Current world - কারেন্ট ওয়ার্ল্ড

Current world - কারেন্ট ওয়ার্ল্ড দেশ এবং বিশ্বের সব খবর প্রকাশ করব । যে?

01/05/2025

প্রযুক্তি ব্যবহার করে নিজেকে সমৃদ্ধ করতে চাইলে!!

জেনে নিন....

১. ChatGPT – যেকোনো লেখা বা প্রশ্নের উত্তর দিতে পারে।
২. Canva AI – ডিজাইন তৈরি ও কনটেন্ট সাজাতে AI সহায়তা।
৩. Pictory – লেখা থেকে অটো ভিডিও তৈরি করে।
৪. Copy.ai – মার্কেটিং কপিরাইটিং বা ব্লগ লেখে।
৫. Jasper AI – ব্লগ, বিজ্ঞাপন, ইমেইল লেখায় সাহায্য করে।
৬. Grammarly – ইংরেজি লেখার ভুল ধরিয়ে সংশোধন করে।
৭. Quillbot – লেখাকে রি-রাইট বা প্যারাফ্রেজ করে।
৮. Synthesia – AI এভাটার দিয়ে ভিডিও বানায়।
৯. Looka – লোগো ও ব্র্যান্ড ডিজাইন করে।
১০. Remove.bg – ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এক ক্লিকে।
১১. Leonardo AI – কল্পনাশক্তির ইমেজ ডিজাইন করে।
১২. Durable – কয়েক সেকেন্ডে ওয়েবসাইট তৈরি করে।
১৩. SlidesAI – লেখা থেকে অটো স্লাইড প্রেজেন্টেশন বানায়।
১৪. Runway ML – ভিডিও এডিটিং ও AI ভিজ্যুয়াল এফেক্টে সাহায্য করে।
১৫. Tome – স্টোরি-বেইজড প্রেজেন্টেশন তৈরি করে।
১৬. Notion AI – নোট নেয়া, টাস্ক ম্যানেজমেন্ট ও লেখায় সাহায্য করে।
১৭. Krisp – কলের ব্যাকগ্রাউন্ড নোইজ রিমুভ করে।
১৮. Cleanup.pictures – ছবির অবাঞ্চিত জিনিস মুছে ফেলে।
১৯. Replika – AI ভার্চুয়াল বন্ধু বা চ্যাট সঙ্গী।
২০. Soundraw – AI দিয়ে অরিজিনাল মিউজিক তৈরি করে।
২১. Beatoven – ভিডিও/পডকাস্টের জন্য মিউজিক তৈরি করে।
২২. Voicemod – ভয়েস চেঞ্জ বা ভয়েস ইফেক্টে ইউজ হয়।
২৩. Lumen5 – ব্লগ থেকে ভিডিও কনভার্ট করে।
২৪. Descript – ভিডিও এডিট করে টেক্সট দিয়ে।
২৫. Kaiber – AI দিয়ে ভিডিও অ্যানিমেশন বানায়।
২৬. AutoDraw – হ্যান্ড-ড্রয়িংকে পারফেক্ট ডিজাইনে রূপ দেয়।
২৭. ElevenLabs – রিয়েলিস্টিক ভয়েস জেনারেশন করে।
২৮. Heygen – AI স্পোকেন ভিডিও বানায় ফেস ও ভয়েস দিয়ে।
২৯. Writesonic – কনটেন্ট রাইটিং ও কপি তৈরি করে।
৩০. Play.ht – ব্লগ বা লেখাকে ভয়েসে পরিণত করে।
৩১. Papercup – ভিডিওর ভয়েস অন্য ভাষায় ডাব করে।
৩২. AI Dungeon – ইন্টার‍্যাকটিভ গল্প বানায়।
৩৩. TTSMaker – লেখা থেকে স্পিচ জেনারেট করে।
৩৪. Magic Eraser – ছবির অবজেক্ট সরিয়ে ক্লিন ব্যাকগ্রাউন্ড দেয়।
৩৫. Designs.ai – লোগো, ভিডিও, অডিও সব তৈরি করতে পারে।
৩৬. Midjourney – কমান্ড থেকে ইমেজ তৈরি করে।
৩৭. TinyWow – ডকুমেন্ট, ভিডিও, পিডিএফ টুলস ফ্রি অফার করে।
৩৮. ChatPDF – যেকোনো PDF পড়ে আপনাকে সারাংশ দেয়।
৩৯. Scalenut – SEO কনটেন্ট ও ব্লগ প্ল্যান করে।
৪০. INK – SEO, রাইটিং, মার্কেটিং একসাথে করে।
৪১. DeepL – প্রোফেশনাল লেভেলের ট্রান্সলেশন দেয়।
৪২. OpenArt – AI আর্ট ও ইমেজ তৈরি করে।
৪৩. NameSnack – AI দিয়ে বিজনেস নাম সাজেস্ট করে।
৪৪. Tidio – AI চ্যাটবট তৈরি করে ওয়েবসাইটের জন্য।
৪৫. FormX.ai – স্ক্যান করা ডকুমেন্ট থেকে ডেটা এক্সট্রাক্ট করে।
৪৬. Murf.ai – প্রফেশনাল ভয়েসওভার তৈরি করে।
৪৭. Zyro AI Writer – ওয়েবসাইট বা কনটেন্ট লেখায় ব্যবহার হয়।
৪৮. Hugging Face – বিভিন্ন ধরনের NLP ও AI টুলস হোস্ট করে।
৪৯. Adobe Firefly – AI দিয়ে ইমেজ ও ডিজাইন তৈরি করে।
৫০. Illustroke – লেখা থেকে SVG ইলাস্ট্রেশন তৈরি করে।

