হেদায়েতের গল্প

হেদায়েতের গল্প হেদায়েতের মালিক এক মাত্র আল্লাহ্
আল্লাহ্

আমাদের একজন মু'স'লি'ম বোনকে হাসিনার আমলে ইন্ডিয়ান উ"গ্র  হি"ন্দু row এর আদেশে RAB বোনকে জঙ্গি সাজিয়ে এখনো গুম করে রাখা...
04/12/2025

আমাদের একজন মু'স'লি'ম বোনকে হাসিনার আমলে ইন্ডিয়ান উ"গ্র হি"ন্দু row এর আদেশে RAB বোনকে জঙ্গি সাজিয়ে এখনো গুম করে রাখা হয়েছে
এই বোন বেঁচে আছে নাকি মারা গেছে কেউ জানে না এর দায়ভার rab কে নিতে হবে আওয়াজ উঠান শুধু তাই না আমরা এতটুকু তথ্য পেয়েছি এই বোনকে ভারতে পাচার করে দিয়েছে!
যদি এই বোনের কোন খোঁজ পাওয়া না যায়? তবে ছবিতে থাকা নারী এবং পুরুষ কুলাঙ্গার চার র‍্যাবকে আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ করলে সঠিক তথ্য বেরিয়ে আসবে, এই বোন এখন কোথায় আছে??

29/11/2025

#নরসিংদী র শহিদ তাহমিদ এর কথা মনে আছে.. ত আপনাদের।

28/11/2025

একজন পাকিস্তানি যাদুকরের বক্তব্য...

আমি মাঝে মাঝে কিছু জ্বীনদের পাঠাতাম যখন কেউ আমার কাছে অন্যের বিরুদ্ধে কালু জাদু করতে আসত। জ্বীনদেরকে বিভিন্ন খারাপ কাজের জন্য পাঠানো হত, যেমন কারো বাড়ির শান্তি অস্থিতিশীল করার জন্য, কারো অসুস্থতা সৃষ্টি করতে অথবা কারো মস্তিষ্ক এবং মেজাজ খিটখিটে করার জন্য। মাঝে মাঝে কারো উপর জ্বীন চালনা করা হলে কখনো কখনো জ্বীনেরা ফিরে এসে আমাকে বলত যে তারা কাউকেই সেখানে দেখতে পায়নি, আবার কখনো কখনো তারা বলত যে তারা শুধু তাদের কণ্ঠস্বর শুনতে পাচ্ছে কিন্তু তবুও কাউকে দেখতে পাচ্ছে না।

তখন আমি আফারিত দের (ইফ্রিদ) পাঠাই, যাদের ক্ষমতা জ্বীনদের মধ্যে সর্বোচ্চ এবং তারাও একই অজুহাত দিয়ে ফিরে আসত। এরপর আমি জ্বীনদের আবারও পুনরায় যাদের বিরুদ্ধে তাদেরকে পাঠানো হয়েছিলো তাদের নাম, জায়গার ঠিকানা এবং কোন অবস্থানে আছে সেটি বলি। এবং তারা উত্তর দেয় যে হ্যাঁ আমরা আপনার বলে দেয়া জায়গাতেই গিয়েছিলাম কিন্তু তাদের খুঁজে পাই নি! আমি তখন অনুধাবন করতে পেরেছিলাম যে, ওইসব লোকদের সুরক্ষার স্তর, তাদের চারপাশের সুরক্ষা বেস্টনি বেশ মজবুত। আবার এমন কিছু লোক আছে যাদের আদৌ কোনো সুরক্ষা নেই, এদের কালো জাদু দিয়ে শিকার করা এবং ইচ্ছেমতো কালো জাদুতে আক্রান্ত করা আমার জন্য খুব সহজ।

যাদেরকে আফারিত (ইফ্রিদ) পর্যন্ত খুজে পায় না সেসব লোকজন কুরআন এবং সালাত দিয়ে তাদের চারপাশে ভালমত সুরক্ষা বলয় তৈরী করে রাখে। কিন্তু যখন তারা মাঝে মাঝে তাদের সালাত মিস করে, জ্বীনেরা তাদের দেখতে না পেলেও শুধুমাত্র তাদের কণ্ঠস্বর শুনতে নির্দিষ্ট একটি দুরুত্ব থেকে। যাদের প্রকৃত সুরক্ষা আছে, জিনরা তাদের দেখতে পায় না যাই হোক না কেন। এবং তারপর আমি কুরআনের একটি আয়াত সম্পর্কে বুঝতে পারলামঃ *যখন তুমি কুরআন তেলাওয়াত করো, তখন তোমার এবং যারা পরকালে বিশ্বাস করে না তাদের মধ্যে একটি অদৃশ্য পর্দা স্থাপন করে দেই*

