Bangla News Today

Bangla News Today বাংলা নিউজ টুডে, ২০১০ সাল থেকে পরিচালিত অনলাইন সংবাদপত্র।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আনুপাতিক নির্বাচন কি এটা জনগণ বোঝেন না। দেশে এখন একটা জগা খিচুড়ি অবস্থ...
26/07/2025

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আনুপাতিক নির্বাচন কি এটা জনগণ বোঝেন না। দেশে এখন একটা জগা খিচুড়ি অবস্থা চলছে। কিছু কিছু রাজনৈতিক দল পিআর পদ্ধতিতে নিবার্চনের কথা বলছে। কিন্তু তারাই জানে না, পিআর পদ্ধতি কী?

শনিবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ‘ফ্যাসিস্ট খুনি হাসিনার পতন ও জুলাই-২৪ বিপ্লবের বর্ষপূর্তি উপলক্ষে প্রত্যাশা ও প্রাপ্তি শীর্ষক’ আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ অনুষ্ঠানের আয়োজন করেছে জিয়া পরিষদ।

মির্জা ফখরুল বলেন, কয়েকজন ব্যক্তিকে বিদেশ থেকে ভাড়া করে এনে দেশ চালানো যায়? মির্জা ফখরুল এমন প্রশ্ন রাখলে সামনের শ্রোতারা বলেন, ‘না;। এটা আমাদের সবাইকে উপলব্ধি করতে হবে।

তিনি বলেন, আওয়ামী লীগ বাংলাদেশের ক্ষতি যে ক্ষতি করেছে, সেটা খুব কম সময়ে পূরণ হওয়ার নয়। বিচার বিভাগ, আইন, স্বাস্থ্যখাতসহ সকল কিছু নষ্ট করে দিয়েছে। শুধু তাই নয়, তারা দীর্ঘ ১৫ বছর অত্যাচার নির্যাতন করে গণতন্ত্রকামী রাজনৈতিক দলগুলোর স্ট্রাকচার ধ্বংস করেছে।

সংস্কারের বিষয় তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া রাষ্ট্র মেরামতের জন্য ২০১৬ সালে ভিশন টুয়েন্টি থার্টিন ঘোষণা করেন। এখন টেলিভিশন টক শোতে যে সংস্কারের কথা হচ্ছে, এ বিষয়গুলো নিয়ে আমাদের নেতা তারেক রহমান ২০২২ সালে ৩১ দফা দিয়েছেন। এটা দিয়ে দেশের আমূল রাজনৈতিক অর্থনৈতিক পরিবর্তন করা সম্ভব।

তিনি বলেন, সংস্কার সহসাই হয় না। একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে হতে হয়। আপনি চাইলে কালকে পুলিশ ঘুষ নেয়া বন্ধ করে দেবে? এটা মনে করার কোনো কারণ নাই। তবে এমনভাবে তৈরি করতে হবে যাতে পুলিশ ঘুষ না খায়।

মির্জা ফখরুল বলেন, সবার আগে আমাদের দরকার সততা, এই সততা ছাড়া বিএনপি কিন্তু জনগণের কাছে দাঁড়াতে পারবে না। আজকাল পত্রপত্রিকা খবর যে খবর আসে। এই খবরগুলো বিএনপির সঙ্গে যায় না। এই খবরগুলো জিয়াউর রহমানের সঙ্গে যায় না। সুতরাং অবশ্যই বিএনপি যারা করবেন, যারা জিয়া রহমানকে অনুসরণ করবেন। সবার আগে নিজেকে সৎ হতে হবে।

২৫ জুলাই খাগড়াছড়ির দীঘিনালায় জেএসএস ও ইউপিডিএফের মধ্যে ব্যাপক গোলাগুলির খবর পাওয়া গেছে। স্থানীয় বিভিন্ন সূত্রে ৪ জন নিহত...
26/07/2025

২৫ জুলাই খাগড়াছড়ির দীঘিনালায় জেএসএস ও ইউপিডিএফের মধ্যে ব্যাপক গোলাগুলির খবর পাওয়া গেছে। স্থানীয় বিভিন্ন সূত্রে ৪ জন নিহত হওয়ার কথা বলা হলেও কোনোপক্ষ বিষয়টি নিশ্চিত করেনি।

স্থানীয় সূত্রগুলো জানায়, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে আধিপত্য বিস্তার নিয়ে এ ঘটনা ঘটে। ইউপিডিএফের সশস্ত্র গ্রুপ কমান্ডার বিপ্লব চাকমার নেতৃত্বে ৪০-৪৫ জনের একটি দল এবং জেএসএসের সশস্ত্র কমান্ডার জয়দেব চাকমার নেতৃত্বে ৩৫-৪০ জনের আরেকটি দল জোড়াসিন্ধু কারবারিপাড়া এলাকায় মুখোমুখি হয়। এরপর দুই পক্ষের মধ্যে ব্যাপক গুলিবিনিময় হয়। এতে ইউপিডিএফ (প্রসিত)-এর সামরিক শাখা ‘গণমুক্তি ফৌজ’ বা ‘পিপলস লিবারেশন আর্মি’র চার সদস্য নিহত হরার কথা দাবি করা হলেও নিহতদের নাম-ঠিকানা কিংবা মৃত্যুর বিষয়টি কেউ নিশ্চিত করেনি।

