Ekon Diary

Ekon Diary Assalamu-Oylaikum,
This is Ekon.Welcome to my page Ekon Diary.Be polite.enjoy this video.�

জলজ্যান্ত সন্তানকে স্কুলে নিয়ে এসে, এক টুকরো কয়লা নিয়ে বাড়ি ফিরে যাওয়ার মতন দুঃখ মনে হয় পৃথিবীতে আর কোন কিছুতে নাই।😭প্রচ...
21/07/2025

জলজ্যান্ত সন্তানকে স্কুলে নিয়ে এসে, এক টুকরো কয়লা নিয়ে বাড়ি ফিরে যাওয়ার মতন দুঃখ মনে হয় পৃথিবীতে আর কোন কিছুতে নাই।😭
প্রচণ্ড বেদনাদায়ক হৃদয় ভেঙে যাচ্ছে,
আল্লাহ সব মায়েদের সইবার শক্তি দান করো🤲
এই ছবি,ভিডিও গুলো দেখে কান্না থামাতে পারছি না।
আর যাদের বাচ্চারা আহত নিহত হয়েছেন তারা নিজেদের কিভাবে সামলাবেন🥹
আল্লাহ তুমি সবাই কে হেফাজত কারো।

কিছু কষ্ট মানুষকে এমন ভাবে বদলে দেয় যে, সে আগের মতো আর থাকে না। হৃদয়ের সব নরম অনুভূতি ধীরে ধীরে কঠিন হয়ে যায়। যাকে এক সম...
06/07/2025

কিছু কষ্ট মানুষকে এমন ভাবে বদলে দেয় যে, সে আগের মতো আর থাকে না। হৃদয়ের সব নরম অনুভূতি ধীরে ধীরে কঠিন হয়ে যায়। যাকে এক সময় অনুভূতির গভীরে রাখা হতো, তার গুরুত্ব হারিয়ে যায়। অপেক্ষা, অভিমান সবকিছুই এক সময় অর্থহীন হয়ে যায়।

একদিন মানুষ শিখে যায়, বাঁচতে হলে নিজেকে শক্ত করে নিতে হবে।

অনুভূতির আঘাতে পাথর হয়ে যাওয়া হৃদয় আর কখনো মাটি হয়ে নরম হয়না। তখন জীবন তার নিজের পথে এগিয়ে চলে নির্লিপ্ত, নিঃশব্দ, নির্বাক!

Love,sacrifice and joy celebrating the Diving Essence of Motherhood everyday!Ekfar Ahmed (Fahan)Easha Ahmed (Faha)      ...
30/06/2025

Love,sacrifice and joy celebrating the Diving Essence of Motherhood everyday!
Ekfar Ahmed (Fahan)
Easha Ahmed (Faha)


মন খারাপ এক ধরনের নিরবতা...! যেখানে শব্দগুলো হারিয়ে যায় আরঅনুভূতি গুলো শব্দহীন হয়ে থাকে।এটা ছিল জীবনের এক ছোট বিরতি যেখা...
14/06/2025

মন খারাপ এক ধরনের নিরবতা...!
যেখানে শব্দগুলো হারিয়ে যায় আর
অনুভূতি গুলো শব্দহীন হয়ে থাকে।
এটা ছিল জীবনের এক ছোট বিরতি যেখানে
নিজের সঙ্গে নিজের কথোপকথন হয়!
হয়তো আজ কষ্ট হচ্ছে কিন্তু এই কষ্টই তোমাকে
আরো পরিপূর্ণ করে তুলবে... ❤️
হয়তো এই বিরতির মধ্যে তুমি
জীবনের নতুন অর্থ খুঁজে পাবে।
খারাপ সময় সবই অল্প কিছু মুহূর্ত
একদিন তোমার সুন্দর স্মৃতি তে পরিনত হবে।🥀🌼🌸

Address

Fulbaria

Telephone

+8801749294060

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ekon Diary posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ekon Diary:

Share