19/06/2025
Kalapara Patuakhali
Uno Kalapara Patuakhali
📢 তেগাছিয়া-পাখিমারা খেয়াঘাটে জুলুম বন্ধ হোক! প্রশাসনের হস্তক্ষেপ জরুরি!
জনগণের দুর্ভোগ দিনের পর দিন বেড়েই চলেছে, অথচ দেখার যেন কেউ নেই!
তেগাছিয়া-পাখিমারা খেয়া — এটি একটি গুরুত্বপূর্ণ নৌযান চলাচলের স্থান। সাধারণ মানুষের চলাচলের একমাত্র সহজ মাধ্যম এই খেয়াঘাট। অথচ এখানে আজ খেয়া সেবার নামে চলছে চরম দুর্নীতি ও অর্থ-বাণিজ্য।
খেয়া নষ্ট থাকে প্রত্যেক দিন, মেশিনটা যে কতদিনের পুরনো তা ভাবা যায় না, খেয়ায় লোক তুলে নাট নিতে পাঠায় কলাপাড়া,খেয়ার লোক তোলার পরে নাট বন্ধ হয়ে যায়, এরকম ঘটনা দিনে অন্তত পাঁচবার ঘটে স্থানীয়ভাবে খোঁজখবর নিলে জানা যাবে আরো
👉 বৃষ্টি হলে ভাড়া ডাবল
👉 সকাল বেলা — ডাবল ভাড়া
👉 দুপুরে — ডাবল ভাড়া
👉 রাত ৮টার পর — আবার ডাবল
👉 ৯টার পরে — এক কথায় মাশাল্লাহ জুলুম!
👉 রাত 9 টা দশটার পর থেকে তো ভোগান্তির শেষ নাই, দুই তিন চারশত থেকে পাঁচশ টাকাও নেয়! (যদি একা পার হয় তাহলে)
👉 যদি কেউ একটা বস্তাও নেয় — সেটারও আলাদা ভাড়া বসে!
এ যেন সেবা নয়, জনগণের গলা চেপে টাকা আদায়।
একজন খেয়াচালক খেয়া চালিয়ে কিছু আয় করবেন, তা স্বাভাবিক। কিন্তু সে আয়ের নামে যদি জনগণের উপর জোর করে অর্থ আদায় করা হয়, তাহলে সেটা আর সেবামূলক নয়, বরং শোষণমূলক হয়ে দাঁড়ায়।
এমন অবস্থায় জনগণ মুখ খুললে তাদের ‘টুটি চেপে ধরার’ হুমকি দেওয়া হয়!
প্রশ্ন হচ্ছে — প্রশাসনের কি কোন নজর নেই এই চরম অনিয়মের দিকে?
মাননীয় Uno Kalapara Patuakhali , কলাপাড়া, পটুয়াখালী — আপনার সদয় হস্তক্ষেপ কামনা করছি।
এই বিষয়টি গুরুত্ব সহকারে দেখবেন, এমন আশায় আছি।
#খেয়াঘাট_দুর্নীতি #তেগাছিয়া_পাখিমারা #জনগণের_অধিকার ৃষ্টি_দিন #খেয়ায়_শৃঙ্খলা_চাই