বিলাসী ট্রাভেলস

বিলাসী ট্রাভেলস All kind of latest information

17/07/2024

·
#আগামিকালের #কর্মসূচি **সর্বোচ্চ শেয়ার করুন
শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে উপর পুলিশ, বিজিবি, র‍্যাব, সোয়াটের ন্যাক্কারজনক হামলা, খুনের প্রতিবাদ, খুনিদের বিচার, সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস নিশ্চিত ও এক দফা দাবিতে আগামীকাল ১৮ই জুলাই সারাদেশে "কমপ্লিট শাটডাউন" ঘোষণা করছি।
শুধুমাত্র হাসপাতাল ও জরুরি সেবা ব্যতীত কোন প্রতিষ্ঠানের দরজা খুলবে না, এ্যাম্বুলেন্স ব্যতীত সড়কে কোন গাড়ি চলবে না। সারাদেশের প্রতিটি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, মাদরাসা শিক্ষার্থীদের আহ্বান জানাচ্ছি আগামীকালকের কর্মসূচি সফল করুন।
আমাদের অভিভাবকদের বলছি, আমরা আপনাদেরই সন্তান। আমাদের পাশে দাঁড়ান, রক্ষা করুন। এই লড়াইটা শুধু ছাত্রদের না, দলমত নির্বিশেষে এদেশের আপামর জনসাধারণের।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

Limited Time Offer! Don't miss the chance of an incredible Thailand vacation!!!! All-Inclusive Budget-friendly Package s...
06/06/2024

Limited Time Offer!
Don't miss the chance of an incredible Thailand vacation!!!!
All-Inclusive Budget-friendly Package starts from BDT 48,500/- only
Thailand Tour
3 Nights 4 Days
BDT 48,500 Per Person
( 𝗠𝗶𝗻𝗶𝗺𝘂𝗺 𝟮 𝗣𝗲𝗿𝘀𝗼𝗻𝘀 𝗥𝗲𝗾𝘂𝗶𝗿𝗲𝗱 )
Inclusions :
➡ Return Air Ticket
➡ Airport Pick up & Drop
➡ 1 night Hotel Accommodation at Pattaya
➡ 2 night Hotel Accommodation at Bangkok
➡ Breakfast
call 01715826941
বিলাসী ট্রাভেলস

06/06/2024

ব্যাংকক পাতায়া ৪ রাত ৫দিন ট্যুর
💎মাত্র 57999 টাকা জন প্রতি

20/04/2024

DHAKA TO SINGAPORE
MALAYSIA TO DHAKA
ONLY 44000✈️✈️
CALL 01715826941

09/04/2024

বাংলাদেশের সাধারণ পাসপোর্টধারীদের জন্য এবার রাজধানী ঢাকায় চালু হচ্ছে চাইনিজ ভিসা সেন্টার (সিভিসি)।

চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন সংবাদমাধ্যম চায়না রেডিও ইন্টারন্যাশনাল (সিআরআই) এক বিজ্ঞপ্তির বরাতে এ তথ্য নিশ্চিত করেছে। এছাড়াও বাংলাদেশের চীনা দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে জানানো হয়েছে, আগামী ১১ এপ্রিল থেকে ভিসা সেন্টারটি চালু হবে।

দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়, এ সেন্টার চালুর পর থেকে সাধারণ পাসপোর্টধারীরা আর দূতাবাসে গিয়ে ভিসার আবেদন করতে পারবেন না। তবে কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীদের ভিসার আবেদন দূতাবাসে গিয়েই করতে হবে।

দূতাবাস কর্তৃক ধার্যকৃত ভিসা ফি এবং প্রযোজ্য ক্ষেত্রে এক্সপ্রেস সার্ভিস ফি’র পাশাপাশি আবেদনের জন্য একটি ফি নেওয়া হবে। যার বিস্তারিত জানা যাবে ভিসা সেন্টারের ওয়েবসাইট visaforchina.cn-এ।

ভিসা সেন্টারের ঠিকানা হলো—প্রাসাদ ট্রেড সেন্টার (৩য় তলা), ৬ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা। প্রয়োজনে টেলিফোনে যোগাযোগ করা যাবে 022 2660 3261 ও 022 2660 3262 নম্বরে।

ছুটির দিন ছাড়া ভিসা সেন্টার খোলা থাকবে রোববার থেকে বৃহস্পতিবার। আবেদন জমা এবং ফি জমা দেওয়ার সময় নির্ধারণ করা হয়েছে সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত।
https://www.facebook.com/chinaembd
সাধারণ পাসপোর্টধারীদের চীনের ভিসার জন্য আগে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে ভিসা সেন্টারের ওয়েবসাইটে লগ ইন করতে হবে। পরবর্তী প্রক্রিয়াকরণের জন্য যেতে হবে ভিসা সেন্টারের কার্যালয়ে।

