ꕶʜɪʜᴀʙ ツ

ꕶʜɪʜᴀʙ ツ Alhamdulillah for those who have and those who don't have Inshallah�

15/06/2025

লাভ বার্ড পাখির কতগুলো জাত আছে?

লাভ বার্ড পাখির নয়টি প্রজাতি রয়েছে, যার মধ্যে কয়েকটি হলো: পীচ-মুখী লাভ বার্ড, মাস্কড লাভ বার্ড, ফিশার লাভ বার্ড, এবং ব্ল্যাক নেকড লাভ বার্ড।
এখানে লাভ বার্ডের কিছু প্রজাতির তালিকা দেওয়া হলো:
পীচ-মুখী লাভ বার্ড (Peach-faced Lovebird):
এদের সাধারণত "অ্যাগা persondata" (Agapornis roseicollis) বলা হয়। এদের শরীরের উপরের অংশ সবুজ, এবং মুখ ও বুকের অংশ গোলাপী বা পীচ রঙের হয়ে থাকে Wikipedia।
মাস্কড লাভ বার্ড (Masked Lovebird):
এদের "অ্যাগা persondata ফিসারিয়ানা" (Agapornis personatus) বলা হয়। এদের মাথা এবং গলা কালো রঙের, যা একটি মুখোশের মতো দেখায় Wikipedia।
ফিশার লাভ বার্ড (Fischer's Lovebird):
এদের "অ্যাগা persondata ফিসেরি" (Agapornis fischeri) বলা হয়। এদের মাথা কমলা-লাল এবং ঘাড়ের চারপাশের পালক সোনালী-কমলা রঙের হয়।
লিলিয়ান্স লাভ বার্ড (Lilian's Lovebird):
এদের "অ্যাগা persondata লিলিانی" (Agapornis lilianae) বলা হয়। এদের মাথা এবং বুক কমলা-বাদামী রঙের হয়ে থাকে। এটি ছোট আকারের লাভ বার্ড।
ব্ল্যাক নেকড লাভ বার্ড (Black-cheeked Lovebird):
এদের "অ্যাগা persondata নাইজেনাস" (Agapornis nigrigenis) বলা হয়। এদের গাল এবং গলা কালো রঙের হয়ে থাকে।
অ্যাবিসিনিয়ান লাভ বার্ড (Abyssinian Lovebird):
এদের "অ্যাগা persondata তারানথা" (Agapornis taranta) বলা হয়। এদের পালক সবুজ রঙের হয়ে থাকে, এবং এদের মাথায় লালচে ছোপ থাকে।
মাদাগাস্কার লাভ বার্ড (Madagascar Lovebird):
এদের "অ্যাগা persondata ক্যানাস" (Agapornis canus) বলা হয়। এদের শরীরের উপরের অংশ সবুজ এবং নিচের অংশ ধূসর রঙের হয়।
এগুলো ছাড়াও আরও কিছু প্রজাতি রয়েছে

13/06/2025
13/06/2025

Cute cockatiel couple

10/06/2025

লাভবার্ড পাখির সর্দি হলে, প্রথমে পাখিকে উষ্ণ রাখতে হবে এবং দ্রুত পশুচিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। পাখির পালক ফুলিয়ে রাখা, বুকের মধ্যে ঠোঁট ঢুকিয়ে রাখা, এবং অলসতার মতো লক্ষণ দেখা গেলে, মনে হতে পারে পাখি ঠান্ডা লেগেছে। প্রাথমিক পর্যায়ে উষ্ণ রাখা এবং পশুচিকিৎসকের পরামর্শ নেওয়া পাখির জীবন বাঁচানোর জন্য খুব জরুরি।

