Bangladesh Bipro jote

Bangladesh Bipro jote জীব প্রেমে বিশ্বাসী
জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর
(1)

স্যারের মৃত্যুতে আমরা হিন্দু মহাজোট গভীরভাবে শোকাহত 😓
23/07/2025

স্যারের মৃত্যুতে আমরা হিন্দু মহাজোট গভীরভাবে শোকাহত 😓

বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট , নারায়ণগঞ্জ জেলা শাখা,,  উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে একটি যুদ্ধবিমান...
22/07/2025

বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট , নারায়ণগঞ্জ জেলা শাখা,,
উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করে বিশেষ প্রার্থনা সভার আয়োজন করেছে🙏

Gobinda Chandra Pramanik ✍️✍️আমার বক্তব্য পরিষ্কার।  বাংলাদেশে হিন্দু সমস্যার একমাত্র সমাধান "পৃথক নির্বাচন পদ্ধতি বাস্ত...
22/07/2025

Gobinda Chandra Pramanik ✍️✍️
আমার বক্তব্য পরিষ্কার। বাংলাদেশে হিন্দু সমস্যার একমাত্র সমাধান "পৃথক নির্বাচন পদ্ধতি বাস্তবায়ন"
সেটা বাস্তবায়নের জন্য যে যে পলিসি ও কৌশল নেয়া দরকার আমি সেটা নিচ্ছি, সেই অনুযায়ী কাজ করছি। সেজন্য আমি হাইকোর্টে রীট করেছি, খালেদা জিয়া, শেখ হাসিনা, এরশাদ, জামায়াতে ইসলামী, ইসলামি আন্দোলন,, আমেরিকার প্রতিনিধি, ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি, জাতিসংঘের প্রতিনিধি, জাপান দূতাবাস সহ সকলের সাথে দফায় দফায় মিটিং করেছি। কেউ যদি মনে করেন আপনার জ্ঞান গরিমা, দুরদর্শিতা, ভিন্ন পথ, সাংগঠনিক দক্ষতা আমার চেয়ে বেশি, তিনি তার পলিসি মত হিন্দু সমস্যার স্থায়ী সমাধান করুন। মাঠ তো ফাঁকা। কেউ তো বাধা দিচ্ছে না।
আপনি যদি সত্যিকার ভাবে হিন্দু সমস্যার সমাধান চান, তো সারাদিন অন্যের দোষারোপ আর গালাগালি করে সময় নষ্ট না করে নিজের কাজ করুন। হিন্দু সমাজ বাঁচবে, উপকৃত হবে।

22/07/2025

একটা বোতাম। শুধু চাপ দিলেই প্যারাসুট খুলে যেত, জীবনটা বেঁ’চে যেত, ফিরতে পারতেন পরিবারের কাছে।
কিন্তু ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির তা করেননি।

কারণ, তিনি শুধু নিজের প্রাণ নিয়ে ভাবেননি— ভেবেছিলেন নিচে থাকা মানুষদের কথা।
বিমানের ইমার্জেন্সি সিস্টেম সক্রিয় থাকলেও, তিনি সিট ত্যাগ করেননি।
শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করে গেছেন বি’ধ্ব’’স্ত হওয়ার আগেই ফাঁ’’কা জায়গায় নিয়ে যেতে।
তিনি জানতেন, তার এই যু’দ্ধ’বি’মা’’ন যদি কোনো জ’ন’বহুল এলাকায় পড়ে— আরও অনেক প্রা’’ণ যা’’বে।
এই সাহসিকতা, এই আ’ত্ম’ত্যা’’গ— কোনো শব্দে সম্পূর্ণ বর্ণনা করা যায় না।
#ঢাকা #বিমান

এই বছরে হিন্দুদের পঞ্জিকায় অনেক কিছুর অগ্রিম পূর্বাবাস দেওয়া হয়েছিলো, আশ্চর্যের বিষয় হলো অনেক ক্ষেত্রে অনেক কিছু মিলে যা...
21/07/2025

