Riya's Atelier-রিয়ার শিল্পশালা

Riya's Atelier-রিয়ার শিল্পশালা জীবন তখনই অসাধারণ হয়,যখন তা সাধারণভাবে যাপন করা সম্ভব হয়!😊
আপনার উপর শান্তি বর্ষিত হোক!💙

29/06/2025

মানুষ এমনও আছে....!!! (গানের কথাগুলো বাস্তবতার সাথে মিলে যায়)🙂

মাশাআল্লাহ! মাশাআল্লাহ! আমার কিউট কিউট কাস্টমার!! 😍😍😍
23/06/2025

মাশাআল্লাহ! মাশাআল্লাহ!
আমার কিউট কিউট কাস্টমার!! 😍😍😍

Simple design done!🥰
30/05/2025

Simple design done!🥰

25/05/2025

মৃ'ত্যু আসার আগেই আপনার পরিবারকে যেসব বিষয়ে ওসিয়ত করে যাবেন।

১.আমার মৃ'ত্যুর সংবাদ শুনলে "ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন" পড়বেন।

২.আমার মৃ'ত্যুকে অকাল মৃ'ত্যু বলবেন না, কারণ আমি আমার নির্ধারিত রিযিক ভোগ করে ফেলেছি।

৩.আমাকে নিয়ে বিলাপ মাতম করবেন না, জোরে জোরে কান্নাকাটি করবেন না কারণ এটা সুন্নাহ বিরোধী এবং রাসুল (সাঃ) কতৃক নিষিদ্ধ কাজ।

৪.আমার মৃ'ত্যুতে চল্লিশা, কুল-খানি, মিলাদ করবেন না।কারণ এটা স্পষ্ট বিদ'আত।

৫.যারা আমার মৃ'ত্যুর খবর শুনবেন তারা অবশ্যই আমার জানাজায় অংশগ্রহণ করার চেষ্টা করবেন।

৬.আমার ল!শ মাহরাম ছাড়া অন্য কাউকে দেখাবেন না।

৭.আমার লা"শকে সুন্দরভাবে বিশ্বস্ত মানুষ দ্বারা গোসল করানোর ব্যবস্থা করবেন।

৮.লা"শ দাফনে ইসলামিক রীতিনীতি অবলম্বন করবেন, সমাজের নয়।

৯.আমাকে কবরস্থ করার পর কিছুক্ষণ সেখানেই থাকবেন আর পড়বেন "আল্লাহুম্মা সাব্বিতহু আল্লাহুম্মা সাব্বিতহু"। আমার কবরের আজ!ব লাঘবের জন্য ও মুনকার নাকিরের প্রশ্নের উত্তর যেন দিতে পারি সেই দোয়া করবেন "আল্লাহুম্মা সাব্বিত হু আলাল ইমান"।

১০.আমার হয়ে দান-সাদাকা করবেন। আমার সাদাকায়ে জারিয়া চালু থাকলে সেটার খবর নিবেন, সে গুলোকে সমুন্নত করার চেষ্টা করবেন।

১১.আমার মৃ'ত্যু থেকে এই শিক্ষা নিয়ে ফিরে যাবেন।আপনার সময়ও অতি নিকটে।

১২. আমার ছবি কোথাও দিবেন না, আমার আইডি বা অন্য কারো কাছে আমার ছবি থাকলে তা ডিলিট করে দিবেন। বাসায় আমার ছবি থাকলে ফেলে দিবেন, দেয়ালে ঝুলিয়ে রাখবেন না।

১৩.আমার পাওনা আমার পরিবারকে ফিরিয়ে দিবেন, না পারলে আমার জন্য সাদকাহে জারিয়া করবেন, তাও না পারলে আজীবন আমার জন্য দু'আ করবেন, আমি ক্ষমা করে দিব ইনশাআল্লাহ।

১৪.আপনি আমার কাছে কিছু পেয়ে থাকলে আমার জীবিত অবস্থাতেই আমার কাছে চেয়ে নিবেন, আর যদি ম"রে যাই পরিবারের কাছে চাইবেন (পরিবারের লোকেদের বলবো আপনারা তাদের পাওনা দয়া করে দিয়ে দিবেন)। আর পরিবার না দিলে আল্লাহর জন্য আমাকে ক্ষমা করে দিবেন, এতে আল্লাহ ও আপনাকে ক্ষমা করবেন।

১৫.আমার জন্য বেশি বেশি দুআ করবেন। আমার নামে গী'বত করবেন না। কারণ, আমি আমার স্থানে পৌঁছে গিয়েছি।

আল্লাহর কাছে আকুলতা, আল্লাহ যেন আমাদের ইমানের সহিত ক!লিম! উচ্চারণের মাধ্যমে শ"হী'দি মৃ'ত্যু দান করেন।আমিন।

তারপর একদিন হিসেবের খাতায় কাটাকুটি শেষে উত্তরে এসে দেখলাম—আমি আমার নিজের সাথেই সবচেয়ে বেশি প্রতারণা করেছি প্রতিনিয়ত।আমি ...
14/04/2025

