06/10/2023
মসজিদ বাড়ি সাতবাড়িয়ার সদর পথ ও স্কুলের রাস্তার বেহাল দশার কারনে,প্রচন্ডভাবে বিপাকে সাধারণ শিক্ষার্থী ও নানাভাবে সমস্যায় পরছে গ্রামবাসি, সহ নিত্য দিনের পথচারীরা। ও দূর পাল্লায় জাওয়া মানুষগুলো,আমি আমাদের প্রধানমন্ত্রীর ও আমাদের এলাকার মন্ত্রী, মিনিস্টার, মেয়র,চেয়ারম্যান, ওমেম্বার এবং কি মহিলা মেম্বর ইউনিয়নের রাজনৈতিক নেতাসহ এলাকার প্রতিভাবান ব্যাক্তিদের নজর দেওয়ার কামনা করছি। যাতে করে আমি আমরা আমাদের এলাকার সবাই ভালভাবে চলাচলের শুবিধা হয়,এমন কি এই বেহাল রাস্তার কারনে বিপাকে পরছে,অসুস্থ ও এমারজেন্সি ক্ষেত্রে মা-বোনেরা। তাই খুব শিগ্রিই
এর যথা্যথ ব্যাবস্থার মাধ্যমে পরিবর্তন করা উচিৎ।
রাস্তার এমন খারাপ পরিস্থিতির কারনে স্কুলে যেতে পারছেন না অনেক ছাত্র ছাত্রী, অভিযোগ তুলেছেন তাদের পরিবার পরিজনেরা।ও এলাকার মানুষেরা।ও পথচারী লোকজন।মোটকথা মসজিদবাড়ি বাড়ী থেকে এলাকার বাহিরে বের হওয়ার মত কোন রাস্তাঘাট ই এখনও নাই জাতে করে সবাই ভালবাবে এলাকার বাহিরে বের হতে পারে।এখানে কেউ অসুস্থ কিংবা প্রশববেদনাভুক্ত মাবোনেরা আর জারাই হোক্না কেন। রাস্টার এমন দশা পরিবর্তন করতে আমার সকল পরিসরের লোকজনের শুনজর কামনা করছি।