যার অর্থ আপনি মানুষের মন্দ ব্যাপার এবং দুষ্ট জ্বীন উভয়ের বিরুদ্ধেই ঢাল (সুরক্ষা বলয়) পাবেন।"

প্রতিদিন কুরআন পড়ুন।

সহীহ মুসলিম এবং ইবন হিব্বানে নবী (সঃ) বলেছেনঃ "তোমাদের ঘরগুলিকে কবরস্থানে পরিণত করো না (কোরআন বা জিকির যে ঘরে নেই)। যেখানে সূরাতুল বাকারা (আয়াতুল কুরস্) নিয়মিত পাঠ করা হয় সেখান থেকে শয়তান ও দুষ্ট জ্বীন আতংকিত হয়ে পালিয়ে যায়।

— Raqi Rakib Hussain

বগুড়ার গাবতলীতে হিন্ডু ছেলের বাড়িতে বিয়ের দাবীতে মুসলিম মেয়ে পিংকির অনশন।উপজেলার নাড়ুয়ামালা ইউনিয়নের প্রথমার ছেও পাল প...
01/11/2025

বগুড়ার গাবতলীতে হিন্ডু ছেলের বাড়িতে বিয়ের দাবীতে মুসলিম মেয়ে পিংকির অনশন।

উপজেলার নাড়ুয়ামালা ইউনিয়নের প্রথমার ছেও পাল পাড়ায় হিন্ডু সম্প্রদায়ের ছেলে নিবারণ চন্দ্র পালের সাথে একই ইউনিয়নের মু_সলিম পরিবারের মেয়ে পিংকির গত ৬ বছর প্রে_মের সম্পর্ক।

ভাগাও লাভার মুস_লিম হবে বলে বহুবার শারীরিক সম্পর্ক করেছে!

এখন এই মেয়ে নিবারণের বাড়ীতে বিয়ের দাবীতে অনশন করতেছে!!!

দেশে কি চলছে?

হাজার হাজার মেয়ে এই ভাগাও লাভের ফাঁদে আটকিয়ে গিয়েছে! কোনদিক থেকে রক্ষা করবেন?

29/10/2025

- বাংলাদেশের এই দুই মেয়ে টিকটকের ফাঁদে পড়ে পাচার হয়ে যায় ভারতে।

- বাড্ডা থানায় জিডি করার পরও পুলিশ সেভাবে সমাধান করতে পারেনি।
(এটা অনেক বড় সমস্যা আমাদের দেশে, দেশের বাইরে এবং ভিতরের এই নেটওয়ার্কগুলো ধরতে আমাদের দেশের বাহিনীদের এক্সপার্টিজ কম বা সদিচ্ছাও হয়তো কম)

- মেয়েরা মেসেঞ্জারে লোকেশন পাঠায় আমিনুল ভাইয়ের এক ফ্রেন্ড যিনি বাংলাদেশে আছেন।
(উনি মেয়ের বয়ফ্রেন্ডকে ট্র‍্যাক করে ধরতে ৭ দিন লেগে যায় এরপর ঐ ছেলেকে দিয়ে ইমোশনাল ব্ল্যাকমেইল করে লোকেশন নেন, এরপর সাথে সাথে চেন্নাই পুলিশের দারস্থ হয় আমিনুল ভাই)

- আমিনুল ভাই ভারতের চেন্নাই পুলিশের দারস্থ হন দ্রুত।
এরপর মেয়ের দেওয়া লোকেশনের থানায় যোগাযোগ করলে ২০ জনের ভারতীয় পুলিশ ফোর্স গিয়ে মেয়ে দুটোকে উদ্ধার করে পাশাপাশি এই মেয়ে দুজন সহ আরো ১০-১২ জনকে উদ্ধার করে।
যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাদের দেশে আনা হবে।

- মেয়েগুলো এখন তামিলনাড়ু থানায় আছে।

- টিকটকের ফাঁদে পড়ে এভাবে অহরহ মেয়ে পাচার হয়, মেয়েরা যখন বুঝতে পারে তখন আর উপায় থাকেনা অনেক সময়!

