উদ্যোক্তা

উদ্যোক্তা A failure person is not foolish

জাপান শুধু সামুরাই কিংবা সুশির জন্যই বিখ্যাত নয়—তারা পুরো বিশ্বকে শিখিয়েছে কীভাবে ব্যবসায় টিকে থাকতে হয় আর একটা ব্র্...
22/06/2025

জাপান শুধু সামুরাই কিংবা সুশির জন্যই বিখ্যাত নয়—তারা পুরো বিশ্বকে শিখিয়েছে কীভাবে ব্যবসায় টিকে থাকতে হয় আর একটা ব্র্যান্ডকে কীভাবে বিশ্বসেরা বানানো যায়।
একটু ভাবুন তো—Toyota, Sony, Nintendo, Uniqlo—এই সব জাপানি কোম্পানি আজও শীর্ষে। কিন্তু তারা কীভাবে এত দিন ধরে সফল?
চলুন জেনে নিই তাদের সফলতার ৫টি মূল কারণ:

🔹 ১. কাইজেন (Kaizen) — “ধাপে ধাপে উন্নতি”র দর্শন জাপানিরা বিশ্বাস করে: 👉 “আজ যা আছি, কাল যেন তার চেয়ে একটু ভালো হই।” তারা প্রতিদিন ছোট ছোট পরিবর্তন আনে, যা ধীরে ধীরে বিশাল সফলতায় রূপ নেয়।

🔹 ২. গুণগত মান আগে, লাভ পরে তাদের কথা হলো: 👉 “খারাপ জিনিস তৈরি করলে শেষমেশ ক্ষতিই বেশি হয়।” তাই আপনি যদি Toyota-র গাড়ি কিনেন, তাহলে ১০ বছরেও মাথাব্যথা নেই! টেকসই, নির্ভরযোগ্য।

🔹 ৩. গ্রাহক মানেই অতিথি (Customer is like a guest) জাপানিরা গ্রাহকদের শুধু কাস্টমার না, বরং একজন অতিথির মতো গুরুত্ব দেয়। 👉 এজন্য Sony-র হেডফোনে এত নিখুঁত মান ও সাউন্ড কোয়ালিটি।

🔹 ৪. মিনিমালিজম—“সোজাসাপ্টা কিন্তু নিখুঁত” তারা বিশ্বাস করে: 👉 “কম হলেও ভালো হওয়া জরুরি।” Uniqlo-র জামা-কাপড় দেখতে সাধারণ, কিন্তু পরলে বোঝা যায় আরাম আর কোয়ালিটির জাদু।

🔹 ৫. দীর্ঘমেয়াদি লক্ষ্য (Long-term thinking) অনেক কোম্পানি ৫ বছরের পরিকল্পনা করে, কিন্তু জাপানিরা ভাবে ৫০ বছরের জন্য। 👉 এজন্য Nintendo আজও জনপ্রিয়, এমনকি ৩০–৪০ বছর পরেও।

🔸 সারাংশ: 👉 ধারাবাহিকতা (Consistency), 👉 গুণগত মান (Quality), 👉 আর গ্রাহকের প্রতি দায়িত্ববোধ (Customer Focus)— এই তিনটা ঠিক থাকলে আপনিও নিজেকে একটা ব্র্যান্ডে পরিণত করতে পারেন!

হায় মুসলিম সমাজ কেন আপনারা এখন ও শুধু নেকির আশায় বসে আছেন। বিজ্ঞানের এই যুগে আপনার কাছে থাকা কুরআন কতটা বিজ্ঞানময় একটু ত...
19/03/2025

হায় মুসলিম সমাজ কেন আপনারা এখন ও শুধু নেকির আশায় বসে আছেন। বিজ্ঞানের এই যুগে আপনার কাছে থাকা কুরআন কতটা বিজ্ঞানময় একটু তার দিকে দৃষ্টি কেন দেন না।

