HEaRt To HEaRt

HEaRt To HEaRt Support us... �

01/11/2024
বিয়ে করে কি পেয়েছি?-বিয়ে করে সর্বপ্রথম একটা বউ পেয়েছি!-পকেটে একটা মোবাইল থাকার পরও সারাদিনে যখন একটাও কল আসেনা তখন একটা ...
02/10/2024

বিয়ে করে কি পেয়েছি?
-বিয়ে করে সর্বপ্রথম একটা বউ পেয়েছি!
-পকেটে একটা মোবাইল থাকার পরও সারাদিনে যখন একটাও কল আসেনা তখন একটা কল করে ' তুমি এখন কোথায়? বলার মানুষ পেয়েছি! তখন নিজেকে খুব গুরুত্বপূর্ণ 'পাবলিক' মনে হয়।
- একজন কুকার/সেফ/পাঁচক/রাঁধুনি পেয়েছি। একটা ওয়াসিং মেশিন পেয়েছি। পাঞ্জাবীটা ময়লা হয়েছে বললেই, মেশিন অটো চলে!
-একটা অটো টেপরেকর্ডার পেয়েছি, মাঝে মাঝে 'কি-বোর্ড' টেপা ছাড়াই বাজতে থাকে! কখনো জোড়ে 'স্টপ' বললে বন্ধ হয়, কখনো শব্দ পরিবর্তন হয়ে 'বৃষ্টি' চালু হয়! কখনো 'হাইফাইভ' দেখালে অটো বন্ধ হয়ে যায়। বড় বিচিত্র এই রেকর্ডার!
-সপ্তাহ পাঁচ-সাত দিন পর পর অতি যত্ন সহকারে বাজার-সদায়ের লিস্ট ধরিয়ে দেয়ার জন্য একজন 'কেয়ারটেকার' পেয়েছি!
-আমার ঘরে রাত ১১টা সাড়ে ১১টার পর আমাকেই প্রবেশ নিষেধ বলে হুমকি দেয়ার 'দারোয়ান' পেয়েছি!
-ছোট একটা 'এলার্মক্লক' পেয়েছি!
-বাড়তি প্রাপ্তি হিসেবে শ্বশুড়-শ্বাশুড়ি, শালা-শালী, সম্বন্ধী পেয়েছি। সম্পূর্ণ অপরিচিত কিছু মানুষকে নিকটাত্মীয় হিসেবে পেয়েছি।
- একটা সন্তান পেয়েছি। সে যখন Baba বলে কোলে চড়ে বসে কিংবা গলা জড়িয়ে ধরে তখন বাগানে ফুল ফুটলে মালির যে অনুভুতি হয় তার চেয়েও বেশি মনটা শীতল হয়!
-অতপর, মানিব্যাগ আর রিমোর্টের একছত্র অধিকার হারিয়েছি। মাঝে মাঝে মোবাইলটাও বেদখল হয়ে যায়!
✌️🙊
সর্বশেষ সুখে- দুখে একটা কথা বলার সঙ্গী পেয়েছি!💙
মোরাল দ্য স্টোরি ❤️
পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পর্কের নাম স্বামী স্ত্রী।সন্তানেরা একসময় দুরে চলে গেলেও স্বামী স্ত্রী সুখ দুঃখ সব সময় একসাথে থাকে। তাই একে অপরকে সহযোগিতা, সহমর্মিতা, করে আগলে রাখুন। মনে রাখবে বউ খারাপ হলে দোষ কিন্তু আপনারই, কেননা আপনার বাম পাজঁরের হাড়ের কোয়ালিটি বলে দেয় বউ কেমন!

#কপি

15/09/2024

🙃💔

Address

Fulbaria

Website

Alerts

Be the first to know and let us send you an email when HEaRt To HEaRt posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category