প্রায় তিন মাস আগে, লোকন পাল নামের একজন হিন্দু ছেলে মুসলিম নাম ব্যবহার করে একজন মুসলিম ভাইয়ের সাথে পরিচয় গড়ে তোলে।  ভালো ...
29/10/2025

প্রায় তিন মাস আগে, লোকন পাল নামের একজন হিন্দু ছেলে মুসলিম নাম ব্যবহার করে একজন মুসলিম ভাইয়ের সাথে পরিচয় গড়ে তোলে।
ভালো ব্যবহার, নম্রতা আর ধর্মীয় পরিচয় গোপন রেখে সে ভাইয়ের বিশ্বাস অর্জন করে।

ভাইয়ের ভাগ্নি একজন পর্দানশীল, ধার্মিক মুসলিম নারী, যিনি একটি স্কুলে শিক্ষকতা করতেন।
লোকন পাল ওই ভাইকে জানায়, সে তার ভাগ্নিকে পছন্দ করে এবং বিয়ের প্রস্তাব দেয়।
ভাই রাজি হন, কারণ ছেলেটি মুসলিম পরিচয়ে অত্যন্ত ভদ্র ও বিশ্বাসযোগ্য আচরণ করছিল।

মেয়েটিও সম্মতি দেয়, কারণ সে জানত না ছেলেটি হিন্দু।
স্কুলে যাওয়া-আসার পথে তাদের মাঝে কথাবার্তা হতো।
মেয়েটি পরে জানায়, সে সাধারণত ছেলেদের সাথে কথা বলত না, কিন্তু এই ছেলের সাথে দেখা হলে কথা না বলে থাকতে পারত না।

একদিন ছেলেটি মেয়েটিকে ঘুরতে নিয়ে যায়।
কিন্তু ওই জায়গায় যাওয়ার পর মেয়েটির কিছুই মনে নেই—সম্ভবত তাকে অজ্ঞান করা হয়েছিল।
এটি ব্ল্যাক ম্যাজিক বা অন্য কোনো প্রতারণামূলক কৌশল হতে পারে।

ছেলেটি মেয়েটির কাছ থেকে অনেক টাকা হাতিয়ে নেয়।
একদিন মেয়েটি ছেলেটির ফোন নাম্বার থেকে কল পায়, তখন নাম্বারের নিচে “Lokon Paul” নামটি ভেসে ওঠে।
মেয়েটি ফেসবুকে নামটি সার্চ করে ছেলেটির আসল আইডি খুঁজে পায়।
দেখা যায়, সে একজন ইসকন সদস্য, কট্টর হিন্দু, যার ছবি রয়েছে চিম্মন কৃষ্ণর সাথে।

মেয়ের মামা বিষয়টি জানার পর কিছুটা চাপ প্রয়োগ করে মেয়ের কাছ থেকে নেওয়া টাকা ফেরত আনেন।
কিন্তু ঘুরতে নিয়ে গিয়ে কী ঘটেছে, তা আল্লাহই ভালো জানেন।

এই ঘটনা আমাদের কাছে তিন মাস আগে এসেছে।
দুঃখজনকভাবে, এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
এখন সময় এসেছে ব্যবস্থা নেওয়ার।
এই ধরনের প্রতারকরা মুসলিম মেয়েদের ফাঁদে ফেলে, ভিডিও রেকর্ড করে ব্ল্যাকমেইল করে, এবং বছরের পর বছর ভোগ করে।

প্রতারকের তথ্য:
- নাম: লোকন পাল
- বাবার নাম: পলাশ পাল
- ঠিকানা: হাবিব ম্যানশন, বাদুরতলা, শুলকবহর, পাঁচলাইশ, চট্টগ্রাম
- গ্রামের বাড়ি: পাল পাড়া, আধুনগর, লোহাগাড়া, চট্টগ্রাম

এই ছেলেকে চট্টগ্রামে ধরার ব্যবস্থা করুন।

জামায়াতে ইসলামী সব দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায় তবে কোনো ধরনের দাদাগিরি বা বড় ভাইগিরি মেনে নেয়া হবে ...
26/10/2025

জামায়াতে ইসলামী সব দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায় তবে কোনো ধরনের দাদাগিরি বা বড় ভাইগিরি মেনে নেয়া হবে না।

-ডা. শফিকুর রহমান

20/10/2025

১০টি গুনাহ, যেগুলো মানুষ সাধারণ মনে করে, কিন্তু বাস্তবে এগুলো কবিরা গুনাহ-
🔥 ইচ্ছাকৃতভাবে নামাজ না পড়া
🔥 মা-বাবার অবাধ্য হওয়া
🔥 হাদীস মন মতো বানিয়ে বলা
🔥 পেশাব থেকে যথাযথ পবিত্রতা অর্জন না করা
🔥 খোঁটা দেয়া
🔥 মানুষের একান্ত আলাপ আড়ি পেতে শোনা
🔥 স্বামীর অবাধ্য হওয়া
🔥 রক্তের আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা
🔥 অনুগ্রহকারীর অবদান অস্বীকার করা
🔥 মাপে কম দেওয়া।

📵 সেলফি ভাইরাস: ইখলাসহীন ইবাদতের নতুন ফিতনাবর্তমান যুগে প্রযুক্তি আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু দুঃ...
06/10/2025

