18/08/2024
♨️♨️ সাবধান:
Mpox(Monkeypox)
Envoloped double stranded DNA virus
Genus:Orthopox
Family:Poxviridae
Clade:Clade I, Clade II (২০২২-২০২৩ সালে বৈশ্বিক আউটব্রেক হয় Clade IIb দিয়ে, ২০২২ এর মে মাসে WHO এর তথ্য মতে ১১০ টি দেশে ৮৭,০০০ কেস রিপোর্টেড হয় যার মধ্যে মৃতর সংখ্যা ১১২)
আবিস্কার:১৯৫৮ সালে ডেনমার্কে বানর প্রজাতিতে প্রথম এই ভাইরাসটি পাওয়া যায়।১৯৭০ সালে কন্গোতে ৯ মাস বয়সী বাচ্চাতে প্রথম সনাক্ত হয়।
Incubation period : ভাইরাস শরীরে ঢোকার ৩-১৭ দিনের মধ্যে লক্ষণ প্রকাশ পাবে, ২-৪ সপ্তাহ সেই লক্ষণ স্হায়ী হতে পারে।(CDC, 2024)
Transmission : Close contact, sexual transmission,direct contact, infected bed sheets clothes, transplacental transmission,from infected animals, fomites (WHO, 2023)
লক্ষণ:
macule, papule, vesicular, pustular র্যাশ,
জ্বর, মাংসপেসীতে ব্যাথা, মাথা ব্যাথা, গলা ব্যাথা, লিম্ফনোড swelling ইত্যাদি।
জটিলতা :
# Severe bacterial infection of skin lesions
# Myocarditis (হার্টে প্রদাহ)
# Pneumonia ( নিউমোনিয়া)
# Loss of vision ( অন্ধত্ব)
# Encephalitis ( ব্রেনে প্রদাহ)
# Death (মৃত্যু)
রোগনির্ণয় :
Viral DNA detection from clinical specimen by real-time PCR
প্রতিরোধ :
২০২০ সালে CDC Smallpox vaccine Mpox এর জন্য approved করে।Live attenuated vaccine JYNNEOS(brand name Imvamune, Imvanex) নামে পরিচিত, ২ টি ডোজ ২৮ দিনের ব্যবধানে দেয়া হয়, যদিও Smallpox ভ্যাক্সিন Mpox এ কতটুকু কার্যকারী সেটা আরও রিসার্চ প্রয়োজন।
তবে যেহেতু এটা enveloped ভাইরাস, এবং ফোমাইটস থেকেও ছড়ায় সুতরাং আবারও mask, Hand hygiene এর বিকল্প নাই।
২০২৪ এ ইত্যোমধ্যে WHO বিশ্বব্যাপী ইমার্জেন্সি এলার্ট জারী করেছে, ইত্যোমধ্যে ১৬,০০০ রিপোর্টেড কেস এবং মৃতর সংখ্যা ৫১১ ছাড়িয়েছে।
সুতরাং বলায় যায়, এটা নিয়ে এখনই দ্রুত ব্যবস্থা না দেয়া হলে, আক্রান্ত দেশগুলো লকডাউন না করা হলে পৃথিবী আরেকবার
চোখের সামনে ভয়ংকর অবস্থা দেখতে পারে সন্দেহ নাই।
আল্লাহ এই মহামারীর হাত থেকে আমাদের তথা সমগ্র পৃথিবীকে রক্ষা করুন!