
26/05/2025
"আমি একদিন হঠাৎ রাস্তায় নেমে পড়েছিলাম… গন্তব্য জানা ছিল না।"
শুধু একটা অনুভব— বদ্ধ ঘরের চার দেয়ালের বাইরে কোথাও একটা আমাকে ডাকে। ক্লান্তি জমে থাকা জীবনের ভার ফেলে আমি রওনা দিয়েছিলাম এক অজানা পথের দিকে। সেই পথটা খুব পরিচিতও ছিল না, কিন্তু ভীষণ আপন হয়ে উঠেছিল ধীরে ধীরে।
রাস্তার পাশে পাহাড়, মাঝে মাঝে নদী, কখনো গ্রামের মেঠো পথ— প্রতিটা দৃশ্য যেন বলছিল, "দেখো, জীবন কেবল দায়িত্ব নয়, জীবন মানে বাঁচা!"
আমি হাঁটছিলাম, আমার ভেতরের মানুষটা জেগে উঠছিল।
প্রতিটি বাঁক শেখাচ্ছিল—
অজানাকে ভয় পেও না। নিজের অভিজ্ঞতা নিজেই তৈরি করো।
অনেকেই ভাবে ঘুরতে যাওয়া মানে সময় নষ্ট, কিন্তু আমি বুঝেছি, ভ্রমণ মানে নিজেকে ফিরে পাওয়া।
এক কাপ চা, অপরিচিত কারো সঙ্গে সামান্য কথা, পাহাড়ের কোলে সূর্যাস্ত দেখা— এতেই যেন জীবনের আসল স্বাদ।
আজ আর আমি শুধু 'একজন' নই— আমি সেই মানুষ, যে নিজের ঘর ছেড়ে পৃথিবীর গল্প পড়ে ফিরে এসেছে নিজের ভিতরটা নতুন করে গড়ে।
তাই বলি— কখনো যদি মনে হয় সব কিছু থেমে গেছে, একটা ব্যাগ গুছাও, বেরিয়ে পড়ো। রাস্তা তোমাকে নতুন করে বাঁচতে শেখাবে।