12/10/2024
দুর্গোৎসবে ময়মনসিংহ নগর আলোর আভায় উদ্ভাসিত। ভিডিওর সাথে সাথে আপনিও এগিয়ে চলুন। দেখে নিন সেখানকার উৎসব।
🔴🔴
নিজে দেখুন। লাইক ও শেয়ার করে অন্যকেও দেখার সুযোগ করে দিন।
Alternative Media
Fulbaria
Be the first to know and let us send you an email when Community Journal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.
Send a message to Community Journal:
জীবনের নানা ক্ষেত্রে এদেশের অনেক ধর্মীয় জনগোষ্ঠিই নানাভাবে প্রান্তিক অবস্থানে থাকেন। তাদের আছে অমনোযোগ, বঞ্চনা, নিপীড়নের মুখোমুখি হওয়ার অভিজ্ঞতা। সব মিলিয়েই তাদের যে সামগ্রিক জীবনযাপন, তার অনেক সংবাদই ইচ্ছায় বা অনিচ্ছায় মূলধারার গণমাধ্যমে স্থান পায় না। কিংবা স্থান পেলেও যুক্তিসঙ্গত কারণেই বিশদ আকারে তা প্রকাশের সুযোগ থাকে না। ’কমিউনিটি জার্নাল’ মূল ধারার গণমাধ্যমের সমান্তরালে সেসব জনগোষ্ঠির বিকল্প গণমাধ্যম। আপাতত বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের উৎসব, পার্বন, ব্রত, কৃত্য ও জীবন উপস্থাপনে এবং মিথস্ক্রিয়ায় ক্রিয়াশীল বিকল্প গণমাধ্যম ‘কমিউনিটি জার্নাল’। ভবিষ্যতে এমনতরো অন্যান্য জনগোষ্ঠীর জন্যও বিকল্প গণমাধ্যম হওয়ার আকাঙ্খা পোষণ করে ’কমিউনিটি জার্নাল’। কোন বিশেষ ধর্ম বা ধর্মীয় জনগোষ্ঠির মাহাত্ম্য প্রচারের দায় ’কমিউনিটি জার্নাল’ বহন করে না। বরংচ বিষয় নির্বাচন বা ভাষার ব্যবহারে এ ব্যাপারে যথেষ্ট সতর্কতা অবলম্বনের দায় বহন করে ’কমিউনিটি জার্নাল’। মোটাদাগে কিংবা বিশেষ কায়দায় বিদ্বেষ নির্মাণ ও প্রচারের কোন আকাঙ্খা নেই ’কমিউনিটি জার্নালে’র।
পূর্বে উল্লিখিত উৎসব, পার্বন, ব্রত ও কৃত্যের চিত্র আমরা উপস্থাপন করি। এসবের শিল্পরূপ, সামাজিক রূপ এবং লোকায়ত সম্পর্ক ও সূত্র উপস্থাপন করি। খোঁজ করি হারিয়ে যাওয়া উৎসব, পার্বন, ব্রত ও কৃত্যের।
সনাতন ধর্মাবলম্বী জনগোষ্ঠীর বৃহত্তম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব। এই আয়োজনের ব্যাপারে আমাদের মনোযোগ ও উপস্থাপনা সবচেয়ে বেশি। কমিউনিটি জার্নালের যাত্রা শুরুও হয়েছিলো এই উৎসবকে ঘিরেই।
পাঠকদের মন্তব্যকে আমরা গুরুত্বের সাথেই গ্রহণ করি। মত বা অনুভুতি প্রকাশে বাধা দেই না। তবে বিদ্বেষপ্রসূত মন্তব্য আমাদের কাম্য নয় এবং আমরা তা মুছে দেই।