Miltone Babu

Miltone Babu বাবু

29/06/2025


22/06/2025

চুয়াডাঙ্গায় সুইজারল্যান্ডের ভিউ

22/06/2025
12/06/2025
ঈদ যাত্রা। ঢাকা - পদ্মা সেতু- চুয়াডাঙ্গা
08/06/2025

ঈদ যাত্রা।
ঢাকা - পদ্মা সেতু- চুয়াডাঙ্গা

11/05/2025
একটি গার্মেন্টস (পোশাক) তৈরি করার সম্পূর্ণ কার্যপ্রণালী সাধারণভাবে কয়েকটি ধাপে সম্পন্ন হয়। নিচে ধাপে ধাপে বিস্তারিতভাবে ...
11/05/2025

একটি গার্মেন্টস (পোশাক) তৈরি করার সম্পূর্ণ কার্যপ্রণালী সাধারণভাবে কয়েকটি ধাপে সম্পন্ন হয়। নিচে ধাপে ধাপে বিস্তারিতভাবে আলোচনা করা হলো:
---

১. অর্ডার সংগ্রহ (Order Receiving)

ক্রেতা (Buyer) একটি নির্দিষ্ট ডিজাইন ও কোয়ালিটি অনুযায়ী পোশাক তৈরির অর্ডার দেয়।

টেকনিক্যাল শীট ও স্পেসিফিকেশন পাওয়া যায়।
---

২. স্যাম্পল তৈরি (Sampling)

ডেভেলপমেন্ট স্যাম্পল, ফিট স্যাম্পল, সাইজ স্যাম্পল ইত্যাদি তৈরি করা হয়।

স্যাম্পল ক্রেতার কাছে পাঠানো হয় অনুমোদনের জন্য।
---

৩. কাপড় ও অ্যাকসেসরিজ সংগ্রহ (Fabric & Trims Sourcing)

প্রয়োজনীয় কাপড়, বোতাম, জিপার, লেবেল ইত্যাদি সংগ্রহ করা হয়।

পরীক্ষাগারে (Lab) কাপড়ের গুণগত মান যাচাই করা হয়।
---

৪. কাটিং বিভাগ (Cutting Section)

Fabric Relaxation: কাপড় কিছু সময় ফ্ল্যাট রেখে তার টেনশন মুক্ত করা হয়।

Layering/Spreading: কাপড় লেয়ার আকারে সাজানো হয়।

Marker Making: ডিজাইন অনুযায়ী প্যাটার্ন বসানো হয়।

Cutting: কাপড় কাটা হয়।

Numbering & Bundling: প্রতিটি অংশ নাম্বারিং করে বান্ডেল করা হয়।
---

৫. ছাঁটাই ও ছাঁচ (Pattern & Sewing Preparation)

কাটিং অংশগুলো সেলাইয়ের জন্য প্রস্তুত করা হয়।

ইন্টারফেসিং, ফিউজিং ইত্যাদি করা হয়।
---

৬. সেলাই বিভাগ (Sewing Section)

পোশাকের বিভিন্ন অংশ সেলাই করা হয় লাইন সেটআপ অনুযায়ী।

ইন-লাইন কিউসি (Quality Control) থাকে প্রতিটি স্টেপে।
---

৭. ফিনিশিং (Finishing Section)

Trimming: অতিরিক্ত সুতা কাটা হয়।

Ironing/Pressing: কাপড় আয়রন করা হয়।

Final QC: শেষ গুণগত যাচাই করা হয়।
---

৮. প্যাকিং (Packing Section)

পোশাককে ভাঁজ করে পলিব্যাগে ঢোকানো হয়।

Carton Packing: নির্দিষ্ট সংখ্যায় প্যাক করে শক্ত কাগজের কার্টনে ভরা হয়।
---

৯. শিপমেন্ট (Shipment)

কনটেইনার বা বিমানের মাধ্যমে পণ্য বিদেশে পাঠানো হয়।

ডকুমেন্টেশন, বিল অফ লেডিং, ইনভয়েস ইত্যাদি তৈরি হয়।

---

এই ছিল একটি গার্মেন্টস তৈরি করার পূর্ণাঙ্গ প্রক্রিয়া। প্রতিটি ধাপেই গুণগত মান নিশ্চিত করা গুরুত্বপূর্ণ।

Collected from:
Textile & Garments page

&garments





08/04/2025



Address

Fulbaria

Website

Alerts

Be the first to know and let us send you an email when Miltone Babu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share