📵 সেলফি ভাইরাস: ইখলাসহীন ইবাদতের নতুন ফিতনা
বর্তমান যুগে প্রযুক্তি আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু দুঃখের বিষয় হলো — এই প্রযুক্তির অপব্যবহার আজ এমন জায়গাতেও পৌঁছে গেছে, যেখানে একসময় শুধু আল্লাহর স্মরণ, খুশু-খুযু আর কান্নাই ছিল স্বাভাবিক দৃশ্য।
আজ আমরা দেখি, মক্কা-মদিনার পবিত্র প্রাঙ্গণে, তাওয়াফের সময় কেউ কাঁদছে না — বরং হাতে মোবাইল তুলে হাসছে। সাফা-মারওয়ার সা’য়ীতে কেউ দো‘আ করছে না — বরং লাইভ দিচ্ছে। রওজা মোবারকের সামনে কেউ গভীর অনুভূতিতে “আসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ” বলার বদলে, ক্যামেরার দিকে মুখ করে ভিডিও তুলছে।
এই আচরণ শুধু অসম্মানজনক নয়, বরং ইবাদতের মূল চেতনা — “ইখলাস” অর্থাৎ একমাত্র আল্লাহর জন্য আমল করা — একে ধ্বংস করে দিচ্ছে। কারণ, যে ইবাদতে মানুষ ও সোশ্যাল মিডিয়ার প্রশংসা পাওয়ার লালসা ঢুকে যায়, সেখানে আল্লাহর সন্তুষ্টি আর টেকে না।
রাসূলুল্লাহ ﷺ সতর্ক করে বলেছেন,
“যে ব্যক্তি লোক দেখানোর জন্য আমল করে, আল্লাহও তার আমল লোকদের সামনে প্রকাশ করবেন।”
(সহীহ মুসলিম)
সুতরাং, আসুন আমরা নিজেদের ইবাদতকে রক্ষা করি এই “সেলফি ভাইরাস” থেকে। পবিত্র স্থানগুলোয় ক্যামেরা নয়, কান্না তুলুন। ছবি নয়, ইখলাসের আলো ছড়ান।
🕋 আল্লাহ আমাদের সকলকে রিয়া ও ফিতনার আগুন থেকে হেফাজত করুন, এবং আমাদের ইবাদতকে তাঁর সন্তুষ্টির জন্য খাঁটি করে দিন। আমীন।

🫵নারীর জন্য পোশাকের নিচের অংশ লম্বা করা (ইرخاء الذيل) সুন্নত, এবং তাতে সওয়াব আছে। কিন্তু রাস্তায় যে নাপাক জিনিস থাকে, তা...
26/08/2025

🫵নারীর জন্য পোশাকের নিচের অংশ লম্বা করা (ইرخاء الذيل) সুন্নত, এবং তাতে সওয়াব আছে। কিন্তু রাস্তায় যে নাপাক জিনিস থাকে, তার কী হবে?! »»

🔹 উম্মে সালামা (রাসূলুল্লাহ ﷺ -এর স্ত্রী) থেকে বর্ণিত, তিনি বললেন:
“আমি তো একজন মহিলা, আমার পোশাকের নিচের অংশ লম্বা থাকে, আর আমি নোংরা জায়গায় হাঁটি।”
তখন উম্মে সালামা বললেন:
রাসূলুল্লাহ ﷺ বলেছেন:
“তার পরের অংশই (যা পরিষ্কার মাটির সাথে লাগে) সেটাকে পবিত্র করে দেয়।”

📚 সূত্র: আবু দাউদ (৩৮৩), তিরমিযি (১৪৩), ইবনে মাজাহ (৫৩১), আহমদ (২৬৪৮৮)
এবং আলবানী রহ. মিশকাতুল মাসাবীহ (৫০৪)-এ সহিহ বলেছেন।

🔹 আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত:
লোকেরা বলল:
“হে আল্লাহর রাসূল ﷺ, আমরা তো মসজিদে যেতে চাই, আর পথে নাপাক জায়গায় পা পড়ে যায়।”
তখন রাসূলুল্লাহ ﷺ বললেন:
“পৃথিবীর এক অংশ অন্য অংশকে পবিত্র করে দেয়।”

📚 সূত্র: ইবনে মাজাহ (৫৩২)

✨ [ পোশাকের নিচের প্রান্তে যে ধূলা লাগে, তা নিয়ে উপহাস করা যায় না; বরং সেটাই ইজ্জতের প্রতীক — এটা লজ্জাশীলতা ও পবিত্রতার ধূলা। ]

Address

Fulbaria

Alerts

Be the first to know and let us send you an email when হেদায়েতের গল্প posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to হেদায়েতের গল্প:

Share

Category