এই টুলগুলো ব্যবহার করে আপনি আপনার কাজের গতি যেমন বাড়াতে পারবেন, তেমনি সময় এবং খরচও বাঁচাতে পারবেন।

চট্টগ্রাম জেলার ১০৬টি দর্শনীয় স্থানঃ 🔵১. পতেঙ্গা সমুদ্র সৈকত২. ফয়েজ লেক৩. মহামায়া লেক৪. চন্দ্ৰনাথ পাহাড় ও মন্দির৫.  ব...
18/04/2025

চট্টগ্রাম জেলার ১০৬টি দর্শনীয় স্থানঃ 🔵
১. পতেঙ্গা সমুদ্র সৈকত
২. ফয়েজ লেক
৩. মহামায়া লেক
৪. চন্দ্ৰনাথ পাহাড় ও মন্দির
৫. বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত
৬. গুলিয়াখালী সমুদ্র সৈকত
৭. কুমিরা ঘাট
৮. ভাটিয়ারী লেক
৯. বাঁশখালী সমুদ্র সৈকত
১০. সোনাইছড়ি ট্রেইল
১১. সুপ্তধারা ঋণী
১২. নাপিত্তাছড়া ঝর্ণা
১৩. লালদীঘি
১৪. খেজুরতলা বীচ
১৫. আকিলপুর সী-বিচ
১৬. খৈয়াছড়া ঝর্ণা
১৭. ঝরঝরি ঝর্ণা
১৮. কমলদহ ঝর্ণা
১৯. সোনাইছড়া ঝর্ণা
২০. বোয়ালিয়া ঝর্ণা
২১. বাওয়াছড়া লেক
২২. হরিণমারা হাঁটুভাঙ্গা ট্রেইল
২৩. হাজারিখিল অভয়ারণ্য
২৪. বাঁশখালী ইকোপার্ক
২৫. কালুরঘাট ব্রিজ
২৬. চট্টগ্রাম ওয়ার সিমেট্রি
২৭. বেলগাঁও চা বাগান
২৮. সহস্র ধারা ঝর্ণা
২৯. চট্টগ্রাম ডিসি পার্ক
৩০. জাম্বুরী পার্ক
৩১. ডিসি হিল / নজরুল স্কয়ার
৩২. সিআরবি পাহাড়
৩৩. ছাগল কান্দা পাহাড়
৩৪. চেরাগি পাহাড়
৩৫. চট্টগ্রাম চিড়িয়াখানা
৩৬. হযরত বায়েজিদ বোস্তামী (রঃ) মাজার
৩৭. হযরত শাহ আমানত (রঃ) মাজার
৩৮. চালন্দা গিরিপথ
৩৯. বোটানিক্যাল গার্ডেন এবং ইকোপার্ক, সীতাকুণ্ড
৪০. আন্দরকিল্লা শাহী মসজিদ
৪১. জাতিতাত্ত্বিক জাদুঘর
৪২. পারকি সমুদ্র সৈকত
৪৩. শেখ রাসেল এভিয়ারি ইকো পার্ক
৪৪. বুদবুদির ছড়া
৪৫. মুহুরী প্রজেক্ট
৪৬. সন্দ্বীপ
৪৭. কল্পলোক বীচ
৪৮. বাড়বকুণ্ড
৪৯. নেভাল একাডেমি এবং নেভাল এরিয়া
৫০. চেরাগি পাহাড় মোড় (স্মৃতি মিনার)