25/11/2024

জীবনে ক্রমাগত উন্নয়নের ১১ কৌশল

মনীষীরা বলেন, যদি গতকালের থেকে আজকের দিনটি উত্তম না হয় তাহলে তার ধ্বংস অনিবার্য। এ কথা থেকে সুস্পষ্ট বোঝা যায় সফলতার জন্য ক্রমাগত উন্নতির গুরুত্ব। প্রাত্যহিক জীবনে সহজ কয়েকটি কৌশল অবলম্বন করলেই আত্মোন্নয়নে ক্রমাগত উন্নতি করা সম্ভব। লিখেছেন এজাজ পারভেজ

প্রতিদিন ৩০ মিনিট অনুশীলন

কোনো একটি বিষয় পরিপূর্ণভাবে আয়ত্ত করতে হলে নিয়মিত অনুশীলন করা খুবই গুরুত্বপূর্ণ। এই ধারাবাহিকতায় ওই নির্দিষ্ট ক্ষেত্রে একজন মানুষকে সেরাদের সেরা বানিয়ে দেয়। অন্যদিকে দীর্ঘদিনের চর্চার অভাবে মরিচা ধরে অর্জিত গুণপনাতেও। প্রতিদিনের অনুশীলন এতই গুরুত্বপূর্ণ। তাই একটি রুটিন তৈরি করে ৩০ মিনিট সময় নির্দিষ্ট করুন। সে সময়ে প্রতিদিন চর্চা করুন সেই বিষয়টি, যেটিতে আপনি দক্ষ হতে চান। এখানেই কিন্তু শেষ কথা নয়, কোনো বিষয়ে দক্ষ হওয়ার পর সেই দক্ষতা ধরে রাখার জন্যও দরকার ধারাবাহিক অনুশীলন। তাই চর্চাটি থামাবেন না। The Great Bangladesh

সপ্তাহভিত্তিক অনুশীলন

প্রতি সপ্তাহে একটি বিষয় বা কাজকে নির্দিষ্ট করুন, যে বিষয় বা কাজে এই এক সপ্তাহে অনুশীলনের মাধ্যমে একটি নির্দিষ্ট স্তরের দক্ষতা অর্জন করতে চান। ক্রমাগত একটি বিষয়ে উন্নতির ফলে বিভিন্ন বিষয়ে আপনার যে গড়মান তার উন্নতি হবে।

মনছবি অনুশীলন করুন

প্রতিদিন ৫ মিনিট মনছবি অনুশীলন করুন। মনছবি হলো, আপনি যে লক্ষ্য অর্জন করতে চান নিজেকে সে অবস্থানে কল্পনা করা।

শিক্ষামূলক বা বাস্তবিক জ্ঞানের পোস্ট ও ভিডিও পেতে Shakil Sir || ইংরেজি শিখতে Alada English পেজ ফলো করুন এবং নোটিফিকেশন পেতে বা অন্যকেও জানাতে এই পোস্টটিতে রিয়াক্ট,কমেন্ট ও শেয়ার করুন।

সকালের শরীরচর্চা

বলা হয়ে থাকে, দিনের শুরু যদি ভালো হয় তবে দিনটিও ভালো কাটবে। সকালের কর্মকাণ্ডের ওপর নির্ভর করে সারা দিনের সাফল্য। সকালে যদি হালকা শরীরচর্চা করা হয় এবং সুষম নাশতা করা হয় তাহলে তা সারা দিনের কাজের শক্তির উৎস হিসেবে কাজ করে। তাই প্রতিদিন সকালে দশ মিনিট শরীরচর্চা ও সুষম খাবার গ্রহণ খুবই গুরুত্বপূর্ণ।

ছোট ছোট সাফল্যকে উদযাপন করুন

চূড়ান্ত সাফল্য হলো ছোট ছোট সাফল্যের সমষ্টি। তাই লক্ষ্য অর্জনের পথে যে ছোট ছোট সাফল্য অর্জিত হচ্ছে তা উদযাপন করুন। এই উদযাপন আপনাকে আত্মবিশ্বাসী করে তুলবে।

