Abdur Rahim

Abdur Rahim Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Abdur Rahim, Digital creator, Fulbaria.

টেলিপ্যাথি -আমেরিকান একটা হাসপাতালের ঘটনা ।এক ভদ্র মহিলা হন্তদন্ত হয়ে হাসপাতালে ছুটে এসেছেন । রিসিপশনে এসে তিনি জোসেফ না...
30/09/2023

টেলিপ্যাথি -

আমেরিকান একটা হাসপাতালের ঘটনা ।

এক ভদ্র মহিলা হন্তদন্ত হয়ে হাসপাতালে ছুটে এসেছেন । রিসিপশনে এসে তিনি জোসেফ নামে কাউকে খুঁজছেন । জোসেফের বয়স আনুমানিক ৪০ । তিনি বারবার জিজ্ঞেস করছেন জোসেফ নামে কেউ এই হাসপাতালে এক্সিডেন্ট করে ভর্তি হয়েছে কিনা । রিসিপশনিস্ট জানাচ্ছেন জোসেফ নামে কেউ এক্সিডেন্ট করে হাসপাতালে আসেনি ।

কিন্তু ভদ্রমহিলা নাছোড়বান্দা । তিনি ভালোকরে খুঁজতে বললেন রেজিস্টার খাতা । কিন্তু সেই খাতা খুঁজেও জোসেফ নামে কোন রোগিকে পাওয়া গেলো না ।

ভদ্রমহিলা হাসপাতাল থেকে বের হয়ে আসতে যাবেন এই সময় একটা এম্বুল্যান্স এসে দাঁড়ালো হাসপাতালের নামে । এম্বুল্যান্স থেকে রক্তাক্ত একটা শরীর বের করে স্ট্রেচারে করে দ্রুত নিয়ে যাওয়া হচ্ছে ইমার্জেন্সির দিকে । এক্সিডেন্টে চিড়ে চ্যাপ্টা হয়ে যাওয়া সেই শরীরটা আর কারো নয় । সেটা ছিল জোসেফের ।

মূল গল্পে আসা যাক ।

ভদ্র মহিলার নাম ক্যারোলিন । একটা সময় তিনি ছিলেন জোসেফের প্রেমিকা । গভীর সম্পর্ক ছিল তাঁদের মধ্যে । জোসেফের একটা বদভ্যাস ছিল এই যে সে অতিরিক্ত মদ পান করতো । অনেক বলে কয়েও তাকে মদের নেশা থেকে দূরে রাখা যায় নি । অনেকটা ঝগড়া করে রিলেশন চুকিয়ে ফেলতে হয় তাঁদের ।

ক্যারোলিন বিয়ে করে নেয় একজন ইঞ্জিনিয়ারকে । ৩৮ বছর বয়সী ক্যারোলিনের ঘরে দুটো সন্তানও আছে । অপরদিকে ক্যারোলিনের শোকে জোশেফ হয়ে যায় ছন্নছাড়া । ক্যারোলিন চলে যাওয়ার পর অনেক মেয়ের সাথে শুলেও মন থেকে ক্যারোলিনকে সে কখনোই সরাতে পারেনি ।

এইদিকে অভিমান নিয়ে জোসেফের সাথে ব্রেকাপ করলেও সেই মদ্যপ ছেলেটাকেই ক্যারোলিন এখনো ভালোবাসে । সারাটাদিন জোসেফের কথা চিন্তা করে ক্যারোলিন । তবে স্বামী আর সন্তানদের কথা ভেবে তার সাথে আর নতুন করে যোগাযোগ করে না । চাইলেও তার খবর নেয় না অথবা নিতে পারে না ।

ক্যারোলিন কিভাবে জেনেছে জোসেফ এক্সিডেন্ট করেছে কিনা । কেন হাসপাতালে ছুটে এসেছিল সেই ব্যাখ্যা একটু পরেও দেয়া যাবে । পাঠক তার আগে আমরা টেলিপ্যাথির ব্যাপারে একটু জেনে নিই ।