৫১. কালুরঘাট বেতার
৫২. পার্কির চর
৫৩. বৌদ্ধ তীর্থ স্থান চক্রশালা, পটিয়া
৫৪. বাটালী হিল
৫৫. কর্ণফুলী টি গার্ডেন
৫৬. মিনি বাংলাদেশ এবং স্বাধীনতা কমপ্লেক্সে
৫৭. মহামুনি বৌদ্ধ বিহার
৫৮. রাঙ্গুনিয়া কোদালা চা বাগান
৫৯. বাটারফ্লাই পার্ক
৬০. অভয়মিত্র ঘাট
৬১. ফিশারি ঘাট
৬২. কর্ণফুলী টানেল
৬৩. খানখানাবাদ সমুদ্র সৈকত, বাঁশখালী
৬৪. খিরাম সংরক্ষিত বনাঞ্চল, ফটিকছড়ি
৬৫. লোহাগাড়া বন্যপ্রাণী অভয়ারণ্য
৬৬. চুনতি বন্যপ্রাণ অভয়ারণ্য
৬৭. বারৈয়াঢালা জাতীয় উদ্যান
৬৮. বেলগাঁও চা বাগান, পুকুরিয়া, বাশখালী
৬৯. বিপ্লব উদ্যান, শহর
৭০. খেজুরতলা পর্যটন কেন্দ্র
৭১. বাশখালি চা বাগান
৭২. আশুনিয়া চা বাগান
৭৩. চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
৭৪. ভুজপুর সংরক্ষিত বনাঞ্চল
৭৫. কর্ণফুলী নদী
৭৬. চট্টগ্রাম বন্দর
৭৭. চারুলতা পার্ক, শহর
৭৮. রানী রাসমনি ঘাট
৭৯. হামিদ চর
৮০. আরসি নগর ফিউচার পার্ক
৮১. শেখ রাসেল শিশু পার্ক
৮২. রেলওয়ে জাদুঘর
৮৩. জিয়া স্মৃতি জাদুঘর
৮৪. কর্ণফুলী নতুন ব্রীজ
৮৫. জাতিসংঘ পার্ক
৮৬. ঠাণ্ডাছড়ি পিকনিক স্পট
৮৭. আগ্রাবাদ কর্ণফুলী শিশু পার্ক
৮৮. ভাটিয়ারী গলফ ও কান্ট্রি ক্লাব
৮৯. কালুরঘাট বেতার কেন্দ্র
৯০. কেন্দ্রীয় শহীদ মিনার
৯১. গুপ্ত জমিদার বাড়ি
৯২. চাকমা রাজবাড়ি
৯৩. প্রসন্ন কুমার জমিদার বাড়ি
৯৪. পরৈকোড়া জমিদার বাড়ি
৯৫. ভুজপুর জমিদার বাড়ি
৯৬. সত্য সাহার জমিদার বাড়ি
৯৭. চট্টগ্রাম তোরণ
৯৮. মাইজ ভান্ডার দরবার শরীফ
৯৯. শমসের গাজীর কেল্লা
১০০. আমানত শাহ দরগাহ
১০১. ভুজপুর রাবার ড্যাম
১০২. হারুয়ালছড়ি রাবার ড্যাম
১০৩. দাঁতমারা রাবার বাগান বা সেলফি রোড
১০৪. বাগানবাজার রাবার বাগান
১০৫. হালদা নদী
১০৬. বায়েজিদ লিংক রোড