তারপর একদিন হিসেবের খাতায় কাটাকুটি শেষে উত্তরে এসে দেখলাম—
আমি আমার নিজের সাথেই সবচেয়ে বেশি প্রতারণা করেছি প্রতিনিয়ত।
আমি আমাকেই সবচেয়ে বেশি অবহেলা করেছি।
আমার ক্ষতি আমার চেয়ে বেশি আর কেউ করেনি।

যতটুকু ভালোবাসা অপাত্রে ছড়িয়েছি জীবনভর,
তার এক চুমুক নিজের জন্যে রাখিনি।
যত মাইল অন্যের জন্যে ছুটে গেছি রোজ,
তত পা নিজের জন্যে আগাইনি।

আবেগ ছুঁয়ে যতটা ভে ঙে ছি নিজেকে,
জিদ ছুঁয়ে ততটা গড়িনি কখনো।
সময়কে পাত্তা দেইনি,
সময় আমাকে পাত্তা দেয়নি,
রেখে চলে গেছে বহুদূর।

আমার বিধাতা আমাকে জলের মতো স্বচ্ছ আয়নায় বারবার দেখিয়েছেন—
আমি ভুল, আমি শুনিনি।
আমার চাওয়া ভুল, আমি বুঝিনি।
আমার পথ ভুল, আমি থামিনি।
আমার অবস্থান ভুল, আমি পালাইনি।

এখন এই বেলাশেষে যখন এই ভাঙাচোরা নিজের দিকে তাকাই,
তখন বেশ মায়া লাগে।
কী হতে চেয়েছিলাম আর কী হলাম!

জীবনকে হেলাফেলা করে কাচের মতো ভে'ঙেচুরে ফেলেছি।
আর এখন জোড়া লাগবে না জেনেও
নিজেকে কুড়োতে কুড়োতেই আমার বেলা চলে যায়।

একটাই জীবন, তার কী নিদারুণ অপচয়।

আহারে! আহারে!

লেখাঃ Zahid Hassan Wasiq
বই-জোছনা মেখো রোদ

Big shout out to my newest top fans! 💎 Rubel M., MD RashedulDrop a comment to welcome them to our community,
07/02/2025

Big shout out to my newest top fans! 💎 Rubel M., MD Rashedul

Drop a comment to welcome them to our community,

04/02/2025

সুবা মেয়েটার ঘটনায় অনেকেই সন্তানকে ধর্মীয় শিক্ষার গুরুত্বকে নিয়ে কথা বলছেন।

সন্তানকে ধর্মীয়ভাবে শিক্ষিত করলে সেটা অবশ্যই ভালো।

কিন্তু‌ কতগুলো কথা আপনাদেরকে বলি :

১. এখনকার সব সন্তানকে আপনি জোর করে ধর্মীয়ভাবে শিক্ষিত করতে পারবেন না।

আমাদের যুগে আমরা যেমন বাবা-মার কথা এক বাক্যে মেনে নিতাম এখনকার ছেলে মেয়েরা তেমন নয়।

তারা খুব ছোট বয়স থেকেই বিভিন্ন মতাদর্শের সাথে পরিচিত হয়। ‌ এবং সেখান থেকে ধর্ম নিয়ে অনেকেরই বিভিন্ন রকম মতামত থাকে। ‌

২. আমাদের দেশের বহু ধার্মিক মানুষদের চরিত্র এবং স্বভাবের যে অবস্থা তাতে করে এ যুগের বাচ্চারা ধর্মের প্রতি আগ্রহ হারাচ্ছে।

বাচ্চাদের কোন ভালো ধর্মীয় আইডল নেই।

তারা মনে করে ধার্মিক হলেই সকল বিনোদন এবং মজার কাজ বাদ দিয়ে খুব সংকীর্ণ জীবন পালন করতে হয়।

সেই তুলনায় ওয়েস্টার্ন কালচার অনেক মজার তাই স্বাভাবিকভাবেই সেখানে তারা আকৃষ্ট হয়।

আমরা ধর্ম জিনিসটাকে অনেক বোরিং করে ফেলেছি।

৩. প্রচুর হিজাব পরা এবং নিকাব পরা মেয়েও সুবার মত একই রকম ভুল করে বেড়াচ্ছে আমাদের সমাজে।‌

সমস্যাটা হিজাব বা নিকাবের নয়। ‌

সমস্যাটা হচ্ছে মন থেকে ধর্ম ব্যাপারটা বুঝতে না পারা বা মেনে নিতে না পারা।

তাই শুধু হিজাব বা নিকাব পড়লে এ সমস্যা দূর হবে না।

ধর্মটা ভিতরে ঢুকতে হবে।

৪. সন্তানকে ধার্মিক দেখতে হলে বাবা-মাকেও ধার্মিক হতে হবে। ‌

আপনি সন্তানের সামনে গীবত করবেন, মিথ্যা বলবেন, ঘুষ খাবেন - আর সন্তানকে হাফেজ বানাতে চাইবেন -- এটা কোন ধর্ম নয়। ‌

