Ayman Sadiq & Munzereen Shahid Fan Club

Ayman Sadiq & Munzereen Shahid Fan Club Promoting Learning & Education | Fan Page

আপনি কি মধ্যবিত্ত জীবনের ট্র্যাপে আটকা পড়েছেন?একটা সময় ছিলো, যখন ভালোভাবে পড়াশোনা করে একটা চাকরি পাওয়া ছিলো বাঁচার সবচেয়...
08/08/2025

আপনি কি মধ্যবিত্ত জীবনের ট্র্যাপে আটকা পড়েছেন?

একটা সময় ছিলো, যখন ভালোভাবে পড়াশোনা করে একটা চাকরি পাওয়া ছিলো বাঁচার সবচেয়ে নিরাপদ রাস্তা।

মধ্যবিত্ত ঘরের ছেলেমেয়েরা সেই নিরাপদ ছকেই জীবন সাজাতো- ভালো রেজাল্ট, ঘুষ দেয়ার সামর্থ্য থাকলে সরকারি বা প্রাইভেট চাকরি, তারপর সংসার।

কিন্তু সময় বদলেছে।

এই ২০২৫ সালে এসে ২৫ হাজার টাকা বেতনের চাকরি দিয়ে কি আর কিছু চলে?

নাকি টিকে থাকাটাই এখন সবচেয়ে বড় যুদ্ধ?

মধ্যবিত্ত ট্র্যাপটা আসলে কী?

এটা একটা মানসিক ফাঁদ।
আপনি যা ভাবেন, আশেপাশের সব মানুষও ঠিক তাই ভাবে।
সবাই একই ছকে চলে।
নতুন কিছু ভাবার, করার সাহসটাই যেন কোথায় হারিয়ে গেছে।

আপনি ভাবেন…
চাকরি পেলেই সব ঠিক হয়ে যাবে।
বাড়ি গড়বো, একটা মোটামুটি গাড়ি কিনবো, বাচ্চাদের পড়াবো।

এটাই কি স্বপ্ন? তাও আবার এভারেজ চাকরি করে?

এই যে একই চিন্তার পুনরাবৃত্তি, এই একই লাইফস্টাইলের স্বপ্ন এটাই হচ্ছে মধ্যবিত্ত ট্র্যাপ।

চিন্তা করেন ধনী লোকেরা কীভাবে ভাবে?

একজন সফল ধনী মানুষ জীবনকে দেখে অনেক ভিন্নভাবে।

সে ভাবে- কীভাবে আমি গড়ে তুলবো এমন কিছু, যা আমাকে ১০ জনের চেয়ে আলাদা করে তুলবে?

সে ভাবেনা শুধু চাকরির কথা।
সে ভাবে- স্কিল, ইনভেস্টমেন্ট, সুযোগ, গেমপ্ল্যান।

সে আয়ের পথ খোঁজে, চাকরির নিশ্চয়তা নয়।

একটি বাস্তব ঘটনা বলতেছি…

কিছুদিন আগে এক ডাক্তারের কাছে গিয়েছিলাম।
সিরিয়াল ছিলো ৩৩ নম্বর। আমার পরেও প্রায় ১০-১২ জন।

ভিজিট ১২০০ টাকা।

ধরি দিনে ৫০ জন রোগী।
মানে প্রতিদিন ইনকাম ৬০,০০০ টাকা।

তার একদিনের ইনকাম,
অনেক মধ্যবিত্তের পুরো মাসের বেতন।

প্রশ্ন হচ্ছে…
এই ডাক্তার কীভাবে এই পর্যায়ে পৌঁছালেন?

আমি মানুষের সেবা করবো- এটাই কি ছিলো তার মূল লক্ষ্য?

না, মূল লক্ষ্য ছিলো উন্নতি।
কী করলে নিজেকে এগিয়ে রাখা যাবে?
কী করলে আয় বাড়বে?
সেই চিন্তা থেকে পরিশ্রম করেছে, ডিগ্রি নিয়েছে, স্কিল শিখেছে।

তিনি নিজেকে বানিয়েছেন হাই-ভ্যালু মানুষ।

আপনি কীভাবে বের হবেন এই ট্র্যাপ থেকে?

মধ্যবিত্ত জীবনের ছকে আর চললে চলবে না। ভিশন পরিষ্কার করতে হবে।

- আপনি ১০ বছর পর কোথায় থাকতে চান?
- কত ইনকাম করতে চান?
- কী ধরনের জীবন চান?