কতগুলো জায়গা ঘুরে দেখেছেন?

আমরা আশংকা করি যে, বর্তমানে দেশে গরুর মাংসে ভেজাল ঢুকে জাবে। বিশেষ করে শহরে কিছু অ'সাধু ব্যাবসায়ীরা এই ঘোড়ার মাংস গরুর ম...
19/03/2025

আমরা আশংকা করি যে, বর্তমানে দেশে গরুর মাংসে ভেজাল ঢুকে জাবে। বিশেষ করে শহরে কিছু অ'সাধু ব্যাবসায়ীরা এই ঘোড়ার মাংস গরুর মাংসের ভিতর ঢুকিয়ে দেবে।

কারণ ঘোড়ার মাংসের কেজি ২৫০ টাকা।রেস্টুরেন্ট মালিকরা যে কি করবে তা আর বলার অপেক্ষা রাখে না!

খাসির গোস্তর পরিবর্তে কু'ত্তা খাওয়ায় ছিলো,গরুর বদলে ঘোড়া এটা একটা স্বাভাবিক ব্যাপার কারন আমরা বাঙালি সামনে বাজাই তালি পিছনে দেই গা'লি।

কয়েকদিন পর আমার এই পোস্ট মিলিয়ে নিয়েন!

01/03/2025

কোনরূপ যদি কিন্তু কারন ছাড়াই, রমজানে ছোলা মুড়ির সাথে জিলাপি বুন্দিয়ার পক্ষে! ✊

★শিশুদের ওষুধের ডোজ পর্ব৪৩Syp.Xinc(10mg/5ml) বা Xinc sulphate monohydrate(10mg/5ml)অর্থাৎ,5ml বা ১ চামচ সিরাপে থাকে 10mg...
05/12/2024

★শিশুদের ওষুধের ডোজ

পর্ব৪৩

Syp.Xinc(10mg/5ml)

বা Xinc sulphate monohydrate(10mg/5ml)

অর্থাৎ,
5ml বা ১ চামচ সিরাপে থাকে 10mg xinc sulpate monohydrate

4ml সিরাপে থাকে 8mg xinc sulpate monohydrate

3ml সিরাপে থাকে 6mg xinc sulpate monohydrate

2.5ml সিরাপে থাকে 5mg xinc sulpate monohydrate

2ml সিরাপে থাকে 4mg xinc sulpate monohydrate

1ml সিরাপে থাকে 2mg xinc sulpate monohydrate

★ডোজ বা মাত্রা

@1-2mg/kg/dose--- BD বা দুই বার

অর্থাৎ, প্রতি কেজি ওজনের জন্য পাবে 1-2 mg করে একবেলায়।

এখন আমরা, প্রতি কেজি ওজনের জন্য 1mg করে দিয়ে দেখাবো। আপনি চাইলে 1-2mg ব্যবহার করতে পারেন।

*উদাহরণঃমনে করি একটা বাচ্চার ওজন ১০কেজি, তার জন্য ডোজ হবে?

*তার জন্য ডোজ হবে

/kg/dose-- BD

অর্থাৎ,প্রতি কেজি ওজনের জন্য পাবে 1mg করে এক বেলায়

*সুত্রের সাহায্যে ডোজ নির্ণয় করবো

wt×desired dose×ml
____________________
Mg

এখানে,

Wt=বাচ্চার ওজন
desired dose =কত mg পাবে
ml= পরিমাণ
Mg= পাওয়ার
এখন,
wt=10kg
Desired dose =1mg
ml=5ml
Mg=10mg

Wt×desired dose×ml
_____________________
Mg

10kg×1mg×5ml
-------------------------
10mg

50
----
10

=5ml বা ১চামচ

সুতরাং, বাচ্চাটি পাবে ১চামচ করে দিনে দুই বার



*সহজ পদ্ধতিতে
১০ কেজির জন্য পাবে ১চামচ করে দিনে দুইবার

৫ কেজির জন্য পাবে আধা চামচ করে দিনে দুই বার

১৫ কেজির জন্য পাবে দেড় চামচ করে দিনে দুই বার

২০কেজির জন্য পাবে ২চামচ করে দিনে দুই বার

◽কার্যকারিতা

জিংকের ঘাটতি, তীব্র ডায়রিয়া, লিভার সিরোসিস, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য, মুখের রুচি বাড়ানোর জন্য, চুল পড়া, সর্দি প্রতিরোধের চিকিৎসা এবং ইত্যাদি ক্ষেত্রে এটি ব্যবহার করা হয়।

নোটঃএটি বড়দের আরও বিভিন্ন রোগের জন্য ব্যবহার করা হয়।


◽এই পোস্টের উদ্দেশ্যঃ

এই ওষুধটি কার্যকারিতা, পার্শ্বপ্রতিক্রিয়া ইত্যাদি এই ওষুধ সম্পর্কে সব তথ্য তুলে ধরা এই পোস্টের উদ্দেশ্য, এর অর্থ এই নয় যে এটা আপনি নিজে নিজে আপনার বাচ্চাকে সেবন করাবেন, এটা একজন রেজিস্টার্ড চিকিৎসক এর পরামর্শ অনুযায়ী আপনার বাচ্চাকে সেবন করাবেন। কেননা তিনি আপনার বাচ্চার রোগের কারণ বের করে কোন ওষুধটা আপনার বাচ্চার জন্য ভালো হবে এবং কোন মাত্রায় দিলে ভালো কাজ করবে এবং ক্ষতি হবে না তা তিনি সিদ্ধান্ত নিবেন এতে আপনার বাচ্চার জন্য ভালো হবে।

বিঃদ্রঃ টাইপিং জনিত ভুল থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন দয়া করে কপি করবেন না পারলে শিয়ার করুন.

