06/06/2025
এবারের কুরবানী র গরুর দাম নিয়ে নানানরকম মতামত পেয়েছি। খামারি রা যেন খুশি হয়ে আপনার কাছে তার পালিত গরু বা ছাগল টা তুলে দেয়।অনেক ক্রেতারা শেষ বেলায় কিনতে যান দাম কম হবে এই ভেবে।এই বছর অনেক খামারি কে কান্না করতে দেখেছি! আমরা সবাই প্রাপ্য দাম দিয়ে খামারিকে খুশি করে কুরবানীর নিয়ত করি!
ঈদ মোবারক!