30/11/2023
মোনাজাতের কথা গুলো কখনো মিথ্যে হয় না । এগুলো একদম মন থেকে আসে ।
খুব খেয়াল করুন,
আপনার মন্দ আচরণ গুলো যেন অন্যের মোনাজাতে ; কারো চোখের পানির কারণ না হয় !
এমন ভাবে কাওকে আঘাত করবেন না যে, আপনার কথা মনে হলেই তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ে !
এমন যেন না হয় ,
রবের কাছে হাত উঠালেই আপনার দেওয়া কষ্ট গুলো মনে পড়ে । বুক ভারি করা দীর্ঘশ্বাস ছাড়ে ।
নোনাজলে চোখ ভরে উঠে !
মনে রাখবেন , আল্লাহর দরবার থেকে অশ্রু সিক্ত হৃদয়ের দুআ গুলো কখনোই ফিরিয়ে দেওয়া হয় না ।
তাই কাওকে আঘাত করার আগে অন্তত একটাবার ভাবুন, তারো নালিশ করার জায়গা আছে, তারো কষ্ট শুনার জন্য একজন মালিক আছে ;
যিনি মাজলুমের ফরিয়াদকে কখনোই ফিরিয়ে দেন না ।