People and Power পিপলস এ্যান্ড পাওয়ার

People and Power পিপলস এ্যান্ড পাওয়ার We will always show human rights and struggle to establish it. So সংগ্রামী সাধ

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তায়ালা তাকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন। আমীন।
31/07/2024

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তায়ালা তাকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন। আমীন।

ফিলিস্তিনি নব বধু, উইসাল আল-আশরাম, তার স্বামী আহমেদের জুতা ধরে রেখেছেন। যা তার কাছে তার শেষ অবশিষ্ট সম্বল।  গা_জা যুদ্ধে...
03/03/2024

ফিলিস্তিনি নব বধু, উইসাল আল-আশরাম, তার স্বামী আহমেদের জুতা ধরে রেখেছেন। যা তার কাছে তার শেষ অবশিষ্ট সম্বল। গা_জা যুদ্ধের ছয় মাস আগে তারা বিয়ে করেছিল। 💔

উম্মাহ্ এর একজন দরদী রাহাবারআর্ন্তজাতিক খ্যাতি সম্পন্ন আলেমেদ্বীন আল্লামা লুৎফর রহমান (রহঃ) ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্ল...
03/03/2024

উম্মাহ্ এর একজন দরদী রাহাবার
আর্ন্তজাতিক খ্যাতি সম্পন্ন আলেমেদ্বীন আল্লামা লুৎফর রহমান (রহঃ) ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আল্লাহ ওনাকে জান্নাতের মেহমান হিসাবে কবুল করুণ। আমিন।

ফিলিস্তিনের মানুষদের সমর্থনে নিজের জুতার মধ্যে শান্তির বার্তা লিখে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্ট খেল...
14/01/2024

ফিলিস্তিনের মানুষদের সমর্থনে নিজের জুতার মধ্যে শান্তির বার্তা লিখে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্ট খেলতে চেয়েছিলেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার উসমান খাজা। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বাধায় পার্থ টেস্টে সেটি করতে পারেননি এই অসি ওপেনার। পরে প্রতিবাদের ভিন্ন কৌশল অবলম্বন করে নিজের হাতে কালো আর্মব্রান্ড পরে খেলতে নেমেছেন খাজা।

এতেও আইসিসির মাথাব্যথা। এই কাজে শেষ পর্যন্ত আইন ভঙ্গের অভিযোগে আইসিসির তিরস্কারের শিকার হয়েছিলেন অস্ট্রেলিয়ান ওপেনার।

দ্বিতীয় ম্যাচে মেলবোর্নে আইসিসির নিষেধাজ্ঞার কারণে আর্মব্রান্ড পরতে পারেননি খাজা। কিন্তু নিজের ব্যাটে শান্তির প্রতিক হিসেবে ‘ঘুঘুর মুখে জলপাই পাতা’ নিয়ে খেলতে চেয়েছেন এই অভিজ্ঞ ওপেনার। কিন্তু আইসিসির বাধায় সেটিও করতে পারেননি তিনি। শেষ পর্যন্ত জুতায় নিজের দুই মেয়ে আয়েশা ও আলিশার নাম লিখে খেলতে নেমেছেন খাজা।

আইসিসির শাস্তির হুমকির মুখেও নিজের প্রতিবাদী অবস্থান থেকে সরে আসেননি খাজা। বরং ভিন্ন কৌশলে অন্যায়ের প্রতিবাদ করে গেছেন তিনি। যে কারণে খাজার সাহসের প্রশংসা করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্হনি আলবানেস।

সোমবার ইংরেজি নতুন বছরের প্রথম দিনে খাজার প্রশংসা করে বিবৃতি দেন আলবানেস। তিনি বলেন, ‘আমি খাজাকে তার সাহসের জন্য অভিনন্দন জানাতে চাই। তিনি মানবিক মূল্যবোধের পক্ষে দাঁড়িয়েছেন। তিনি সাহস দেখিয়েছেন। তার এমন কাজে দলের সমর্থন পাওয়াটা একটি দারুণ ব্যাপার।’

খাজার বাল্যকালের বন্ধু ডেভিড ওয়ার্নার সিরিজের শেষ ম্যাচ সিডনি টেস্টের মাধ্যমে এই সংস্করণকে বিদায় জানাবেন। যে কারণে আগামীকাল বুধবার থেকে শুরু হতে যাওয়া ম্যাচটি দুইজনের জন্যই গুরুত্বপূর্ণ ও আবেগের। কারণ এই ম্যাচের পর তাদের দুইজনকে আর একসাথে ব্যাট হাতে খেলার মাঠে দেখা যাবে না। মাঠের সফলতায় একজনকে আরেকজনের সঙ্গে কোলাকুলি কিংবা হ্যান্ডশেক করতে পারবেন না।

দীর্ঘদিন ধরে খাজা ও ওয়ার্নার অস্ট্রেলিয়া দলের টেস্ট ওপেন করেছেন। দুজনের মধ্যে বোঝাপড়াও বেশ ভালো। গতকাল সিডনিতে ম্যাচপূর্ব সম্মেলনে খাজার কথা বলতে এসে আবেগআপ্লুত হয়ে পড়েন ওয়ার্নার।

খাজা সম্পর্কে ওয়ার্নার বলেন, ‘গত দুই বছর ধরে তার দলে ফিরে আসাটা সত্যিই চমৎকার। আমি তার পরিবারকে ভালোভাবেই জানি। আমি সত্যিই তাকে নিয়ে গর্বিত। তাকে সতীর্থ হিসেবে সত্যিই আমি গর্ববোধ করছি।’

জয়ের বড় অবদান রাখেন উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ রিজওয়ান। খেলছেন শতরানের ইনিংস। ‘বিশেষ’ এই শতরান গাজার বাসিন্দাদের প্রতি ...
11/10/2023

জয়ের বড় অবদান রাখেন উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ রিজওয়ান। খেলছেন শতরানের ইনিংস। ‘বিশেষ’ এই শতরান গাজার বাসিন্দাদের প্রতি উৎসর্গ করেছেন এই পাকিস্তানি ক্রিকেটার।
সূত্র: ইত্তেফাক

Address

Fulbaria

Website

Alerts

Be the first to know and let us send you an email when People and Power পিপলস এ্যান্ড পাওয়ার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to People and Power পিপলস এ্যান্ড পাওয়ার:

Share