এই উত্তরগুলো না থাকলে আপনি অন্যের ছকে চলতে থাকবেন।

আর যদি উত্তর থাকে, তাহলে এখনই মিশনে নামুন।
- স্কিল শেখেন
- ইনভেস্ট করতে শিখুন
- নিজের সময়টাকে মূল্য দিন
- যে পেশা আপনাকে হাই ইনকাম দেবে, সেটার দিকে এগিয়ে যান

মনে রাখবেন…

আপনি যদি নিজেকে বদলাতে না পারেন, জীবন আপনাকে বদলে দেবে।

আর যে কেবল স্রোতে ভাসতে চায়- তার পরিণতি হয় করুণ।

তাই সিদ্ধান্ত এখনই নিতে হবে।

আপনি কি এক জীবনে শুধু বেতন নিয়েই বাঁচবেন,
নাকি অর্থনৈতিক স্বাধীনতার পথে হাঁটবেন?

মধ্যবিত্ত ট্র্যাপ থেকে বের হওয়া যায়।

শুধু দরকার একটু আলাদা করে ভাবা।

অল দ‍্যা বেস্ট।

জীবনের সবচেয়ে বড়ো এচিভমেন্ট কি জানেন? ক্যারিয়ার? জব? প্রচুর পড়াশোনা আর অধ্যাবসায় শেষে সফলতা? উঁহু। যারা সোনার হরিণ ধরে ফ...
08/08/2025

জীবনের সবচেয়ে বড়ো এচিভমেন্ট কি জানেন? ক্যারিয়ার? জব? প্রচুর পড়াশোনা আর অধ্যাবসায় শেষে সফলতা? উঁহু। যারা সোনার হরিণ ধরে ফেলতে পেরেছেন, তাদের অভিনন্দন জানাই, তবে এগুলো না।

IELTS Self Study - Bangladesh

ভালো পরিবার? বিশ্বস্ত বন্ধু? আস্থাশীল পার্টনার? না, তাও না।

নিজের পছন্দমতো লাইফস্টাইল লিড করতে পারা? এটা অনেকটাই কাছাকাছি, তবে সবচেয়ে বড়ো এচিভমেন্ট না।

আমি মনে করি, জীবনের সবচেয়ে বড়ো এচিভমেন্ট হলো যে কোনো পরিস্থিতিতে নিজেকে ভালো রাখতে জানা, নিজের প্রতি খুব যত্নশীল হওয়ার মতো স্পিরিট নিয়ে বেঁচে থাকা। যেদিন থেকে আপনি শিখে যাবেন -ধরাধামে টিকে থাকতে, শান্তির সাথে সারভাইভ করতে, মন ভালো রাখতে, দিনগুলো আরো বেশি আলোকিত করতে -কারো ওপর নির্ভর করতে হয় না, সেদিন থেকেই আপনি সবচেয়ে সুখী মানুষ, আসলে। 🙂

আমরা যারা ইংরেজিতে কাচাঁ

খুব প্রিয়জন, গুড প্রোভাইডার, গুড উইশারস আছে জেনেও কারো দয়া, আস্থা, সাহায্য, বা কথার ওপর যদি আপনার ভালো থাকা নির্ভর না করে। পরিস্থিতি যাই হোক না কেন যেকোনো ভাবেই যদি আপনি সিরাতুল মুস্তাকিমের পথে নিজেকে সরিয়ে আনতে জানেন। যত্ন এবং সম্মানের সাথে নিজেকে টেইক কেয়ার করার মতো কনফিডেন্স রাখেন। আপনি সফল। 🌸

মাঝেমধ্যে জীবন হয়ে যায় পকেটে রাখা ইয়ারফোনের কর্ড। গুছিয়ে রাখলেও বের করার পর দেখবেন কেমন যেন পেঁচিয়ে গিট্টু লেগে বসে আছে! প্রতিবার এই গিট্টু খুলতে গিয়ে যেদিন থেকে হাসতে পারবেন, দুনিয়ার আর কেউ না জানুক, শুধু আপনি জানবেন যে আপনি সফল। 🫶

বিপদ, মন্দ দিন, মন খারাপ… সবই মিলিয়ে দিতে জানেন যে সকালের শিশিরের মতো। এটাচমেন্ট ডিটাচমেন্টের খুব পাতলা একটা লেয়ার যে বা যারা রাখতে পারেন। পাখির ডানায়, ঝরে পড়া বকুলে, গোধূলির আলোয়, ছোট্ট ঘাসফুলের দোলায়, গরম ভাতের গন্ধে যে ব্লেসিং খুঁজে নিতে শিখেছেন, তাঁর চেয়ে বড়ো এচিভার আর কে আছেন ?

