Sukoon

Sukoon এক নিমগ্ন যাত্রা হৃদয়ের প্রশান্তির দিকে। আত্মার গভীরে নেমে আসা নীরব প্রশান্তির স্পর্শ। যেখানে শুরু হয় জ্ঞান,নৈতিকতা ও হিদায়াত দিয়ে।

10/06/2025

'যে ব্যক্তি গুনাহের কাজ করার মাধ্যমে মানুষের ভালোবাসা অর্জন করতে চায়, আল্লাহ্‌ তাআলা তাকে মানুষের প্রতি ঘৃণিত করে দেবেন।"
— সাঈদ ইবনুল হাদ্দাদ (রহ.)

সূত্র: সিয়ার আলাম আন-নুবালা, ১৪/২১৪

26/05/2025

"মানুষের গুনাহের শাস্তিস্বরূপ আল্লাহ তা'আলা তাদের থেকে হিদায়াত ও উপকারী জ্ঞান ছিনিয়ে নেন।"
— ইমাম ইবনে তাইমিয়া (রহ.)

[মাজমুউল ফাতাওয়া, ১৪/১৫২]

23/05/2025

*অন্তরের পরিবর্তন *
শরীর যেমন অসুস্থ ও রোগাক্রান্ত হয়, অন্তরও তেমনই অসুস্থ হয়। আর অন্তর সুস্থতার ওষুধ হলো তাওবা ও অনুতপ্ততা। এগুলোর মাধ্যমে অন্তর সুস্থতা ও আরোগ্য লাভ করে।

অন্তরে মরিচা পড়ে, যেভাবে আয়নায় ময়লা ও মরিচা পড়ে। আর অন্তরের মরিচা ও ধুলো পরিষ্কার করার মাধ্যম হলো আল্লাহর স্মরণ। আল্লাহর জিকির ও আল্লাহর স্মরণের মাধ্যম বান্দার অন্তরের ময়লা ও মরিচা দূর হয়।

শরীরের মতো অন্তরও খালি থাকে, আর অন্তরের সৌন্দর্য হলো তাকওয়া বা আল্লাহর ভয়। আবার দেহের মতো এটি ক্ষুধার্ত ও পিপাসিত হয়, আর তার খাবার ও পানীয় হলো আল্লাহর পরিচয়, আল্লাহর ভালোবাসা, তাওয়াক্কুল, আল্লাহর দিকে ফিরে যাওয়া ইত্যাদি।[আল-ফাওয়ায়িদ: ১৮৩]

18/05/2025

মানুষ আত্মহত্যাটা দেখে, কিন্তু একজন মানুষ কতটা ব্যথা পেলে এত সুন্দর একটা জীবন শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নেয়, তা হয়তো কখনো কেউ ভেবে দেখে না। একটু ভাবলে, পাশে থেকে সঙ্গ দিলে—হয়তো বেঁচে যেত; অবহেলায় ধুঁকে ধুঁকে মরতে চাওয়া অসংখ্য অগণিত জীবন!

বই—বিহাইন্ড অব সুইসাইড।
লেখা—আদিব সালেহ।

14/05/2025

ইনশাআল্লাহ! ঈদের পর সিলেট ঘুড়তে যেতে পারি।
যাওয়ার অনেক ইচ্ছে আছে।

12/05/2025

আল-খাত্তাব ইবনুল মুআল্লা (রহ.) বলেছেন:

"হে বৎস! স্ত্রী হলো স্বামীর প্রশান্তির আশ্রয়। যদি সে সর্বদা বিরোধিতা করে, তবে তার সাথে কোনো শান্তিপূর্ণ জীবন সম্ভব নয়। তাই যখন তুমি কোনো নারীকে বিয়ে করার সংকল্প করো, তার পরিবার-পরিচয় জেনে নিও—কেননা যে গাছের গোড়া ভালো, তার থেকে ভালো ফলই আশা করা যায়।"
সূত্র: রাওদাতুল উকালা, ১৯৮

06/05/2025

"শান্তি তখনই আসে,
যখন আমরা অভিযোগ না করে — কৃতজ্ঞ হতে শিখি।
পাওয়ার কিছু না পেয়েও মন শান্ত রাখতে পারাটা অনেক বড় প্রাপ্তি।"
-Sukoon

05/05/2025

"চুপচাপ থাকাটাও একধরনের জবাব…
সবকিছুর উত্তর শব্দে দিতে হয় না।
কখনো কখনো নীরবতা—সবচেয়ে বড় শক্তি।"
-Sukoon

Address

Fulbaria

Alerts

Be the first to know and let us send you an email when Sukoon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share