Beena's Paradise

Beena's Paradise I post delicious recipes on daily basis. I also make different kinds of DIY from used products.

I've received 100 reactions to my posts in the past 30 days. Thanks for your support. 🙏🤗🎉
30/10/2023

I've received 100 reactions to my posts in the past 30 days. Thanks for your support. 🙏🤗🎉

20/10/2023

Happy International Chef Day 2023 to all of my Honourable Chef's & Friends..

 #মানসিক  #ক্ষত :   "মানসিক ক্ষত অনেক সময় শারীরিক ক্ষতের চেয়েও অনেক বেশি ভয়ংকর"।  খুব ছোট্ট এক ছেলে প্রচন্ড রাগী ছিলো...
19/10/2023

#মানসিক #ক্ষত :
"মানসিক ক্ষত অনেক সময় শারীরিক ক্ষতের চেয়েও অনেক বেশি ভয়ংকর"।
খুব ছোট্ট এক ছেলে প্রচন্ড রাগী ছিলো। তার বাবা তাকে একটা পেরেক ভর্তি ব্যাগ দিল এবং বললো যে, যতবার তুমি রেগে যাবে ততবার একটা করে পেরেক আমাদের বাগানের কাঠের বেড়াতে লাগিয়ে আসবে।

প্রথম দিনেই ছেলেটিকে বাগানে গিয়ে ৩৭ টি পেরেক মারতে হলো,
এবং পরের কয়েক সপ্তাহে ছেলেটি তার রাগকে কিছুটা নিয়ন্ত্রনে আনতে পারলো।
এভাবেই প্রতিদিন কাঠে নতুন পেরেকের সংখ্যাও ধীরে ধীরে কমে এলো।

ছেলেটি বুঝতে পারলো হাতুড়ী দিয়ে কাঠের বেড়ায় পেরেক বসানোর চেয়ে তার রাগকে নিয়ন্ত্রন করা অনেক বেশি সহজ।
শেষ পর্যন্ত সেই দিনটি এলো যেদিন তাকে একটি পেরেকও মারতে হলো না।

সে তার বাবাকে এই কথা জানালো। তারা বাবা তাকে বললো, এখন তুমি যেসব দিনে তোমার রাগকে পুরোপুরি নিয়ন্ত্রন করতে পারবে সেসব দিনে ওখান থেকে একটি করে পেরেক খুলে ফেলো।

এভাবে অনেক দিন চলে গেল এবং ছেলেটি একদিন তার বাবাকে জানালো যে, সবগুলো পেরেক ই সে খুলে ফেলতে সক্ষম হয়েছে।
তার বাবা এবার তাকে নিয়ে বাগানে গেল এবং কাঠের বেড়াটি দেখিয়ে বললো,
"তুমি খুব ভালভাবে তোমার কাজ সম্পন্ন করেছো, এখন তুমি তোমার রাগকে নিয়ন্ত্রন করতে পারো
কিন্তু দেখো, প্রতিটা কাঠে পেরেকের গর্তগুলো এখনো রয়ে গিয়েছে। কাঠের বেড়াটি কখনো আগের অবস্থায় ফিরে যাবে না।
যখন তুমি কাউকে রেগে গিয়ে কিছু বলো তখন তার মনে ঠিক এমন একটা 'আচড়' পরে যায়। তাই নিজের রাগকে নিয়ন্ত্রন করতে শেখো"।

মন্তব্য :“মানসিক ক্ষত অনেক সময় শারীরিক ক্ষতের চেয়েও অনেক বেশি ভয়ংকর"।

 #ভালবাসার  #মর্মকথা   "যেখানেই ভালবাসা থাকে,সেখানেই সম্পদ ও     সাফল্যও থাকে"।এক মহিলা তার বাড়ি থেকে বেরিয়ে দেখলো উঠা...
18/10/2023

#ভালবাসার #মর্মকথা
"যেখানেই ভালবাসা থাকে,সেখানেই সম্পদ ও সাফল্যও থাকে"।
এক মহিলা তার বাড়ি থেকে বেরিয়ে দেখলো উঠানের সামনে তিনজন বৃদ্ধ ব্যক্তি বসে আছেন। তিনি তাদের কাউকেই চিনতে পারলেন না। তাই বললেন, আমি আপনাদের কাউকেই চিনতে পারলাম না, কিন্তু আপনারা হয়তো ক্ষুধার্ত। আপনারা ভেতরে আসুন,আমি আপনাদের খাওয়ার ব্যবস্থা করছি ।