★ওষুধের ডোজপর্ব২৩Syp.Don-A(5mg/5ml)বা Domperidone(5mg/5ml)অর্থাৎ,5ml বা ১ চামচ সিরাপে থাকে 5mg domperidone4ml সিরাপে থাক...
13/11/2024

★ওষুধের ডোজ

পর্ব২৩

Syp.Don-A(5mg/5ml)
বা Domperidone(5mg/5ml)
অর্থাৎ,
5ml বা ১ চামচ সিরাপে থাকে 5mg domperidone

4ml সিরাপে থাকে 4mg domperidone

3ml সিরাপে থাকে 3mg domperidone

2.5ml সিরাপে থাকে 2.5mg domperidone

2ml সিরাপেথাকে 2mg domperidone

1ml সিরাপে থাকে 1mg domperidone

*ডোজ বা মাত্রা
@ 0.2-0.5mg/kg/dose-- TDS বা ৩ বার
অর্থাৎ,
প্রতি কেজি ওজনের জন্য পাবে 0.2-0.5mg করে এক বেলায়।

*আমরা এখন, প্রতি কেজি ওজনের জন্য 0.5mg করে দিয়ে দেখাবো, আপনি চাইলে রোগী এবং রোগের অবস্থা বুঝে 0.2-0.5mg করে দিতে পারেন।

*উদাহরণঃমনে করি একটা বাচ্চার ওজন ১০কেজি তার জন্য ডোজ কেমন হবে?

*তারজন্য ডোজ হবে

@0.5mg/kg/dose-TDS

অর্থাৎ, প্রতি কেজি ওজনের জন্য পাবে 0.5mg করে ১ বেলায়।

*সুত্রের সাহায্যে ডোজ নির্ণয় করবো

wt×desired dose×ml
____________________
Mg

এখানে,

Wt=বাচ্চার ওজন
desired dose =কত mg পাবে
ml= পরিমাণ
Mg= পাওয়ার
এখন,
wt=10kg
Desired dose =0.5mg
ml=5ml
Mg=5mg

Wt×desired dose×ml
_____________________
Mg

10kg×0.5mg×5ml
---------------------------
5mg
25
----
5

=5ml বা ১ চামচ

সুতরাং, বাচ্চাটি পাবে ১ চামচ করে দিনে তিনবার

*মুখস্থ পদ্ধতিতে

১০ কেজি ওজনের জন্য পাবে ১চামচ করে দিনে তিনবার

৫কেজি ওজনের জন্য পাবে আধা চামচ করে দিনে তিনবার

*যদি প্রতি কেজির জন্য 0.25mg করে দেওয়া হয়

১০ কেজি ওজনের জন্য পাবে আধা চামচ করে দিনে তিনবার

বিঃদ্রঃ টাইপিং জনিত ভুল থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন দয়া করে কপি করবেন না পারলে শিয়ার করুন এবং অন্যকে দেখার সুযোগ করে দিন

এই গৃহবধূ নারিকেলের শলা দিয়ে কান চুলকাতে গিয়ে বিপদ ডেকে আনেন! সুচারু নারিকেলের শলা কানের বিতরের চামড়া বেদ করে আটকে যায়। ...
25/08/2024

এই গৃহবধূ নারিকেলের শলা দিয়ে কান চুলকাতে গিয়ে বিপদ ডেকে আনেন! সুচারু নারিকেলের শলা কানের বিতরের চামড়া বেদ করে আটকে যায়। উপজেলা হাসপাতালে নিয়ে আসলে জরুরী ভিত্তিতে ওসমানী হাসপাতালে রেফার্ড করা হয়। অবশেষে আউটডোরের আবাসিক সার্জনের রুমে তার খামখেয়ালীর বিপদ থেকে তাকে মুক্ত করানো হয়।

বিঃ দ্রঃ
মোরগের পাখনা, ম্যাচের কাটি, কচুর ডগা, বাশের ঝিংলা, নারিকেলের শলা, কলমের মুখ, ভাঁজ করা কাগজ এমন কি কটন বাড দিয়েও কান চুলকাবেন না। কান চুলকানে একটা বাজে অভ্যাস। এই অভ্যাসের কারনে অনেকের কানে বিভিন্ন প্রকার চর্মরোগ, ফারানকোলোসিস, কানের চামড়ার প্রদাহসহ এমনকি দূর্ঘটনাবশত কানের পর্দা ফেটে যেতে পারে।

কানের ভিতর কিছুই দেয়ার দরকার নেই। মানবদেহের গঠন অনুসারে কানের ময়লা(ওয়াক্স/খৈড়) এমনি এমনি পরিষ্কার হয়ে যায়।

যদি কানে কিছু দিতেই হয় তাহলে আপনার হাতের কনুই ভাঁজ করলে হাত ও বাহু মিলে যতোটুকু মোটা হবে তার চেয়ে মোটা জিনিস কানে প্রবেশ করুন!