উন্নয়নের খতিয়ান রাখা

প্রতিদিন রাতে ঘুমানোর আগে ডায়েরিতে লিখে রাখুন কোন কাজটি আজ আপনি ভালো করেছেন। সেটিতে আরও দক্ষ হয়ে উঠতে চেষ্টা করুন পরদিন।

আত্মশক্তির নিরাময় করুন

কিছু মানুষ ও পরিবেশ আছে, যা আমাদের অন্তর্গত শক্তিকে বৃদ্ধি করে, আমাদের মনোবল চাঙ্গা করে। আমরা তাদের উপস্থিতিতে ইতিবাচক হয়ে ওঠি, আশাবাদী হয়ে ওঠি, লক্ষ্য অর্জনে সচেষ্ট হই। এই মানুষ, পরিবেশ ও সময়কে চিহ্নিত করতে হবে। এ ধরনের প্রভাবকের সংস্পর্শে বেশি বেশি থাকতে হবে এবং এর বিপরীত ধরনের মানুষ ও পরিবেশ থেকে দূরে থাকতে হবে।

রুটিনে রাখুন ডিভাইসহীন সময়

অতিরিক্ত স্ত্রিন টাইম আমাদের শরীর, মন, চোখ, মেরুদণ্ড প্রভৃতির জন্য ক্ষতিকর। এ জন্য দিনের একটি সময় নির্দিষ্ট রাখুন যখন আপনি কোনো ডিভাইস ব্যবহার করবেন না। ঘুমানোর কমপক্ষে দুই ঘণ্টা আগে থেকে সব ধরনের ডিভাইস ব্যবহার থেকে দূরে থাকতে হবে। তবেই নিরবচ্ছিন্ন ঘুম নিশ্চিত করা সম্ভব হবে।

২ মিনিট নীতি

অনেক ছোট ছোট কাজ আছে যেগুলো এখন না তখন এমন করে করা হয়েই ওঠে না। কোনো কাজ করতে যদি দুই মিনিটের কম সময় লাগে তাহলে দ্বিধা না করে এখনই করতে শুরু করুন।

সাহায্য করুন অন্যকে

মানুষ সামাজিক প্রাণী। সামষ্টিক সাফল্যের মাঝেই তার সাফল্য নিহিত। তাই সমাজে ইতিবাচকতা ছড়িয়ে দিতে কাজ করুন। দিনে কমপক্ষে একজন সাহায্য করতে চেষ্টা করুন। এটি আপনার জীবনকে ইতিবাচকতায় ভরিয়ে দেবে।

সফলদের জীবনী পড়ুন

সফলতার পথ জানেন সফলরাই। তাদের জীবন ও কর্ম সফলতার রেসিপি। তাই তাদের জীবনী পড়–ন বেশি বেশি। সফলদের জীবনী পড়লে দেখা যাবে যে, তাদেরও জীবনে নানা প্রতিবন্ধকতা এসেছে। কিন্তু তারা তাতে ভেঙে পড়েননি। সংগ্রাম চালিয়ে গেছেন। তারা সফল হয়েছেন কারণ তারা কখনো হাল ছাড়েননি। সফলদের জীবনী পড়লে আপনি অনুপ্রাণিত হবেন।

