যেনো সৃষ্টিকর্তার কাছে বলতে পারি চেষ্টা করেছিলাম...
- Milton Samadder