08/06/2025

ময়না (স্টার্নিডি) গোত্রের অন্তর্গত একদল পাখি। বেশিরভাগ প্রজাতির ময়নার আবাস দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ায়।
বহু প্রজাতির ময়না উত্তর আমেরিকা,।
অস্ট্রেলিয়া,।
নিউজিল্যান্ড,।
ফিজি,।দক্ষিণ আফ্রিকা প্রভৃতি দেশে অবমুক্ত করা হয়েছে।
শালিকের সাথে এরা অনেকটাই সম্পর্কিত। বেশিরভাগ ময়নার স্বরতন্ত্র জটিল প্রকৃতির বলে তারা বিভিন্ন শব্দ বা কথা সহজে অনুকরণ করতে পারে। পাতি ময়না কথা বলা পাখি হিসেবে ব্যাপকভাবে পরিচিত।

07/06/2025

লোরি পাখি৷
আসসালামু আলাইকুম আমি শিহাব প্রফেশনাল বোর্ড হাউস থেকে জানাচ্ছেন ঋতুপর্ণা রায়।

একটু অন্যধরনের পাখি পোষার শখ হলে লোরি বা লোরিকেটস পোষ্য করা যেতেই পারে৷
লোরি এবং লোরিকেটস-এর মধ্যে মূল প্রার্থক্য হল লোরির লেজ ছোটো৷
তুলনায় লোরিকেটস এর লেজ বেশ খানিকটা বড়ো৷ সাধারণত ৫৫ রকমের লোরি এবং লোরিকেটস আছে৷
তবে এর মধ্যে শুধুমাত্র ১২ রকমের লোরি আর লোরিকেটসই পোষ্য করা যেতে পারে৷
বিভিন্ন ধরণের লোরির মধ্যে আবার সবচেয়ে জনপ্রিয় হলো রেনবো লোরি৷
রেনবো লোরি ছাড়া আরও যে-যে লোরি পোষ্য করা যায় সেগুলো হলো ব্ল্যাকক্যাপ, ব্লুস্ট্রেক, চ্যাটারিং, আর ডাস্কি৷
লোরি মূলত দেখা যায় ইন্দোনেশিয়া, নিউগিনি আর অস্ট্রেলিয়ায়৷

রেনবো লোরি।

রেনবো লোরি নামটা থেকেই আন্দাজ করা যায় এদের প্রধান আকর্ষণ হল এদের রঙের বৈচিত্র৷ রামধনুর প্রায় ৭টা রঙই এদের পালকে লক্ষ্য করা যায়৷
রেনবো লোরির আবার ২২ ধরণের প্রজাতি হয়৷ এদের আকার সাধারণত এক ফুটের মতো হয়ে থাকে৷
রঙের বৈচিত্রের কারণেই এদের দেখতেও ভারি সুন্দর লাগে৷
এদের আয়ু ২০ থেকে ৩০ বছর৷
লোরি পোষ্য করতে চাইলে মাথায় রাখা দরকার এদের খাওয়ানো একটু হলেও ঝক্কির কাজ৷
তাই পাখি পোষার শুরুতেই লোরি না পোষাই ভালো৷

খাঁচা।

যেহেতু লোরি মাঝারি আকারের পাখি তাই এদের জন্য একটু বড়ো খাঁচাই ভালো, যাতে এরা খাঁচার মধ্যে একটু খেলাধুলো করতে পারে, একটু স্বচ্ছন্দে থাকতে পারে৷

শারীরিক গঠন।

লোরির আকার মোটামুটি ১০ থেকে ১২ ইঞ্চি ৷
তবে এদের বিভিন্ন প্রজাতিতে আকারের তারতম্য লক্ষ্য করা যায়৷
লোরির পালকে লাল, সবুজ, নীল, কালো ছাড়াও আরও অনেক ধরণের রঙ দেখা যায়৷
আয়ু মোটের ওপর কুড়ি বছর৷