‌ তারা জিজ্ঞেস করলেন, বাড়ির কর্তা কি আছেন? মহিলা বললেন, না। তিনি বাইরে গেছেন ।
ও তাহলে তো আমরা আসতে পারবো না।

সন্ধ্যায় যখন বাড়ির কর্তা ঘরে ফিরে সব শুনলেন তখন তিনি বললেন, যাও তাদের বলো যে আমি ফিরেছি এবং তাদের ঘরে আসার জন্যে অভ্যর্থনা জানাচ্ছি।
মহিলা বাইরে গেলেন এবং তাদের ভেতরে আসতে বললেন।
কিন্তু তারা বললো, ‘আমরা এভাবে যেতে পারি না।’ মহিলা জিজ্ঞেস করলেন,’ কিন্তু কেন? আবার কি সমস্যা?
বৃদ্ধ লোকেদের মধ্যে একজন বললেন, আমাদের মধ্যে একজনের নাম "সম্পদ।" আরেকজনের দিকে নির্দেশ করে বললেন, তার নাম "সাফল্য" এবং আমি "ভালবাসা"।
এখন আপনি ভেতরে গিয়ে সিদ্ধান্ত নিন আমাদের কাকে আপনি ভেতরে ঢুকতে দেবেন।

মহিলা যখন ভেতরে গিয়ে সব খুলে বললেন তখন তার স্বামী অত্যন্ত খুশি হয়ে গেলেন এবং বললেন, ‘আসাধারন! চল আমরা সম্পদকে ডাকি, তাহলে আমরা ধনী হয়ে যাব!’ তার বললেন না, নাহ, আমার মনে হয় আমাদের সাফল্যকেই ডাকা উচিত।’
তাদের মেয়ে ঘরের অন্য প্রান্তে বসে সব শুনছিলো।
সে বলে উঠলো, "তোমাদের কি মনে হয় না আমাদের ভালবাসাকেই ডাকা উচিত? তাহলে আমাদের ঘর ভালবাসায় পূর্ন হয়ে উঠবে।"
লোকটি বললো,‘ঠিক আছে আমরা তাহলে আমাদের মেয়ের কথাই শুনবো, তুমি বাইরে যাও এবং ভালবাসাকেই আমাদের অতিথি হিসেবে ডেকে নিয়ে এসো।'

'মহিলাটি বাইরে গেলেন এবং বললেন , আপনাদের মধ্যে ভালবাসা কার নাম? অনুগ্রহ করে তিনি ভেতরে আসুন, আপনিই আমাদের অতিথি।’

"ভালবাসা" নামের বৃদ্ধ উঠে দাড়ালেন এবং ঘরের দিকে আসার জন্য হাঁটতে শুরু করলেন, বাকী দুজনও উঠে দাড়ালেন এবং তাকে অনুসরন করতে লাগলেন।

মহিলাটি এতে ভীষন অবাক হয়ে গেলেন এবং বললেন, ‘আমিতো শুধু ভালবাসা নামের বৃদ্ধকে ভেতরে আসার আমন্ত্রন জানিয়েছি, আপনারাও কেন তার সাথে আসছেন?’

বৃদ্ধ লোকেরা বললো, "আপনি যদি সম্পদ আর সাফল্যকে আমন্ত্রন করতেন তবে আমাদের বাকী দুজন বাইরেই থাকতাম, কিন্তু আপনি যেহেতু ভালবাসাকে আমন্ত্রন জানিয়েছেন, তাই সে যেখানে যাই, আমরা দুইজনও সেখানেই যাই"।।।।

মর্মকথা : যেখানেই ভালবাসা থাকে,সেখানেই সম্পদ ও সাফল্যও থাকে।
#ভালবাসা

আমরা এই পৃথিবীতে এসেছি ,আবার এই পৃথিবীর মায়া ছেড়ে চলে যেতে হবে।তবে আল্লাহসুবহানাল্লাহতায়ালা আমাদের কে কিছু করার জন্য ...
17/10/2023

