Jannatul Rusha

Jannatul Rusha A tour to our regular life. I am an influencer passionate about family, food, fashion, beauty, and travel.

Join me on my adventures and discover the latest trends

22/07/2025

অধিক টাকা হলে বাংলাদেশে থাকা উচিৎ নয়!পরিবার নিয়ে ভালো কোনো দেশে থাকাই বেটার!🙂

20/07/2025

সদকার জন্য কিছু সুন্দর টিপসঃ

১. একটি জায়নামাজ কিনে মসজিদে রেখে দিন, যে ব্যক্তি তাতে নামাজ আদায় করবে, ইনশাআল্লাহ আপনি সেই আমলের জন্য পুরস্কৃত হবেন।

২. একটি বাটি বা গ্লাসে কিছু পানি আপনার জানালায় রেখে দিন পাখিদের জন্য, এটাও এক ধরনের সদকা। এটিকে অভ্যাসে পরিণত করুন। আপনি পুরস্কৃত হবেন।

৩. আপনার পুরাতন অথবা ব্যবহার হচ্ছে না এমন পোশাক গরিবকে দান করুন।

৪. আপনার রুমে একটি বক্স রাখুন এবং যখনই আপনি মনে করবেন যে আপনি কোন অন্যায় করেছেন, তখনি তাতে সাধ্যমতো পয়সা রাখুন। মাস শেষে তা খুলে দেখুন এবং তা দান করে দিন। এতে নিজের ভুলগুলোর পরিমাণ বুঝতে পারবেন এবং অনুতপ্ত হয়ে নিজেকে সংশোধনের জন্য এটা সুন্দর একটি পন্থা।

৫. বাড়িতে ঢুকার ও বের হবার পথে দোয়া লিখে রাখুন একটি কাগজে। যে এই দোয়াগুলো দেখতে পেয়ে পাঠ করবে, ইনশাআল্লাহ আপনি সেজন্য পুরস্কৃত হবেন৷ একইভাবে ঘরের এমন কোন স্থানে দোয়া লিখে রাখতে পারেন যেটা সবার নজরে আসে।

৬. আপনার হাত খরচের টাকা দিয়ে একজন এতিমকে সহায়তা করুন আপনার সাধ্যমতো।

৭. আপনার বাড়ির আশপাশে যদি কোন নির্মাণ কাজ চলে কিংবা শ্রমিকেরা কাজ করে, তবে কিছু ঠাণ্ডা পানি বা খাবার তাদেরকে দিতে পারেন। ইনশাআল্লাহ আপনি পুরস্কৃত হবেন।

৮. কোন মসজিদে কোরআন শরীফ দিন, যে কোন ব্যক্তি যখন অন্তত একটি অক্ষর পাঠ করবে সেটার জন্য

১০ গুন সওয়াব লিখিত হবে আপনার আমলে।

৯. আপনি পান করা গ্লাসে পানি অবশিষ্ট থেকে গেলে তা একটি ফুলদানির পাত্রে রেখে দিন, অপচয় করবেন না।

১০. আপনার মুসলমান ভাই বোনদের উৎসাহ দিন, দুর্দিনে সাহায্য করুন, সহানুভূতিশীল হোন যখন তারা মানসিকভাবে বিপর্যস্ত থাকবেন।

১১. অসুস্থ আত্মীয় কিংবা পরিচিতদের দেখে আসুন। একটু হাসুন, কথা বলুন। এটাও সাদকা। মৃদু হাসি বিনিময় করাও সদকা।

১২. ততক্ষণ পর্যন্ত ঘুমাবেন না যতক্ষণ পর্যন্ত আপনাকে যারা কষ্ট দিয়েছে তাদের ক্ষমা করেছেন।

১৩. কাউকে এক অক্ষর হলেও দীন শিক্ষা দিন। সেই ব্যক্তি যখন তার সন্তানসন্ততি, বন্ধুবান্ধব কিংবা তার সন্তানদের মাধ্যমে তার পরের প্রজন্ম এই দীন অর্জন করবে, সে সকল সওয়াব মৃত্যুর পরেও আপনার কবরে পৌঁছাবে।