07/08/2025

Can someone send me a Facebook STAR? 🙏

গুরুত্বপূর্ণ শব্দঃ 🔴 (51st BCS) Rejuvenate (রিজুভিনেট) – পুনরুজ্জীবিত করা🔴 (50th BCS) Concede (কনসিড) – স্বীকার করা🔴 (49...
06/08/2025

গুরুত্বপূর্ণ শব্দঃ

🔴 (51st BCS) Rejuvenate (রিজুভিনেট) – পুনরুজ্জীবিত করা
🔴 (50th BCS) Concede (কনসিড) – স্বীকার করা
🔴 (49th BCS) Subtle (সাব্‌টল) – সূক্ষ্ম / কৌশলী
🔴 (48th BCS) Meticulous (মেটিকিউলাস) – অতিসতর্ক / খুঁতখুঁতে
🔴 (47th BCS) Evade (ইভেইড) – এড়িয়ে যাওয়া
🔴 (46th BCS) Mundane (মানডেইন) – সাধারণ / একঘেয়ে
🔴 (45th BCS) Exaggerate (এক্‌সাজারেট) – অতিরঞ্জন করা
🔴 (44th BCS) Adverse (অ্যাডভার্স) – বিরূপ / প্রতিকূল
🔴 (43rd BCS) Resilient (রিজিলিয়েন্ট) – দৃঢ় / পুনরুদ্ধারে সক্ষম
🔴 (42nd BCS) Lucrative (লুক্রেটিভ) – লাভজনক
🔴 (41st BCS) Discrepancy (ডিসক্রেপ্যানসি) – অমিল / অসামঞ্জস্য
🔴 (40th BCS) Obsolete (অবসলিট) – অপ্রচলিত / পুরনো
🔴 (39th BCS) Scrutinize (স্ক্রুটিনাইজ) – খুঁটিয়ে দেখা
🔴 (38th BCS) Superficial (সুপারফিশিয়াল) – উপরি / অগভীর
🔴 (37th BCS) Altruism (অ্যালট্রুইজম) – পরার্থপরতা
🔴 (36th BCS) Hostile (হস্টাইল) – শত্রুভাবাপন্ন
🔴 (35th BCS) Deteriorate (ডিটারিওরেট) – অবনতি হওয়া
🔴 (34th BCS) Coherent (কোহেরেন্ট) – সংগঠিত / সুসংগত
🔴 (33rd BCS) Refrain (রিফ্রেইন) – বিরত থাকা
🔴 (32nd BCS) Retain (রিটেইন) – ধরে রাখা
🔴 (31st BCS) Alleviate (অ্যালিভিয়েট) – উপশম করা
🔴 (30th BCS) Conspicuous (কনস্পিকিউয়াস) – সুস্পষ্ট
🔴 (29th BCS) Impartial (ইমপার্শিয়াল) – নিরপেক্ষ
🔴 (28th BCS) Simultaneous (সাইমালটেনিয়াস) – একসাথে ঘটে এমন
🔴 (27th BCS) Vivid (ভিভিড) – স্পষ্ট / জীবন্ত
🔴 (26th BCS) Ambiguous (অ্যামবিগিউয়াস) – দ্ব্যর্থবোধক
🔴 (25th BCS) Empirical (এমপিরিক্যাল) – অভিজ্ঞতালব্ধ
🔴 (24th BCS) Abolish (অ্যাবলিশ) – বিলুপ্ত করা
🔴 (23rd BCS) Confer (কনফার) – প্রদান করা
🔴 (22nd BCS) Plausible (প্লসিবল) – বিশ্বাসযোগ্য
🔴 (21st BCS) Foster (ফস্টার) – লালন করা / উৎসাহ দেওয়া
🔴 (20th BCS) Feasible (ফিজিবল) – বাস্তবসম্মত
🔴 (19th BCS) Mitigate (মিটিগেট) – প্রশমিত করা
🔴 (18th BCS) Reluctant (রিলাক্ট্যান্ট) – অনিচ্ছুক
🔴 (17th BCS) Commence (কমেন্স) – শুরু করা
🔴 (16th BCS) Devastate (ডেভাস্টেট) – ধ্বংস করা
🔴 (15th BCS) Indigenous (ইনডিজেনাস) – স্থানীয়
🔴 (14th BCS) Revoke (রিভোক) – বাতিল করা
🔴 (13th BCS) Exempt (এক্সেম্পট) – অব্যাহতি দেওয়া
🔴 (12th BCS) Prohibit (প্রোহিবিট) – নিষিদ্ধ করা
🔴 (11th BCS) Comply (কমপ্লাই) – অনুসরণ করা
🔴 (10th BCS) Gratify (গ্র্যাটিফাই) – সন্তুষ্ট করা
🔴 (9th BCS) Affluent (অ্যাফলুয়েন্ট) – ধনী
🔴 (8th BCS) Clarity (ক্ল্যারিটি) – স্বচ্ছতা
🔴 (7th BCS) Hinder (হিন্ডার) – বাধা দেওয়া
🔴 (6th BCS) Eradicate (ইরাডিকেট) – নির্মূল করা
🔴 (5th BCS) Provoke (প্রোভোক) – উসকে দেওয়া
🔴 (4th BCS) Coerce (কোয়ার্স) – জবরদস্তি করা
🔴 (3rd BCS) Adhere (অ্যাডহিয়ার) – মেনে চলা
🔴 (2nd BCS) Curb (কার্ব) – দমন করা
🔴 (1st BCS) Abstain (অ্যাবস্টেইন) – বিরত থাকা