চারিত্রিক বৈশিষ্ট্য।

লোরি তুলনামূলকভাবে শান্ত প্রকৃতির পাখি৷
তাই এদের ফ্ল্যাট বাড়িতে রাখাও সুবিধাজনক৷
এরা খেলতে খুব ভালোবাসে৷
এদের নতুন কোনও কিছু শেখার আগ্রহও অনেক বেশি৷
লরির কোনও কোনও প্রজাতি শেখালে ভালো কথা বলা রপ্ত করতে পারে৷
এরা খুব মিশুকে প্রকৃতির৷
মানুষের সঙ্গ পছন্দ করে৷
এদের চরিত্রের একটা মজার দিক হল এরা স্নান করতে খুব ভালোবাসে৷
খাঁচায় একটা বড়ো বাটিতে বেশি করে জল বা পনি দিয়ে রাখলে এরা পনি ছিটিয়ে স্নান করে৷
আর এরা ঝুলে ঝুলে খেলতে পছন্দ করে৷
এরা খুব ভালো শিস দেয়৷
লোরির গলার স্বর যেহেতু খুব পরিস্কার তাই শেখালে এরা সহযেই কথা বলতে পারে৷
এরা একেবারেই লাজুক প্রকৃতির নয়৷
একা থাকা এরা বিশেষ পছন্দ করে না৷
লোরি খুব বুদ্ধিমান পাখি, আর বুদ্ধিমান বলেই সুযোগ পেলেই খাঁচা থেকে চুপিসারে পালাতে ওস্তাদ৷ তাই সবসময় খেয়াল রাখবেন খাঁচার দরজা যেন ভালো করে বন্ধ করা থাকে৷

খাবার।

লোরির খাবার হলো নরম জাতীয় ফল যেমন কলা, পাকা পেঁপে, আপেল এগুলো আর লোরিমিক্স৷ লোরিমিক্স একধরণের গুঁড়ো খাবার৷
যে কোনও পেটশপেই পেয়ে যাবেন লোরিমিক্স৷ লোরিকে একবেলা নরম ফল মিক্সিতে ভালো করে পেস্ট করে তার সঙ্গে এক চামচ মধু মিশিয়ে দিতে হবে৷
আরেক বেলা লোরিমিক্স অল্প গরম জলে গুলে খেতে দেওয়া প্রয়োজন৷

পোষ্য করতে হলে।

একজোড়া লোরির দাম ৬০ থেকে ৭০ হাজার টাকা৷ তবে বিভিন্ন ক্ষেত্রে দামের রকমফের হতে পারে৷ লরিকে দু’বেলা দু’ধরণের খাবার দেওয়া জরুরি৷ রোজ অন্তত একবেলা নিয়ম করে পাখির খাঁচা পরিস্কার করা প্রয়োজন৷

খাঁচার দরজা খোলা পেলেই এরা পালাতে চায় তাই দরজা বন্ধ আছে কী না সেদিকে নজর রাখবেন৷ কোনও রকম অস্বাভাবিকতা লক্ষ্য করলে সঙ্গে সঙ্গে ডাক্তারের পরামর্শ নিন।
আরো এরকম ভিডিও পেতে আমাদের পেজটিকে ফলো করে লাইক দিয়ে পাশেই থাকুন ধন্যবাদ।

Ai bajarigar 🦜🦜
04/06/2025

Ai bajarigar 🦜🦜

04/06/2025

টিয়া পাখি কত প্রকার?
জীববিজ্ঞানীদের মতে নাতিশীতোষ্ণ অঞ্চলে বসবাসরত এই পাখিটির ৩৭২ এর কাছাকাছি প্রজাতি রয়েছে। সারা পৃথিবী জুড়ে বিভিন্ন প্রজাতির টিয়া পাখি থাকলেও বাংলাদেশে সাধারণত ৬ ধরনের টিয়া পাখি দেখা যায়।

04/06/2025

Birds Of Village4:2048:Birds Of Village]

Address

Fulbaria

Telephone

+966556311289

Website

Alerts

Be the first to know and let us send you an email when ꕶʜɪʜᴀʙ ツ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ꕶʜɪʜᴀʙ ツ:

Share

Category