14/06/2021
আপনি কি যেকোনো ঘটনার বিস্তারিত দ্রুত মোবাইল ফোনে টাইপ করতে পারদর্শী? ঘটনাস্থলে পৌঁছে সংশ্লিষ্ট ছবি, ভিডিও সংগ্রহ ও ফেসবুক পেইজে কিংবা ইউটিউব চ্যানেলে লাইভ করতে পারবেন? আপনার উত্তর যদি "হ্যাঁ" হয়, তবে আপনাকেই খুঁজছে জাতীয় পর্যায়ের সংবাদমাধ্যম ★দৈনিক সোনালী দেশ★।
এ সুযোগ-কে কাজে লাগিয়ে আপনি হতে পারেন ★সোনালী দেশ★ পরিবারের একজন গর্বিত প্রতিনিধি। সাংবাদিকতায় আগ্রহী, দক্ষ ও অভিজ্ঞতা রয়েছে এমন সৎ, নিষ্ঠাবান ও আদর্শবান আগ্রহী ব্যক্তিগণ আবেদন করতে পারেন। নতুনদেরকেও আবদেন করার জন্য উৎসাহিত করা হচ্ছে (প্রয়োজনে তাদেরকে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে গড়ে তোলা হবে)।
আপনার সিভি জমা দেওয়ার ৭ দিনের মধ্যে “দৈনিক সোনালী দেশ" প্রতিনিধি আপনাদের সিভি পর্যালোচনা ও সাক্ষাৎকার গ্রহণ করে ই-মেইল মারফত বা মোবাইল ফোনের মাধ্যমে “দৈনিক সোনালী দেশ” এর সংবাদ প্রতিনিধি হিসেবে কাজ করতে পারবে কি না তা নিশ্চিত করবে।
নিয়োগ প্রক্রিয়ায় অংশ গ্রহণ করার নিয়ম:
১। আপনার সিভি ই-মেইল এর মাধ্যমে আমাদের কাছে জমা দিতে হবে ([email protected] )
২। পাসপোর্ট সাইজের ছবি অবশ্যই থাকতে হবে।
৩। মোবাইল নম্বর থাকতে হবে।
৪। অবশ্যই নিজস্ব ই-মেইল আইডি থাকতে হবে এবং নিজস্ব মেইল থেকেই সিভি পাঠাতে হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ
জেলা প্রতিনিধি: এইচএসসি/সমমান।
উপজেলা প্রতিনিধি: এইচএসসি/সমমান।
জাতীয় পত্রিকা/টিভি সাংবাদিকরা অগ্রাধিকার পাবেন।
উল্লেখ্য, ★ সোনালী দেশ ★ কর্তৃপক্ষ কর্তৃক চূড়ান্ত প্রতিনিধিদের নিয়োগ দান করার পূর্বে ১৫দিন তাদের রিপোর্ট নিয়ে পর্যালোচনা করবে।
সংবাদ প্রেরণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয়:
১। কোন কপি-রাইট সংবাদ প্রেরণ করা যাবে না।
২। প্রেরিত সংবাদের সহিত সংবাদ সর্ম্পকিত ছবি ও ভিডিও ফুটেজ পাঠানোর চেষ্টা করতে হবে।
৩। নির্ধারিত সময়ের মধ্যে সংবাদ প্রেরণ করতে হবে।
আবেদনের শেষ সময়: ১৫ জুলাই ২০২১
যোগাযোগ- 01620375471
www.sonalidesh.