হেদায়েতের গল্প

হেদায়েতের গল্প হেদায়েতের মালিক এক মাত্র আল্লাহ্
আল্লাহ্

22/06/2025
মার্চ ফর গাজা , সোহরাওয়ার্দী অভিমূখে পদযাত্রা করেছেন নেতৃবৃন্দ।
12/04/2025

মার্চ ফর গাজা , সোহরাওয়ার্দী অভিমূখে পদযাত্রা করেছেন নেতৃবৃন্দ।

গণজমায়েতের বার্তা সকলের মাঝে পৌঁছে দিতে এই ছবিটি কভার ফটো হিসেবে ব্যবহার করার অনুরোধ করছি।Mizanur Rahman Azhari
11/04/2025

গণজমায়েতের বার্তা সকলের মাঝে পৌঁছে দিতে এই ছবিটি কভার ফটো হিসেবে ব্যবহার করার অনুরোধ করছি।
Mizanur Rahman Azhari

07/04/2025

আপনার ক্যামেরায় তোলা আজকের কর্মসূচির কিছু ছবি কমেন্টে দিন

রা|ফা|হ আর নেই। পুরোপুরি ধ্বংস হয়ে গেছে রা|ফা|হ।অল্প সময়ের মধ্যে গা.জাও নিঃশব্দে মিলিয়ে যাচ্ছে দুনিয়ার মানচিত্র থেকে।এ...
06/04/2025

রা|ফা|হ আর নেই। পুরোপুরি ধ্বংস হয়ে গেছে রা|ফা|হ।
অল্প সময়ের মধ্যে গা.জাও নিঃশব্দে মিলিয়ে যাচ্ছে দুনিয়ার মানচিত্র থেকে।

একটি একটি করে আলো নিভে যাচ্ছে, একটি একটি করে নিঃশ্বাস থেমে যাচ্ছে।
আমরা বাঁচার আর্তনাদ পাঠালেও — পৃথিবী কানে দেয়নি।
"আপনারা আমাদের কেবল জান্নাতে খুঁজে পাবেন।
বিদায়! হে ইতিহাসের সবচেয়ে নিষ্ঠুর উম্মত..."
— গা.জা থেকে ফেসবুকে সালেহ আল জাফরীর শেষ চিঠি।😭😭

ঈদের নামাজের নিয়ম [অতিরিক্ত ৬ তাকবিরের সাথে]🟡 ১ম রাকাতঃ অতিরিক্ত ৩টি তাকবীর🟢 নিয়ত করা🟢 তাকবীরে তাহরিমা বলে সালাত শুরু কর...
30/03/2025

ঈদের নামাজের নিয়ম [অতিরিক্ত ৬ তাকবিরের সাথে]

🟡 ১ম রাকাতঃ অতিরিক্ত ৩টি তাকবীর

🟢 নিয়ত করা

🟢 তাকবীরে তাহরিমা বলে সালাত শুরু করা

🟢 ইমাম সাহেব তাকবীরে তাহরিমা "আল্লাহু আকবার" বলে সালাত শুরু করবেন। এরপর অন্যান্য সালাতের ন্যায় ইমাম সাহেব ও আমরা মনে মনে "সানা" পড়ব। "সানা" পড়া শেষ হলে ইমাম সাহেব ৩ বার "আল্লাহু আকবার" বলে তাকবীর দিবেন।

✅ প্রথম তাকবীরের সময় কান পর্যন্ত হাত উঠিয়ে হাত ছেড়ে দিব।

✅ দ্বিতীয় তাকবীরের সময় কান পর্যন্ত হাত উঠিয়ে হাত ছেড়ে দিব।

✅ তৃতীয় তাকবীরের সময় কান পর্যন্ত হাত উঠিয়ে হাত নাভির নিচে বাঁধবো। (প্রথম ২ তাকবীরের মত হাত ছেড়ে দিব না)