23/05/2024

ব্যবসা করতে হলে আপনাকে জানতে হবেঃ
আমাদের পেজ এ অনেকেই নক করেন বিভিন্ন ব্যবসার সম্পর্কে জানতে এবং জানাতে । অনেকেই ম্যাসেজ করে লিখেন ভাইয়া ফার্মেসি বা কাপড়ের অথবা খামারের ব্যবসা করতে চাই কিভাবে শুরু করবো।
লোকাল ব্যবসা করতে হলে আপনাকে প্রথমে লোকাল মার্কেট অ্যানালাইসিস করতে হবে। ব্যবসাতে আপনাকে দেখতে হবে আপনি যে পণ্য নিয়ে ব্যবসা করতে চাইতেছেন মার্কেট এ সেই পণ্য আছে মানুষ ক্রয় করে কি না। ক্রয় করলে আপনার স্থানীয় মার্কেট এ সেই পণ্যের চাহিদা কেমন? আপনার কাছে কাস্টমার আসার রাস্তা কেমন। আমি যদি খামারের ব্যবসা সম্পর্কে উদাহরণ দিয়ে আলোচনা করি তাহলে হয়তো আপনাদের বুঝতে সুবিধা হবে।
আপনি আপনার এলাকায় একটি দেশি মুরগীর খামার দিতে চাইতেছেন ।প্রথমেই আপনাকে সেই ব্যবসার খুটিনাটি সম্পর্কে জানতে হবে । খুটি নাটি জানতে হলে আপনাকে দেশি মুরগীর কোন একটা খামারে কাজ করতে হবে । বর্তমানে বেশির ভাগ উদ্যেক্তারা নিজেদের টাকা খরচ করে ব্যবসা শুরু করেন অথচ তাদের সেই ব্যবসার সম্পর্কে কোন ধারণা নেই। আমাদের ব্যাক্তিগত মতামত এই যে, যদি আপনি ব্যবসা করতে চান তবে অবশ্যই আপনাকে সেই ব্যবসার সম্পর্কে মিনিমাম ছয়টা মাস নিজে স্বশরীরে কাজ করে জানতে হবে। এর জন্য সবচেয়ে ভালো রাস্তা হলো আপনি অন্যের কোন একটা দোকানে অথবা খামারে কাজ কাজ করবেন।তাহলে আপনি খুব সহজেই ব্যবসার লাভ লস কেমন করে হয় এবং কাস্টমার এর পরিমান আপনি খুব সহজে বুঝতে পারবেন। যখন আপনার ব্যবসা ডিটেইলস বুঝতে পারবেন আপনি নিজে খুব সহজেই ধরতে পারবেন কেমন করে আপনার ব্যবসা সাজানো উচিত আপনার পণ্যের সঠিক মার্কেট কোনটি আপনি কোথায় আপনার পণ্য বিক্রয় করতে পারবেন এবং কখন আপনি আপনার পণ্য বিক্রয় করতে পারবেন।
ধন্যবাদ কষ্ট করে পোষ্টটি পড়ার জন্য আপনার ব্যবসা সংক্রান্ত যে কোন সাহায্যের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা আপনার ব্যবসার ব্লু প্রিন্ট আপনাকে সাজিয়ে দিতে সাহায্য করবো।

30/11/2023

একজন মা যেমন একটা সুন্দর পরিবার তৈরি করতে পারেন, একজন শিক্ষক যেমন একটা সুন্দর তৈরি করতে পারেন ঠিক তেমনই একজন চরিত্রবান মানুষই পারে একটা সুন্দর দেশ গড়তে। বিজবেনিফিট ডিজিটাল সবসময় সততার সাথে আপনার সাথে, আপনার ব্যাবসার পাশে থাকার অঙ্গিকার করে।

24/04/2023

আমাদের সকলেরই প্রায় একরা রোগ হয় *ফোরা*
এই ফোরা রোগের ইসলামি চিকিৎসা জেনে নিন এবং
শেয়ার করে সকলে জানার সুযোগ করে দিন

#ফোরা #ব্যাথা #ইসলামিক #চিকিৎসা #ঔষধ #রোগবালাই #শেয়ার #ফলো

উদ্যোক্তা পরিবারের  সকলকে জানাই ঈদের  অনেক অনেক শুভ কামনা, আপনাদের সকলের ঈদ কাটুক অবিরাম খুশি এবং আনন্দের  সাথে, মহান আ...
22/04/2023

উদ্যোক্তা পরিবারের সকলকে জানাই ঈদের অনেক অনেক শুভ কামনা, আপনাদের সকলের ঈদ কাটুক অবিরাম খুশি এবং আনন্দের সাথে, মহান আল্লাহ তায়ালা আমাদের রমজানের সিয়াম কবুল করুন।

#রমজান

আপনাকে যদি পৃথিবীর সবচেয়ে বড় এর রাজনৈতিবিদ এবং পৃথিবীর  শ্রেষ্ঠ একজন উদ্যেক্তা ব্যবসার  স্টাটিজি  গুলা আপনার সাথে শেয়ার ...
20/04/2023