১৪. সামর্থ্য থাকলে মসজিদ, মাদ্রাসা, হাসপাতাল স্থাপনে সহায়তা করুন। গাছ লাগান, টিউবওয়েল বা পান করার পানির ব্যবস্থা করুন। আপনার মৃত্যুর পরেও মদজিদ মাদ্রাসা দীন শিক্ষা দিতে থাকবে, হাসপাতালে রোগী সেবা পেতে থাকবে, গাছ থেকে মানুষ অক্সিজেন এবং খাবার পাবে, পান করার পানি পান করতে পারবে আপনার ব্যবস্থা করে দেয়া পানির উৎস থেকে। এসকল কিছু সদকায়ে জারিয়া। এগুলো মৃত্যুর পরেও আপনাকে পরকালের জন্য ধনী করতে থাকবে।

১৫. সন্তানদের উত্তম সন্তান হিসেবে গড়ে তুলুন। দীন এবং মানবতা শিক্ষা দিন। এদের দোয়া কবর পর্যন্ত পৌঁছাবে, আপনার থেকে প্রাপ্ত শিক্ষা এদের সঠিক মানুষ হতে সাহায্য করবে।

১৬. এই সদকার পন্থা গুলো মানুষের সাথে শেয়ার করুন, তাদের শিক্ষা দিন। এটিও সদকায়ে জারিয়ার অন্তর্ভুক্ত।

Blessed 😇 Gifting to my-self is a satisfaction 💕😇because Self Pampering is Important Rasu Jewellers(If you have shopping...
12/07/2025

Blessed 😇
Gifting to my-self is a satisfaction 💕😇because Self Pampering is Important
Rasu Jewellers
(If you have shopping from Rasu Jewellers more then 10k , There is a Surprise Gift for You)
So Buy something & Grab Your Gift with jewellers

হলে গিয়ে মুভিটি দেখবেন 🎥🍿'উৎসব'দেখে খুব ভালো লাগলো। পরিবারের সবাই মিলে দেখলা। গত ২ বছর maximum সিনেমা ছিল কোপাকুপি আর মা...
23/06/2025

হলে গিয়ে মুভিটি দেখবেন 🎥🍿

'উৎসব'দেখে খুব ভালো লাগলো। পরিবারের সবাই মিলে দেখলা। গত ২ বছর maximum সিনেমা ছিল কোপাকুপি আর মারামারিতে ভরপুর। উৎসব এই অস্থির সময়ে আমাদের জন্য স্বস্তি। গল্প বলে যাওয়ার ধরন এবং শিল্পীদের অভিনয়ের দক্ষতা মুগ্ধ করেছে আমাকে।
এই সিনেমার সাথে সম্পৃক্ত সকলকে অভিনন্দন।
#উৎসব

07/06/2025

যারা তিনবেলা ঠিকমতো খাবার পাইতো না, আজকে তাঁরাও গরুর গোশত দিয়ে ভাত খাবে❤️ এটাই ইসলামের সৌন্দর্য!❤️
আলহামদুলিল্লাহ

06/06/2025

*** পশু কোরবানির সময় যে দোয়া পড়বেন:

• পশু কিবলার দিকে ফিরিয়ে যে দোয়া পড়বে

وجهت وجهي للذي فطر السموات والأرض حنيفا وما أنا من المشركين، إِنَّ صَلَاتِي وَنُسُكِي وَمَحْيَايَ وَمَمَاتِي لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ، لَا شَرِيكَ لَهُ ۖ وَبِذَٰلِكَ أُمِرْتُ وَأَنَا أَوَّلُ الْمُسْلِمِينَ، بسم الله الله أكبر.

উচ্চারণ: ইন্নি ওয়াজ জাহতু ওয়াজ হিয়া লিল্লাযি ফাতারাছ ছামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়ামা আনা মিনাল মুশরিকিন। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহ ইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। লা শারিকা লাহু ওয়া বিজালিকা উমিরতু ওয়া আনা মিনাল মুসলিমিন।...বিসমিল্লাহি আল্লাহু আকবার।

অর্থ : নিশ্চয়ই আমি দৃঢ়ভাবে সেই মহান সত্তার অভিমুখী হলাম, যিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন। আমি মুশরিকদের অন্তর্গত নই। নিশ্চয়ই আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন ও আমার মরণ—সবই বিশ্ব প্রতিপালক মহান আল্লাহর জন্য নিবেদিত। তাঁর কোনো শরিক নেই। আমি এ কাজের জন্য আদিষ্ট হয়েছি। আর আমি আত্মসমর্পণকারীদের একজন। আল্লাহর নামে, আল্লাহ সবচেয়ে মহান।’ (আবু দাউদ, হাদিস : ২৭৮৬; ইবনে মাজাহ, হাদিস : ৩১২১)