এই বছরে হিন্দুদের পঞ্জিকায় অনেক কিছুর অগ্রিম পূর্বাবাস দেওয়া হয়েছিলো, আশ্চর্যের বিষয় হলো অনেক ক্ষেত্রে অনেক কিছু মিলে যায়।
সাম্প্রদায়িক দাঙ্গা,যুদ্ধের হুমকি,অর্থনৈতিক মন্দা,বিমান দুর্ঘটনা কোনটায় বাদ গেলো না 🥹🥹
ভগবান রক্ষা করো

শোকবার্তা ঢাকার উত্তরায় দিয়াবাড়ি মাইলস্টোন স্কুল এন্ড কলেজে ট্রেনিং বিমান বিধ্বস্ত হয়ে মর্মান্তিক দুর্ঘটনায় অনেক শিক্ষা...
21/07/2025

শোকবার্তা
ঢাকার উত্তরায় দিয়াবাড়ি মাইলস্টোন স্কুল এন্ড কলেজে ট্রেনিং বিমান বিধ্বস্ত হয়ে মর্মান্তিক দুর্ঘটনায় অনেক শিক্ষার্থী নিহত ও আহত হয়েছেন।

বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট পরিবার মর্মান্তিক
বিমান দুর্ঘটনায় গভীরভাবে শোকাহত। বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট পরিবার নিহত শিক্ষার্থীদের আত্মার শান্তি ও আহতদের দ্রুত সুস্থতার জন্য পরম দয়ালু পরমেশ্বর ভগবানের নিকট প্রার্থনা করছে 🙏🙏🙏

বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট নিহত শিক্ষার্থীদের শোকসন্তপ্ত স্বজনদের প্রতি শোক ও সমবেদনা জ্ঞাপন করছে।

জাতীয় সংসদ সহ সর্বক্ষেত্রে সংরক্ষিত আসন ও পৃথক নির্বাচন পদ্ধতি পূনঃ প্রতিষ্ঠার আন্দোলনকে বেগবান করার জন্য সারাদেশে হিন্দ...
21/07/2025

জাতীয় সংসদ সহ সর্বক্ষেত্রে সংরক্ষিত আসন ও পৃথক নির্বাচন পদ্ধতি পূনঃ প্রতিষ্ঠার আন্দোলনকে বেগবান করার জন্য সারাদেশে হিন্দু মহাজোট এর কমিটি শক্তিশালী করার উদ্যোগ নেয়া হয়েছে। সে লক্ষ্যে চট্টগ্রাম বিভাগের সকল জেলা, মহানগর ও উপজেলা কমিটি পুর্নগঠন করার জন্য চট্টগ্রাম বিভাগীয় কমিটিকে অনুরোধ করা হয়েছে। অন্যান্য বিভাগের নেতৃবৃন্দকেও স্ব স্ব বিভাগের সকল জেলা ও উপজেলা কমিটি পুর্নগঠন করার জন্য অনুরোধ করা হয়েছে।

জামাতের প্রোগ্রামে গোবিন্দ প্রামানিক গেলে অনেকের জ্বলে,কিন্তু চিন্ময় প্রভু জামাতের কাছে গিয়ে ওয়াজ করলে অনেকের কেনো কেনো ...
20/07/2025

জামাতের প্রোগ্রামে গোবিন্দ প্রামানিক গেলে অনেকের জ্বলে,কিন্তু চিন্ময় প্রভু জামাতের কাছে গিয়ে ওয়াজ করলে অনেকের কেনো কেনো জ্বলে না???

শেখ হাসিনার সাথে গোবিন্দ প্রামানিক দাদার ছবি এটা নিয়ে অনেকে নেগেটিভ পোস্ট করছেন,অথচ ঐ দিন হিন্দুদের অধিকারের জন্যই হাসিনার কাছে গিয়েছিলো সেটা কেও কেনো বলছেন না ???

চিন্ময় কৃষ্ণ দাস প্রভু শেখ হাসিনা কে নিয়ে বিশাল বক্তব্য দেয় এটা নিয়ে কেও কেনো কথা কেনো বলছেন না????

হিন্দুদের অধিকারের জন্য বিএনপি সাথেও মিটিং করছিলো গোবিন্দ দাদা,সেই ছবি নিয়ে অনেকে ট্রল করছিলো,এখন বিএনপির সাথে তুলা ছবিটা নিয়ে কেনো ট্রল করছে না??