-' কি? এতো মোটা জিনিস কানে ঢুকবে না?' তাহলে কানে কোন কিছুই ঢুকাবেন না! তা না হলে ইএনটি ডাক্তাররা আপনাকে কিন্তু ক্যাচক্যাচ করে দিবে!
কপি: ডা.এম নূরুল ইসলাম

♨️♨️ সাবধান:Mpox(Monkeypox)Envoloped double stranded DNA virusGenus:OrthopoxFamily:PoxviridaeClade:Clade I, Clade II (২০...
18/08/2024

♨️♨️ সাবধান:

Mpox(Monkeypox)
Envoloped double stranded DNA virus
Genus:Orthopox
Family:Poxviridae
Clade:Clade I, Clade II (২০২২-২০২৩ সালে বৈশ্বিক আউটব্রেক হয় Clade IIb দিয়ে, ২০২২ এর মে মাসে WHO এর তথ্য মতে ১১০ টি দেশে ৮৭,০০০ কেস রিপোর্টেড হয় যার মধ্যে মৃতর সংখ্যা ১১২)
আবিস্কার:১৯৫৮ সালে ডেনমার্কে বানর প্রজাতিতে প্রথম এই ভাইরাসটি পাওয়া যায়।১৯৭০ সালে কন্গোতে ৯ মাস বয়সী বাচ্চাতে প্রথম সনাক্ত হয়।
Incubation period : ভাইরাস শরীরে ঢোকার ৩-১৭ দিনের মধ্যে লক্ষণ প্রকাশ পাবে, ২-৪ সপ্তাহ সেই লক্ষণ স্হায়ী হতে পারে।(CDC, 2024)

Transmission : Close contact, sexual transmission,direct contact, infected bed sheets clothes, transplacental transmission,from infected animals, fomites (WHO, 2023)

লক্ষণ:
macule, papule, vesicular, pustular র‍্যাশ,
জ্বর, মাংসপেসীতে ব্যাথা, মাথা ব্যাথা, গলা ব্যাথা, লিম্ফনোড swelling ইত্যাদি।

জটিলতা :
# Severe bacterial infection of skin lesions
# Myocarditis (হার্টে প্রদাহ)
# Pneumonia ( নিউমোনিয়া)
# Loss of vision ( অন্ধত্ব)
# Encephalitis ( ব্রেনে প্রদাহ)
# Death (মৃত্যু)

রোগনির্ণয় :
Viral DNA detection from clinical specimen by real-time PCR

প্রতিরোধ :
২০২০ সালে CDC Smallpox vaccine Mpox এর জন্য approved করে।Live attenuated vaccine JYNNEOS(brand name Imvamune, Imvanex) নামে পরিচিত, ২ টি ডোজ ২৮ দিনের ব্যবধানে দেয়া হয়, যদিও Smallpox ভ্যাক্সিন Mpox এ কতটুকু কার্যকারী সেটা আরও রিসার্চ প্রয়োজন।

তবে যেহেতু এটা enveloped ভাইরাস, এবং ফোমাইটস থেকেও ছড়ায় সুতরাং আবারও mask, Hand hygiene এর বিকল্প নাই।
২০২৪ এ ইত্যোমধ্যে WHO বিশ্বব্যাপী ইমার্জেন্সি এলার্ট জারী করেছে, ইত্যোমধ্যে ১৬,০০০ রিপোর্টেড কেস এবং মৃতর সংখ্যা ৫১১ ছাড়িয়েছে।
সুতরাং বলায় যায়, এটা নিয়ে এখনই দ্রুত ব্যবস্থা না দেয়া হলে, আক্রান্ত দেশগুলো লকডাউন না করা হলে পৃথিবী আরেকবার
চোখের সামনে ভয়ংকর অবস্থা দেখতে পারে সন্দেহ নাই।
আল্লাহ এই মহামারীর হাত থেকে আমাদের তথা সমগ্র পৃথিবীকে রক্ষা করুন!

06/07/2024
"Father Of the Year" যার ছেলে ৩৮ লাখ টাকা দামের ৪টি গরু এবং ১২ লাখ টাকা দামের "সাদেক এ্যাগ্রো" র সেই ভাইরাল খাসি কোরবানি...
20/06/2024

"Father Of the Year"
যার ছেলে ৩৮ লাখ টাকা দামের ৪টি গরু এবং ১২ লাখ টাকা দামের "সাদেক এ্যাগ্রো" র সেই ভাইরাল খাসি কোরবানি দিয়েছেন।
ছেলের আবদার পূরণে সচেষ্ট একজন স্নেহশীল পিতা।
মূল বেতন: ৭৮০০০ টাকা হওয়া সত্ত্বেও কি প্রচন্ড কষ্ট করে সারা জীবনের সঞ্চয় তুলে দিলেন ছেলের হাতে শুধু একদিনের কোরবানির শখ পূরণের জন্য। 🤪
এদিকে ছেলের দেড় কোটি টাকা দামের ল্যান্ড ক্রুজার, ১ টি এলিয়েন, ১টি টয়োটার আরও দামী গাড়ি কিনে দিয়েছেন এই পরিশ্রমী বাবা!

