13/03/2018
বান্দরবানে ডিএসএমএফ- ব্লু এর মত বিনিময় সভা অনুষ্ঠিত
রাসেল তালুকদার,বান্দরবান প্রতিনিধিঃ বান্দরবানে ডিএসএমএফ- ব্লু এর মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএসএমফ-ব্লুর কেন্দ্রীয় সদস্য ও চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়কারী এবং রিয়েল মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন লিঃ এর চেয়ারম্যান ডাবল পিএসডি এটিএম খুরশিদ অালম, বিশেষ অতিথি ছিলেন বান্দরবান সদর ডিএসএমএফ- ব্লু প্রধান নির্বাহী ও ম্যাগনিফিসেন্ট মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন লিঃ, এর শেয়ার হোল্ডার চহ্লা প্রু জিমি, দৈনিক ডেসটিনির স্টাফ রিপোর্টার ও ম্যাগনিফিসেন্ট মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন লিঃ এর ডাইরেক্টর এবং চট্রগ্রাম বিভাগের ডিএসএমএফ- ব্লু প্রতিষ্ঠাতা সদস্য অাবুল কাশেম, নির্বাহী সদস্য বান্দরবান সদর কমিটি ডিএসএমএফ- ব্লু এর মহরম অালী, সুজন দাশ, নন্দী কর্মকার সবুজ,মোঃ জাহিদুল ইসলাম,অনুপম বড়ুয়া,মোঃ মোজাম্মেল হক সোহেল।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বান্দরবানে ডেসটিনির বিজয়ের পতাকা উড়বেই, সেই পতাকা তলে সবাইকে এক সাথে কাজ করার জন্য ধন্যবাদ জানিয়েছেন এবং ডেসটিনির এমডি মোঃ রফিকুল অামিন, ডেসটিনির চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ হোসেন এর মুক্তি কামনা করেন। তিনি ডেসটিনির ৪৫ লক্ষ ক্রেতা পরিবেশকের প্রাণের দাবি অচিরেই এমডি ও চেয়ারম্যান স্যারের মুক্তি দিয়ে ৪৫ লক্ষ ক্রেতা পরিবেশকের রুজি রোজগারের ব্যবস্হা করতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানান।
বিশেষ অতিথি চহ্লা প্রু জিমি বলেন, ডেসটিনি অতীতে ছিল এখনো অাছে এবং ভবিষ্যতেও থাকবে এবং সবাইকে এক সাথে থেকে কাজ করার অাহ্বান জানান। তিনি অারও বলেন আমি ক'দিন অাগে অামি এমডি স্যারের সাথে দেখা করেছি, তিনি অামাকে ধন্যবাদ জানিয়েছে এবং বলেছেন বান্দরবানকে নিয়ে অামার পরিকল্পনা রয়েছে।
অন্যান্য বক্তারা ডিএসএমএফ-ব্লুর সাথে ঐক্যবদ্ধ থেকে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠান পরিচালনায় ছিলেন দৈনিক ডেসটিনি ও সত্যের সৈনিক এর সাংবাদিক বান্দরবান সদর ডিএসএমএফ- ব্লু দপ্তর নির্বাহী মোঃ রাসেল অালী তালুকদার।