Love for "ALLAH"

Love for "ALLAH" ❤️"লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ (সাঃ) 🖤

21/05/2025

অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার না হলে, আল্লাহর পাকড়াও থেকে রেহাই নেই।

20/03/2025

মাসজিদ আল-হারামের ইমাম শাইখ আব্দুর রহমান আল রমজানের শেষ দশ দিনের জন্য চমৎকার এক আমলের ফর্মুলা দিয়েছেন।

১. প্রতিদিন এক দিরহাম (এক টাকা) দান করুন, যদি দিনটি লাইলাতুল ক্বদরের মাঝে পড়ে, তবে আপনি ৮৪ বছর বা ১০০০ মাস পর্যন্ত প্রতিদিন এক টাকা দান করার সাওয়াব পাবেন।

২. প্রতিদিন দুই রাকা'আত নফল সালাত আদায় করুন, যদি দিনটি লাইলাতুল ক্বদরের মাঝে পড়ে, তবে আপনি ৮৪ বছর পর্যন্ত প্রতিদিন দুই রাকা'আত নফল সালাত আদায় করার সাওয়াব পাবেন।

৩. প্রতিদিন তিনবার সূরা ইখলাস পাঠ করুন, যদি দিনটি লাইলাতুল ক্বদরের মাঝে পড়ে, তবে আপনি ৮৪ বছর পর্যন্ত প্রতিদিন এক খতম ক্বুর'আন পাঠের সাওয়াব পাবেন।

তিনি আরো বলেন, এ কথাগুলো মানুষের মাঝে ছড়িয়ে দিন, যারা আপনার এ কথা শুনে আমল করবে, আপনিও তাদের আমলের সমপরিমাণ সাওয়াব পাবেন ইনশাআল্লাহ্। কারণ রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, "ভালো কাজের পথপ্রদর্শনকারী আমলকারীর সমপরিমাণ সাওয়াব পাবে, কিন্তু আমলকারীর সাওয়াবে কোনো ঘাটতি হবে না।" (মুসলিম, ২৬৭৪)

আল্লাহ্ সবাইকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন। আমিন।

(সংগৃহীত)

05/02/2025
❤️
04/06/2024

❤️

৮ জুন থেকে ১৬জুন ইনশাআল্লাহ...এই ১০ দিন একটা মুহুর্তও অবহেলা করে কাটাবেন না। যার যা চাওয়ার চেয়ে নিন। ❤️🔴 জিলহজ্জ মাসের প...
04/06/2024

৮ জুন থেকে ১৬জুন ইনশাআল্লাহ...এই ১০ দিন একটা মুহুর্তও অবহেলা করে কাটাবেন না। যার যা চাওয়ার চেয়ে নিন। ❤️

🔴 জিলহজ্জ মাসের প্রথম ১০ দিনের আমলঃ

১.অধিক পরিমাণে তাকবির পড়া।
২. ৯ দিন রোজা (না পারলে অন্তত শেষের ২ দিন)।
৩. আওয়াল ওয়াক্তে ৫ ওয়াক্ত নামাজ।
৪. প্রতিদিন কমপক্ষে ২ রাকাআত তাহাজ্জুদ।
৫. ইশরাক, চাশত, সালাতুদ দুহার নামাজ আদায় করা।
৬. সামর্থ্য অনুযায়ী গোপনে দান সাদাকা।
৭. যথাসম্ভব নফল নামাজ পড়া।
৮. কমপক্ষে ১ পারা কুরআন তেলাওয়াত।
৯.অনবরত জিকির ইস্তেগফার ,তাসবীহ ,তাহলীল,দুরুদ পড়া।
১০. অধিক পরিমাণে তওবা করা।
১১. অধিক পরিমাণে জিকির করা (সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ্,লা ইলাহা ইল্লালাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লহ, আল্লাহুম্মাগফিরলি, সুবহানাল্লাহি ওয়াবিহামদিহি সুবহানাল্লাহিল আজিম)।
১২. সুরা বাকারার শেষ ২আয়াত পাঠ করা রাতে ঘুমানোর আগে।
১৩. সুন্নাহ অনুযায়ী সব কাজ করা।

__আলহামদুলিল্লাহ..!! ❤️

Address

Dhaka

Telephone

01677101199

Website

Alerts

Be the first to know and let us send you an email when Love for "ALLAH" posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share