বরং ট্রল করা ঐ ব্যক্তিরা এখন বিএনপিতে যোগ দিচ্ছে কেনো???এটা কে কি দালালী বললে দূষ হয়??? তাদের কে কেনো দালাল বলছেন না???

৬ তারিখে গোবিন্দ দাদা বলছিলো যত হামলা হয়েছে তা রাজনৈতিক,সেইম কথা ইস্কনের চারুচন্দ্র প্রভু বলছিলো,
একই কথা সেনাবাহিনী বলছিলো কেনো তাদের নামে অপ্রচার করলেন না????

অপ্রচার করা গাদাদের মাথায় কেনো ডুকলো না,বক্তব্য টা সবাই দিয়েছিলো অনলি ৫ তারিখ কে কেন্দ্র করে,এখানে গোবিন্দ দাদাকে কেনো কিছু পোংটা হিন্দুরা নেগলেট করে???

অথচ বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট ৬ তারিখে পর ঘটে যাওয়া হিন্দু নির্যাতন নিয়ে প্লেজক্লাবে মানববন্ধন করলো,
এটা নিয়ে কেও পজিটিভ চিন্তা কেনো করলো না????

শুনেন একজন আরেক জনের পিছে না লেগে কোন কাজটা করলে ভালো হবে এটা করেন!! নেতা একজন না ১০০ জন হোন তাতে সমস্যা নাই,কিন্তু কাওকে ছোট করে নয়!!

মনে রাখবেন....

একা হলে হারি,
এক হলে পারি!

দেশের সমস্ত পত্র-পত্রিকায় বিদেশী পত্র পত্রিকায় আজকে জামাতের সমাবেশে, গোবিন্দ চন্দ্র প্রামাণিকের, পৃথক নির্বাচন অথবা পি...
19/07/2025

দেশের সমস্ত পত্র-পত্রিকায় বিদেশী পত্র পত্রিকায় আজকে জামাতের সমাবেশে, গোবিন্দ চন্দ্র প্রামাণিকের, পৃথক নির্বাচন অথবা পিয়ার পদ্ধতি দাবি প্রচার করলেও কাওমি মাতার হিন্দু সন্তানেরা বিরোধিতা করে যাচ্ছে। অন্যদিকে ৯০% মুসলমানের দেশে ৮০ পার্সেন্ট পিয়ারের পক্ষে।

যদি বিরোধীদলীয় নেতা মির্জা ফখরুল জামায়াতের আমীরকে দেখতে যেতে পারেন, তাহলে সনাতনী নেতা গোবিন্দ প্রামাণিক জামায়াতের মঞ্চে ...
19/07/2025

যদি বিরোধীদলীয় নেতা মির্জা ফখরুল জামায়াতের আমীরকে দেখতে যেতে পারেন, তাহলে সনাতনী নেতা গোবিন্দ প্রামাণিক জামায়াতের মঞ্চে দাঁড়িয়ে হিন্দুদের স্বার্থে পৃথক নির্বাচনী ব্যবস্থার কথা বললে সে কিভাবে অপরাধ হয়?

রাজনীতির মঞ্চে উপস্থিতি মানেই দলবদল নয়। মির্জা ফখরুল যেমন জামায়াতে যোগ দেননি, তেমনি গোবিন্দ প্রামাণিকও জামাতের কর্মী নন।
নিজের জাতির অধিকারের কথা বললেই তা 'অপরাধ' হয়ে যায় কেন?
কেউ রাজনৈতিক কৌশল চালালে তা 'দূরদর্শিতা', আর হিন্দু প্রতিনিধি করলে তা ‘অপরাধ’? এই দ্বিচারিতার শেষ কোথায়?

19/07/2025

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর জাতীয় সামাবেশে সংখ্যালঘুদের জন্য এক দফা "পৃথক নির্বাচন" নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন হিন্দু মহাজোট এর মহাসচিব এডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামাণিক।
Gobinda Chandra Pramanik ❤️❤️

Address

Fulbaria

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bangladesh Bipro jote posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share