আপনাকে যদি পৃথিবীর সবচেয়ে বড় এর রাজনৈতিবিদ এবং পৃথিবীর শ্রেষ্ঠ একজন উদ্যেক্তা ব্যবসার স্টাটিজি গুলা আপনার সাথে শেয়ার করা হয়, আপনি কি তা শিখবেন না,

নিচের ইংরেজি  লেখা ব্যাকের অর্থ হলো," তুমি কখনই তোমার জীবনের পরিবর্তন  ঘঠাতে পারবে না যদি না তুমি তেমার প্রতিদিন এর অভ্য...
13/04/2023

নিচের ইংরেজি লেখা ব্যাকের অর্থ হলো," তুমি কখনই তোমার জীবনের পরিবর্তন ঘঠাতে পারবে না যদি না তুমি তেমার প্রতিদিন এর অভ্যাস পরিবর্তন করো।সফলতার বা সুখী হওয়ার গোপন টিপস তুমি তোমার প্রতিদিন এর কাজের মধ্যে খুজে বেড় করো "

12/09/2022

whats on your mind ?

16/04/2022

স্বামী-স্ত্রীতে ভীষণ ঝগড়া বাঁধলো। একপর্যায়ে স্ত্রী কাঁদতে শুরু করলো। এমন সময় খবর দেওয়া ছাড়াই বাবা দেখতে এলেন মেয়েকে! মেয়ের চোখে পানি দেখে বাবা পেরেশান:
-মা তোর চোখে পানি!
-তোমাদের কথা ভেবেই কাঁদছিলাম ! এমন সময় তুমি এলে!

রাতের বেলা স্বামী তার স্ত্রীকে বললো,
-তোমাকে কৃতজ্ঞতা জানানোর ভাষা খুঁজে পাচ্ছি না!
-হঠাৎ অমন কৃতজ্ঞতাবোধ!
-তুমি সকালে আমাকে হাতেনাতে লজ্জার হাত থেকে বাঁচিয়েছ যে!

(বই: যাররাতিন খাইরান)

এমন পুণ্যবতী শ্রেষ্ঠ স্ত্রী সবাই আশা করে। কিন্তু সেজন্য আগে নিজেকে পরিবর্তন করতে হবে। নিজেকে জড়িয়ে নিতে হবে পরিপূর্ন ইসলামের চাদরে। দ্বীনের পথে অটল থেকে নিজের তাকওয়া অবলম্বন করতে হবে। নিজেকে প্রকৃত দ্বীনদার হিসেবে গড়ে তুলবে হবে। আর চাইতে হবে মহান রবের কাছে। ফরিয়াদ করতে হবে।

নির্দিষ্ট কাউকে না চেয়ে বরং এভাবে চাইতে হবে-
‘হে আমার রব, আমি জানিনা আমার জন্য আপনি কাকে রেখেছেন। কিন্তু আমি সুখ চাই, আমি শান্তি চাই। আপনি কার মাধ্যমে তা দিবেন আমি তো জানিনা, আপনি তো সবই জানেন। আপনি আমার জন্য যাকে উপযোক্ত মনে করেন তাকেই আমাকে দান করুন। দয়া করে আপনি আমার শান্তির ব্যবস্থা করে দিন। আমি আপনার রহমতের উপর পরিপূর্ন ভরসা করি’

আর নামাজে প্রতিটা মোনাজাতেই পড়ুন সূরা ফুরক্বান এর ৭৪ নাম্বার আয়াত-
رَبَّنَا ہَبۡ لَنَا مِنۡ اَزۡوَاجِنَا وَ ذُرِّیّٰتِنَا قُرَّۃَ اَعۡیُنٍ وَّ اجۡعَلۡنَا لِلۡمُتَّقِیۡنَ اِمَامًا