টেলিপ্যাথি হচ্ছে এক মস্তিস্ক থেকে অন্য মস্তিস্কে কোন মেসেজ প্রেরন করা । অথবা মগজ থেকে মগজে চিন্তা ভাবনার আদান প্রদান করা । ব্যাপারটা যাদের মধ্যে ঘটে তারা এটা সম্পর্কে অবগত থাকতেও পারে । আবার নাও থাকতে পারে । দুজন মানুষ সচেতনভাবে এই মেসেজের আদান প্রদান করতে পারে আবার অবচেতনভাবেও এই আদান প্রদান চলতে পারে ।

বিখ্যাত লেখক মার্ক টোয়েনের জীবনেও এই টেলিপ্যাথির ঘটনা আছে । টয়েনের স্ত্রীর নাম ছিল লিভি । লিভির সাথে টোয়েনের সম্পর্কটা ছিল ভালোবাসায় পরিপূর্ন । মার্ক বলেছেন স্ত্রীর সাথে তার সম্পর্ক এতোটাই গভীর ছিল যে একটা নতুন লাইনের অর্ধেক মার্ক নিজে বলে দিলে তার স্ত্রী একদম ঠিকভাবেই পরের অংশটা বলে দিতেন । মানে হলো মার্ক টোয়েন লেখার সময় নিজের মগজে যে চিন্তাটা করতেন তার স্ত্রী সেটা আগে থেকেই পড়ে নিতে পারতেন ।

স্ত্রীর জন্য যদি কখনো তার অস্থিরতা তৈরি হতো তখন মার্ক বুঝতে পারতেন তার স্ত্রীও তার জন্য অস্থির হয়েছেন । অবাক করা ব্যাপার হচ্ছে এর ঠিক সপ্তাহখানেকের মধ্যেই স্ত্রীর চিঠি পেতেন মার্ক টোয়েন ।

ঘটনা এখানেই শেষ নয় । তিনি অবাক হয়ে খেয়াল করতেন তিনি নিজে যা যা ভেবেছেন তার স্ত্রীও সেই কথাগুলোই চিঠিতে লিখে তাকে পাঠিয়েছেন ।

আজকের দিনে বিজ্ঞান বলছে আমাদের নিউরন অন্য একটা মগজের চিন্তা ভাবনা পড়ে নিতে পারে । ইন্টারনেট নেটওয়ার্কে কম্পিউটার গুলো যেভাবে যুক্ত থাকে ভালোবাসার মানুষগুলোও আমাদের মস্তিস্কের নউরনের সাথে ঠিক সেভাবেই যুক্ত থাকে । তারা একজন আরেকজনের ভাবনা গুলো পড়তে পারে । একজন আরেকজনের বিপদ আঁচ করতে পারে । একে অপরের অনূভূতি গুলো একদম ঠিক ঠাক পড়তে পারে । কোন কিছু না বলেও শুধু চোখের ভাষায় কথা চালিয়ে যেতে পারে ।

এই টেলিপ্যাথিক কমিউনিকেশনের কিছু লক্ষন আছে । যেমন -

১) দুজন মানুষ যখন ভালোবাসার মধ্যে থাকে তখন তারা মুখে কথা না বলেও একজন আরেকজনের অনূভূতি বুঝতে পারে ।

২) একজন আরেকজনের বিপদকে আঁচ করতে পারে । ঠিক যেমন ক্যারোলিন জোসেফের বিপদ আঁচ করতে পেরেছে যদিও তাঁদের মধ্যে কার্যত কোন যোগাযগই ছিল না ।

৩) বেশিরভাগ সময়ে তারা একই সময়ে একই চিন্তা ভাবনা করে । মানে হচ্ছে দুজন দুজনের জন্য একই সময়ে অস্থিরতা অনুভব করে । আপনি না চাইলেও কেউ যদি আপনার মনের মধ্যে ঢুকে যায় তাহলে বুঝবেন সেই সময়টা আপনাদের মধ্যে মেসেজের আদান প্রদান হচ্ছে । মনে মনে আপনি ওপাশের মানুষটা সম্পর্কে যা ভাবছেন তিনি ঠিক তাই ভাবছেন ।

