Mejbahul Kabir Munna

Mejbahul Kabir Munna RGCC'IAN 2022
Dhaka University 22-23
ISLM - 35
Gobindaganj, Gaibandha

14/03/2025

অনার্সে কোন বিষয়ে পড়বো🙄🙄

13/03/2025

সৃজনশীল প্রশ্নের উত্তর কিভাবে লিখলে বেশি মার্ক পাওয়া যাবে।

06/03/2025

ঢাবিতে চান্স প্রাপ্ত সবাইকে অভিনন্দন।

যাদের চান্স হয়নি 🥲
সব কোর্চিং যাদের চান্স হইছে তাদের নিয়েই মাতামাতি করবে এখন। যাদের চান্স হয়নি তোমাদের আর্তনাদ কেউ দেখবে না ভাই। এটাই বাস্তবতা। সামনে আরো পরীক্ষা আছে। নিজের দূর্বলতা বের করে সেগুলো কাটিয়ে উঠার চেষ্টা করো। এই ব্যর্থতাকে শক্তি হিসেবে নিয়ে যে যাই বলে বলুক কারো কথা শুনে হতাশ না হয়ে নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করো। এখন তোমাকে নিয়ে কেও চিন্তা করবে না, পোস্ট করবে না, যদি চান্স পাও তবেই তোমাকে গুরুত্ব দিবে। মনে রাখবে মানুষ মানুষের অবস্থান কে ভালোবাসে। সুতরাং এখন একটু সিরিয়াস হয়ে পড়াশোনা করো। সামনে আরো সুযোগ আছে।
সবার জন্য শুভকামনা।

02/03/2025

পবিত্র মাহে রমজানে ইফতারের পূর্ব মূহুর্ত, টিএসসি, ঢাকা বিশ্ববিদ্যালয়।

বই পড়ার গতি বাড়ানোর জন্য কিছু কার্যকর কৌশল অনুসরণ করতে পারেন:১. চোখ নয়, মস্তিষ্ক দিয়ে পড়ুনঅনেকে শব্দ ধরে ধরে পড়ে, যা সময়...
02/03/2025

বই পড়ার গতি বাড়ানোর জন্য কিছু কার্যকর কৌশল অনুসরণ করতে পারেন:

১. চোখ নয়, মস্তিষ্ক দিয়ে পড়ুন

অনেকে শব্দ ধরে ধরে পড়ে, যা সময় নেয় বেশি। বরং বাক্যের অর্থ বোঝার দিকে মনোযোগ দিন।

২. সাবভোকালাইজেশন (মনের ভেতর পড়া) কমান

যদি মনে মনে শব্দ উচ্চারণ করেন, তাহলে গতি কমে যায়। চেষ্টা করুন চোখ দিয়ে স্ক্যান করার অভ্যাস গড়ে তুলতে।

৩. বাড়তি চোখের নড়াচড়া কমান

চোখকে প্রতিটি শব্দের ওপর না এনে একবারে কয়েকটি শব্দ দেখার অভ্যাস করুন।

৪. পড়ার সময় ফিঙ্গার বা পেন গাইড হিসেবে ব্যবহার করুন

আঙুল বা কলম দিয়ে লাইন অনুসরণ করলে চোখ দ্রুত স্ক্যান করতে পারে।

৫. গুরুত্বপূর্ণ শব্দ চিহ্নিত করুন

প্রতিটি শব্দের ওপর জোর না দিয়ে মূল অর্থ বোঝার চেষ্টা করুন।

৬. নিয়মিত অনুশীলন করুন

প্রতিদিন ২০-৩০ মিনিট দ্রুত পড়ার অভ্যাস গড়ে তুললে গতি বাড়বে।

৭. সময়ের হিসাব রাখুন

একটি নির্দিষ্ট সময়ে কত পৃষ্ঠা পড়তে পারছেন তা লক্ষ্য করুন এবং ধীরে ধীরে সময় কমানোর চেষ্টা করুন।