• সম্প্রতী রাসেল ভাইপার সাপের জেলাভিত্তিক বিস্তার :• বিভিন্ন অঞ্চলে এই সাপ ক্রমাগত ছড়িয়ে পরছে এবং দ্রুত বংশ বিস্তার করছে...
19/06/2024

• সম্প্রতী রাসেল ভাইপার সাপের জেলাভিত্তিক বিস্তার :
• বিভিন্ন অঞ্চলে এই সাপ ক্রমাগত ছড়িয়ে পরছে এবং দ্রুত বংশ বিস্তার করছে। এখন নতুন পানির আগমনের ফলে নদী তীরে ভ্রমন পিপাসু দর্শনার্থীর আনাগোনা বেশি হবে।

• নদী তীরবর্তী ফসলী জমি ও চরাঞ্চলে এই সাপের অস্তিত্বের সম্ভাবনা সবচেয়ে বেশি। রাত বিরাতে চলাচলের সময় কিংবা ক্ষেতখামারে কাজ করার সময় সকলকে সতর্ক থাকার জন্য বিশেষ অনুরোধ করা যাচ্ছে।

• যে কোন সাপের কামড়ে কেউ আক্রান্ত হলে কোন ঝাড়ফুঁক ওঝা বৈদ্যর কাছে না গিয়ে আক্রান্ত ব্যাক্তিকে দ্রুতই হাসপাতাল নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করা হলো।

শেয়ার করে নিজের টাইমলাইনে রেখে দিতে পারেন..কোথায় কীভাবে পাবেন জমির এই গুরুত্বপূর্ণ ডকুমেন্টস?➥১. পর্চা বা খতিয়ান। ➥২. দ...
01/06/2024

শেয়ার করে নিজের টাইমলাইনে রেখে দিতে পারেন..

কোথায় কীভাবে পাবেন জমির এই গুরুত্বপূর্ণ ডকুমেন্টস?
➥১. পর্চা বা খতিয়ান।
➥২. দলিল।
➥৩. ম্যাপ বা নকশা।

এই ডকুমেন্টগুলো ছাড়া আপনি জমি বিক্রয় বা হস্তান্তর করতে পারবেন না। ব্যাংক লোন নিতেও নানান সমস্যা হয়।
তাই জমির খতিয়ান, দলিল সহ সকল কাগজপত্র সংগ্রহে রাখার জন্য সরকারি নানান দপ্তর রয়েছে, যারা ভূমি সংক্রান্ত কাগজপত্র সংগ্রহ করে রাখে। এখন আপনার কাজ হলো ঐ সকল দপ্তরগুলো কে নিশ্চিত করে তাদের কাছ থেকে কাগজপত্র গুলো সংগ্রহ করা।

কোথায়, কীভাবে এবং কত সময়ের মধ্যে আপনি জমির খতিয়ান, দলিল ও নকশা সংগ্রহ করতে পারবেন তা নিচে বিস্তারিত আলোচনা করা হলোঃ
➥প্রথমত,আপনার জমির খতিয়ান বা পর্চা কোথায় পাবেন.?
জমির পর্চা বা খতিয়ান মূলত চারটি অফিসে পাবেন-
১/ইউনিয়ন ভূমি অফিস।
২/উপজেলা ভূমি অফিস।
৩/জেলা ডিসি অফিস।
৪/সেটেলমেন্ট অফিস।

➤ইউনিয়ন ভূমি অফিস বা তহশিল অফিসঃ
ইউনিয়ন ভূমি অফিসে যদিও খতিয়ান বা পর্চার বালাম বহি থাকে কিন্তু আপনি এই অফিসে হতে খতিয়ানের কপি নিতে পারবেন না। ইউনিয়ন ভূমি অফিস হতে শুধু খসড়া খতিয়ান নিতে পারবেন যেটা আইনত কোন মূল্য নেই তারপরেও এই অফিসটি গুরুত্বপূর্ণ কারণ আপনার জমির খতিয়ান নাম্বার জানা না থাকলে এই অফিস থেকে জেনে নিতে পারবেন। এছাড়া জমির খাজনা বা ভূমি উন্নয়ন কর এই অফিসে দিতে হয়।

➤উপজেলা ভূমি অফিসঃ
যদিও উপজেলা ভূমি অফিসের মূল কাজ নামজারী বা খারিজ বা মিউটেশন করা তবে খসড়া খতিয়ান তুলতে পারবেন। এই অফিস হতেও খতিয়ানের সার্টিফাইড পর্চা বা কোর্ট পর্চা তুলতে পারবেন না।