Higher Study Abroad আপনি যে দেশেই পড়াশোনার জন্য যেতে চান না কেন, কিছু বিকল্প (অপশন) হাতে রাখা সবসময়ই ভালো। কারণ আপনি জান...
06/08/2025

Higher Study Abroad

আপনি যে দেশেই পড়াশোনার জন্য যেতে চান না কেন, কিছু বিকল্প (অপশন) হাতে রাখা সবসময়ই ভালো। কারণ আপনি জানেন না—আপনি যে দেশটিকে লক্ষ্য করে এগোচ্ছেন, সেটিতে শেষ পর্যন্ত যাওয়া হবে কি না।

প্ল্যান বি—

ফিনল্যান্ড:
এই দেশটা সবদিক দিয়েই ভালো। বিশেষ করে স্থায়ীভাবে থাকার (PR) ব্যাপারে খুব একটা ঝামেলা নেই। এখানে অনেকগুলো বিশ্ববিদ্যালয় রয়েছে। জয়েন্ট অ্যাপ্লিকেশনের জন্য ১০০ ইউরো লাগে। সাধারণত প্রতিবছর জানুয়ারির ৫ থেকে ১৯ তারিখের মধ্যে আবেদন করতে পারেন। তবে University of Vaasa, Aalto University এবং University of Helsinki-এর মতো কিছু বিশ্ববিদ্যালয় আগেই আবেদন গ্রহণ শুরু করে।
টিউশন ফি তুলনামূলকভাবে বেশি হলেও ভালো রেজাল্ট এবং ইন্টারভিউ দিলে ৫০%-১০০% স্কলারশিপ পাওয়া যায়। তবে মনে রাখবেন, এখন ফিনল্যান্ডে কাজ পাওয়া বেশ কঠিন। অন্তত ৮-১২ মাসের খরচের ব্যবস্থা নিয়ে যাওয়া উচিত।
Website: https://www.studyinfinland.fi/

ডেনমার্ক:
এখানে বিশ্বের সেরা কিছু বিশ্ববিদ্যালয় রয়েছে। তবে বিশেষ করে বিজ্ঞানভিত্তিক বিষয়ে টিউশন ফি অনেক বেশি। যদি জীবনসঙ্গী (স্পাউস) সঙ্গে নিয়ে যেতে পারেন, তাহলে দু’জনে মিলে আয় করে ভালোভাবেই চলতে পারবেন। তবে ফিনল্যান্ডের মতো এখানেও কাজ পাওয়া কঠিন হয়ে গেছে।
Website: https://studyindenmark.dk/

বেলজিয়াম:
অনেকেই বেলজিয়াম সম্পর্কে তেমন জানেন না। তবে ইউরোপের দেশগুলোর মধ্যে বেলজিয়ামও ভালো একটি বিকল্প। বিশ্ববিদ্যালয় অনুযায়ী টিউশন ফি ৯০০ থেকে ৫০০০ ইউরো পর্যন্ত হতে পারে। প্রয়োজনীয় কাগজপত্র ঠিকঠাক থাকলে ভিসা নিয়ে তেমন ঝামেলা হয় না। Ghent University, UHasselt, VUB দেখতে পারেন।
Website: https://www.studyinbelgium.be/en