আমরা এই পৃথিবীতে এসেছি ,
আবার এই পৃথিবীর মায়া ছেড়ে চলে যেতে হবে।
তবে আল্লাহসুবহানাল্লাহতায়ালা আমাদের কে কিছু করার জন্য দুনিয়ায় পাঠিয়েছেন আর সেইটা অবশ্যই ভালো কিছু কাজ, কল্যাণমূলক কাজ।

"জীবন" চলার জন্য আমাদের অনেক পথ রয়েছে,
যারা সঠিক পথে চলেন তারা পার্থিব জীবনে ব্যর্থ হলেও মহান আল্লাহ তাদেরকে পরকালে সফলতা দান করেন।
"জীবন" সবাইকে অসংখ্য সুযোগ দেয়,
যারা সেই অসংখ্য সুযোগ গুলো ব্যবহার করে তারাই মহামানব হয়ে যায়।

এই আমি বা আমরা এত এত অবাধ্যতা সত্ত্বেও আল্লাহ তায়ালা আমাদের প্রতি কত বেশি অনুগ্রহ প্রকাশ করেছেন।
আমি তো অতি সাধারণ একজন মানুষ। তারপরেও আমার প্রভু আমার প্রতি এত এতভাবে রহমত বর্ষণ করেছেন,
এত এতভাবে আমাকে কঠিন কঠিন সব বিপদ থেকে উদ্ধার করেছেন।
তাহলে আমাদের আপনজনদের মধ্যে সবচেয়ে আপন কে?
আর সেই আপনজনকেই আমরা প্রতিনিয়ত অবহেলা করে এসেছি, তাঁরই কথার অবাধ্য হয়েছি।

জীবন মানেই পরীক্ষা....

হতাশার অন্ধাকারে ডুবে থাকা মানুষের মনে একটি প্রশ্নই বারবার ঘুরপাক খায়, কেনো আমাদের সৃষ্টি করা হলো? কেনো পৃথিবীতে এলাম? আমরা কি প্রকৃতির খেলার পুতুল?
এ প্রশ্নের উত্তরে আল্লাহ বলেন,
"যিনি সৃষ্টি করেছেন মৃত্যু ও জীবন, তোমাদেরকে পরীক্ষা করবার জন্য-
কে তোমাদের মধ্যে কর্মে উত্তম? তিনি পরাক্রমশালী, ক্ষমাশীল,

اۨلَّذِىْ خَلَقَ الْمَوْتَ وَالْحَيٰوةَ لِيَبْلُوَكُمْ اَيُّكُمْ اَحْسَنُ عَمَلًا ؕ وَهُوَ الْعَزِيْزُ الْغَفُوْرُۙ

সূরাঃ মুলক, নম্বরঃ ৬৭, আয়াত নম্বরঃ ২

এই আয়াতে আল্লাহ বলেছেন, আমাদের এমনি এমনি দুনিয়ায় পাঠানো হয়নি। আমাদের পাঠানোর কারণ হলো, আমরা কত সুন্দরভাবে আমাদের কাজগুলো সমাপ্ত করতে পারি তা পরীক্ষা করে দেখার জন্য। আমরা যে কাজই করি না কেন, তা অবশ্যই সবচেয়ে সুন্দর উপায়ে, আল্লাহর বলে দেওয়া নিয়মে সমাপ্ত করতে পারলে পরীক্ষায় পাশ করব এবং পুরস্কার হিসেবে অকল্পনীয় সুন্দর জান্নাত আল্লাহ আমাদের দেবেন।

আল্লাহ সবাইকে ভালো কাজের তাওফিক দিন। আমিন।

দুঃখের সাথেই সুখ আছেকখনো কখনো আমাদের মনে হয়, কেনো আল্লাহ মানুষকে কষ্টনির্ভর করে সৃষ্টি করেছেন? কষ্ট না থাকলে জীবনটা কত স...
16/10/2023

দুঃখের সাথেই সুখ আছে

কখনো কখনো আমাদের মনে হয়, কেনো আল্লাহ মানুষকে কষ্টনির্ভর করে সৃষ্টি করেছেন? কষ্ট না থাকলে জীবনটা কত সুন্দর হতো। এমন ভাবনা যে ভুল তা বলা হয়েছে এই দুই আয়াতে-

