
08/08/2025
আপনি কি মধ্যবিত্ত জীবনের ট্র্যাপে আটকা পড়েছেন?
একটা সময় ছিলো, যখন ভালোভাবে পড়াশোনা করে একটা চাকরি পাওয়া ছিলো বাঁচার সবচেয়ে নিরাপদ রাস্তা।
মধ্যবিত্ত ঘরের ছেলেমেয়েরা সেই নিরাপদ ছকেই জীবন সাজাতো- ভালো রেজাল্ট, ঘুষ দেয়ার সামর্থ্য থাকলে সরকারি বা প্রাইভেট চাকরি, তারপর সংসার।
কিন্তু সময় বদলেছে।
এই ২০২৫ সালে এসে ২৫ হাজার টাকা বেতনের চাকরি দিয়ে কি আর কিছু চলে?
নাকি টিকে থাকাটাই এখন সবচেয়ে বড় যুদ্ধ?
মধ্যবিত্ত ট্র্যাপটা আসলে কী?
এটা একটা মানসিক ফাঁদ।
আপনি যা ভাবেন, আশেপাশের সব মানুষও ঠিক তাই ভাবে।
সবাই একই ছকে চলে।
নতুন কিছু ভাবার, করার সাহসটাই যেন কোথায় হারিয়ে গেছে।
আপনি ভাবেন…
চাকরি পেলেই সব ঠিক হয়ে যাবে।
বাড়ি গড়বো, একটা মোটামুটি গাড়ি কিনবো, বাচ্চাদের পড়াবো।
এটাই কি স্বপ্ন? তাও আবার এভারেজ চাকরি করে?
এই যে একই চিন্তার পুনরাবৃত্তি, এই একই লাইফস্টাইলের স্বপ্ন এটাই হচ্ছে মধ্যবিত্ত ট্র্যাপ।
চিন্তা করেন ধনী লোকেরা কীভাবে ভাবে?
একজন সফল ধনী মানুষ জীবনকে দেখে অনেক ভিন্নভাবে।
সে ভাবে- কীভাবে আমি গড়ে তুলবো এমন কিছু, যা আমাকে ১০ জনের চেয়ে আলাদা করে তুলবে?
সে ভাবেনা শুধু চাকরির কথা।
সে ভাবে- স্কিল, ইনভেস্টমেন্ট, সুযোগ, গেমপ্ল্যান।
সে আয়ের পথ খোঁজে, চাকরির নিশ্চয়তা নয়।
একটি বাস্তব ঘটনা বলতেছি…
কিছুদিন আগে এক ডাক্তারের কাছে গিয়েছিলাম।
সিরিয়াল ছিলো ৩৩ নম্বর। আমার পরেও প্রায় ১০-১২ জন।
ভিজিট ১২০০ টাকা।
ধরি দিনে ৫০ জন রোগী।
মানে প্রতিদিন ইনকাম ৬০,০০০ টাকা।
তার একদিনের ইনকাম,
অনেক মধ্যবিত্তের পুরো মাসের বেতন।
প্রশ্ন হচ্ছে…
এই ডাক্তার কীভাবে এই পর্যায়ে পৌঁছালেন?
আমি মানুষের সেবা করবো- এটাই কি ছিলো তার মূল লক্ষ্য?
না, মূল লক্ষ্য ছিলো উন্নতি।
কী করলে নিজেকে এগিয়ে রাখা যাবে?
কী করলে আয় বাড়বে?
সেই চিন্তা থেকে পরিশ্রম করেছে, ডিগ্রি নিয়েছে, স্কিল শিখেছে।
তিনি নিজেকে বানিয়েছেন হাই-ভ্যালু মানুষ।
আপনি কীভাবে বের হবেন এই ট্র্যাপ থেকে?
মধ্যবিত্ত জীবনের ছকে আর চললে চলবে না। ভিশন পরিষ্কার করতে হবে।
- আপনি ১০ বছর পর কোথায় থাকতে চান?
- কত ইনকাম করতে চান?
- কী ধরনের জীবন চান?
এই উত্তরগুলো না থাকলে আপনি অন্যের ছকে চলতে থাকবেন।
আর যদি উত্তর থাকে, তাহলে এখনই মিশনে নামুন।
- স্কিল শেখেন
- ইনভেস্ট করতে শিখুন
- নিজের সময়টাকে মূল্য দিন
- যে পেশা আপনাকে হাই ইনকাম দেবে, সেটার দিকে এগিয়ে যান
মনে রাখবেন…
আপনি যদি নিজেকে বদলাতে না পারেন, জীবন আপনাকে বদলে দেবে।
আর যে কেবল স্রোতে ভাসতে চায়- তার পরিণতি হয় করুণ।
তাই সিদ্ধান্ত এখনই নিতে হবে।
আপনি কি এক জীবনে শুধু বেতন নিয়েই বাঁচবেন,
নাকি অর্থনৈতিক স্বাধীনতার পথে হাঁটবেন?
মধ্যবিত্ত ট্র্যাপ থেকে বের হওয়া যায়।
শুধু দরকার একটু আলাদা করে ভাবা।
অল দ্যা বেস্ট।