ইতালি:
এক সময় এটি বাংলাদেশিদের মধ্যে বেশ জনপ্রিয় ছিল। গত কয়েক বছর ভিসা রেট ভালো ছিল না, তবে এবার বেশ ভালো পরিমাণে ভিসা দেওয়া হয়েছে। এখানে অনেক বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি কম এবং ভালো বিষয়ের ওপর কম খরচে পড়াশোনা করা যায়। ভালো রেজাল্ট থাকলে স্কলারশিপও পাওয়া যায়।
Website: https://studyinitaly.esteri.it/en/home_borse

চেক প্রজাতন্ত্র:
জার্মানির পাশের এই দেশে IT ও কম্পিউটার সায়েন্স–সম্পর্কিত বিষয়ে বেশ ভালো কিছু বিশ্ববিদ্যালয় আছে। খুব কম খরচে মাস্টার্স শেষ করা সম্ভব। Masaryk University, Brno University of Technology, Czech University of Life Sciences দেখতে পারেন।
Website: https://www.studyin.cz/

জার্মানি:
এ বছর ২৫০+ শিক্ষার্থী নরওয়ে গেছে। জার্মান এমবাসির ইন্টারভিউ কল পেতে এক বছর অপেক্ষা করতে হয় বলেই অনেকেই নরওয়ে বেছে নিয়েছে। যদি আপনি অপেক্ষা করতে রাজি থাকেন, তাহলে জার্মানি অবশ্যই দেখতে পারেন।
Website: https://www2.daad.de/.../international-programmes/en/result/

নেদারল্যান্ডস:
যদি আপনার বাজেট ভালো থাকে তাহলে নেদারল্যান্ডস বিবেচনায় রাখতে পারেন। দেশ, শিক্ষার মান সবই খুব ভালো। তবে টিউশন ফি তুলনামূলকভাবে বেশি।
Website: https://www.studyinholland.nl/

আইসল্যান্ড:
এখানে খুব অল্পসংখ্যক বাংলাদেশি আছেন যারা মাস্টার্স করছেন। একাডেমিক রেজাল্ট ভালো এবং IELTS স্কোর ৬.৫ হলে University of Iceland বিবেচনায় রাখতে পারেন। এখানে কোনো টিউশন ফি নেই।
Website: https://study.iceland.is/

ফ্রান্স:
ফ্রান্সে অনেক বিশ্ববিদ্যালয়ে টিউশন ফি খুব কম এবং স্কলারশিপও পাওয়া যায়। তবে ফ্রান্স এমবাসি মাঝে মাঝে ভিসা নিয়ে ঝামেলা করে। যদি স্কলারশিপ পান, তাহলে সমস্যা হবে না। University of Paris-Saclay, Université de Paris ইত্যাদি দেখতে পারেন।
Website: https://www.campusfrance.org/en

সুইডেন:
খুবই পরিপাটি এবং সুন্দর দেশ। এখানে বিশ্বের অন্যতম সেরা কিছু বিশ্ববিদ্যালয় আছে। ভালো রেজাল্ট ও IELTS স্কোর থাকলে আবেদন করতে পারেন। যদি আপনার বিষয়-সম্পর্কিত দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকে তাহলে SI স্কলারশিপে আবেদন করতে পারেন। এছাড়াও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের স্কলারশিপ রয়েছে।
Website: https://studyinsweden.se/

পোল্যান্ড:
আগে বাংলাদেশিরা পোল্যান্ডে অনেক যেতো কারণ এখানে টিউশন ফি এবং জীবনযাত্রার খরচ অনেক কম। University of Warsaw, Warsaw University of Technology দেখতে পারেন।
Website: https://study.gov.pl/

জীবন নিয়ে আরো আশাবাদী আর প্রোডাক্টিভ হতে চাইলে -১/ নিজের উপর বেশি বেশি ইনভেস্ট করুন। ২/ নতুন কিছু শিখুন। ৩/ বইপত্র পড়ুন।...
06/08/2025

জীবন নিয়ে আরো আশাবাদী আর প্রোডাক্টিভ হতে চাইলে -

১/ নিজের উপর বেশি বেশি ইনভেস্ট করুন।

২/ নতুন কিছু শিখুন।

৩/ বইপত্র পড়ুন।

৪/ বিভিন্ন কোর্স করুন।

৫/ ভালো ভালো ভিডিও দেখুন।

৬/ বিভিন্ন জায়গা থেকে ঘুরে আসুন।

মনে রাখবেন,
শেখা থেমে গেলে, জীবনটাও থেমে যাবে!

Address

Fulbaria
1000

Alerts

Be the first to know and let us send you an email when Ayman Sadiq & Munzereen Shahid Fan Club posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ayman Sadiq & Munzereen Shahid Fan Club:

Share