➤জেলা ডিসি অফিসঃ
এই অফিস হতে পর্চা বা খতিয়ানের সার্টিফাইড কপি সংরক্ষণ করতে পারবেন। এই অফিসের খতিয়ান এর গুরুত্ব সর্বাধিক। সব জায়গায় এই অফিসের খতিয়ান এর গুরুত্ব রয়েছে।

➤সেটেলমেন্ট অফিস
শুধুমাত্র নতুন রেকর্ড বা জরিপের পর্চা / খতিয়ান এই অফিস হতে সংগ্রহ করা যাবে।
পাশাপাশি নতুন রেকর্ড এর ম্যাপ ও সংগ্রহ করা যায়।

❖প্রশ্নঃ খতিয়ান তুলতে কত টাকা লাগবে.?
উত্তরঃ সি এস, এস এ, আর এস, এর জন্য কত টাকা দিতে হবে তা নির্ভর করে ঐ স্থানের সিন্ডিকেটের উপর। তবে সিটি জরিপের জন্য ১০০ টাকা খরচ হবে। বর্তমানে অনলাইনে আবেদনের মাধ্যমে ১০০ টাকার বিনিময়ে অনলাইন কপি ও সার্টিফাইড কপি পেতে পারেন।

➥দ্বিতীয়ত, আপনার জমির দলিল বা বায়া দলিল কোথায় পাবেন?
দলিলের সার্টিফাইড কপি বা অবিকল নকল মূলত দুটি অফিস হতে সংগ্রহ করা যায়-
১/উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস।
২/জেলা রেজিস্ট্রি বা সদর রেকর্ড রুম অফিস।

➤উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসঃ
যেখানে নতুন দলিল রেজিস্ট্রেশন করা হয় এই অফিস হতে নতুন দলিলের নকল ও মূল দলিল পাওয়া যায়। কিন্তু পুরাতন দলিল বা বায়া দলিল এই অফিসে পাওয়া যায় না।

➤জেলা রেজিস্ট্রি অফিস বা সদর রেকর্ড রুমঃ
এই অফিসে নতুন বা পুরাতন দলিলের সার্টিফাইড কপি বা নকল পাওয়া যায়।

❖ প্রশ্নঃ দলিল তুলতে কত টাকা খরচ হয়.?
উত্তরঃ সরকারি খরচ যদিও সামান্য কিন্তু নকলের খরচ নির্ভর করে ঐ স্থানের সিন্ডিকেটের উপর।

➥ আপনার জমির মৌজা ম্যাপ বা নকশা কোথায় পাবেন?
সাধারণত ম্যাপ বা নকশা দুইটি অফিসে পাবেন-
১/জেলা ডিসি অফিস
২/ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর (DLRS), ঢাকা।

➤জেলা ডিসি অফিসঃ
এই অফিস হতে সিএস, এসএ, আরএস, বিএস যেকোনো মৌজা ম্যাপ সংগ্রহ করা যাবে।
সংগ্রহ করতে যা লাগবে আবেদন ফরম +২০ টাকার কোর্ট ফি এবং ৫০০ টাকা নগদ জমা বাবদ বা ডি.সি.আর বাবদ। অর্থাৎ ৫৩০ টাকায় মৌজা ম্যাপ তুলতে পারবেন।

➤ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর, (তেজগাঁও সাতরাস্তার মোড়), ঢাকাঃ
সারা বাংলাদেশের যে কোনো মৌজা ম্যাপ সিএস, এসএ, আরএস, বিএস, জেলা ম্যাপ, বাংলাদেশ ম্যাপ উক্ত অফিস হতে তুলতে পারবেন।
এই অফিসের ম্যাপের গ্রহণযোগ্যতা ও অনেক বেশি। সারা বাংলাদেশের যে কোন ম্যাপ এই অফিসে পাওয়া যায়। ম্যাপ তুলতে খরচ আবেদন ফরম + কোর্ট ফি + ডি.সি.আর মোট= ৫৫০/= টাকা মাত্র। বর্তমানে অনলাইনে আবেদন করে ডাক সেবার মাধ্যমে ডাক মাশুল সহ ৬৩০ টাকায় ম্যাপ পাওয়া যায়।

❖প্রশ্নঃ ম্যপ তুলতে কতদিন সময় লাগে?
উত্তরঃ ম্যানুয়ালি আবেদন করার দিন হতে, ৫-৮ কার্য দিবসের ভিতরে ম্যাপ পাবেন।

শেয়ার করে নিজের টাইমলাইনে রেখে দিন ও অন্যকে দেখার সুযোগ করে দিন।

Address

Fulbaria

Website

Alerts

Be the first to know and let us send you an email when Current world - কারেন্ট ওয়ার্ল্ড posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category