সত্যান্বেষী

সত্যান্বেষী আপনাদেরকে welcome সত্য ও বাস্তবতার দুনিয়া

08/07/2025

শেখ হাসিনা পালায় না। 😆😆

২০১৮ সালে যারা আন্দোলনে বাধা দিয়েছিলো তাদের ম্যাক্সিমামই এখন বেকার, একটা চাকরির জন্য রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়। যাদের চ...
15/07/2024

২০১৮ সালে যারা আন্দোলনে বাধা দিয়েছিলো তাদের ম্যাক্সিমামই এখন বেকার, একটা চাকরির জন্য রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়। যাদের চাকরি হয়েছে তাদের মাঝে ভালো অবস্থানে আছে এমন লোকও হাতে গোনা কয়েকজন(অবশ্যই স্ট্রং লবিং এর জোড়ে)।

একটা চিরন্তন সত্য মনে রাখবেন, "পরিশ্রম আপনার বাড়ি-গাড়ি কিন্তু সহমত ভাইয়ের"।

তাই সহমত ভাইয়ের কথায় লাফিয়ে পরার আগে নিজের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে নিয়েন। কারন আপনি পড়াশোনা না করলেও সে ঠিকি পড়াশোনা করবে এবং কোটার বাইরে যেই অল্প সিট থাকবে সেটা দখল করবে। এমনকি প্রাইভেট সেক্টরের টপ লেভেলের পদ গুলোও তারা দখল করবে আর ছোট পোস্টগুলো থাকবে আপনার জন্য।

31/07/2023

নিজেকে সম্মান করুণ।

আপনাকে যারা মূল্যায়ন করে সম্পর্কটাকে গুরুত্ব দেয় তাদের সম্মান করুণ, তারা যদি আগ্রহ নিয়ে কথা বলতে চায় তাহলে কোনো ইস্যু দেখিয়ে এড়িয়ে যাবেন না।

আর যে সম্পর্ক বজায় রাখা কেবল আপনার উপর দ্বায়িত্ব সে সম্পর্কে আর আগ্রহ দেখাবেন না।

যোগাযোগ করতে চান কিন্তু অন্য প্রান্ত থেকে রেসপন্স আসবে হঅ, হহা, হুম, হুমম তখন বুঝে নিবেন আপনি গুরুত্বহীন, দীর্ঘ ম্যাসেজ করবেন রিপ্লেতে হুম, হ, এ গুলিকে জাস্ট এভয়েড করবেন।

আর যারা সম্পর্ক লালন করে দীর্ঘ দিন পরে কথা হলে মনেই হবে না অনেক দিন যোগাযোগ বিচ্ছিন্ন।

আর চাটার অভ্যাস থাকলে ভিন্নমত, আপনার উপরে উঠার সিঁড়ি কেউ ঠেকাতে পারবে না।ই
© Rajib Ahmed

প্রবাসে বাবার পরিশ্রম,,😔আর দেশে "ছেলে মেয়ের" ফুটানি,,, 😔💔
23/06/2023

প্রবাসে বাবার পরিশ্রম,,😔

আর দেশে "ছেলে মেয়ের" ফুটানি,,, 😔💔

20/04/2023

এক টাকার চোর-বাটপারদের মুখোস উন্মোচিত হবার পরে নিঝুম মজুমদার, তাসলিমা নাসরিনদের মতো ইসলাম বিদ্বেষীরা যখন তাদের ডিফেন্ড করা শুরু করে তখন তাদের উদ্দ্যেশ নিয়ে আর সন্দেহ থাকার কোনো অবকাশ থাকে না। আবার যখন একি সময়ে ভারতীয় ক.ট্টরপন্থী বিজেপি সরকারের হাই কমিশনার সেইসব চোর বাটপারদের অফিস পরিদর্শন করে তাদের সমর্থন জ্ঞাপন করে তখন সেটা আরো পরিস্কার হয়ে যায়।

12/04/2023

"আমার শার্টের বয়স প্রায় তিরিশ বছর। এখন এই শার্ট যদি না ছিড়ে তবে আমি কি ছিড়ে ফেলে দিবো?"

10/03/2023

এই যে দিনরাত ঘুষ খান, দূর্নীতি ও নানা অপকর্ম করেন – তখন খারাপ লাগেনা? সুলতান’স ডাইন একটু অথেনটিক কোরিয়ান স্টাইলে বিরিয়ানি বানালেই দোষ 😒
©

Address

Fulbaria

Website

Alerts

Be the first to know and let us send you an email when সত্যান্বেষী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share