৪) মুখে বলতে পারছেন না । কাউকে বুঝাতে পারছেন না । কিন্তু ঠিকই সেই স্পেশাল মানুষটা আপনার মগজের দরজায় হানা দিচ্ছে । মানে হচ্ছে তিনি এখন আপনার কথাই ভাবছেন । এবং সত্যিকার ভাবেই আপনার নিউরন তার দেয়া মেসেজগুলো সানন্দে গ্রহন করছে ।

৫) আপনার মাথায় তার কন্ঠটা বাজছে । আপনি নিজে থেকেই তার কথা ভাবছেন । এর মানে হলো আপনাদের মধ্যে ঠিক সেই সময়ে মেসেজের আদান প্রদান হচ্ছে । আপনি তাকে যা পাঠাচ্ছেন তিনিও তার উত্তর দিচ্ছেন । সেই কথাগুলোই আপনার মগজে বেজে চলেছে ।

৬) আচমকা কোন কারন ছাড়াই মন অস্থির হয়ে যাচ্ছে । কারো সাথে মন খুলে কথা বলেও অস্থিরতা যাচ্ছে না । এর মানে হলো ওপাশের মানুষটাও আপনার জন্য ঠিক সেই সময়েই অস্থির হয়েছে ।

শুধু যে কাপলদের মধ্যেই টেলিপ্যাথি থাকবে সেটা নয় । মায়ের সাথে ছেলের অথবা বাপের সাথে মেয়ের কিংবা দুজন ঘনিষ্ঠ বন্ধুর মধ্যেও টেলিপ্যাথি থাকতে পারে । এই কারনে দেখা যায় মা সব সময় সন্তানের বিপদ আগে থেকে আঁচ করতে পারে । বাপ তার মেয়ের তার নিরাপত্তার জায়গাটা বোঝে ।

মানুষের সাথে মানুষের সম্পর্কের যে রসায়ন বিধাতা তৈরি করে দিয়েছেন সেটা নিয়েই আজকে এতো এতো পেপার লেখা হচ্ছে । ভবিষ্যতে এই ব্যাপারে আরো তথ্য আমাদের হাতে আসবে । তখন সেগুলো সন্নিবেশিত করে আরো নতুন আর্টিকেল দেয়ার চেষ্টা করবো । সেই পর্যন্ত বিদায় :-)

-Abdur Rahim

13/09/2023

📌প্রশ্ন ১: পেইনকিলার খাওয়ার পর কেনো গ্যাস্ট্রিক এর সমস্যা সৃষ্টি হয়?
📌প্রশ্ন ২: পেইনকিলার এর সাথে কেনো গ্যাস্ট্রিক এর ঔষুধ খেতে হয়?

