11/03/2025
রাস্তাই যাদের বাড়ি, সেই কালোকালো ঝুলঝুল খিলখিলে বাচ্চাগুলোকে, জড়িয়ে ধরুন।
সেলস টার্গেট পূরণ না হওয়ায় বসের খিস্তি খেয়ে মুখ নিচু করে চোখে জল নিয়ে বাড়ি ফিরছে যে ছেলেটি, জড়িয়ে ধরুন।
যে লোকটা সব হারিয়ে মেট্রো লাইনে ঝাঁপ দিতে গেলো, তাকে শুধু বাঁচাবেন না। জড়িয়ে থাকবেন চিপ্পি করে। ততক্ষণ অবদি যতক্ষন না সে কেঁদে কেটে আপনাকে ভিজিয়ে দেয়।
সারাদিন ধরে গ্যাসের আগুনের উত্তাপ সহ্য করে, হাত পুড়িয়ে রান্না করে দেয় যে মা, আপনার জ্বরের রাতে জলপট্টি হাতে নিয়ে বসে থাকে যে মা, তাকে জড়িয়ে ধরুন।
নিজের সমস্ত শখ আহ্লাদ বিসর্জন দিয়ে যে বাবা আপনাকে মানুষ করে তুলেছেন, জড়িয়ে ধরুন।
যে রিকশাওয়ালা মামা রোজ আপনাকে নিশ্চিন্তে নিরাপত্তায় অন্ধকার শুনশান গলিগুলো পার করিয়ে বাড়িতে পৌঁছিয়ে দেয়, তাকে জড়িয়ে ধরুন।
বা ওই রাস্তার কুকুরটাকে জড়িয়ে ধরুন যে রোজ রাতে গলির মোড় থেকে বাড়ি অবধি আপনার পিছু পিছু এসে, আপনি গেট খুলে বাড়িতে না ঢুকে গেলে, ফেরত যায়না।
যে বন্ধুগুলো আপনার সব ভাঙনে একমুহূর্তের জন্যও পাশ ছেড়ে যায়নি, জড়িয়ে ধরুন।
যে মানুষটা আপনার সব জোয়ার ভাটাতেও হাত ছাড়েনি, ভালোবেসে গ্যাছে নিঃশর্ত ভাবে, তাকে জড়িয়ে ধরুন।
যে লোকটা রোজ আপনার ঘুম থেকে ওঠার আগে আপনার পাড়াটাকে সুন্দরভাবে পরিষ্কার করে দিয়ে যায়, জড়িয়ে ধরুন সেই পরিষ্কারওয়ালা মানুষটাকে,
ভারী গ্যাসের সিলিন্ডারটা নিয়ে যে বয়স্ক মামাটা আপনার লিফট বিহীন ফ্ল্যাটের ৪তলা অবদি পৌঁছিয়ে দেয়, জড়িয়ে ধরুন তাকেও।
কিংবা অফিসের সেই পিওনটাকে জড়িয়ে ধরুন যে রোজ আপনার চা টা, জল টা, ঝাল মুড়িটা টাইমে টাইমে টেবিলে পৌঁছিয়ে দেয়।
জড়িয়ে ধরুন, জড়িয়ে ধরুন, জড়িয়ে ধরুন। জাত ভুলে, ধর্ম ভুলে, বিভেদ ভুলে, লিঙ্গ ভুলে, সেই সমস্ত মানুষদের জড়িয়ে ধরুন আজ, যাদের কখনো আপনার ধন্যবাদ বলা হয়নি। যাদের কখনো ভালোবাসি বলা হয়নি, যাদের কখনো মূল্য দেওয়া হয়নি। যাদের একটু ভালোবাসা দিলেই তারা খিলখিলিয়ে গোলাপ হয়ে উঠতে পারে। চুপ করে, সব উপেক্ষা করে, জড়িয়ে ধরুন। জড়িয়ে ধরার ধরণ একই, ভাষা অনেক। তাই কোনো কথা বলতে হবে না, শুধু জড়িয়ে ধরুন। চিপ্পি করে। শক্ত করে। জড়িয়ে ধরতে পয়সা লাগে না। মনে রাখবেন পৃথিবীর সবচেয়ে বড়ো ম্যাজিকটা কিন্তু আজও ফ্রি....