16/06/2025
"নিজের বানানো জেল খানায়, নিজেই আসামি, নিজেই জজ… তাই শাস্তি হিসেবে নিজেকেই দিয়েছি মৃত্যুদণ্ড।"
"ভুল ছিল আমার, বিচারকও আমি… তাই ক্ষমার বদলে নিজেকেই দিলাম মৃত্যুদণ্ড।"
"জীবনের কোর্টরুমে, আসামি আমি, সাক্ষীও আমি… আর রায়ও আমি দিলাম।
"নিজের ভাবনায় বোনা ফাঁদে, নিজেই আটকে গেছি… তাই নিজেকেই দিলাম জীবনের শেষ সাজা।"
"সারা জীবন দোষীদের খুঁজেছি বাইরে, আজ বুঝলাম আসল অপরাধী ছিল আয়নার ভেতরে।"