◾উত্তর : আজ আমরা Anti-inflammatory drug নিয়ে জানার চেষ্টা করি। Anti-inflammatory drug মূলত ২ প্রকার। যেমন
- Steroidal drug
- Non-steroidal Anti-inflammatory drug(NSAIDS) (যেমন- Aspirin)
আমরা সাধারণত OTC drug হিসেবে কিছু NSAIDS খেয়ে থাকি দেহের ছোটখাটো পেইন দূর করার জন্য। কারণ Steroidal drugs অনেক পাওয়ারফুল ড্রাগ যা আমরা ডাক্তার / ফার্মাসিস্ট এর পরামর্শ ছাড়া খেতে পারি না ☺
• চলুন আজ আমরা NSAIDS নিয়ে আলোচনা করি।
♦ COX(cyclooxegenase) pathway আমাদের দেহের জন্য অতীব প্রয়োজনীয় কারণ এর মাধ্যমে বিভিন্ন প্রকারের prostaglandin উৎপন্ন হয়। এই prostaglandin সিগন্যাল হিসেবে কাজ করে এবং দেহের কোনো অংশে ক্ষত, ইনজুরি দেখা দিলে healing process হিসেবে ব্যাথা,জ্বর,প্রদাহ সৃষ্টি করে। অর্থাৎ, দেহে স্বাভাবিক এর তুলনায় তখনই prostaglandin এর পরিমাণ বেশি হবে যখন কোনো ক্ষতের সৃষ্টি হবে। তাই মূলত আমরা ব্যাথা অনুভব করি কিন্তু এই prostaglandin এর জীবনকাল খুবই সংক্ষিপ্ত হয় ☺
♦কিন্তু সমস্যা তখনই দেখা দেয় যখন আমরা ব্যাথা নিবারণের জন্য পেইনকিলার হিসেবে NSAIDS সেবন করি। কারণ NSAIDS মূলত কাজ করে COX-1 এবং COX-2 এর কার্যক্রম বন্ধ করার মাধ্যমে। এবং এরফলে COX pathway সম্পন্ন হতে পারে না আর তাই prostaglandin ও উৎপন্ন হতে পারে না 😥
♦ও ভালো কথা, prostaglandin যে শুধু সিগন্যাল হিসেবেই কাজ করে, তা কিন্তু নয়। বরং prostaglandin এর ভূমিকা আমাদের দেহে অপরিসীম 😇 কারণ আমাদের পাকস্থলীর gastric gland এর parietal cell হতে প্রতিনিয়ত HCl নির্গত হয় যা খাদ্য পরিপাকের জন্য খুব প্রয়োজনীয়।
এখন স্বাভাবিকভাবেই মনে প্রশ্ন জাগতেই পারে "HCl acid নির্গত হওয়ার পরও তো আমরা দিব্যি ভালো আছি। পাকস্থলীর কোনো ক্ষতি কি এতে হচ্ছে না?😱😱" কি? ঠিক বলেছি?😅

♦কি সাংঘাতিক! তারপরও আমরা পাকস্থলীর ভিতরে কেনো অস্বাভাবিকতা পরিলক্ষিত করতে পারি না কেন? → কারণ আমাদের পাকস্থলী Mucus নামক layer দ্বারা আবৃত থাকে যা আমাদের পাকস্থলী কে HCl acid সহ আরো কিছু পরিপাক এনজাইম থেকে রক্ষা করে। 😊
এখন সবাই জেনে সত্যিই অবাক হবেন যে, prostaglandin এর একটি টাইপ ( PGE2)প্রতিনিয়ত তৈরি হয়ে একদিকে gastric acid secretion কমায়,অন্যদিকে gastric mucus secretion বাড়িয়ে দেয়। আর এভাবেই পাকস্থলী কে রক্ষা করে 😊

♦কিন্তু অতিরিক্ত NSAIDS সেবন করার ফলে prostaglandin production কমে যায় এবং side effect হিসেবে অতিরিক্ত Hcl ক্ষরণ হয়ে ulcer এর সৃষ্টি হয়। আর এজন্যই পেটব্যথা অনুভূত হয়। ☹

◾[তাই খালি পেটে কখনোই NSAIDS সেবন করা উচিত নয় এবং অবশ্যই এর সাথে গ্যাস্ট্রিক এর ঔষুধ সেবন করা উচিত।]

Courtesy:নুসাইবা জাহান আপু😍😍

02/09/2023

#জালিম কারারক্ষি”” আমি আপনার নিকট রাসুল (সঃ) এর একটি হাদিস এর ব্যাপারে জানতে চাই.ইবনে হাম্বল”” কোন হা...