৮. সহজ বই দিয়ে শুরু করুন

অতিরিক্ত কঠিন বই দিয়ে শুরু করলে মনোযোগ হারাতে পারেন। সহজ বই পড়ে ধীরে ধীরে জটিল বইয়ের দিকে এগোন।

৯. স্কিমিং ও স্ক্যানিং শিখুন

স্কিমিং: শুধু মূল বিষয়বস্তু বুঝতে দ্রুত চোখ বুলানো।
স্ক্যানিং: নির্দিষ্ট তথ্য খুঁজতে দ্রুত পড়া।

১০. মনোযোগ

বই পড়ার সময় সোশ্যাল মিডিয়া বা অন্য কিছুতে মনোযোগ না দিয়ে সম্পূর্ণ মনোযোগ দিন।

আপনি যদি প্রতিদিন এই কৌশলগুলো মেনে চলেন, তাহলে ধীরে ধীরে বাড়বে

Ramadan Mubarak ❤️❤️❤️
01/03/2025

Ramadan Mubarak ❤️❤️❤️

27/01/2025
24/01/2025

⛔আগামীকাল ঢাবির পরীক্ষার্থীদের জন্য নিজের জীবনের অভিজ্ঞতা থেকে কিছু কথা :

১. পরীক্ষার প্রয়োজনীয় কাগজ ভালোভাবে গুছিয়ে রাখবে। কোনোটা যেনো বাদ না পড়ে। কোনো ডিজিটাল ডিভাইস নিতে দেয়না। এনালগ ঘড়িও মে বি নিতে দেয়না। রুমেই ঘড়ি থাকে।

২. পরীক্ষায় কখনো ১০০ পাওয়ার চিন্তা করবেনা ওটা জীবনে সম্ভব ও না। যদি MCQ ৩৫-৪০ টা নিশ্চিত হয় তাহলে তাহলে আর মাস্তানি করে দাগানোর দরকার নেই। আমার সব ১০০ পাওয়ার আশা করে সব দাগাইলে নেগেটিভ খেয়ে আউট অফ বাউন্ডারিও হইতে পারো।

৩. সব সময় মাথা ঠান্ডা রাখতে হবে। তাড়াহুড়া করতে গিয়ে জানা প্রশ্নের একটার উত্তর আরেকটাতে দাগায় অনেকে এই ভুলটা থেকে সাবধান।

৪. লিখিতের ক্ষেত্রে খাতা কিন্তু লিমিটেড। প্রশ্নে ভালোভাবে দেখে নিবে কোন প্রশ্নের জন্য কতটুকু জায়গা দেওয়া আছে। আর লিখিতে কোনো প্রশ্নে বাদ দিয়ে না আসা কারণ এতে নেগেটিভ মার্ক নেই। না লেখার চেয়ে একটু লিখা ভালো।

৫. প্রশ্ন পেয়েই বেশি উত্তেজিত না হওয়া। কারণ যারা মোটামুটি পড়াশোনা করছে তারা প্রশ্ন দেখেই মনে হবে সব পারবো সবই তো পড়ছি কিন্তু দুটি অপশনের মধ্যে কনফিউশন লেগেই থাকবে সুতরাং সাবধান।

৬. এডমিশন পরীক্ষা বাদ দেওয়ার পরীক্ষা। সুতরাং চোখ কান খোলা রেখে পরীক্ষা দিতে হবে। একটু ঠান্ডা মাথায় পরীক্ষা দিলে ভালো কিছু আশা করা যায়। কোনো টেনশন না করে স্বাভাবিক ভাবে অন্য পরীক্ষার মতোই পরীক্ষা দিবে।

সবার জন্য শুভকামনা ❤️❤️

মো মেজবাহুল কবির মুন্না
ঢাকা বিশ্ববিদ্যালয়
প্রাক্তন রংপুর সরকারি সিটি কলেজ( এইচএসসি ২২ ব্যাচ)

24/01/2025

23/01/2025

ঢাকা বিশ্ববিদ্যালয়ের 'খ' ইউনিটের সিট প্ল্যান প্রকাশিত।

Address

Fulbaria

Telephone

+8801797680633

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mejbahul Kabir Munna posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mejbahul Kabir Munna:

Share