‘হে আমাদের রব, আপনি আমাদেরকে এমন স্ত্রী ও সন্তানাদি দান করুন যারা আমাদের চক্ষু শীতল করবে। আর আপনি আমাদেরকে মুত্তাকীদের নেতা বানিয়ে দিন’।

আরো পড়ুন সূরা কাসাস এর ২৪ নাম্বার আয়াতের শেষাংষ-
رَبِّ اِنِّیۡ لِمَاۤ اَنۡزَلۡتَ اِلَیَّ مِنۡ خَیۡرٍ فَقِیۡرٌ

‘হে আমার রব, নিশ্চয় আপনি আমার প্রতি যে অনুগ্রহই নাযিল করবেন, আমি তার মুখাপেক্ষী’।

✍️ A B Emran Hossain

চারটি গল্প মনে করিয়ে দেই-১.নকিয়া অ্যান্ড্রয়েড প্রত্যাখ্যান করেছিল।২.ইয়াহু গুগলকে প্রত্যাখ্যান করেছিল।৩.কোডাক ডিজিটাল ...
25/09/2021

চারটি গল্প মনে করিয়ে দেই-
১.নকিয়া অ্যান্ড্রয়েড প্রত্যাখ্যান করেছিল।
২.ইয়াহু গুগলকে প্রত্যাখ্যান করেছিল।
৩.কোডাক ডিজিটাল ক্যামেরা প্রত্যাখ্যান করেছিল।
৪.ব্লকবাস্টার নেটফ্লিক্স্রকে প্রত্যাখ্যান করেছিল।

শিক্ষণীয় বিষয়-
১.ঝুঁকি নিন।
২.পরিবর্তন গ্রহণ করুন।
৩.যদি আপনি সময়ের সাথে পরিবর্তন করতে অস্বীকার করেন, তাহলে আপনি অচল হয়ে যাবেন।

আরও দুটি গল্প মনে করিয়ে দেই-
১.ফেসবুক হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রাম কিনে নেয়।
২.গ্র‍্যাব দক্ষিণ পূর্ব এশিয়ায় উবার এর স্থান দখল করে নেয়।

শিক্ষণীয় বিষয়-
১.এত শক্তিশালী হয়ে উঠুন যেন আপনার প্রতিযোগীরা আপনার মিত্র হয়ে উঠে।
২.শীর্ষ অবস্থানে পৌঁছান এবং প্রতিযোগিতার সাথে বুদ্ধিদীপ্ত কাজ করুন।
৩.উদ্ভাবনী মনোভাব বজায় রাখুন।

আরও দুটি গল্প শুনাই-
১.কর্নেল স্যান্ডার্স ৬৫ বছর বয়সে কেএফসি প্রতিষ্ঠা করেন।
২.জ্যাক মা, যিনি কেএফসিতে চাকরি পাননি,
তিনি আলিবাবা প্রতিষ্ঠা করেন এবং ৫৫ বছর বয়সে অবসর গ্রহণ করেন।

শিক্ষণীয় বিষয়-
১.বয়স শুধু একটি সংখ্যা মাত্র।
২.যারা চেষ্টা চালিয়ে যায় কেবল তারাই সফল হয়।

শেষের গল্প কিন্তু অধিক গুরুত্বপূর্ণ-
ল্যাম্বোরগিনি একটি ট্রাক্টর মালিকের প্রতিশোধের ফলস্বরূপ প্রতিষ্ঠিত হয়েছিল, যিনি ফেরারির প্রতিষ্ঠাতা এনজো ফেরারির দ্বারা অপমানিত হয়েছিলেন।

শিক্ষণীয় বিষয়-
কখনো কাউকে অবমূল্যায়ন করবেন না, কখনোই না!
শুধু কঠোর পরিশ্রম করে যান।
আপনার সময় বুদ্ধিমত্তার সাথে বিনিয়োগ করুন।
ব্যর্থ হতে ভয় পাবেন না। ব্যর্থতাই সৌভাগ্যের প্রসূতি।
linkedIn

Address

Fulbaria

Telephone

+8801763394691

Website

Alerts

Be the first to know and let us send you an email when উদ্যোক্তা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category