সন্তানরা এই ধরনের পরিবারে বড় হলে ধর্মের প্রতি আগ্রহ হারিয়ে ফেলে।

৫. প্রচুর ভালো বাবা মা যারা সন্তানকে অনেক সময় দেন এবং অনেক যত্ন করেন তাদের সন্তানরাও অনেক সময় বিপথে চলে যায়।

আমি একটা পরিবার চিনি যেখানে বাবা-মা দুজনই হাফেজ এবং দুজনেই খুবই ভালো মানুষ, কিন্তু তাদের ১৫ বছরের ছেলে সন্তান জেন্ডার পরিবর্তন করতে চায়। ‌

বর্তমান সমাজ এবং পৃথিবীটা যথেষ্ট কঠিন। ‌

আপনার সন্তান যদি বর্তমান পৃথিবীতে মানুষের মত মানুষ হয়, তবে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন।

আপনার চেষ্টা প্রশংসাযোগ্য কিন্তু এর পুরো কৃতিত্বটা আপনার নয়।

আপনার ভাগ্যটা ভালো এবং আল্লাহ আপনার উপর রহম করেছেন।

দোয়া করি আপনাদের সকলের চেষ্টা সফল হোক।

আমাদের সন্তানরা যেন থাকে দুধে ভাতে।

সংগৃহীত

দাম্পত্য পুরো একটা জীবনের নাম। এইখানে শর্টকাট বলে কোনো বিষয় নাই। যার সাথে মরার আগে পর্যন্ত থাকার প্ল্যান তার সাথে বন্ধুত...
23/01/2025

দাম্পত্য পুরো একটা জীবনের নাম। এইখানে শর্টকাট বলে কোনো বিষয় নাই। যার সাথে মরার আগে পর্যন্ত থাকার প্ল্যান তার সাথে বন্ধুত্ব হওয়া জরুরি।সে হবে স্কুল লাইফের বেস্ট ফ্রেন্ডের থেকেও বড় ফ্রেন্ড।

এক ছাঁদ, এক বিছানা,এক ক্লোসেট এমনকি এক টয়লেট যার সাথে শেয়ার করতে হয় তার সাথে যদি বন্ধুত্ব না হয় তাহলে ঘরটা জেলখানার মতো লাগবে। কয়েদিরা যেরকম এক গারদ শেয়ার করে সেইরকম।

তাই কখনওই পার্টনারকে ফর গ্র্যান্টেড নিবেন না।সে একজন ইন্ডিভিজুয়াল। তার পছন্দ,ভালো লাগা, খারাপ লাগা আছে, মতামত আছে। Be respectful to his/her thoughts.

তার দায়িত্ব আপনার সংসার চালানো অথবা উপার্জন করা বলেই সেটাকে এপ্রিশিয়েট করার দরকার নাই এমন ভাবনা থাকবে বর্বর লোকজনের। স্বামী বা স্ত্রীর প্রতিটা কাজ এপ্রিশিয়েট করার চেষ্টা করেন।

প্রতি কাজে থ্যাংকস দেয়া লাগবে বা তোমাকে পেয়ে আমি ধন্য জাতীয় সিনেমার ডায়লগ দেয়া লাগবে এমন কোনো কথা নাই। সিম্পলি একটা হাসি দেন, মাঝে মাঝে একটু হাগ দেন। তাকে একটু প্রেশাস ফিল করান।

সবচেয়ে বড় কথা পৃথিবীর সবচেয়ে আপন আর সবচেয়ে শুভাকাঙ্খী যারা অর্থাৎ মা বাবা, জন্মের আগে থাকে যাদের সাথে পরিচয় তাদের সাথেও তো আমাদের মতবিরোধ হয় ঝগড়া হয়।

তাহলে যে মানুষটার সাথে ম্যাচিউর বয়সে পরিচয়, যারা কমপ্লিটলি ডিফারেন্ট দুইটা পরিবার থেকে এসেছে, যারা একেবারে আলাদা দুইটা সত্বা তাদের মধ্যে সমস্যা হবে না? হবে।

কিন্তু সেই সমস্যাগুলাকে আমরা আরো বাড়াবো না কমিয়ে রাখার চেষ্টা করবো সেটা আমাদের সিদ্ধান্ত।

আমি বিশ্বাস করি একজন, ভালো Partner বানাতে আর কিছুই না, একজন ভালো partner লাগে।

Be good To be blessed , Love to be loved…!!

আরেকজনের দিকে পাহাড় সমান এক্সপেটেশন নিয়ে তাকিয়ে থাকবেন না আর হিসাব করবেন না !

হিসাব করে বাণিজ্য হয়, ভালোবাসা হয়না.......😊

©

আমার আঁকা সবচেয়ে পছন্দের ওয়ালপেইন্টিং ছিলো এটা!🥰🥰
18/01/2025

আমার আঁকা সবচেয়ে পছন্দের ওয়ালপেইন্টিং ছিলো এটা!🥰🥰

শুভ রাত্রি!!! 🥰🥰🥰🥰
13/01/2025

শুভ রাত্রি!!! 🥰🥰🥰🥰

Address

Fulbaria

Website

Alerts

Be the first to know and let us send you an email when Riya's Atelier-রিয়ার শিল্পশালা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share