• পশু জবেহ করার সময় এই দোয়া পড়বে

اللهم مِنكَ وَلَكَ

আল্লাহুম্মা মিনকা ওয়া লাকা।

অর্থ : হে আল্লাহ, (এই কোরবানির পশু) তোমার পক্ষ থেকে প্রাপ্ত এবং তোমারই জন্য উৎসর্গকৃত।

এরপর بسم الله الله أكبر পড়বে।

উচ্চারণ : বিসমিল্লাহি আল্লাহু আকবার

অর্থ : মহান আল্লাহর নামে শুরু করছি। আল্লাহ সবচেয়ে বড়।

• জবেহ করার পর এই দোয়া পড়বে

اللهم تقبل منا كما تقبل من حبيقك محمد وخليلك إبراهيم عليه السلام

উচ্চারণ : আল্লাহুম্মা তাকাব্বালহু মিন্নি কামা তাকাব্বালতা মিন হাবিবিকা মুহাম্মাদিন ওয়া খলিলিকা ইবরাহিমা আলাইহিমাস সালাম।’

অর্থ : হে আল্লাহ, এই কোরবানি আমার পক্ষ থেকে কবুল করুন, যেভাবে আপনি তা কবুল করেছিলেন আপনার প্রিয় বন্ধুদ্বয় মুহাম্মদ (সা.) ও ইবরাহিম (আ.)-এর পক্ষ থেকে। (মেশকাত : ১/১২৮)

জেনে রাখা উচিত, এসব দোয়ার মধ্যে কোরবানির সময় শুধু ‘বিসমিল্লাহ’ বলা ওয়াজিব। ‘বিসমিল্লাহি আল্লাহু আকবর’ বলা উত্তম। এর অতিরিক্ত যে কথাগুলো আছে, সেগুলো বলা মোস্তাহাব।

ওরা কাঁদে – মৃত্যু ভয়ে নয়ওরা কাঁদে।কিন্তু মৃত্যু ভয়ে না।ওরা জানেই না, ওদের মরতে হবে।কোনো প্রাণী জানে না তার মৃত্যু ঠি...
01/06/2025

ওরা কাঁদে – মৃত্যু ভয়ে নয়

ওরা কাঁদে।
কিন্তু মৃত্যু ভয়ে না।
ওরা জানেই না, ওদের মরতে হবে।
কোনো প্রাণী জানে না তার মৃত্যু ঠিক কতটা কাছে।

ওরা কাঁদে,
কারণ রাতভর দাঁড় করিয়ে রাখা হয় তাদের।
ঘুম পেতে চাইলেও ঘুম পেতে দেয় না কেউ—
চোখে মরিচের গুঁড়ো ছিটিয়ে দেয়,
শুধু যেন বসে না পড়ে,
শুধু যেন ঘুমিয়ে না পড়ে।

হাত বাঁধা, গলা বাঁধা, আশা বাঁধা।
দিন যায়, রাত যায়—
অমানুষের মতো আচরণে ক্লান্ত হয়ে পড়ে তারা।

ওরা কাঁদে,
কারণ ওরাও অনুভব করে।
যন্ত্রণা বুঝতে পারে।
ভয়, কষ্ট, ক্লান্তি—সব অনুভব করে।

ওরা কাঁদে,
কিন্তু মৃত্যু ভয়ে নয়।
ওরা কাঁদে,
কারণ মানুষের মতো প্রাণী,
মানুষ না হয়ে উঠেছে অমানুষ।

16/05/2025

কক্সবাজার বিমানবন্দর থেকে ছেড়ে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের চাকা খুলে নিচে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে।
বিমানটিতে মোট ৭‌১ জন যাত্রী ছিল আলহামদুলিল্লাহ ল্যান্ড করেছে বিমান টি... আমার ফ্লাইট কালকে বিমানে🤲🏻🤲🏻

Address

Fulbaria

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Alerts

Be the first to know and let us send you an email when Jannatul Rusha posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share