Oron chonde

Oron chonde Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Oron chonde, Video Creator, Dhaka.

বিভিন্ন ঐতিহাসিক জায়গার বিবরন ধরন সম্পর্কে জানানো। সমাজ গঠনমূলক আলোচনা এসব নিয়ে ভিডিও করা ও বর্তমান সময়ের উপর আলোচনা করা। ইতিহাস তথ্য বিজ্ঞান প্রযুক্তি বিষয়ে মানুষকে সচেতন করা।

25/06/2025

ঢাকায় ভাড়ায় চলে। ৪০০ বছরের পুরাতন ঘোড়ার গাড়ি।

24/06/2025

যে ভিডিও বানাইলে ইউটিউব ফেসবুক স্লো হয়ে যায়..!!!!!!

23/06/2025

তুমি করলে সমস্যা যখন আমি করি..?

19/06/2025

চার বিয়ে অতঃপর স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন মাশাল্লাহ্।

17/06/2025

একটু একটু করে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে যাচ্ছে।যেকোনো সামরিক অভিযানের স্পষ্ট লক্ষ্য থাকা উচিত। ইসরায়েলেরও তা আছে। তারা যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশের নীরব সমর্থনে ইরানের ওপর যে বিপুল বিমান হামলা চালাচ্ছে, তার মূল উদ্দেশ্য ছিল তেহরানের পারমাণবিক অস্ত্র অর্জন থামানো।

খোলাখুলি না বললেও এই আক্রমণের কিন্তু আরেকটি বড় উদ্দেশ্য ছিল ইরানে শাসন পরিবর্তন। ইসরায়েল চায় সেখানে এমন এক সরকার আসুক, যা তাদের অন্য মধ্যপ্রাচ্যের মিত্রদের মতো হবে, যারা তেল আবিবের সঙ্গে বন্ধুত্ব রাখতে পারলে খুশি থাকবে। সেই সব মিত্র গাজা বা পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের জাতিগত নির্মূল অভিযানে কেবল আনুষ্ঠানিক নিন্দা জানায়।

আর বড় কোনো যুদ্ধ শুরু করলে সুবিধা আছে। তাহলে গাজার ইতিহাসের নিকৃষ্টতম জাতিগত নির্মূল অভিযান থেকে বিশ্বের নজর ঘোরানো যায়। গাজায় খাদ্য অবরোধ ইউরোপের কিছু মিত্রদেশকে অস্বস্তিতে ফেলতে শুরু করেছিল। অথচ তারাও গাজা ইস্যুতে ইসরায়েলকে নিঃশর্ত সহায়তা দিচ্ছে। যুক্তরাষ্ট্র তো সরাসরি ইসরায়েলি বর্ণবাদী রাষ্ট্রের পাশে দাঁড়িয়েছে। গাজা রিভিয়েরা পরিকল্পনা করে ট্রাম্প দুই মিলিয়ন ফিলিস্তিনিকে জোর করে গাজা থেকে তাড়িয়ে সমুদ্রতীরে পর্যটনকেন্দ্র গড়ার স্বপ্ন দেখছেন। এসব করে পৃথিবী আরো উত্তপ্ত হচ্ছে।
vs israel and israel war and israel judho

17/06/2025

Don't add air to the fire of the Iran-Israel war, add water.

15/06/2025

Will the situation in Iran be like Iraq? পৃথিবী থেকে সকল বর্ডার ভেঙে ফেলে এসো সবাই এক হয়ে যাই।

মানুষ আর কি খাবে...? পৃথিবীকে বাঁচাতে হলে মানুষকে যে কোনো উপায়ে হয় শেখাতে হবে নয় কমাতে হবে। মানুষ বর্তমানে পৃথিবীর জন্যে...
07/06/2025

মানুষ আর কি খাবে...? পৃথিবীকে বাঁচাতে হলে মানুষকে যে কোনো উপায়ে হয় শেখাতে হবে নয় কমাতে হবে। মানুষ বর্তমানে পৃথিবীর জন্যে আশংকার কারণ।

সমাজ
ডলফিন পিটিয়ে মারা হয় যেখানে
15.09.2021১৫ সেপ্টেম্বর ২০২১
চারশ বছর ধরে চলে আসা উৎসব পালন করতে গিয়ে অসংখ্য ডলফিন হত্যা করা হলো ফ্যারো দ্বীপপুঞ্জে।

ফ্যারো দ্বীপপুঞ্জে অসংখ্য ডলফিন মারা হলো।ছবি: Sea Shepherd/AP/picture alliance
বিজ্ঞাপন

ফ্যারো হলো উত্তর অতলান্ত মহাসাগরের দ্বীপপুঞ্জ। ডেনমার্কের অধীনে স্বশাসিত অঞ্চল। সেখানেই রোববার প্রায় এক হাজার চারশরও বেশি ডলফিনকে হত্যা করা হলো। এই শিকার উৎসবের নাম গ্রিন্ডাড্র্যাপ। কিন্তু রোববার এত ডলফিন মারা হয়েছে যে, এই দ্বীপের ভাবমূর্তিতে প্রবল আঘাত লাগতে বাধ্য। পরিবেশ বিজ্ঞানী, সমুদ্র ও তার জীবনচক্র নিয়ে কাজ করা বিশেষজ্ঞরা এই নির্বিচারে প্রাণীহত্যার নিন্দা করেছেন। তারা অবিলম্বে এই প্রথা বন্ধের দাবি তুলেছেন।

পরিবেশ নিয়ে কাজ করা সংস্থা সি শেফার্ড ফেসবুকে একটা লম্বা ভিডিও পোস্ট করে জানিয়েছে, এক হাজার ৪২৮টি ডলফিন মারা হয়েছে। এই ডলফিনগুলির একপাশ সাদা। এই দ্বীপপুঞ্জে এর আগে কখনো এত ডলফিন হত্যা করা হয়নি।

সুইৎজারল্যান্ড ভিত্তিক সংস্থা ওশন কেয়ার জানিয়েছে, যেভাবে প্রাণী হত্যা করা হয়েছে তা মানা যায় না। সব সীমারেখা তারা পার করে গেছে।

এত ডলফিন হত্যা কেন

এই দ্বীপপুঞ্জের মানুষ প্রতিবছর এক হাজারের মতো সামুদ্রিক প্রাণী মারেন। গতবার তারা ৩৫টি ডলফিন মেরেছিলেন।

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Oron chonde posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category