চোখে সাইকেলের স্পোক ঢুকে শিশুর মারাত্নক অবস্থা :ঢামেক হাসপাতালের     অবিশ্বাস্য সাফল্য বৃহস্পতিবার রাতে, চোখের দুর্ঘটনা ...
29/08/2023

চোখে সাইকেলের স্পোক ঢুকে শিশুর মারাত্নক অবস্থা :ঢামেক হাসপাতালের অবিশ্বাস্য সাফল্য

বৃহস্পতিবার রাতে, চোখের দুর্ঘটনা নিয়ে ২ বছর বয়সী শিশুকে নিয়ে পরিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল জরুরী বিভাগে আসে।খেলতে খেলতে দুর্ঘটনাবশত বাইসাইকেলের স্পোক অবুঝ শিশুটির ডান চোখে ঢুকে যায়।যেটি প্রায় ১৫ সেমি. লম্বা আর ১.৫ মিমি. চওড়া।
এদিকে রোগীর পরিবার, রোগী সহ শুক্রবার হাসপাতাল থেকে হঠাৎ পালিয়ে যায় ও বিভিন্ন জায়গা ঘুরে আবার সেই রাতেই ঢামেকে এসে ভর্তি করানো হয়।

ঢামেক নিউরোসার্জন(স্নায়ুবিশেষজ্ঞ) অধ্যাপক ফজলে এলাহি মিলাদ এর সহায়তায়, চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক মোশতাক আহমেদ'র নেতৃত্বে একদল চৌকশ তরুণ চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের দল শনিবার সকালে ওপথালমোলজির
(চক্ষুবিদ্যা) অপারেশন থিয়েটারে জটিল এই অস্ত্রোপচার কোন রকম জটিলতা ছাড়াই সম্পন্ন করেন।

অপারেশন পরবর্তী শিশুর জ্ঞানের মাত্রা (জিসিএস)১৫/১৫।
মস্তিষ্ক এবং চোখের কোন রকম ক্ষতি ছাড়াই অস্ত্রোপচারটি করা সম্ভব হওয়ায়, শিশুটির পরিবার সন্তুষ্টি প্রকাশ করে।

22/08/2023

জলরাশি সাথে আড্ডা

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, রামপাল, বাগেরহাটে প্রথমবারের মত বিষাক্ত সাপ  common krait লোকাল ভাষায় "কাল কেউটে" এর কামড়ে ম...
22/05/2023

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, রামপাল, বাগেরহাটে প্রথমবারের মত বিষাক্ত সাপ common krait লোকাল ভাষায় "কাল কেউটে" এর কামড়ে মৃতপ্রায় রোগকে এন্টিভেনম দেওয়া হয়। গত পরশু দিন রাত ১১ টায় রোগীকে সাপে কাটার অল্প সময়ের মধ্যে আমাদের কাছে আনা হয়, রোগীর semiconscious, mild ptosis, ophthalmoplegia, broken neck sign, dilated pupil, typical fang mark এইসব উপসর্গ পাওয়া যায়, সংবাদ পেয়ে আমাদের UH&FPO সুকান্ত কুমার পাল sir তাৎক্ষনিক চলে আসেন, EMO ছিলেন Dr-Shibananda Majumder দাদা, হাসপাতালের মেডিকেল অফিসার, সিনিয়র স্টাফ নার্স সহ অন্যান্য স্টাফরা উপস্থিত ছিলেন,রোগীর স্বজনদের কাউন্সেলিং করার পর স্যারের নির্দেশে আমরা এন্টিভেনম দেয়া শুরু করি, সাথে inj. Cotson, avil, adrin ও দেয়া হয়, রোগী ১ ঘন্টা পর কিছুটা stable হয়, আলহামদুলিল্লাহ এখন রোগী অনেকটাই সুস্থ, বিশেষ কৃতজ্ঞতা UH&FPO sir, শিবানন্দ দাদা, অন্যান্য মেডিকেল অফিসারসহ হাসপাতালের সকল স্টাফবৃন্দ।

© Dr. Muhaimin Abdullah
MMC : 12-13 session.

22/05/2023

Address

Fulbaria

Website

Alerts

Be the first to know and let us send you an email when Abdur Rahim posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Abdur Rahim:

Share