"কষ্টের সঙ্গেই তো স্বস্তি আছে, অবশ্যই কষ্টের সঙ্গেই স্বস্তি আছে"।

فَإِنَّ مَعَ الْعُسْرِ يُسْرًا - إِنَّ مَعَ الْعُسْرِ يُسْرًا

সূরাঃ ইনশিরাহ, নম্বরঃ ৯৪, আয়াত নম্বরঃ ৫-৬

জীবনের চলার পথে মাঝে মাঝে এমন কিছু মোড় আসে যেখানে ইতিবাচক চিন্তা ধরে রাখা খুবই কষ্টকর বিষয় হয়ে দাঁড়ায়। এর জন্য এমন কিছু ...
09/10/2023

জীবনের চলার পথে মাঝে মাঝে এমন কিছু মোড় আসে যেখানে ইতিবাচক চিন্তা ধরে রাখা খুবই কষ্টকর বিষয় হয়ে দাঁড়ায়। এর জন্য এমন কিছু পদক্ষেপ নিন যাতে ইতিবাচক চিন্তা আপনার চরিত্রের একটি অংশ হয়ে যায়, এতে করে জীবনের চলার পথ অনেক বেশী সহজ হয়ে যাবে।
জীবনে অনেক বাঁধা-বিপত্তি আসে। সেই বাধা বিপত্তি গুলো সব সময় ভালো মনে, মেজাজ ভালো রেখে মোকাবেলা করতে হয়।
আপনার যদি নেতিবাচক মনোভাব থাকে তাহলে যেকোন সমস্যায় আপনার রাগ হবে, মেজাজ খারাপ হবে, মন ভালো থাকবে না।

অপরদিকে আপনি যদি সবসময় ইতিবাচক চিন্তা ধারা অনুসরণ করে থাকেন তাহলে মন প্রফুল্ল রেখেই সকল বাধা বিপত্তি পার করতে পারবেন।
যারা ইতিবাচক চিন্তা ভাবনা করেন তারা কখনো আশাহত হন না। যতই বাধা আসুক তারা নতুন দমে কাজ করতে লেগে যায়।

ইতিবাচক চিন্তার ফলে মানসিক স্ট্রেস অনেক কমে যায়। এতে করে শারীরিক ভাবে এবং মানসিক ভাবে শরীর ভালো থাকে। এতে শরীরে অসুখ-বিসুখ কম হয় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়।
যে কোনো বিপদে পড়ুন না কেনো এই ইতিবাচক মনোভাবের জন্য অদৃশ্য একটি মানসিক শক্তি লাভ করতে পারবেন। এতে করে আপনি সহজে বিপদ মোকাবেলার বিভিন্ন পথ বের করে নিতে পারবেন।

আগের কার দিনে মুরুব্বীরা বলতো বেশী চিন্তা করলে চুল পেকে যায়। আসলেই কিন্ত ,,,,
আপনি যখন অনেক বেশি নেতিবাচক চিন্তা করবেন তখন নিজেকে ধীরে ধীরে অসুস্থ মনে হবে আর এই অসুস্থতার জন্য নিজেকে অনেক বয়স্ক মনে হবে,
মনে হবে শক্তি নেই শরীরে এমন লাগবে।

আর আপনি যখন বেশি বেশি ইতিবাচক চিন্তা করবেন তখন আপনার মাঝে এক ধরনের তারুণ্যতা কাজ করবে।
ইতিবাচক চিন্তা-ভাবনা মানুষের শরীরের স্ট্রেস দূর করে শারীরিক আর মানসিক ভাবে প্রফুল্ল রাখে। এতে করে শরীরে রোগ ব্যাধি কম হওয়ার আশাঙ্কা থাকে।
জীবনকে সুস্থ, সুন্দর করার জন্য ইতিবাচক চিন্তার কোন বিকল্প নেই।
আপনারা সবাই নিজেদের মধ্যে ইতিবাচক মনোভাব ধারণ করুন এবং সুস্থ থাকুন।☺️🥰

Address

Fulbaria

Telephone

+8801757079394

Website

Alerts

Be the first to know and let us send you an email when Beena's Paradise posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Beena's Paradise:

Share