Embassy of China for China-Bangladesh friendship

আলহামদুলিল্লাহ আজকে একটা ডাবল এন্ট্রি আর একটা মেডিকেল অ্যাটেনডেন্ট সহ এক সপ্তাহের মধ্যে ভিসা কনফার্ম করে দিলাম । ইন্ডিয়...
07/04/2024

আলহামদুলিল্লাহ আজকে একটা ডাবল এন্ট্রি আর একটা মেডিকেল অ্যাটেনডেন্ট সহ এক সপ্তাহের মধ্যে ভিসা কনফার্ম করে দিলাম ।
ইন্ডিয়ান ভিসা যেকোনো সাপোর্ট ০১৭১৫৮২৬৯৪১

কারো ডাবল এন্ট্রি ভিসা লাগলে ইমারজেন্সি যোগাযোগ করতে পারেন ১০ দিনে ডেলিভারি ।Call- 01715826941
05/04/2024

কারো ডাবল এন্ট্রি ভিসা লাগলে ইমারজেন্সি যোগাযোগ করতে পারেন ১০ দিনে ডেলিভারি ।

Call- 01715826941

02/04/2024

****মালদ্বীপ ও শ্রীলঙ্কা ****৫ দিনের ভ্রমন প্যাকেজ। শ্রীলঙ্কার ভিসা আমরা করে দিব। মালদ্বীপে ভিসা লাগবে না। সিট খুবই সীমিত বুকিং করতে এখনি কল করুন : - 01715826941

রোমানিয়া থেকে schengen  কান্ট্রিতে ফ্লাই করার সহজ গাইড:আজকে থেকে (৩১ মার্চ) রোমানিয়ায় TRP থাকা সকল বাংলাদেশি নাগরিকদের...
01/04/2024

রোমানিয়া থেকে schengen কান্ট্রিতে ফ্লাই করার সহজ গাইড:

আজকে থেকে (৩১ মার্চ) রোমানিয়ায় TRP থাকা সকল বাংলাদেশি নাগরিকদের জন্য ইউরোপের সেঞ্জেন এরিয়াতে ভ্রমণ করা সহজ হয়ে গিয়েছে।এক্ষেত্রে কোন প্রকার ভিসা লাগবে না।

এইপোস্টে কিভাবে সেঞ্জেন এরিয়াতে ঝামেলা ছাড়া ফ্লাই করা যাবে সে বিষয়ে ধারণা দেওয়া হবে।

ফ্লাইটের আগের প্রস্তুতি:

১। সবচেয়ে জরুরি বিষয় TRP আর পাসপোর্ট। এক্ষেত্রে দুটোরই মেয়াদ কমপক্ষে তিনমাস থাকলে সেইফ।(অনেকক্ষেত্রে TRP আবেদন করছে এমন প্রুফ দিয়ে ফ্লাই করা যেতে পারে কম মেয়াদেও।)

উল্লেখ্য, ভিসা না লাগলেও টিআরপি পাসপোর্ট ছাড়া কোনভাবেই ফ্লাই করা যাবে না।

২।ফ্লাইট ও তারিখ: ফ্লাইট বুকিং করতে অবশ্যই টিআরপির মেয়াদ খেয়াল রাখা জরুরি।আর একমাস আগে বুক করলে মোটামুটি বেশ অবিশ্বাস্য কম খরচে বাজেট এয়ারলাইনসে টিকেট পাওয়া যেতে পারে।যেমন বুখারেস্ট থেকে রোম ২৫ ইউরো!!

ফ্লাইটের দিন :

১। সুবিধামত সময় নিয়ে গেলেই হবে। বুখারেস্ট অটোপেনি এয়ারপোর্টে (Bucharest Henri Coandă International Airport) বিজি সময়েও চেকিং শেষ করে বোর্ডিং গেটে পৌঁছাতে ১ ঘন্টা লাগত ম্যাক্সিমাম।এখন আরও কম লাগবে।

২। এয়ারপোর্টে সেঞ্জেন এরিয়া ট্রাভেলের গেট আলাদা।ওই গেট গুলোতে যেতে সিকিউরিটির পর কোনো ইমিগ্রেশন নেই। ডাইরেক্ট বোর্ডিং গেটে পৌঁছে যাওয়া যায়।ওই হিসেবে সময় ও ঝামেলা নেই।