🟢 এরপর ইমাম সাহেব সূরা ফাতিহা পড়বেন। অন্য কোনো সূরা মিলাবেন। এরপর অন্যান্য সালাতের ন্যায় রুকু সিজদা আদায় করে ইমাম সাহেব ১ম রাকাত শেষ করে ২য় রাকাতের জন্য দাঁড়াবেন। প্রতিটি ক্ষেত্রে আমরা যথারীতি ইমামের অনুসরণ করব।

🟡 ২য় রাকাতঃ অতিরিক্ত ৩টি তাকবীর

🟢 ২য় রাকাতের শুরুতে ইমাম সাহেব সূরা ফাতিহা পড়বেন। এরপর অন্য কোনো সূরা বা সূরার অংশ তিলাওয়াত করবেন। রুকুতে যাওয়ার আগে ইমাম সাহেব ৩টি অতিরিক্ত তাকবীর দিবেন।

✅ প্রথম তাকবীরের সময় কান পর্যন্ত হাত উঠিয়ে হাত ছেড়ে দিব।

✅ দ্বিতীয় তাকবীরের সময় কান পর্যন্ত হাত উঠিয়ে হাত ছেড়ে দিব।

✅ তৃতীয় তাকবীরের সময়েও কান পর্যন্ত হাত উঠিয়ে হাত ছেড়ে দিব। (১ম রাকাতের ৩য় তাকবীরের মত হাত বাঁধব না। বরং হাত ছেড়ে দিব)।

🟢 এরপর ইমাম সাহেব চতুর্থ তাকবীর বলবেন। এটি হচ্ছে রুকুতে যাওয়ার জন্য তাকবীর। চতুর্থ তাকবীর শুনে আমরা রুকুতে চলে যাব। এরপর বাকি সকল নিয়মকানুন অন্যান্য সালাতের মতই। আমরা ইমামকে অনুসরণ করে ২ রাকাত সালাত শেষ করব।

29/03/2025

সৌদিতে চাঁদ দেখা গেছে।
ঈদ মোবারক

26/03/2025

রুকুতে যা পড়তে হয়:

রুকুতে যাওয়ার পর কমপক্ষে তিনবার পড়তে হয়:

سُبْحَانَ رَبِّيَ الْعَظِيمِ
সুবহানার রব্বিয়াল আজিম
(অর্থ: আমার মহান প্রভু পবিত্র)

সিজদাতে যা পড়তে হয়:

সিজদাতে গিয়ে কমপক্ষে তিনবার পড়তে হয়:

سُبْحَانَ رَبِّيَ الْأَعْلَى
সুবহানার রব্বিয়াল আ'লা
(অর্থ: আমার সর্বোচ্চ মর্যাদাশীল প্রভু পবিত্র)

এছাড়া, সিজদাতে বিভিন্ন দোয়া পড়া যায়, যেমন:

اللَّهُمَّ اغْفِرْ لِي ذَنْبِي كُلَّهُ دِقَّهُ وَجِلَّهُ وَأَوَّلَهُ وَآخِرَهُ وَعَلانِيَتَهُ وَسِرَّهُ
আল্লাহুম্মাগফিরলী যাম্বী কুল্লাহু দিক্ব্বাহু ওয়া জিল্লাহু ওয়া আওয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সির্রাহু
(অর্থ: হে আল্লাহ, আমার সমস্ত গুনাহ ক্ষমা করুন, ছোট হোক বা বড়, প্রথম হোক বা শেষ, প্রকাশ্য হোক বা গোপন।)

আপনার নামাজ আরও আন্তরিক ও অর্থবোধক করতে চাইলে এসব দোয়া অন্তর্ভুক্ত করতে পারেন।

25/03/2025

আল্লাহ এই রমজানের উসিলায় যারা অবিবাহিত তাদের বিয়ের ব্যবস্থা সহজ করে দিন।

Address

Fulbaria

Alerts

Be the first to know and let us send you an email when হেদায়েতের গল্প posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to হেদায়েতের গল্প:

Share

Category