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া বলেন, জোড়াসিন্ধু কারবারিপাড়া এলাকায় লোকমুখে গোলাগুলির খবর পেয়েছি। এলাকাটি দুর্গম হওয়া পুলিশ ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি। ইউপিডিএফ জেলা সংগঠক অংগ্য মারমা গুলিবিনিময় এবং ৪ জনের মৃত্যুর বিষয়টি গুজব বলে দাবি করেন।

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহত আফনান ফাইয়াজের পরিবারের সঙ্...
26/07/2025

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহত আফনান ফাইয়াজের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাড. রুহুল কবির রিজভী।

শনিবার (২৬ জুলাই) সকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে নিহত ফাইয়াজের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।

শহীদ আফনান ফাইয়াজের পিতা আব্দুস বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিবকে কাছে পেয়ে আবেগআপ্লুত হয়ে ওঠেন।

রুহুল কবির রিজভী বলেন, তারেক রহমান মাইলস্টোনের ঘটনার পর থেকেই সার্বক্ষণিক আপনাদের সবার খোঁজ রাখছেন। আপনাদের কষ্টের সঙ্গে কোনোকিছুরই তুলনা হয় না। আমরা শুধু আপনাদের কাছে তারেক রহমানের পক্ষ থেকে এসেছি। আফনান ফাইয়াজ অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন। আল্লাহতালা মেধাবী ফাইয়াজকে বেহেশত নসিব করুন।

23/07/2025

মিরপুর সাড়ে ১১ কসমো স্কুলের জেনারেটর রুমে আ*গু*ন লাগছে, হতাহতের সংখ্যা এখনো জানা যায়নি৷ :'(

মাইলস্টোন স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র আব্দুল্লাহ আল মোহাইমিন আরিয়ানের মা আশফিয়া মুমতাজ শিল্পী। আগের দিন স্কুলটিতে বিমান ব...
23/07/2025

মাইলস্টোন স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র আব্দুল্লাহ আল মোহাইমিন আরিয়ানের মা আশফিয়া মুমতাজ শিল্পী। আগের দিন স্কুলটিতে বিমান বিধ্বস্ত হওয়ার পরদিন সকালে মাঠে দাঁড়িয়ে ওই ভবনটির ক্ষত চিহ্ন দেখছিলেন।

ওই ভবন থেকেই কীভাবে ভাগ্যক্রমে বেঁচে ফিরেছে তার ছেলে, সেটি জানাচ্ছিলেন তিনি।

আশফিয়া মুমতাজ শিল্পী জানান, প্রতিদিন স্কুলে যাওয়ার সময় ছেলেকে ব্যাগে টিফিন পাঠান তিনি। তবে সোমবার ছেলেকে টিফিন দিয়ে দিতে পারেননি, তাই তার কাছে টিফিনের জন্য টাকা দিয়েছিলেন।

তিনি বলছিলেন, "আমি ছেলেকে বললাম আজকে তোমাকে টিফিন দিলাম না, টাকা নিয়ে যাও, স্কুলে গিয়ে কিছু কিনে খাইয়ো। পরে ও যখন নিচে নামতেছে তখন ওর স্যার ওরে নিচে নামতে নিষেধ করেছিল। তখন ও বলছে আমার কোচিং আছে কিছু না খেলে তিনটা পর্যন্ত থাকতে পারবো না"।

"পরে স্যারকে গিয়ে অনেক জোরাজুরি করার পর ও যখন নিচে নেমে আসছে। সাথে সাথে ওর স্যার এবং আরেক বন্ধুও নিচে নেমে আসছে। নিচে নেমে আসার একটু সামনে আগাতেই বিকট শব্দ"।
ভবনের সামনেই একটি গাছ দেখিয়ে মিজ শিল্পী বলছিলেন, "ওই যে দেখেন না গাছটা, ওই গাছটার কাছে যখন তখন আমার আরিয়ান দেখে আগুন আর আগুন। চারিদিকে ধোঁয়া, ও দৌড়ে স্কুলের বাইরে বের হয়ে যায়"।

কান্না জড়িত কণ্ঠে তিনি বলছিলেন, "আমি টিফিন দিতে পারিনি বলেই হয়তো বেঁচে গেছে আমার ছেলেটা। কিন্তু ওর কাছের বন্ধুরা মারা গেছে"।

