Destinynews24.com

Destinynews24.com Visage of Destiny Group

27/01/2025
18/02/2023

https://www.facebook.com/tuhinranavlog

বাইক (নীল পরী) নিয়ে দেশের প্রতিটি উপজেলা ঘুরে ঘুরে ইতিহাস ঐতিহ্য ক্যামেরা বন্দি করে তুলে ধরতে চাই

21/09/2022

Hey, I just share, My Lifestyle, Educational & Travel Vlog. Also, YouTube Support. Keep with Tuhin Rana Vlog and subscribe the channel.DON'T CLICK THIS!- sho...

ইন্নালিল্লাহি অইন্না ইলাহি রাজিউন
15/01/2019

ইন্নালিল্লাহি অইন্না ইলাহি রাজিউন

শোকবার্তা
ডেসটিনি সোস্যাল মিডিয়া ফোরাম-ব্লু রাজশাহী বিভাগীয় কমিটির নির্বাহী সদস্য মোকাম্মেল হকের পিতা মফিজুল ইসলাম প্রামাণিক আজ মঙ্গলবার (১৫ জানুয়ারি-২০১৯) সকাল ১০:১০ ঘটিকার সময় বার্ধক্যজনিত কারনে ইন্তেকাল করিয়াছেন। ইন্নালিল্লাহি অইন্না ইলাহি রাজিউন। মৃত্যূকালে তার বয়স হয়েছিল ৯২ বছর। সন্তানাদিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে আজ এশার নামাজের পরে বগুড়া সদরের মসজিদ পাড়ার নামুজায়।
এদিকে তার মৃত্যূতে ডেসটিনি সোস্যাল মিডিয়া ফোরাম-ব্লুর পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে। কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে শোক-সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদন জ্ঞাপন করা হয়েছে।

03/12/2018

সত্যের সৈনিক অনলাইন : আজ বিকেলে ঢাকার কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারে হঠাৎ করেই ডেসটিনি-২০০০ লিমিটেডের ব্যবস্থা.....

28/11/2018

স্টাফ রিপোর্টার, মোহাম্মদ ইমরান হোসেন : বহুল আলোচিত ডেসটিনি ২০০০ লি. এর চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ হোসাইন ও ব্যব....

24/11/2018

সত্যের সৈনিক অনলাইনঃ ডেসটিনি-২০০০ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. মোহাম্মদ রফিকুল আমীন ও চেয়ারম্যান মোহাম্মদ .....

22/11/2018

আগামী ২৪ নভেম্বর ২০১৮ইং তারিখ শনিবার সকাল সাড়ে ১০ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে ডেসটিনি-২০০০ লিমিটেড এর চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ হোসাইন ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল আমিন, এগ্রো লিমিটেড এর পরিচালক লেঃ কর্নেল (অবঃ) দিদারুল আলম, ডায়মন্ড এক্সিকিউটিভ সাইদুল ইসলাম রুবেলের নিঃশর্ত মুক্তির দাবীতে "শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি" পালিত হবে। উক্ত মানববন্ধনে ডেসটিনির সকল বিনিয়োগকারী ও ক্রেতা-পরিবেশকদের উপস্থিত থাকতে বিশেষভাবে অনুরোধ করা হইল।

20/07/2018

সত্যের সৈনিক : ডেসটিনি-২০০০ লিমিটেড অবসায়নের বিষয়ে হাইকোর্টের দেয়া রুল স্থগিত রেখে লিভু টু আপিল গ্রহণ করেছেন আপি.....

17/05/2018

একটি দেশের প্রধান শক্তিই হলো অর্থনৈতিক সমৃদ্ধি। অর্থনৈতিক সমৃদ্ধি একটি দেশকে স্বয়ংসম্পন্ন হতে এবং উন্নয়নের শীর...

বান্দরবানে ডিএসএমএফ- ব্লু এর মত বিনিময় সভা অনুষ্ঠিতরাসেল তালুকদার,বান্দরবান প্রতিনিধিঃ বান্দরবানে ডিএসএমএফ- ব্লু এর মত ব...
13/03/2018

বান্দরবানে ডিএসএমএফ- ব্লু এর মত বিনিময় সভা অনুষ্ঠিত
রাসেল তালুকদার,বান্দরবান প্রতিনিধিঃ বান্দরবানে ডিএসএমএফ- ব্লু এর মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএসএমফ-ব্লুর কেন্দ্রীয় সদস্য ও চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়কারী এবং রিয়েল মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন লিঃ এর চেয়ারম্যান ডাবল পিএসডি এটিএম খুরশিদ অালম, বিশেষ অতিথি ছিলেন বান্দরবান সদর ডিএসএমএফ- ব্লু প্রধান নির্বাহী ও ম্যাগনিফিসেন্ট মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন লিঃ, এর শেয়ার হোল্ডার চহ্লা প্রু জিমি, দৈনিক ডেসটিনির স্টাফ রিপোর্টার ও ম্যাগনিফিসেন্ট মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন লিঃ এর ডাইরেক্টর এবং চট্রগ্রাম বিভাগের ডিএসএমএফ- ব্লু প্রতিষ্ঠাতা সদস্য অাবুল কাশেম, নির্বাহী সদস্য বান্দরবান সদর কমিটি ডিএসএমএফ- ব্লু এর মহরম অালী, সুজন দাশ, নন্দী কর্মকার সবুজ,মোঃ জাহিদুল ইসলাম,অনুপম বড়ুয়া,মোঃ মোজাম্মেল হক সোহেল।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বান্দরবানে ডেসটিনির বিজয়ের পতাকা উড়বেই, সেই পতাকা তলে সবাইকে এক সাথে কাজ করার জন্য ধন্যবাদ জানিয়েছেন এবং ডেসটিনির এমডি মোঃ রফিকুল অামিন, ডেসটিনির চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ হোসেন এর মুক্তি কামনা করেন। তিনি ডেসটিনির ৪৫ লক্ষ ক্রেতা পরিবেশকের প্রাণের দাবি অচিরেই এমডি ও চেয়ারম্যান স্যারের মুক্তি দিয়ে ৪৫ লক্ষ ক্রেতা পরিবেশকের রুজি রোজগারের ব্যবস্হা করতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানান।
বিশেষ অতিথি চহ্লা প্রু জিমি বলেন, ডেসটিনি অতীতে ছিল এখনো অাছে এবং ভবিষ্যতেও থাকবে এবং সবাইকে এক সাথে থেকে কাজ করার অাহ্বান জানান। তিনি অারও বলেন আমি ক'দিন অাগে অামি এমডি স্যারের সাথে দেখা করেছি, তিনি অামাকে ধন্যবাদ জানিয়েছে এবং বলেছেন বান্দরবানকে নিয়ে অামার পরিকল্পনা রয়েছে।
অন্যান্য বক্তারা ডিএসএমএফ-ব্লুর সাথে ঐক্যবদ্ধ থেকে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠান পরিচালনায় ছিলেন দৈনিক ডেসটিনি ও সত্যের সৈনিক এর সাংবাদিক বান্দরবান সদর ডিএসএমএফ- ব্লু দপ্তর নির্বাহী মোঃ রাসেল অালী তালুকদার।

Address

Fulbaria

Alerts

Be the first to know and let us send you an email when Destinynews24.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Destinynews24.com:

Share