৩।এয়ারপোর্টে গিয়েই যদি ব্যাগেজ থাকে তাহলে এয়ারলাইনসের বোর্ডিং কাউন্টারে ওটা ড্রফ করে সিকিউরিটি চেকে গেলে হবে।আর তা যদি না থাকে তাহলে মোবাইলে থাকা টিকেট (Apple Wallet ,Google Wallet) কিংবা এয়ারলাইনসের এপস থেকে টিকেটের QR কোড স্ক্যান করেই ঢুকে যাওয়া যাবে।

ঢুকার পর সিকিউরিটি চেক শুরু হয়।

৪। সিকিউরিটি চেকে ১০০ ml এর বেশি কোনো তরল নিতে দেয় না এই এয়ারপোর্টে। আর ইলেকট্রনিক আইটেম আলাদা ট্রেতে রাখতে হয়।বেল্ট খুলতে হয়।ভালো বিষয় জুতা খুলতে হয়না।এখানে ৫ মিনিটও লাগে না!

৫। সিকিউরিটি চেকের পর স্ক্রিনে গেট নাম্বার দেখে সরাসরি চলে যাবেন বোর্ডিং গেটে। মোটামুটি ১৫ মিনিট আগ পর্যন্তও বাজেট এয়ারলাইনস গুলো বিমানে মানুষ উঠায়! তাই চাপ নেই।সিরিয়াল থাকেই।

৬।গুরুত্বপূর্ণ পয়েন্ট! - এয়ারলাইনসের লোকরা পাসপোর্ট টিআরপি চেক করে। গত সপ্তাহে আমি ফ্লাইটে রোমে যাওয়ার সময় উর্ধতন কর্মকর্তাকে মোবাইল দিয়ে আমাকে ক্লিয়ারেন্স দেয়। আমি স্টুডেন্ট তাই বেশি ঝামেলা হয়নি।আর ট্রাভেল হিস্ট্রি ভালো।তবে রোমের ক্ষেত্রেই এটা হয়েছে শুধু।রোমানিয়া থেকে আমি জার্মানি আর অস্ট্রিয়াতে গিয়েছি তখন উইজএয়ারের লোকরা কিছু বলেনি।

*উল্লেখ্য, তিউনিসিয়ার একজন কে বেশি সময় চেক করেছিল।ওনার ওয়ার্কপার্মিট ডকুমেন্টস দেখেছিল।

*তবে ঝামেলা হবে হয়না নরমালি।

সেঞ্জেনে পৌঁছানোর পর :

১। এখানে কোনো চাপ নেই।কোনো চেক নেই।কিছু নেই।ডাইরেক্ট লাগেজ যদি থাকে বেল্টে চলে যাবেন।আর না থাকলে সোজা এয়ারপোর্টের বাইরে!

২। মনে রাখবেন, ৯০ দিনের বেশি ১ দিন বেশি হলেও অবৈধ আপনি।আর রোমানিয়া ঢুকতে পারবেন না।ঢুকলেও ডিপোর্ট।আর সেঞ্জেন ভিসা পাবেন না কখনও!তাই নিজের ও দেশের মান রাখতে বৈধ থাকা উচিত।

ক্লাজ নাপোকা বা রোমানিয়ার অন্যান্য এয়াপোর্টের ক্ষেত্রেও সেম নিয়ম।**

আপনাদের সুবিধার জন্য সেঞ্জেনের দেশগুলো। যেগুলোতে এখনই যেকোন সময় যাওয়া যাবে!

অস্ট্রিয়া, বেলজিয়াম, চেক প্রজাতন্ত্র, ডেনমার্ক, এস্তোনিয়া, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, গ্রীস, হাঙ্গেরি, আইসল্যান্ড, ইতালি, লাটভিয়া, লিথুয়ানিয়া, লাক্সেমবার্গ, মাল্টা, নেদারল্যান্ডস, নরওয়ে, পোল্যান্ড, পর্তুগাল, স্লোভাকিয়া, স্লোভেনিয়া, স্পেন, সুইডেন, এবং সুইজারল্যান্ড,,বুলগেরিয়া।

এছাড়াও ইউ কান্ট্রি ও তুর্কিতেও যাওয়া যাবে।এক্ষেত্রে ইমিগ্রেশন ফেস করতে হবে দুই দেশেই।

শাহাদাত হোসেন।

📍 Bucharest Henri Coandă International Airport, Bucharest ,Romania

01/04/2024

শেনজেন জোনে যুক্ত হলো রোমানিয়া-বুলগেরিয়া

30/03/2024
30/03/2024

ওমরাহ গ্রুপ টিকেট পাওয়া যাচ্ছে বিস্তারিত জানতে কল করুন 01715826941

Address

Fulbaria

Telephone

+8801715826941

Website

Alerts

Be the first to know and let us send you an email when বিলাসী ট্রাভেলস posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to বিলাসী ট্রাভেলস:

Share

Category