বিমান বিধ্বস্তের ঘটনার পরদিন মঙ্গলবার দুপুর ১২টার দিকে মাইলস্টোন স্কুলের সেই ক্ষতিগ্রস্ত ভবনটি থেকে কড়াকড়ি সরিয়ে নেয় নিরাপত্তা বাহিনীর সদস্যরা।

এর আগে সকাল থেকেই স্কুলটি থেকে সেনাবাহিনী ও নিরাপত্তা বাহিনীর কড়া পাহারা সরিয়ে নেয়া হয়। পরে শিক্ষার্থীদের স্বজন, গণমাধ্যমসহ অনেকেই সেখানে আসতে শুরু করে।

22/07/2025

জিয়া পরিবার আসলে এমনই !

দৌড়াও সামনের দিকে। পেছনে তাকিও না। আমি আছি!

গতকাল বাংলাদেশ স্তব্ধ করে দেয়া মাইলস্টোন কলেজের দূর্ঘটনায় নিহত শিক্ষিকা মেহরিন চৌধুরী নিজের জীবনকে উৎসর্গ করে দিয়ে বাঁচিয়েছেন প্রায় ২০ জনের অধিক কোমলমতি ছাত্র-ছাত্রীদের!

অথচ মেহরিন আপা নিজেই দুইজন সন্তানের "মা" ছিলেন।
প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, ক্লাস রুম গুলোতে যখন আগুন বাড়ছিলো ,তখন শিক্ষার্থীদের সাহস দিয়ে মেহরিন আপা বলছিলেন ,

"দৌড়াও সামনের দিকে, পেছনে তাকিও না।
আমি তোমাদের সাথে আছি"।

মেহরিন আপার একটি ভিডিও দেখলাম , উনি গর্বের সাথে সেখানে বলছেন , "তারেক রহমান আমার ভাই, প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমার চাচা। সম্পর্কে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভাতিজি হতেন।"

জিয়া পরিবার আসলেই এমন। বেঁচে থাকাকালীন জিয়াউর রহমানের ভাইদের কেউ চিনতো না! উনাদের মৃত্যুর পর প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভাইদের পরিচয় দেশের মানুষ জানতে পারেন।
ঠিক তেমনই জিয়াউর রহমানের ভাতিজি মেহরিন চৌধুরীর মৃত্যুর আগে কেউ উনার পরিচয় জানতো না!

কেউ জানতো না, বেগম খালেদা জিয়া কারাগারে বন্দী থাকাকালীন এই মেহরিন চৌধুরী খাওয়ার নিয়ে যেতেন।
চুপিচুপি বেগম খালেদা জিয়াকে দেখে আসতেন।
জুলাই আন্দোলনের সময় রেখেছিলেন সর্বোচ্চ ভূমিকা!
অথচ ৫ই আগস্টের পর কোন সুবিধা নিতে চেষ্টা না করে ফিরে গেছেন নিজের সেই শিক্ষা পেশায়!

আল্লাহ মেহেরিন আপার এই কাজের সর্বোচ্চ পুরুস্কার দান করুন সেই দোয়া করছি।
দোয়া করছি আল্লাহ উনার দুই সন্তান সহ পুরো পরিবার এই শোক সইবার শক্তি দান করুন।।

22/07/2025
22/07/2025

কিছু কিছু সময় বাংলাদেশকে চিনতে পারি না , এটাও কি আমাদের বাংলাদেশ ? 🥲🥲

22/07/2025

প্রত্যক্ষদর্শী

দিনটি ছিল শোকের। মাত্র গতকালই মাইলস্টোন ট্রাজেডিতে প্রাণ হারিয়েছে অসংখ্য শিক্ষার্থী। সেই শোক নিয়েই আজ মাঠে নেমেছিল বাংলা...
22/07/2025

দিনটি ছিল শোকের। মাত্র গতকালই মাইলস্টোন ট্রাজেডিতে প্রাণ হারিয়েছে অসংখ্য শিক্ষার্থী। সেই শোক নিয়েই আজ মাঠে নেমেছিল বাংলাদেশ ক্রিকেট দল। মিশন ছিল পাকিস্তানকে হারিয়ে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ জয়। সেই মিশনে যদিও বাঁধা হয়ে দাড়াচ্ছিলেন পাকিস্তানের ফাহিম আশরাফ। তবে শেষ পর্যন্ত জয় এলো বাংলাদেশেরই। পাকিস্তানকে ৮ রানে হারিয়ে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জিতে নিয়েছে লিটন দাসের দল।

ইলিয়াস ভাই এর ওয়াল থেকে
22/07/2025

ইলিয়াস ভাই এর ওয়াল থেকে

22/07/2025

রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার রাত ৯টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যম....

Address

Fulbaria

Alerts

Be the first to know and let us send you an email when Bangla News Today posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share