Viral Topic

Viral Topic আসসালামু আলাইকুম আমার পেইজে আপনাকে স্বাগতম ❤️
প্রিয় পেইজটি লাইক দিয়ে পাশে থাকুন🥰🥰
ধন্যবাদ
(1)

আমিন
23/07/2025

আমিন

স্বপ্নে ভরা ব্যাগগুলো, আহ্লাদে মাখা ব্যাগগুলো! মায়ের বকুনী খাবে জেনেও অর্ধেক টিফিনে ভরা, ওদের লালা মাখা  দাঁত দিয়ে কামড়া...
22/07/2025

স্বপ্নে ভরা ব্যাগগুলো, আহ্লাদে মাখা ব্যাগগুলো! মায়ের বকুনী খাবে জেনেও অর্ধেক টিফিনে ভরা, ওদের লালা মাখা দাঁত দিয়ে কামড়ানো পানির ফ্লাক্সগুলো!
কত আবদারে বাবা মায়ের জমানো টাকার গোলাপি নীল ব্যাগগুলো!💔

31/01/2025

ডিয়ার স্কুল ফ্রেন্ডস।

হয়তো কবে কথা হয়েছে মনে নেই। দেখা হওয়াটা তো আমাবস্যার চাঁদের মতো। কিন্তু জানিস? তোদের কথা খুব মনে পড়ে, তোদের সাথে কাটানো দিনগুলো খুব মিস করি।🖤

22/04/2024

- গোপনে মোনাজাতে যা কিছু চেয়েছিলেন, সবকিছু আপনার হোক, দোয়া কবুলের আনন্দে হৃদয় ভরে উঠুক!❤️
- আমিন।

30/03/2024

বাবা-মা এর মায়া ত্যাগ করে যে ছেলেগুলো তোমার রাস্তায় ৪১ দিনের জন্য বের হয়েছে তাদের তুমি কবুল করে নাও আল্লাহ ❤️

10/03/2024

কালো মেয়েটাকে ignore করে ফর্সা মেয়েটার পেছনে দৌড়নো ছেলেটাও ফেসবুকে স্ট্যাটাস দেয়😏😏

"গায়ের রং দেখে নয়, মন দেখে ভালোবাসা উচিত!"😒

টাকা এবং ক্ষমতা থাকলে ইন্ডিয়ার তিন মেগাস্টারকে দিয়ে একসাথে নাচানো যায়, টানা ১৪ বার পৃথিবীর শীর্ষ ধনী ব্যাক্তি, এবং প্রথম...
05/03/2024

টাকা এবং ক্ষমতা থাকলে ইন্ডিয়ার তিন মেগাস্টারকে দিয়ে একসাথে নাচানো যায়, টানা ১৪ বার পৃথিবীর শীর্ষ ধনী ব্যাক্তি, এবং প্রথম ১০০ বিলিয়নের মালিক বিল গেটস, বর্তমান পৃথিবীর শীর্ষ ধনকুবের ইলন মাস্ক, ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ, ডোনাল্ড ট্রাম্পের মেয়ে ইভানকা ট্রাম্পকে আমন্ত্রণ করা যায়! নিজের ছেলের প্রি-ওয়েডিংয়ে বিশ্ব বিখ্যাত মার্কিন পপ তারকা ব্যাড গার্ল রিহানাকে গানের জন্য নিয়ে আসা যায়! ভুটানের রাজা এবং রাণী দুজনই এসেছেন! ক্রিকেট আর বিটাউনের সব তারকারা তো আছেনই! 🫡

সবশেষে লাইফে প্রচুর টাকা দরকার! 🫶

বর্ষিয়ান আলেমে দীন ও দায়ী ইলাল্লাহ মাওলানা লুতফুর রহমান সাহেব ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন। মহা...
03/03/2024

বর্ষিয়ান আলেমে দীন ও দায়ী ইলাল্লাহ মাওলানা লুতফুর রহমান সাহেব ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন। মহান আল্লাহ তাঁর নেক আমলগুলো কবুল করে নিন, ত্রুটি-বিচ্যুতি মার্জনা করে জান্নাতুল ফিরদাউস দান করুন। তাঁর শোকার্ত পরিবারকে ধৈর্য ধারণের তাওফিক দিন।

02/03/2024

জীবন হলো একটা অসমাপ্ত উপন্যাস, 📖
যার শেষ টা কেউ লিখে যেতে পারে না.! 🖊️

😔😔
29/02/2024

😔😔

29/02/2024

সেলুনের আশেপাশে চুল পড়ে থাকে, গ্যারাজে তেল, টেইলার্সে কাপড়, বুঝলাম না ব্যাংকের সমস্যা কি.!🙂

28/02/2024

সৃষ্টিকর্তা কাউকে ঠকান না।

কাউকে গায়ের রং দেন নি।
কিন্তু মায়াকাড়া চেহারা দিয়েছেন।

কাউকে মেঘের মতো ঘন কালো চুল দেন নি,
কিন্তু হরিণের মতো টানা টানা মায়াবী চোখ দিয়েছেন।

কাউকে মেধা দিয়েছেন,
আবার কাউকে দিয়েছেন অসাধারণ গুণ।

কাউকে টাকা-পয়সা দেননি,
কিন্তু দিয়েছেন অগাধ ভালোবাসার ক্ষমতা।

কাউকে কিছুই দেননি,
কিন্তু সুন্দর মন মানসিকতা দিয়েছেন।

কাউকে দিয়েছেন অগাধ ধৈর্য্য।

আবার কাউকে দিয়েছেন,অগাধ দুঃখ নিয়ে ও
সব পরিস্থিতি হাসিমুখে মানিয়ে নেওয়ার অসাধারণ ক্ষমতা।

আবার কাউকে কিছু না দিয়ে,দিয়েছেন মানসিক শান্তি।

সৃষ্টিকর্তা কাউকেই ঠকান না,কাউকেই নিরাশ করেন না।

একদিক না একদিকে ঠিকই পূর্ণ করে দেন।
তাই আপনি যেমনই হন না কেনো,আফসোস না করে।

অবশ্যই রবের প্রতি সর্বাস্থায় শুকরিয়া আদায় করুন।

বনুরা আসো সবাই মিলে একবার আলহামদুলিল্লাহ বলি....😇😇

আলহামদুলিল্লাহ

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Viral Topic posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share